নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবতে ভালোবাসি,মানুষকে ভাবাতে ভালোবাসি। আমার প্রত্যেকটি লেখাই নিজস্ব ভাবনা এবং মতামত প্রকাশ মাত্র। ফেসবুকঃ Nasir Hossain Nohan.

নাসির নোহান

নাসির নোহান › বিস্তারিত পোস্টঃ

কাছের অবহেলা দূরের ভালোবাসা

২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৬

ঘন ঘন নদীর পাড়ে গিয়ে চাঁদ দেখার গল্প শুধু বিয়ের প্রথম কয়েকটা মাসেই হয়.. অফিস থেকে ফিরে কপালে চুমু দিয়ে ভালোবাসি বলার গল্পটা শুধু ঐ উনিশ বছরের মেয়েটার সাথেই হয়, বয়স্ক পুরাতুন চল্লিশ বছরের মানুষটার সাথে কখনোই হয়না !
.
ইচ্ছে করে না .. মনের অজান্তে মানুষগুলো আমাদের কাছে গুরুত্বহীন হয়ে যায়.. আস্তে আস্তে ভালোবাসা-কেয়ার জিনিসগুলো হারিয়ে যেতে থাকে.. টের পাইনা কেউ ই !
.
অথচ জীবনটাকে তুমি রিওয়াইনড জুম করলে দেখবে, এক পলক চোখের দেখাতে এই মানুষটাই একদিন তোমার রাতের ঘুম কেড়ে নেয়ার কারন ছিলো.. তোমার মনে হয়েছিল, ইশ পাশে বসে যদি মানুষটার সাথে একটা বিকেল কাটাতে পারতাম.. সাদা-মাটা জীবনটা কতই না রঙিন হতো !
.
তারপর হঠাৎ একদিন মানুষটার সাথে তোমার পরিচয় হয়.. কথায়-কথায় মনে আটকে থাকা সব কথা বলার সুযোগ পাও.. বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে, আরো নতুন নতুন কথা বলতে ইচ্ছে করে !
.
যেদিন একটু একটু করে জমানো সব কথা ফুরিয়ে যায়, তোমার মনে হয় মানুষটাকে আলতো করে আঙুল ছুঁয়ে দিতে.. একটু কাছ থেকে অনুভব করার জন্য হাত ধরে বসে থাকতে.. কিন্তু তোমার এই ছোট্র চাওয়াটুকু তুমি তাকে কিছুতেই বুঝাতে পারোনা.. কিছুতেই না !
.
হুট করে একদিন আঙুল স্পর্শ করার সুযোগ পাওয়ার পর.. তোমার মনে হয় আহা জীবনের সর্ব সুখ বুঝি প্রিয় মানুষটার আঙুল ছুঁয়ে দেয়ার মাঝেই !
.
তারপর রোজ আঙুল ধরে বসে থাকতে আর ভাল্লাগেনা তোমার, শুধু আঙুল কেন আরো স্পর্শকাতর কিছু চাই.. যখন তুমি স্পর্শকাতর কিছু ছোঁয়ারও অধিকার পেয়ে যাও.. তোমার মনে হয় স্পর্শকাতর আরো কিছু করে ফেলতে !
.
কিন্তু তাকে সেটা বলতে পারোনা ভালোবাসা নষ্ট হবার ভয়ে.. আবার না বলতে পারার ব্যকুলতাও তোমায় ঘুমোতে দেয়না !
.
এখন আর মানুষটাকে পাশে বসিয়ে আঙুল ছুঁয়ে গল্প করার পরেই তোমার দাবি ফুরিয়ে যায়না.. মানুষটাকে পুরোপুরি চাই.. তোমার জন্যই তার পৃথিবীতে আসা !
.
হঠাৎ একদিন যখন সত্যি সত্যি মানুষটার সাথে তুমি স্পর্শকাতর কিছু করার সুযোগ পেয়ে যাও.. তখন মানুষটার কাছে তোমার আর কিছুই চাইবার থাকেনা.. কিছুই না!! আঙুল স্পর্শ করে গল্প করার মাঝে তখন আর ভালোবাসার অনূভুতি থাকেনা.. থাকে এক রাশ বিরক্তি !
.
তার প্রতি তোমার এই অনুভূতি সেদিন ভালবাসাকে শূণ্যে নামিয়ে আনে.. অনূভুতি শূন্য মানুষটাকে তখন ফেলনা মনে হয়.. ভুল করেও আর যত্ন নেওয়া হয়না !
.
এক পর্যায়ে অবহেলায় ভালবাসাটা নির্জীব হয়ে যায়.. মানুষটা নিজের ভুল আর অপরাধ বুঝতে পেরে কান্না করে বার বার তোমার কাছে সেই আগের জায়গাটুকু ফেরত চায়.. আবার কেউবা অবহেলা সইতে না পেরে অভিমানে সত্যি সত্যি তোমার জীবন থেকে দূরে চলে যায় !
.
মানুষটা যখন দূরে চলে যায়, তখন তুমি চাইলেই আর কথা বলতে পারো না.. রাগ হলেও কাউকে দু- চারটা কথা শুনাতে পারো না.. এই অনুভূতিটা তোমার ভেতর আবার কথা বলার ইচ্ছেটুকু বাড়িয়ে দেয়!
.
তখন আবার সবকিছু আগের মত হয়ে যায়.. ভালোবাসা বুকে নাড়া দিয়ে বলে, প্রিয় মানুষটাকে পাশে বসিয়ে দু-একটা চুমু খেতে না পারলে জীবনে আছে কি? দিনশেষে একমুঠো ক্লান্তি আর এক চিমটি ভালবাসা দুজন ভাগাভাগি নেওয়ার মাঝেই তো সর্ব সুখ !
.
ভালবাসায় জোয়ার-ভাটা আর ঝড়-তোফান আসবেই.. এগুলোকে একদিকে ঠেলে দিয়ে প্রিয় মানুষটাকে একটু সময় দিন.. ভালবাসুন, কেয়ার নিন.. দেখবেন একসময় সবকিছু থেমে গিয়ে সোনালী রোদে ভালবাসা চিকচিক করে বলে ওঠবে "ভালবাসি তাই, ভালবেসে যাই"..!!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১১

মোহামমদ কামরুজজামান বলেছেন: মানুসের সেই জিনিসের প্রতিই আকর্ষণ থাকে যা সে পায়নি ।যখন প্রত্যাশিত জিনিস পেয়ে যায় তখন তার প্রতি আকর্ষণ কমে যায় ।তা সে ভালবাসার মানুস হোক অথবা অন্য যাই হোক না কেন ।
ভালবাসা টিকিয়ে রাখার জন্য, ভালবাসার ও যে যত্ন করতে হয় তা আমরা সবাই ভূলে যাই ।যত সাধনা শুধু ভালবাসা পাওয়ার জন্যই করা হয়,তা রক্ষা করার জন্যও আমাদের সময় দেয়া উচিত তা আমাদের মনে থাকেনা ।

ভালবাসার সাফল্যের জন্য আমাদের ভালবাসা পাওয়ার পরেও আমাদের সম্পর্কের যত্ন নেওয়া উচিত ।আর তার জন্য একে অপরকে সময় দেওয়ার চেষ্টা করা, কাছাকাছি থাকা, মাঝে মাঝে তাকে স্পর্শ করে ভালবাসার কথা বলা এবং তার প্রতি মনোযোগ দেখান উচিত।তাকে অনুভব করতে দেন, যে আপনি এখনো তাকে আগের মতোই ভালোবাসেন ।

একে অপরের সাথে সব কিছু শেয়ার করুন এবং সম্পর্কের যত্ন করুন ।তার ফলে দিনের শেষে, দুজনেই দেখতে পাবেন যে আপনারা সুখী মানুষ আর ভালবাসা পূর্বের মতোই আছে ।

২| ২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫২

রাজীব নুর বলেছেন: এই রকম চলবেই।
আদিযুগ থেকেই এরকম চলে আসছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.