নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অজানাকে জানুন

নাছির খান

নাছির খান › বিস্তারিত পোস্টঃ

মোজাম্মেল গীতি

২৮ শে জুলাই, ২০১৬ ভোর ৬:৪৪

হে বাবা কামলিওয়ালা,
লাটেরহাটে আসিলা।
১) গর্ভধারিনী তোমার জননী,
পাতিয়া আচল খানি (২ বার)
বুকেতে জড়াইয়া নিলেন,
আলহামদুলিল্লাহ বলিয়া। ঐ
২)বাবা তুমি নায়েবে রাসুল,
লাটেরহাটে ফুটাইয়াছ ফুল (২)
সেই ফুলেরই গন্ধ নিতে,
হইলাম আমি দেওয়ানা। ঐ
৩)বাবা তুমি আওলাদে রাসুল,
লাটেরহাটে ফুটাইয়া ফুল (২)
মফিজ ভান্ডারি নাম ধরিয়া,
করছ কতই বাহানা।ঐ
৪)বাবা তুমি আল্লাহর অলী
লাটেরহাটে ফুটাইয়া কলি,(২)
হইয়া তুমি প্রানের বুলবুল,(২)
মন ও পরান হরিলা। ঐ
৪)গোনাহগার মোজাম্মেল বলে,
তোমায় যদি আমি যাইগো ভুলে(২)
তুমি না ভুলিও মোরে,
অধম ছেলে জানিয়া। ঐ
# শাহ_সুফি_সৈয়দ_মোজাম্মেল_হক_ভান্ডারি

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.