![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রেম বা ভালোবাসা দুই প্রকারের
এক "স্বকাম,
অপরটি "নিস্কাম।
"যৌন মোহ মুক্ত প্রেম
হলো "নিস্কাম,
এবং মোহ যুক্ত প্রেম হলো স্বকাম।
বর্তমানে ভালোবাসার
নামে চলছে যৌন
ক্ষুধা মেটানোর প্রতিযোগীতা।
এসব প্রেমে মনের থেকে, দেহের
চাহিদা বেশী।
মৌলানা রুমি রহঃ বলেন "নাবালক
যেমন
কামলীলা বুঝতে অক্ষম, তেমনি,
অপ্রেমিকরা প্রেম
লীলা বুঝতে অক্কম।
""প্রেমের উপর পৃথিবীতে কোন ধর্ম
নেই,,।
এবং অবশ্যই সেটা "নিস্কাম প্রেম।
প্রেম মানুষকে অন্দ্ধ করে দেয়।
শেখ সাদী রহঃ তার বিখ্যাত
ফার্সী কাব্য গ্রন্হ
"গুলিস্তা ও বুস্তায় লেখেন
"তুমি যদি কাওকে ভালোবাসো,
সে যদি লাইলার
মতো কালোও হয়,
তবুওতো তুমি চিৎকার
করে বলতে থাকবে "তোমরা আমার চোখ
দুটো তোমাদের
চোখে লাগিয়ে দেখো আমার
লাইলা কেমন
বেহেশতের হুরী।
আর যদি কাওকে ঘৃনার
দৃষ্টিতে দেখো,
সে যদি ইউসুফ আঃ এর মতো ও সুন্দর
হয়, কিন্তু
তুমি তাকে সবচেয়ে কুৎসিত
দেখতে পাবে।।
কুরান
বলছে "ফাজকুরুনি আজকুরুকুম।
অর্থাৎ "তুমি আমায় ডাকো, আমিও
তোমায়
ডাকবো।
""আমি মাসাকিন, তোমায় আল্লাহ
আল্লাহ
বলে ডাকছি। তাহলে তুমিওকি আমায়
মাসাকিন মাসাকিন
বলে ডাকছো না?
_সংগৃহিত_
৩০ শে মে, ২০১৭ সকাল ৯:৪৩
নাছির খান বলেছেন: ঠিক আছে ভাইয়া, এর পরে মাথায় রাখবো
২| ২৮ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৪৮
চাঁদগাজী বলেছেন:
এসব ছবি দিলেই তো হয়, সাথে ক্যাপশান কেন?
৩০ শে মে, ২০১৭ সকাল ৯:৪৫
নাছির খান বলেছেন: আসলে ছবিটা প্রতিকি ।
৩| ২৮ শে জুলাই, ২০১৬ সকাল ৯:০০
Abdur Rahim nil বলেছেন: এখন কার প্রেমে মানসিক চাহিদার চেয়ে,
জৈবিক চাহিদা পুরন করে থাকেন
৩০ শে মে, ২০১৭ সকাল ৯:৪৬
নাছির খান বলেছেন: জি ভাইয়া
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৩৮
মো:সাব্বির হোসাইন বলেছেন: কিছু মনে করবেন না ভাইয়া।উপরে ছবি গুলো দেয়া ঠিক হয় নি।
ইসলামী পোস্টের সাথে এরকম ছবি না দেয়াই ভালো।