নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবাক চোখে দেখি বিস্ময়কর বাংলাদেশ

নাসিরন আক্তার

লেখক হতে চাই না লিখতে চাই মানুষের জন্য,দেশের জন্য ।বাঁচতে চাই মানুষের কল্যাণে নিজেকে নিঃস্বার্থভাবে বিলিয়ে দিয়ে।ব্লগের মাধ্যমে দেশের উন্নয়নের কথা ছড়িয়ে দিতে চাই আমার সকল ব্লগার ভাই-বোনদের মাঝে।কথা দিয়ে নয় দৃশ্যমান কিছু করে দেখাতে চাই ব্লগার ভাই-বোনদের সাহায্য-সহযোগীতা নিয়ে।

নাসিরন আক্তার › বিস্তারিত পোস্টঃ

জীবনের শেষ কোথায়?

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৩

জীবনের শেষ কোথায়?জীবনটা শুধুই প্রশ্নময় সমাধান মিলানো খুবই কষ্ট সাধ্য।প্রশ্ন করলেও উত্তর মেলে না।তবে কি জীবনটা শুধুই একটা প্রশ্নবোধক(?) চিহ্ন?জন্ম থেকে শুধুই প্রশ্নের পিছনে ছুটে চলা আমাদের জীবনটা কেন এমন হয়?কষ্ট আর কষ্ট জড়িয়ে আছে জীবনের গন্ডিময়।আজকাল মানুষের ভিতরে স্বার্থপরতা খুব বেশী পরিলক্ষিত হয়।একই বাবা মায়ের সন্তান একই বিছানায় বড় হয় জীবনের অনেকটা সময় একই সাথে থাকে তারপরও এই ভাই বোন তাদের নিজেদের ভাই বোনের সাথে খুবই স্বার্থপরের মত ব্যবহার করে।নিজের অভিজ্ঞতা থেকেই বলছি যে ভাই বা বোন তার সহোদর ভাই বা বোনের সাথে খারাপ ব্যবহার করল সে-ই ভাল থাকে আর যে ভুক্তভোগী হল তার জীবনের দুঃখ-কষ্ট যেন শেষ-ই হতে চায় না।পৃথিবীতে অদ্ভুত এক সময় এসেছে যে সময়ের কাছে প্রায় প্রতিটি মানুষই জিম্মী করার কিছুই নেই এটাই যেন সময়ের কাছে সময়ের অবদান।পৃথিবীতে সব কিছুই উল্টো নিয়মে চলছে আর এই চলায় যেন মানুষ অভস্ত্য ।করার কিছুই নেই কেননা মানুষ মানুষের কাছে বড়ই অসহায়।জন্মের সময় মানুষ নিজের ভাগ্যকে সাথে নিয়ে পৃথিবীতে আসে যদিও সবাই বলে কর্মগুনে ভাগ্য পরিবর্তন হয় আমি জানি না কথাটা কতটা সত্যি তবে আমি এটা জানি যে আল্লাহ যা চায় তা-ই হয়। ভাল মন্দ সবই আল্লাহর করুণার দান।আল্লাহ যা করেন মানুষের ভালর জন্যই করেন।কেননা বিধাতা হচ্ছেন সব থেকে বড় বিচারক।তিনি তার আদালতে স্বচ্ছ বিচার করেন,আর তার আদালত থেকে কেউ-ই রেহাই পায় না।কেননা তিনি হচ্ছেন স‘১

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২১

স্বাধীন বিদ্রোহী বলেছেন:
স্রষ্টার বিচার হল বড় বিচার। আমাদের একদিন সবাইকে তার কাছেই বিচারের জন্য মুখাপেক্ষী হতে হবে। তিনি একমাত্র ন্যায় বিচারক।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৭

নাসিরন আক্তার বলেছেন: ধন্যবাদ।আপনার সাথে আমিও একমত।আল্লাহ ই একমাত্র ন্যায় বিচারক।

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪২

পরিবেশ বন্ধু বলেছেন: আল্লাহর সুক্ষ বিচারে কেহই টগবেনা যার যে প্রাপ্য তাই পাবে
সুন্দর লেখা

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৮

নাসিরন আক্তার বলেছেন: ধন্যবাদ।

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৪

কসমিক- ট্রাভেলার বলেছেন:







কর্ম ছাড়া প্রার্থনা কবুল হয়না।

আর খারাপ যা ঘটে, তা তারই অর্জিত প্রাকৃতিক প্রতিদান।


১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২১

নাসিরন আক্তার বলেছেন: ভাল-মন্দ, সুখ -দুঃখ সবই আল্লাহর কাছ থেকেই আসে।কর্মের ফল মানুষকে ভোগ করতেই হয়।ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.