![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখক হতে চাই না লিখতে চাই মানুষের জন্য,দেশের জন্য ।বাঁচতে চাই মানুষের কল্যাণে নিজেকে নিঃস্বার্থভাবে বিলিয়ে দিয়ে।ব্লগের মাধ্যমে দেশের উন্নয়নের কথা ছড়িয়ে দিতে চাই আমার সকল ব্লগার ভাই-বোনদের মাঝে।কথা দিয়ে নয় দৃশ্যমান কিছু করে দেখাতে চাই ব্লগার ভাই-বোনদের সাহায্য-সহযোগীতা নিয়ে।
কাজী আবেদ হোসেন যখন কবর থেকে উদ্ধার কৃত মুমূর্ষু ২জনকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা করলেন তখনও প্রকৃতির আলো একেবারেই মিলিয়ে যায় নি।পশ্চিম আকাশে তখনও ছিল প্রায় অস্তমিত সূর্যের হালকা রক্তিম আভা। পথে প্রচন্ড ভীড় ছিল।সেই ভীড়ের মাঝে মৃত্যুপথ যাত্রী যুবক দু’জন যেন সূর্যের রক্তিম আভার মত লাল হয়ে দিগন্তে মিলিয়ে যাচ্ছিল। ভীড় উপেক্ষা করে হাসপাতালে পৌঁছানোও ছিল বেশ কষ্টসাধ্য।পুলিশসহ,ফায়ার ব্রিগেডের সকল কর্মী এই ভীড় নিরসনে যথেষ্ট তৎপর ছিলেন।কাজী আবেদ হোসেন ভীড় নিরসনের জন্যে নিজেই তৎপর হয়ে একটা মোটর সাইকেলের পেছনে আরোহণ করে ফায়ার ব্রিগেডের গাড়ির সামনে চলে গেলেন।মোটর সাইকেলে একপ্রকার দাঁড়ানো অবস্থায় অবস্থান করে হাত নেড়ে জনগনকে পথ থেকে ভীড় নিরসনের জন্যে আহ্বান করছিলেন।সবাইকে অবাক করে দিয়ে পুরো পথ ফাঁকা করে দিয়ে সমস্ত জনগণ পথের দু’পাশে অবস্থান করলেন।এবার ভীড়মুক্ত পথ দিয়ে অতি সহজেই তারা দেড় কি.মি.দূরে অবস্থিত হাসপাতালে পৌঁছে গেলেন।মুমূর্ষু দু’জনকে হাসপাতালের ভেতর নিয়ে অক্সিজেন দেয়া হল।ধীর গতিতে নিঃশ্বাস নেয়া মুমূর্ষু যুবকটিকে যখন অক্সিজেন দেয়া হল তখন তার নিঃশ্বাসে বুক ভরে উঠছিল আর মৃত বলে মনে হওয়া যুবকটিকে যখন অক্সিজেন দেয়া হল তখনও তার কোন সাড়া মিলছিল না । সে নিথর,নিশ্চুপ হয়ে পড়ে রইল। ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করলেন।এতে তিনি খুবই ভেঙ্গে পড়লেন।কেননা অক্সিজেন বিহীন অন্ধকার নিছিদ্র গুহা থেকে বের করে প্রকৃতির আলো দেখামাত্রই তার জীবন প্রদীপ নিভে গেল।কাজী আবেদ হোসেনের চোখ দিয়ে গড়িয়ে পড়ল অশ্রু। মৃত যুবকটি কে তার বাবা –মায়ের কাছে হস্তান্তর করা হলো। মৃত যুবকটি শাহজাদা।সে মোহনগঞ্জ পাবলিক স্কুলে দপ্তরীর চাকুরী করত।সে খুবই দরিদ্র ছিল।তার একার রোজগারে পুরো সংসার চলত।তার বাড়ি ছিল বরকাশিয়া- বিরামপুর ইউনিয়নে।কাজী আবেদ হোসেন তার জানাজায় যান।তার পরিবারের নাজুক অবস্থা দেখে তিনি ভীষণ কষ্ট পান।শাহজাদা পুরো সংসারের ব্যয়ভার বহন করত ।সে নেই সেই অভাব যেন তার পরিবারে পরিলক্ষিত না হয় সেজন্য তিনি তার ভাইকে মোহনগঞ্জ পাবলিক স্কুলে তার পদে চাকুরীর ব্যবস্থা করেন।জীবিত যুবকটি হাবিবুর রহমান।তাকে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়।সে মোহনগঞ্জ শহরের ব্যবসায়ী আব্দুল মান্নানের ছেলে।নেত্রকোনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে।সদর হাসপাতাল থেকে তাকে ঢাকার পি.জি হাসপাতালে পাঠানো হয়।স্বভাবতই সবার মনে প্রশ্ন জাগতে পারে ২২ ঘন্টা ওরা কবরে থাকল কিভাবে?আলোর দেখা নেই,ঘুটঘুটে অন্ধকার,নেই অক্সিজেন,মাটির নিচে ভয়ংকর এই মৃত্যুপুরীতে ওরা বাঁচল কিভাবে?এটা নিশ্চিত হতে স্বয়ং কাজী আবেদ হোসেনের ৩ মাস সময় লেগেছিল।যেহেতু শতভাগ সত্যি ঘটনা তাই ধৈর্য্ ধরে সাথেই থাকুন।
(চলবে)
বিঃদ্রঃ[তথ্যসূত্র শেষ পর্বে দেয়া হবে]
[link|ht২২ ঘন্টা পর কবর থেকে উদ্ধার জীবন্ত মানুষের লিংকtp://অবাক চোখে দেখি বিস্ময়কর বাংলাদেশ]
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:০৫
নাসিরন আক্তার বলেছেন: ধন্যবাদ। সৃষ্টির প্রতিটা জীবই একমাত্র আল্লাহর করুণায়ই বেঁচে থাকে।
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৩
ম্যাডাম বলেছেন: হুম
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:২১
নাসিরন আক্তার বলেছেন: হুম দিয়ে কি বুঝালেন?দীর্ঘ শ্বাস না কি বেদনা?আপনার অনুভূতি পরিষ্কার বুঝতে পারলাম না।কাজী আবেদ হোসেনের এ রকম অনেক সত্যি ঘটনা তথ্যসূত্র সহ প্রকাশ করা হবে।যত পড়বেন ততই বিস্মিত হবেন। কাজী আবেদ হোসেন একজন কিন্তু বাস্তবে নিজেকে বিচরণ করিয়েছেন বহুমুখী কর্মকান্ডের সাথে ।তার সকল কর্মকান্ড জানতে সাথেই থাকুন।ধন্যবাদ।
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৪
স্বপনচারিণী বলেছেন: পড়লাম! কাজী আবিদ হোসেন আসলেই শ্রেষ্ঠ একজন মানুষ। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
নাসিরন আক্তার বলেছেন: কাজী আবেদ হোসেনের শ্রেষ্ঠত্ব প্রমানের জন্য তাকে নিয়ে আমি লিখিনি।তার দেশপ্রেম,মানবতা বোধ আমার হৃদয়ে এত আবেদনের সৃষ্টি করেছে যে তাকে নিয়ে না লিখে পারলাম না।আমি শুধুই লিখার জন্যে লিখিনি।আমিও তার মত দেশের জন্যে ,দশের জন্যে কিছু করতে চাই।আমার একার পক্ষে তার মত মাঠে গিয়ে কিছু করা সম্ভব নয়।তার দেশপ্রেমের বাস্তব চিত্র থেকেই আমার কলম ধরা,লেখার জগতে প্রবেশ করা।কাজী আবেদ হোসেনের কর্মগুলো অনুসরণ করে আমার লেখণীর মাধ্যমে‘‘ তরুণ’’ সমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করাই আমার লক্ষ্য।আমি মনে-প্রাণে বিশ্বাস করি সেই দিন আর বেশী দূরে নয় যেদিন আমরা ব্লগের সবাই এক হয়ে দেশের জন্যে,দশের জন্যে নিঃস্বার্থভাবে কিছু করার মানসিকতা নিজেরাই নিজেদের মধ্যে পোষণ করব। তখনই কাজী আবেদ হোসেনকে নিয়ে আমার লেখা স্বার্থক হবে।আমি সবাইকে সাথে নিয়ে তার মত দৃশ্যমান কিছু দেশের জন্যে করতে চাই।সাথেই থাকুন ।ধন্যবাদ।
৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫১
মোমেরমানুষ৭১ বলেছেন: হ্যা সাথেই আছি শেষ পর্ব পর্যন্ত.....
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০১
নাসিরন আক্তার বলেছেন: ধন্যবাদ।সাথেই থাকুন।
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৫
পরিবেশ বন্ধু বলেছেন: বেশ লেখা একদম জীবন্ত মনে হল ।। সবই উপর অয়ালার ইচ্ছা