নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
অদ্ভূত মজা! আস্বাদন ব্যতীত বর্ননা দিয়ে বুঝানো কঠিন। বিশ্ব জাহানের একচ্ছত্র অধিপতি মহান আল্লাহর অসীম শক্তি, অপরিসীম ক্ষমতা আর অফুরান-অন্তহীন মহত্ম-বড়ত্ব-গুনগাঁথা বিধৃত হয়েছে বইটিতে। মাওলানা তারিক জামিলের হৃদয়াগ্রাহী কথামালা শক্তিমান লেখক শফিউল্লাহ কুরাইশীর অভাবনীয় দক্ষতায় ফুটে উঠেছে ভিন্ন আঙ্গিকে।
কতবার যে পড়েছি বইটি! প্রিয় প্রভূ- প্রিয় রবের কথা! পড়তে পড়তে কখন যে চোখের কোন্ ভিজে ওঠে! কখন যে সিজদায় অবনত হতে পাগলপারা হয়ে যায় ভুলো মন! কখন যে মালিকের কাছে নিজেকে সত্যিকারভাবে পরিপূর্ন সমর্পন করার দৃঢ় ইচ্ছে জেগে ওঠে!
আহ্! আমার মালিক! কত দয়ালু! কত দয়াবান! কত মেহেরবান!
হ্যা, এসবেরই প্রানবন্ত বর্ননায় জীবনের মোড় ঘুরিয়ে দেয়ার মত একটি বই- "কে সে জন?"
পড়েই দেখুন না একবার।
ডাউনলোড করতে পারেন এখান থেকে-
http://www.banglakitab.com/BanglaBooks/WhoIsHe-KeSheyJon-MaulanaTariqJamil.pdf
১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৭
নতুন নকিব বলেছেন: বাবু ভাই,
এখানে এসে ধন্য করলেন।
ভাল থাকবেন নিরন্তর।
২| ১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩০
প্রামানিক বলেছেন: অবশ্যই পড়ার চেষ্টা করবো। ধন্যবাদ
১৪ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৩০
নতুন নকিব বলেছেন:
অনেক ধন্যবাদ, গুনী লেখক, ছড়াকার কবিকে। বই পাঠান্তে কখনও সময় করে অনুভূতি আমাদের জানালে আরো ভালো লাগবে।
ভাল থাকবেন নিরন্তর।
৩| ১৪ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩১
muhammadabonayeem বলেছেন: অনেক সুন্দর বই টা আমি পরেছি
১৪ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫২
নতুন নকিব বলেছেন:
ধন্যবাদ নাঈম ভাই,
আন্তরিক শুভ কামনা এখানে আসায়। ভাল থাকবেন নিরন্তর।
৪| ১৪ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৬
muhammadabonayeem বলেছেন: আপনার ও শুভ কামনা করছি
১৪ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৫
নতুন নকিব বলেছেন:
প্রতি মন্তব্যে প্রীত।
গবেষনাধর্মী পোস্ট চাই।
৫| ১৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২৯
নিচু তলাৱ উকিল বলেছেন: কখনো পড়া হয়নি চেষ্টা থাকবে ডাউনলোড করার
১৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৫
নতুন নকিব বলেছেন:
শীতের এই রৌদ্রকরোজ্জ্বল প্রাক মধ্যহ্নে প্রানঢালা অভিনন্দন। পড়ে দেখুন। অনেক মজার একটি বই।
ভাল থাকবেন নিরন্তর।
৬| ২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ২:২০
ওসেল মাহমুদ বলেছেন: ডা্উনলোড করলাম ! পড়া শুরু করব ! ধন্যবাদ পোস্ট ও লিন্কটির জন্যে !
২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:০৮
নতুন নকিব বলেছেন:
প্রিয় মাহমুদ ভাই,
অনেক ধন্যবাদ কষ্ট করে ডাউনলোড করায়। হ্যা, পড়ে দেখুন। আমি নিশ্চিত, আপনি পুলকিত আনন্দিত হবেন।
বইটি পড়ার পরে যদি এই ব্লগে এসে আবারও আপনার অনুভূতি শেয়ার করেন খুশি হব।
ভাল থাকবেন নিরন্তর।
৭| ২২ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩০
খায়রুল আহসান বলেছেন: চমৎকারভাবে এমন সব আলোর সন্ধান দিয়ে যাবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
০৮ ই মে, ২০১৭ বিকাল ৫:৪৪
নতুন নকিব বলেছেন:
আলহামদুলিল্লাহ। আপনার সামান্যতম উপকারে যদি এই পোস্ট এসে থাকে, তাহলেই নিজেকে ধন্য করছি।
উত্তর দিতে দেরি হয়েছে বলে, আন্তরিক দু:খ প্রকাশ করছি। নানান ঝামেলার ভেতর দিয়ে যেতে হয়। তবু দোআ করবেন, আল্লাহ পাক অনেক প্রাচুর্যের ভেতরে রেখেছেন। শোকরিয়া আদায় করে শেষ করতে পারব না।
কেমন সময় কাটছে আপনার, প্রিয় কবি ভাই?
৮| ২৯ শে জুন, ২০১৭ সকাল ১০:৫০
খায়রুল আহসান বলেছেন: কেমন সময় কাটছে আপনার, প্রিয় কবি ভাই? - আমার সময় ভালই কাটছে, আলহামদুলিল্লাহ!
আপনিও ভাল থাকুন, এই কামনায়...
২৯ শে জুন, ২০১৭ সকাল ১১:০৮
নতুন নকিব বলেছেন:
আলহামদুলিল্লাহ। মনটা ভাল হয়ে গেল। অবশ্য ভালই ছিল। তারপরেও আপনার উপস্থিতি সেই ভাল অবস্থাকে আরও বর্ধিত করেছে। যাদের গুনী জ্ঞানী বরনীয় মনে করি, এমন কোন প্রিয় মানুষের সম্বোধন পেলে ক্ষনিকের জন্য হলেও নিজের অসহায়ত্ব-ছোটত্ব-ক্ষুদ্রতা তুচ্ছ মনে হয়। প্লিজ, কিছু মনে নিবেন না, আপনি সত্যি সত্যি আমার নিকট সেরকমই একজন। আল্লাহ পাক আপনার নেক হায়াত দারাজ করুন। পরিবার পরিজন সকলকে সুখে শান্তিতে দিনাতিপাত করার তাওফীক দান করুন।
রমজানুল মুবারক বিদায় হয়ে গেল। এই পবিত্র মাসটি সাধারনত: কিছুটা ব্যস্ততায় কাটে। এবছরও তার ব্যত্যয় ঘটে নি। মসজিদের নিয়মিত কার্যাদির সাথে তারাবীহ নামাজের দায়িত্ব, আমার একটি মাদরাসা রয়েছে, সেখানের কিছুটা খোঁজ খবর নেয়া, উপরন্তু, দিবাভাগের পুরোটাই প্রায় অফিসের কাজের ব্যস্ততা। সব মিলিয়ে ব্লগে তেমন আসার সুযোগ হয় নি বললেই চলে। মাঝে মধ্যে ঢুঁ মেরে যাওয়া আর কি!
এই দেখুন, আমরা আপনার খোঁজ না নিলেও আপনি ভুলে যান নি!
কৃতজ্ঞতা অশেষ।
©somewhere in net ltd.
১| ১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৪৮
সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ পোষ্টের জন্য