নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ! যা চেয়েছিলাম, তার চেয়েও বেশি দয়া করেছেন আমার পরম প্রিয় রব। যা পাইনি, তা নিয়ে বিন্দুমাত্র আক্ষেপ নেই—কারণ জানি, তিনি দেন শুধু কল্যাণই। সিজদাবনত শুকরিয়া।\n\nপ্রত্যাশার একটি ঘর এখনও কি ফাঁকা পড়ে আছে কি না, জানি না। তবে এটুকু জানি—

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

কী মুহাম্মদ (স.) সে ওয়াফা তূ নে ...

১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৭

কী মুহাম্মদ (স.) সে ওয়াফা তূ নে তূ হাম তেরে হ্যাঁয়,
ইয়ে জাহাঁ চীজ হায় কিয়া, লওহ ওয়া কলম তেরে হ্যাঁয়।

আল্লামাহ মুহাম্মাদ ইকবাল রহ. এর জওয়াবে শিকওয়া কাব্যগ্রন্থের অনবদ্য দু'টি লাইন।

বঙ্গানুবাদ:
মুহাম্মদের ভালোবাসো যদি ভালোবাসা পাবে তবে আমার,
'লওহ-কলম' লভিবে তোমরা- মাটির পৃথিবী সে কোন্ ছার!

যেন মহাগ্রন্থ আল কুরআনের আয়াতের ব্যাখ্যা বের হয়ে এসেছে আল্লামাহ ইকবালের কলম থেকে! 'ক্কুল ইন কুন্তুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহবিবকুমুল্লাহ, ওইয়াগফির লাকুম জুনুবাকুম অল্ল-হু গফূরুর রহীম', 'বলুন, যদি তোমরা আল্লাহকে ভালবাসতে চাও, তাহলে আমাকে (রাসূল সল্লাল্লাহু আলা্ইহি ওয়াসাল্লামকে) অনুসরন কর, তাহলে আল্লাহ পাক তোমাদের ভালবাসবেন, অপরাধ মার্জনা করবেন, তিনি ক্ষমাশীল দয়ালু'।

আল্লাহ পাক যদি দয়া করে কাউকে ভালবাসেন, ক্ষমা করে দেন, জগতে তার প্রাপ্তির আর কি বাকি থাকতে পারে! যার রব, তার সব! আল্লাহু আকবার!

আল্লাহ পাক তাঁর প্রিয় হাবিব সল্লাল্লাহু আলা্ইহি ওয়াসাল্লামকে সবচে' বেশি ভালবাসার শক্তি দান করুন। তাঁর পথে মতে চলার তাওফিক দান করুন। আমীন।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৯

আবু ছােলহ বলেছেন:



কী মুহাম্মদ (স.) সে ওয়াফা তূ নে ...

-অাল্লামাহ ইকবালের কবিতা অসাধারন। বিশেষ করে শিকওয়া, জওয়াব ই শিকওয়ার কিছু কবিতা আমার খুবই পছন্দের।

উপস্থাপনে শুকরিয়া। আপনার দোআ আল্লাহ পাক সকলের জন্য কবুল করুন।

১৯ শে জুলাই, ২০১৭ সকাল ৯:১৭

নতুন নকিব বলেছেন:



পাঠ এবং মন্তব্যে অভিনন্দন মোবারকবাদ।

২| ১৮ ই জুলাই, ২০১৭ রাত ১১:০৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভাল পোষ্ট।

১৯ শে জুলাই, ২০১৭ সকাল ৯:১৮

নতুন নকিব বলেছেন:




প্রিয় কবি,
কেমন আছেন? পোস্টে আসায় কৃতজ্ঞতা।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.