নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

“ডেল কার্নেগীর সুন্দর এবং স্মরণীয় ২৫ উক্তি”

১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:১৮



(১) যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছেই এসে ধরা দেয়, কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ ততো কম।
.
(২) মনে রাখবেন, আপনি কে বা আপনার কি আছে তার উপর আপনার সুখ নির্ভর করে না, আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন তার উপর।
.
(৩) যা আপনাকে পীড়া দেয়, এমন বিষয় নিয়ে এক মিনিটের বেশি ভাববেন না।
.
(৪) মানুষের গুণ নিয়ে প্রতিযোগিতা করুন দোষ নিয়ে নয়।
.
(৫) মনে রাখবেন আজকের দিনটি গতকাল আপনার কাছে আগামীকাল ছিল। যেটার কথা ভেবে গতকাল আপনি চিন্তিত ছিলেন আজ নয়।
.
(৬) আপনি ভাল মানুষ হলেই পুরো জগৎবাসী আপনার সঙ্গে ভাল ব্যবহার করবে এমনটা আশা করা ঠিক নয়। আপনি নিরামিষভোজী হলে কি কোন ষাঁড় আপনাকে তাড়া করবে না?"
.
(৭) অস্পষ্টতায় ভরা দূরের কিছুর চেয়ে কাছের স্পষ্ট কিছু দেখাই আমাদের দরকার।
.
(৮) কি কাজ করতে চলেছেন সে সম্পর্কে কোনো ধারণা না থাকার অর্থ আপনি কোনো অন্ধের মত অন্ধকারের যাত্রী।
.
(৯) মন্দ সহচার্যের চেয়ে নিঃসঙ্গতা অনেক ভালো।
.
(১০) মানুষ যখন রাগান্বিত অবস্থায় থাকেন, তখন তাকে কোনভাবে বিরক্ত করা উচিত নয়। কেননা তা থেকে চরম ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে।
.
(১১) পৃথিবীতে ভালবাসার একটি মাত্র উপায় আছে, সেটা হলো প্রতিদান পাওয়ার আশা না করে শুধু ভালবেসে যাওয়া।
.
(১২) মনে রাখবেন, অন্যায় সমালোচনা অনেক ক্ষেত্রেই আড়াল করা প্রশংসা। মরা কুকুরকে কেউ লাথি মারে না।
.
(১৩) দুশ্চিন্তা দূর করার এক নম্বর উপায় হলো ব্যস্ত থাকা।
.
(১৪) আমি চাইতাম বিখ্যাত ব্যক্তিদের মতো সফল হতে; এর জন্য আমি অনেক পরিশ্রমও করেছি কিন্তু আমি কোনোভাবেই সফল হইনি, অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম- অন্যের মতো নয়- বরং আমি হবো আমার মতো।
.
(১৫) অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন।
.
(১৬) আমরা যখন আমাদের কর্তব্য - কর্মে অবহেলা দেখাই, কোন দায়িত্বকে নিষ্ঠার সঙ্গে গ্রহণ করি না, তখনই অকৃতকার্যতা আসে।
.
(১৭) ভদ্র আচরণ করতে শিক্ষা লাগে, অভদ্র আচরণ করতে অজ্ঞতাই যথেষ্ট।
.
(১৮) সাফল্য হলো আপনি যা চান তা হাসিল করা। আনন্দ হলো আপনি যা চান তা পাওয়া।
.
(১৯) দাম্পত্য জীবনে সুখি হতে চান? তাহলে পরস্পরকে অবিশ্বাস করবেন না আর ঘ্যানর ঘ্যানর করবেন না।
.
(২০) একটি সুন্দর মুখের কুৎসিত কথার চেয়ে একটি কুৎসিত মুখের মধুর কথা অধিকতর শ্রেয়।
.
(২১) যে স্ত্রীরা স্বামীকে সুখী করতে পারেন, তারা নিজেরাও তারই সঙ্গে সুখী হন। তারা অতি সহজেই বলতে পারেন যে স্বামীর সহযোগিতায় আমাদের জীবন কানায় কানায় পূর্ণ।
.
(২২) মনে রাখা প্রয়োজন যে, একজন হতাশাগ্রস্থ মানুষের চেয়ে একজন সুখী মানুষ হাজার গুন বেশি কর্মক্ষম।
.
(২৩) যে অবস্থায়ই পড়ুন না কেন- অবস্থার ভালো মন্দ না দেখে বিচার করা উচিত নয়।
.
(২৪) সব সময়-ই অপর ব্যক্তিকে নিজের শ্রেষ্ঠত্ব উপলব্ধি করার সুযোগ দিন।
.
(২৫) যিনি নিজের মন নিয়ন্ত্রণ করতে পেরেছেন তিনিই সফলতা লাভ করেছেন।

মন্তব্য ২৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৬

মোস্তফা সোহেল বলেছেন: এত সুন্দর সুন্দর উক্তি গুলি শেয়ারের জন্য অসংখ্য ধন্যবাদ নকিব ভাই।
নিজের মনকে নিয়ন্ত্রন খুব কম মানুষই করতে পারে।
ভাল থাকুন।

১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৫

নতুন নকিব বলেছেন:



প্রিয় সোহেল ভাই,
সকালবেলা আপনার সাক্ষাতে মনটা প্রফুল্ল হয়ে উঠলো। জাজাকুমুল্লাহু তাআ'লা আহসানাল জাজা। ঠিকই বলেছেন, মন নিয়ন্ত্রন খুব কম মানুষই করতে পারে।

ভাল থাকুন।

২| ১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: ডেল কার্নেগী পড়লে নেগেটিভ মনোভাব দূর হয়। অনেক আগে পড়েছিলাম।

সুন্দর বিষয় উপস্থাপনার জন্য ধন্যবাদ।

১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪০

নতুন নকিব বলেছেন:



প্রিয় ভাই সরকার,
নিশ্চয়ই ভাল আছেন। পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা। আসলে এটাই তো হওয়া উচিত। উই শুড টু বি অলয়েজ পজেটিভ। যেখানে, যে অবস্থায় থাকি না কেন মহান মালিকের শোকরগুজার থাকাটাকেই আমার দৃষ্টিতে পজেটিভ দৃষ্টিভঙ্গির প্রাথমিক স্তর মনে হয়। ডেল কার্নেগী ব্যক্তিগতভাবে ধর্মে কতটুকু কি করতেন, সেটা বিষয় নয়, আমি অত জানার চেষ্টাও করি নি। তবে তার মূল্যবান কিছু কথা মনে দাগ কেটে যাওয়ার মত।

ভাল থাকুন নিরন্তর।

৩| ১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৭

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: এইসব বুদ্ধিজীবীদের খেতা পুড়ি,যারা অন্যদের জীবন নিয়ে উপদেশ দিয়ে বেড়ায়, আবার নিজেই আত্মহত্যা করে।

১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৬

নতুন নকিব বলেছেন:



প্রিয় মুগ্ধতা,
আপনার প্রতি শ্রদ্ধা এবং ভালবাসা। সকালবেলা রেগে যাচ্ছেন কেন? পারলে আপনাকে এক কাপ চা পানের জন্য অবশ্যই এই মুহূর্তে ইনভাইট করতাম। রাগ ভাঙ্গানোর চেষ্টায়। সেটা পারছিনে বলে দু:খিত। আগামীর জন্য রয়ে গেল ইনশাআল্লাহ।

ডেল ব্যাটা আত্মহত্যা করেছে তো কী হয়েছে? তার কথাগুলো তো অমূল্য, অসাধারন! আমরা তার থেকে শিক্ষনীয়টাই শুধু নেয়ার চেষ্টা কেন করব না?

ভাল থাকুন অহর্নিশ।

৪| ১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৯

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আমি রাগি নি ভাই,আমার কথা বলার এইটা একটা বিশেষ রকমের স্টাইল। আর নেট ঘেঁটে দেখলাম:
Dale Carnegie didn’t commit suicide. Suicide was committed by Irving Dart Tressler. You may wonder why suicide of Irving Dart Tressler was misapplied to Dale Carnegie. The reasons is the following Irving Tressler wrote a parody book “How to loose friends and alienate people” and Irving Tressler commited suicide. And then as result urban legend was born that Dale committed suicide, while in reality author of parody on Dale committed suicide.

১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৫

নতুন নকিব বলেছেন:



আপনি যে রাগেন নি, শুধুই মজা করেছেন সেটা আমিও বুঝেছি। আপনি যেমন নিছক আনন্দ দেয়ার জন্য 'খেতা পুড়ি' বলেছেন, আমিও তাই।

ডেল নিয়ে বিস্তারিত তথ্য নিয়ে আবারও কমেন্টে আসায় অভিনন্দন।

শুভকামনা আবারও।

৫| ১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সকাল সকাল ভালো কিছু পরামর্শ পাওয়া গেল,
শেয়ারে ধন্যবাদ।

শুভ সকাল

১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৭

নতুন নকিব বলেছেন:



প্রিয় কবি,
আলহামদুলিল্লাহ। আপনার উপস্থিতি আনন্দদায়ক মনে হচ্ছে। নিশ্চয়ই কুশলে আছেন। পাঠ এবং সুন্দর মন্তব্যে কৃতজ্ঞতা।

শুভকামনা আপনার জন্যও।

৬| ১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ডেল কার্নেগী জ্ঞানী ও বিচক্ষন মানুষ। তাঁর উক্তিগুলো অনুসরন করলে মানুষের জীবন বদলে যেতে পারে।

১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৪

নতুন নকিব বলেছেন:



প্রিয় হেনা ভাই,
নিশ্চয়ই ভাল এবং সুস্থ আছেন। চোখের অবস্থা ভালতো? আল্লাহ পাক আপনাকে সুস্থ রাখুন।

আপনি সঠিক বলেছেন। সুন্দর মন্তব্যে কৃতজ্ঞতা।

ভাল থাকুন নিরন্তর।

৭| ১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৯

নতুন নকিব বলেছেন:



সকাল সকাল আপনার জন্য গোলাপের কিছু নিষ্পাপ কলি-

৮| ১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমার চোখের অবস্থা এখন ভালো। খোঁজ খবর নেওয়ার জন্য ধন্যবাদ ভাই নতুন নকিব।

১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২০

নতুন নকিব বলেছেন:



আলহামদুলিল্লাহ। অাল্লাহর শোকর। আপনার চোখ ভাল- জেনে আনন্দিত হলাম। আপনার সকল কষ্ট করে জানানোয় কৃতজ্ঞতা আবারও।

৯| ১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৬

অর্ক বলেছেন: শিক্ষণীয় পোস্ট। ভালে লাগলো। ব্যবহারিক জীবনে কাজে লাগানোর চেষ্টা করবো। ধন্যবাদ।

১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪২

নতুন নকিব বলেছেন:



অসংখ্য ধন্যবাদ আপনাকেও, প্রিয় অর্ক।
ভাল লেগেছে জেনে আনন্দিত। বাস্তব জীবনে কাজে লাগানোর প্রচেষ্টা সুন্দর মনের পরিচায়ক।

ভাল থাকুন।

১০| ১৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ভদ্রলোকের বাণীগুলো অসাধারণ!

১৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৮

নতুন নকিব বলেছেন:



আসলেই, তূর্য্য দা।

আপনি ভাল তো? আমার কোন পোস্টে এটাই বোধ হয় আপনার প্রথম পদচারনা! অভিনন্দন। কৃতজ্ঞতা।

ভাল থাকুন।

১১| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:১৬

কামরুন নাহার বীথি বলেছেন:
অনেক অনেক শুভেচ্ছা, ভালোলাগা রেখে গেলাম।
পোস্টটি প্রিয়তে নিয়ে নিলাম!!!

১৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:২০

নতুন নকিব বলেছেন:



শুভকামনা এবং অন্তহীন ভালোলাগা আপনার জন্যও। পোস্ট প্রিয়তে নেয়ায় কৃতজ্ঞতা।

আপনি ভাল থাকুন নিরন্তর।

১২| ১৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০০

ফ্রিটক বলেছেন: ভাল লেগেছে

১৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৩

নতুন নকিব বলেছেন:



ভাললাগায় অভিনন্দন, প্রিয় ফ্রিটক।

ভাল থাকুন।

১৩| ১৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৭

উদ্বাস্তু মানুষ আমি বলেছেন: উক্তি সব সময় ভালো লাগে।

১৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৪

নতুন নকিব বলেছেন:



অভিনন্দন। আপনার ভাল লাগায় আনন্দিত।

ভাল থাকুন।

১৪| ২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:১৪

খায়রুল আহসান বলেছেন: ভাল কিছু বাণী। এর মধ্যে শ্রেষ্ঠ পাঁচঃ
যে নদী যত যত গভীর, তার বয়ে যাওয়ার শব্দ তত কম।
মানুষের গুণ নিয়ে প্রতিযোগিতা করুন, দোষ নিয়ে নয়।
মন্দ সাহচর্যের চেয়ে নিঃসঙ্গতা অনেক ভাল।
মরা কুকুরকে কেউ লাথি মারেনা।
অপর ব্যক্তিকে নিজের শ্রেষ্ঠত্ব উপলব্ধি করার সুযোগ দিন।
চমৎকার এ সংকলনের জন্য ধন্যবাদ।

২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:১৩

নতুন নকিব বলেছেন:



প্রিয় কবি ভাই,
অসাধারন সুন্দর ক্লাসিফিকেশন করেছেন! আপনার মত গুনীর আগমনে এ পোস্টটি সম্মানিত হল।

আল্লাহ পাক আপনাকে সুস্থ সুন্দর এবং দীর্ঘায়ু করুন। আমীন।

ভাল থাকুন।

১৫| ২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:৪৯

চাঁদগাজী বলেছেন:


ডেল কার্নেগী অবশ্যই খৃষ্টান; ইনি নিশ্চয় সাহাবী নন; আপনি কিভাবে একজন খৃষ্টানের বাণীকে উপরে তুলছেন? উবার বাণী কি সাহাবীদের থেকে বড় হয়ে গেলো আপনার কাছে?

২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:১১

নতুন নকিব বলেছেন:



প্রিয় চাঁদগাজী ভাই,
ডেল কার্নেগী খৃস্টান তাতে সমস্যা কি?
খৃস্টান, ইহুদি কিংবা অন্য যে কোন ধর্মের লোকই হোন না কেন, একজন গুনী ব্যক্তির জীবন এবং জীবনাচার থেকে ভাল কিছু, কল্যানকর কিছু, অনুপ্রেরনাদায়ক কিছু গ্রহন করতে ক্ষতি কী? সাহাবী ব্যতীত আর কারও কথাকে শ্রদ্ধা করা যাবে না, একথা আপনাকে কে বলেছে? এই মানসিকতা ইসলামের প্রকৃত শিক্ষার বিপরীত।

ভাল থাকুন নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.