নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

বিনয়ের মালা

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৬



ভালবাসা-বিনয়ের মালা গলে পড়ি,
মায়াবী এ বসুধাকে প্রেমডোরে বাঁধি।
সকল জীবের সুখে এ ধরাকে গড়ি,
শুধু নিজ নয়, এসো পর দু:খে কাঁদি।

আকাশের মত হই উদার-মহান,
সকলে বিলিয়ে যাই সমান আদর।
কে আপন কে বা পর সকলি সমান,
পেতে দিই সকলেরে দয়ার চাদর।

কারো প্রতি ক্ষোভ নেই ঘৃনা নেই কভূ,
মনের মাধুরি দিয়ে জগত সাজাই।
কালো ধলো ভেদাভেদ আসে কেন তবু?
মানবিক পৃথিবীর উপমা বানাই।

আমাদের আদি বাস 'প্রভূর বাগিচা',
স্বাগত-প্রতীক্ষ নিয়ে রঙিন গালিচা।



বহু দিন সনেট কবিকে ব্লগে দেখি না। তার অভাবে ব্লগ সনেট সঙ্কটে ভুগছে, মনে হচ্ছে। এই সনেটটি সনেট কবি ফরিদ আহমদ চৌধুরীকে। তার জন্য শুভকামনা। সকল ব্লগারদের জন্যও। ভাল থাকুন সকলেই।

মন্তব্য ১৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩১

রাজীব নুর বলেছেন: ভালো লিখেছেন।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪২

নতুন নকিব বলেছেন:



অনেক শুভকামনা।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৬

ধ্রুবক আলো বলেছেন: খুব ভালো লাগলো +।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৩

নতুন নকিব বলেছেন:



পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা। প্লাস দেয়ায় অভিনন্দন।

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৪৪

জাহিদ অনিক বলেছেন:

আপন-পর নির্বিশেষে ভালোবাসা হোক সকলের তরে--
ভালো লিখেছেন

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৩

নতুন নকিব বলেছেন:



জ্বি, সেটাই বলতে চেয়েছি।

অনেক সাধুবাদ অাপনাকে।

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২৭

জুন বলেছেন: ঠিকই বলেছেন অনেকদিন হলো সনেট কবিকে দেখছি না ব্লগে । একবার জানিয়েছিলেন উনি অসুস্থ তারপর আর খবর পাই নি । আশাকরি সুস্থ আছেন ।
আপনার কবিতাটিও অনেক ভালোলাগলো নতুন নকিব ।
ভালোলাগা জানিয়ে গেলাম ।
+

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৬

নতুন নকিব বলেছেন:



জ্বি, অনেক দিন তার সাথে কোনও যোগাযোগ নেই। আপনার সাথে আমরাও তার জন্য দোআ এবং শুভকামনা জানাচ্ছি।

কবিতাটি ভাল লাগলো জেনে আনন্দিত। কৃতজ্ঞতা জানবেন। অনেক ভাল থাকুন।

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩২

মলাসইলমুইনা বলেছেন: নতুন নকিব :কবিতায় অনেক ভালোলাগা | হ্যা, সনেট কবির শরীর এখন কেমন আছে সেটা জানতে ইচ্ছে করে সব সময়ই | আশাকরি ভালো আছেন এখন | অনেক ধন্যবাদ |

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৮

নতুন নকিব বলেছেন:



আপনার মত আমারও ইচ্ছে হয়। দেখি, কোন সংবাদ নিতে পারি কি না। ইনশাআল্লাহ, আশা করি তিনি ভাল আছেন।

শুভকামনা আপনার জন্য। ভাল থাকবেন নিরন্তর।

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৮

আহমেদ জী এস বলেছেন: নতুন নকিব ,




মানুষের জন্যে আপনার এমন মঙ্গলাকাঙ্খার আহ্বান , আপনার মানবিক মূল্যবোধ থেকেই উৎসারিত হয়েছে নিঃসন্দেহে ।
কিন্তু সেই রামও নেই , সেই অযোধ্যাও নেই ! আকাশের মতো উদার মানুষের দেখা কই পাবেন এখানে ? মানুষ এখন সবচেয়ে ধূর্ত আর কূটিল এক প্রানী । পৃথিবী জুড়ে সবখানেই এখন অশান্তির দাবানল জ্বলছে । মানুষ তার সেই মানবধর্ম বিসর্জন দিয়ে দিয়েছে অনেক কাল আগেই কেবলমাত্র নিজের ফুলে ফেঁপে ওঠার জন্যে । বাকী পৃথিবী গোল্লায় গেলেও তার কিছু যায় আসেনা আজকাল ।
তাই "মানবিক এক পৃথিবী" সুদূরের মরীচিকা...........................

সনেট কবির জন্যে মঙ্গলাকাঙ্খা রেখে যাচ্ছি এখানে ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৩

নতুন নকিব বলেছেন:



মানুষের জন্যে আপনার এমন মঙ্গলাকাঙ্খার আহ্বান , আপনার মানবিক মূল্যবোধ থেকেই উৎসারিত হয়েছে নিঃসন্দেহে।

-অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মূল্যবান মন্তব্য নিয়ে আসায়। আপনার প্রতি সালাম।

কথা হয়তো ঠিকই বলেছেন। তবু, মানবতা তো মরে যায়নি। বিবেকের তো মৃত্যু ঘটেনি। বিবেক হয়তো স্বার্থপরতার অন্ধকারে হারিয়ে গেছে। কিছু লোকের। তবে সকলের সমূলে হারিয়ে এখনও যায়নি। নিভু নিভু দ্বীপশিখা হয়ে জ্বলতে থাকা মানবতাকে আমাদের বাঁচিয়ে তুলতে হবে। জিইয়ে রাখতে হবে। প্রেম-ভালবাসা-মায়া দিয়ে, স্নেহ-আদর-ছায়া দিয়ে জীবম্মৃত বিশ্বকে আবার জাগিয়ে তুলতে হবে। সেই আহবানেরই ক্ষীন স্বর ধ্বনি-প্রতিধ্বনি করে উঠুক দশ দিগন্তে।

সনেট কবির জন্য মঙ্গলাকাঙ্খা রেখে যাওয়ায় কৃতজ্ঞতা। মঙ্গলাকাঙ্খা আপনার জন্যও। অবারিত।

৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৪

ওমেরা বলেছেন: কবিতার মত জীবন আমরা সবাই কামনা করি কিন্ত হওয়ার চেষ্টা করি না । কবিতা খুব ভাল লাগল ধন্যবাদ ভাইয়া।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:১২

নতুন নকিব বলেছেন:



সেটাই। কবিতার কথাগুলো যদি আমাদের বাস্তব জীবনে আনা যেত! ধুলির ধরায় স্বর্গ এসে ধরা দিত নিশ্চিত।

কবিতা ভাল লাগলো জেনে কৃতজ্ঞতা।

ভাল থাকুন অনেক।

৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৮

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার উদ্যোগে সুস্বাগতম । সনেট কবি দ্রুত ফিরে আসুক ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:১৪

নতুন নকিব বলেছেন:



প্রিয় কবি,

নিশ্চয়ই ভাল আছেন। জ্বি, সনেট কবিকে মিস করি। তার জন্য শুভকামনা। আপনার জন্যও।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.