নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
হতাশা, দুশ্চিন্তা, পেরেশানি কার নেই? আমরা সকলেই কম বেশি এগুলোতে আক্রান্ত। আমরা তো সাধারন মানুষ। রাজা-বাদশাহগনের পর্যন্ত নিদ উবে যায় পীড়াদায়ক এই বিষয়গুলোর কারনে! এ থেকে মুক্তির উপায় কী? হ্যাঁ, মুক্তির উপায় অবশ্যই রয়েছে। আসুন, রাসূলুল্লাহি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাচনিক ফলো করে দেখি। তাঁর রেখে যাওয়া হাদিসের ভান্ডার থেকে অনন্য একখানা হাদিস- যাতে হতাশা এবং দুশ্চিন্তা দূর করার পরামর্শ দিয়েছেন তিনি। চলুন, দেখে নিই হাদিসখানা এবং শিখে নিই শক্তিশালী এবং পরিক্ষিত সেই দুআটি।
হাদিস:
অনেকের সুবিধা বিবেচনায় রেখে কষ্টসাধ্য সত্বেও বাংলা উচ্চারন যোগ করা হল:
আন আবদিল্লাহ বিন মাসউ-দিন রাদিআল্লাহু তাআলা আনহু ক্কা-লা, ক্কা-লা রাসূলুল্লাহি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- মা- আছা-বা আহাদান ক্কত্তু হাম্মুন ওয়ালা- হাযানুন ফাক্কা-লা- 'আল্লাহুম্মা ইন্নী- আবদুকা, অবনু আ'বদিকা, অবনু আমাতিকা, না-ছিয়াতী- বিইয়াদিকা, মাদ্বিন ফিইয়্যা হুকমুকা, আ'দলুন ফিইয়্যা ক্কাদা-উকা, আছআলুকা বিকুল্লি ইসমিন হুওয়া লাকা ছাম্মাইতা বিহী- নাফছাকা, আও আল্লামতাহু আহাদামমিন খলক্কিকা, আও আনযালতাহু ফি- কিতা-বিকা, আও ইসতা'সারতা বিহী- ফি- ই'লমিল গইবি ই'নদাকা, আন তাজআলাল কুরআ-না রবি-আ' ক্কলবি-, ওয়া নূরা ছদরি-, ওয়া যিলা-আ হুযনি-, ওয়া জাহা-বা হাম্মি-' ইল্লা- আযহাবাল্লা-হু হাম্মাহু ওয়া হুযনাহু ওয়াআবদালাহু মাকা-নাহু ফারাযান। ফাক্কি-লা ইয়া রাসূলাল্লাহি, আলা- নাতাআল্লামুহা-? ফাক্কা-লা বালা-। ইয়ামবাগী- লিমান ছামিআ'হা- আইয়াতাআল্লামাহা-। মুসনাদ আহমদ, হাদীস নং- ৩৭০৪।
বঙ্গানুবাদ:
সকলের কল্যান হোক।
০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৫
নতুন নকিব বলেছেন:
চেষ্টা ছিল। কিন্তু এই মুহূর্তে হচ্ছে না।
মোবারকবাদ। আপনার আগমনে পোস্টটি সম্মানিত হল।
অনেক ভাল থাকবেন।
২| ০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
দারুণ উপকারী দোয়া পোস্টের জন্য আপনার কল্যাণ হোক।
০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০০
নতুন নকিব বলেছেন:
জ্বি, কল্যানের দোআ আপনার জন্যও অবিরাম।
অনেক ভাল থাকুন।
৩| ০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৪
সৈয়দ তাজুল বলেছেন: আরবি কোথায়?
০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ৮:৪৫
নতুন নকিব বলেছেন:
যুক্ত করেছি তো।
৪| ০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৪
সৈয়দ তাজুল বলেছেন: হু আসছে।
প্রিয়তে রাখলাম
০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ৮:৪৫
নতুন নকিব বলেছেন:
ধন্যবাদ। ভাল থাকবেন।
৫| ০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৭
নীল মনি বলেছেন: প্রিয়তে ক্যামন করে রাখে?
০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ৯:০৪
নতুন নকিব বলেছেন:
পোস্টের নিচের দিকে ডান পাশে তিনটি বাটন রয়েছে- প্রথমটি 'লাইক বাটন', দ্বিতীয়টি 'কোনো পোস্ট প্রিয়তে নেয়ার জন্য' এবং তৃতীয়টি কোনও পোস্টে আপত্তি জানানোর জন্য'।
কোনো পোস্টে গিয়ে তিনটি বাটনের ভেতরে এই মধ্যখানের বাটনটিতে ক্লিক করলে সেই পোস্টটি আপনার প্রিয় পোস্টের তালিকায় যু্ক্ত হবে।
নিচে দেখুন-
৬| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৮:১৪
দিবা রুমি বলেছেন: আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিক।
০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ৯:০৯
নতুন নকিব বলেছেন:
আল্লাহ পাক আপনাকে তাঁর প্রিয় পাত্রে পরিনত করে নিন। আপনার দোআ তিনি কবুল করুন।
৭| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আল্লাহ আপনাকে উত্তম যাযা দান করুন।
০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ৯:১০
নতুন নকিব বলেছেন:
আপনাকেও তিনি সর্বোত্তম প্রতিদান প্রদান করুন। অনেক ভাল থাকুন।
৮| ০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৩
নীল মনি বলেছেন: শুকরিয়া ও কৃতজ্ঞতা
০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৫
নতুন নকিব বলেছেন:
আপনার প্রতিও। অনেক ভাল থাকুন, মহিয়সী বোন।
৯| ০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৬
নীল মনি বলেছেন: আপনিও আলহামদুলিল্লাহ্
০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৯
নতুন নকিব বলেছেন:
জ্বি, শুকরিয়া আবারও ছোঁয়া দিয়ে যাওয়ায় পোস্টটিতে।
ভাল থাকুন নিরন্তর।
১০| ০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩৮
নীল মনি বলেছেন:
০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৩
নতুন নকিব বলেছেন:
অনুভবে পাখা ঝাপটায় কৃতজ্ঞতা! আবারও আগমনে আপ্লুত!
শুভকামনা অন্তহীন পথচলায়।
©somewhere in net ltd.
১| ০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আরবীটা আরেকটু বড় আকারে দিলে ভাল হত। ভাল পোস্ট। ধন্যবাদ।