নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
তাঁকে কেউ দেখেছে কি চর্মচক্ষে? দৃষ্টির পালকে?
অনুভবে দেয়া যায় কেবল হৃদয়ে তাঁকে ঠাঁই।
বস্তুরাজি প্রান পায় প্রতিক্ষন তাঁর সত্ত্বালোকে,
সকল কিছুতে মিশে তিনি- স্পর্শ স্পর্ধা কারো নাই।
তাঁর কোনো চোখ নেই- অথচ দ্যাখেন তিনি সব,
জগতের কোনো কিছু- এড়াতে পারে না দৃষ্টি তাঁর।
তাকে দেখা সাধ্যাতিত- দৃষ্টির নির্মাতা তিনি রব,
সব কিছু থেকে দূরে- তবু নন বিচ্ছিন্ন ভূ-ভার।
তাঁর ছোঁয়া প্রতিক্ষন- বাঁচায় জীবন তরী ধরা,
তাঁর ভালবাসা ফোটে- প্রভাতের স্নিগ্ধ সমীরনে।
তাঁর প্রেম খেলা তরে- সাগরের উর্মীমালা গড়া,
তাঁর দয়া ছেয়ে যায়- জোছনায় চাঁদের কীরনে।
তাঁরই সকাশে মাথা নুয়ে যায়- অলক্ষ্যে সুজূদে,
তাঁর কৃপা শেষ আশা- সফলতা, দাসত্ব-উবূদে।
০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৪
নতুন নকিব বলেছেন:
ভাল বলেছেন। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সেটাই, হৃদয়ের চোখ যার রয়েছে, তিনিই তাঁর দর্শনলাভে ধন্য হতে পারবেন। চর্মচক্ষে এ ধরায় কারও স্রষ্টা দর্শন সম্ভব নয়, এই সত্যটুকু বুঝতে হবে। এই বিশ্বাস অন্তরে ধারন করাও ঈমানের অংশবিশেষ।
পরকালে জান্নাতে জান্নাতীদের সবচে' বড় এবং প্রিয় বস্তু হবে, আল্লাহ পাকের দর্শন লাভ। আমাদেরও যেন তা নসীব হয়।
২| ০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩০
আবু তালেব শেখ বলেছেন: অসাধারণ সুন্দর কবিতা
০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৫
নতুন নকিব বলেছেন:
শেখ সাহেব, আপনার মন্তব্যও কিন্তু অসাধারন। আবারও ফিরে এসে কষ্ট করে মূল্যায়ন জানিয়ে যাওয়ায় কৃতজ্ঞতা আবারও।
ভাল থাকুন অনেক।
৩| ০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৮
সনেট কবি বলেছেন: কবিতা পাঠে মন ভরে গেল।
০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৫
নতুন নকিব বলেছেন:
হৃদ্যতা অপূর্ব! কৃতজ্ঞতা অন্তহীন!
আপনার উপস্থিতি প্রেরনা দেয়। অনেক ভাল থাকুন প্রিয় কবি।
৪| ০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫২
ধ্রুবক আলো বলেছেন: ভালো হয়েছে।
০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৬
নতুন নকিব বলেছেন:
মুগ্ধতা একরাশ! আপনার মূল্যায়নে ধন্য হয়ে আনন্দিত বোধ করছি। কৃতজ্ঞতা।
নিরন্তর ভাল থাকার প্রার্থনা।
৫| ০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১০
মনিরা সুলতানা বলেছেন: তিনি সর্বশক্তি মান!!!
সৃষ্টিকর্তা !!!
০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১২
নতুন নকিব বলেছেন:
জ্বি, সুন্দর বলেছেন। সত্য বলেছেন। তিনি সর্বশক্তিমান!!! সৃষ্টিকর্তা!!!
আপনার আগমনে ধন্য হল পোস্টটি। কৃতজ্ঞতা এবং অনেক ভাল থাকার প্রত্যাশা।
৬| ০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৫
নীল মনি বলেছেন: দারুণ লিখেছেন। মন ভরে যাওয়া লেখা।আল্লাহ আপনাকে আরো সুন্দর সুন্দর লেখার তওফীক দান করুন আমিন।
০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৩
নতুন নকিব বলেছেন:
আপনার মত ভোরের পাখির কন্ঠে এমন উঁচু প্রশংসা পেলে মন এমনিতেই আপ্লুত হয়। আপনি তো খুবই সুন্দর লিখেন। পাঠ এবং এত সুন্দর মন্তব্যে কৃতজ্ঞতা। আপনার দোআ আল্লাহ পাক আমার জন্য কবুল করুন। আপনার জন্যও।
৭| ০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৪
রাজীব নুর বলেছেন: বেশ কবিতা। কবিতায় 'ধার' আছে।
০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৬
নতুন নকিব বলেছেন:
আসলেই? আপনার হাতেও কিন্তু ধার বৃদ্ধি পাচ্ছে, মা- শাআল্লাহ!
কৃতজ্ঞতা জানবেন।
৮| ০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৬
নীল মনি বলেছেন: আলহামদুলিল্লাহ্। কী চমৎকার প্রত্যুত্তর করলেন। আবারো ফিরে এলাম। ফী আমানিল্লাহ
০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৬
নতুন নকিব বলেছেন:
আবারও আপনি ফিরে আসবেন- ভাবিনি। আবারও শুকরিয়া। আবারও কৃতজ্ঞতা। তবে, শুধু আবারও নয় দোআ। ভাল থাকার দোআ বরং নিরন্তর।
৯| ০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার লেখাগুলো সবসময়ই মনের প্রশান্তি জোগায়। আরও লিখুন। আল্লাহ আপনার লেখার হাতকে আরও শক্তিশালী করুন। আমীন।
০৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:১০
নতুন নকিব বলেছেন:
আপনার লেখার হাত দেখেছি, অনেক ভাল। আপনি কন্টিনিউ করলে, ইনশা- আল্লাহ ভাল কিছু করবেন।
আন্তরিক প্রশংসায় মুগ্ধতা এবং কৃতজ্ঞতা। আপনার দোআ আল্লাহ পাক কবুল করুন। আমার জন্য এবং আপনার জন্যও।
১০| ০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪০
নীল মনি বলেছেন: হিহিহি আমি কিন্তু বার বার ফিরে আসি। শুকরিয়া
০৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:১৫
নতুন নকিব বলেছেন:
আপনার আগমন আনন্দিত করে। অবশ্যই বারবার আসবেন। মুগ্ধ হলাম আবারও ফিরে আসায়। কৃতজ্ঞতা।
অনেক ভাল থাকার দোআ। অন্তহীন কল্যান আলোকিত করে রাখুক আপনার ভাগ্যাকাশ।
©somewhere in net ltd.
১| ০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৯
আবু তালেব শেখ বলেছেন: তাহার প্রেমে যে পাগল সে হইতোবা রিদয়(ভুল) চক্ষু দিয়া দর্শন করতে পারে।