নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

বিশ্বাসের বৃষ্টিচিহ্ন

১৭ ই জুলাই, ২০১৮ সকাল ১১:০৩



পদ্মা মেঘনা যমুনার নীলাভ নিসর্গঘেরা পাড়ে আবাস গড়েছি যদিও,
পালে লাগে তোমার কদম ছোঁয়া বায়ু, দূর মদিনা থেকে আসা প্রিয়।
সে বাতাস বয়ে আনে বিশ্বাসের বৃষ্টিচিহ্ন হৃদয়ে আল্পনা আঁকে ঢের,
ইতিহাস তুলে আনে তায়েফের মাটি খুড়ে স্মৃতি ওহুদ বদর খন্দকের।
এখানের শ্যমলিমা মন কাড়ে, এখানের মানুষের হৃদয়ের তশতরীতে,
ইশ্ক ভালবাসা মায়া কোমলতা ছায়া ফেলে রাসূলের প্রেম-প্রীতিতে।
তোমার যুগের নই তোমার কালের নই, নই তব মরু মাটি ছোঁয়া কেউ,
তবু কেন বুকে বাজে, তোমার নামের গীত দরূদের কাওসার ঢেউ?
পবিত্র জিসম তব, পূর্নিমা চাঁদের চেয়ে উজ্জ্বল প্রোজ্জ্বল পবিত্র বদন,
দেখিনি কখনো তবু কেন এই টান, আচ্ছন্ন কেন হয় অশ্রুতে নয়ন?
এখানের নারীগন পূন্যবতী তাদের অগাধ প্রেম নিবেদিত মদিনার পানে,
সুবহে সাদিক আসে মায়েদের কুরআনের সুর আর আজানের তানে।
আমাদের জেলেগন মাল্লাগন নৌকোর গলুইয়ে সিজদায় হন অবনত,
কৃষকের গামছাটা আলের উপরে এসে জায়নামাজ হয় অবিরত।
আমাদের রাখালেরা সবুজ ঘাসের মাঠে নামাজে প্রভূর স্মরন মাগে,
আমাদের কিছু নেই, রিক্ত তবু তুমি আছ, তব প্রেম-প্রাসাদ মন-বাগে।




মন্তব্য ১৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৮ সকাল ১১:১৭

সনেট কবি বলেছেন: অন্যরকম ভাললাগা।

১৭ ই জুলাই, ২০১৮ সকাল ১১:২০

নতুন নকিব বলেছেন:



আপনার আগমনে মুগ্ধতা। কৃতজ্ঞতা এবং শুভকামনা নিরন্তর।

২| ১৭ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মদীনার সবুজ মিনার
দেখে ভরে উঠে হৃদয় কিনার
মরনের আগে একবার দেখা হোক রাসূলের ভূমি
আমি যেন তার চরণ চুমি.............................।

খুব সুন্দর ও স্বার্থক হয়েছে।

স্মৃতি, দেশ, নবী প্রেম, সৃষ্টি ও সৃষ্টিকর্তার মহিমা ফুটে উঠেছে।

১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:১২

নতুন নকিব বলেছেন:



মদীনার সবুজ মিনার
দেখে ভরে উঠে হৃদয় কিনার
মরনের আগে একবার দেখা হোক রাসূলের ভূমি
আমি যেন তার চরণ চুমি.............................।


বাহ! আপনি তো সুন্দর কবিতা নিয়ে এলেন! অভিনন্দন। আপনার আরও আরও সুন্দর কবিতার প্রতীক্ষায়।

কৃতজ্ঞতা এবং শুভকামনা অন্তহীন।

৩| ১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:১২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: অসাধারণ লিখেছেন নকিব ভাই! খুব ভালো লাগল।

১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:১৩

নতুন নকিব বলেছেন:



আপনার আগমনে কৃতজ্ঞতা অশেষ। অনুপ্রেরনায় মৃগ্ধতা।

অনেক ভাল থাকার প্রার্থনা।

৪| ১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:১৫

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

১৮ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫০

নতুন নকিব বলেছেন:



মুগ্ধতা।

অনেক অনেক ভাল থাকবেন।

৫| ১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৫

পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রিয় নকিবভাই,

আজ অন্যরুপে আপনাকে পেলাম। সুন্দর কবিতায় ভালোলাগা লাইক দিয়ে গেলাম। ++

অনেক শুভকামনা আপনাকে।

১৮ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫২

নতুন নকিব বলেছেন:



'দেশপ্রেম ঈমানের অঙ্গ' এটা যদিও হাদিস নয়, তবু স্বদেশপ্রেম স্বজাতিপ্রেম একজন পরিপূর্ন মানুষের উত্তম গুনাবলীর ভেতরে অবশ্যই পড়ে।

আপনার আগমনে কৃতজ্ঞতা অশেষ। অনেক ভাল থাকুন।

৬| ১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১:১২

তারেক ফাহিম বলেছেন: অন্যরকম মজা পেলাম পাঠে।



১৮ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫৩

নতুন নকিব বলেছেন:



অভিনন্দন। শুভকামনা আপনার জন্য।

৭| ১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ২:০১

রাকু হাসান বলেছেন: বাহ দেশপ্রেম- ধর্মপ্রেম দুটি এক সাথে মিশ্রণ । কবিতা টি আর বেশি পড়া হলে ,এবং মন্তব্য হবে আশাকরি ,তা র হলে খারাপ লাগবে আমার । রোমান্টিক কবিতা পড়তে পড়তে একঘেয়েমীটা কাটালাম । কবিতা অমার শুধু ভাল লাগেনি । খুব ভাল লেগেছে ।

১৮ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫৪

নতুন নকিব বলেছেন:



সুন্দর মন্তব্য অভিভূত করলো। অনেক ভাল থাকার প্রত্যাশা। কৃতজ্ঞতা জানবেন।

৮| ১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৫১

অচেনা হৃদি বলেছেন: ভালো লেগেছে ভাইয়া। ++
:)

১৮ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫৪

নতুন নকিব বলেছেন:



মা-শাআল্লাহ। কৃতজ্ঞতা পাঠ ও মন্তব্যে।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.