নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
সয় না যাদের
পরের ভালো,
মনটা যাদের
বড়ই কালো,
আমরা যখন পাই সুবিধা চাকরি নিতে 'কোটা',
তারাই তখন তক্কে থাকে, কখন দেবে খোঁটা।
কোটার খোঁটায়
হুল ফুটিয়ে,
পালায় আবার
লেজ গুটিয়ে,
হাতুড়ি বেশ কাজের জিনিষ, করতে সোজা 'রো' -টা,
বলি বেটা, নিজে বাঁচো, ছাড়ো ভদ্রবেশি 'শো' -টা।
আমরা যেমন
বলবো যাহা,
ঠিকই তেমন
ঘটবে তাহা,
কোটা'র বিনাশ চাও না যতই, হোক না মাথা মোটা,
কোনো দিনই আর ফেরাতে পারবে না আর ওটা।
কোটার ভেতর
কী যে চমক,
জানতে যদি
নড়তো টনক,
লুফে নিতে কোটার কুসুম করতে শুরু ছোটা,
হাতুড়ি হাতেই পনির-মাখন গিলতে সকল ফোটা।
২৪ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৫
নতুন নকিব বলেছেন:
ধন্যবাদ। পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা।
২| ২২ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১৯
Monthu বলেছেন: ভালো লিখেছেন
২৪ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৬
নতুন নকিব বলেছেন:
পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন। শুভকামনা।
৩| ২২ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
বেশ হয়েছে।
২৪ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৭
নতুন নকিব বলেছেন:
উপস্থিতি প্রেরনার। ধন্যবাদ। প্রোফাইল পিক পাল্টালেন কখন? বেশ হয়েছে।
৪| ২২ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৪৯
এ.এস বাশার বলেছেন:
২৪ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৯
নতুন নকিব বলেছেন:
৫| ২২ শে জুলাই, ২০১৮ সকাল ১১:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন:
হাতুড়ি দিয়ে কার ঠেকাও
আপনা পর সব ভুলে যাও
কোটায় চড়ে মধু বহুত একলা একলা খেলা
এবার দেখো আমজনতার শক্তি কত মে'ল!
সংস্কার আর বাতিলের ব্যবধান বুঝো না
অমন কথা শুনে বলে; ন্যাকা আর সেজোনা;
চল্লিশ বছর পেরিয়ে গেল স্বাধীনতার পর
ছেলে প্রায় কবর পরে চাও কোটা নাতি পুতির !!!
নিজের কি নেই যোগ্যতা লড়াই করে জেতার
কোটার তলে থাকতে তবে কেন কর আব্দার?
এসো মেধায় লড়াই করি হাতুড়িতে নয়
তুমি জিতলে তুমিই যেয়ো আপত্তি তাতে নাই।
গায়ের জোরে যায় কতদিন টেকা
বুঝবে সেদিন পড়বে যেদিন ঠেকা
২৪ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৪২
নতুন নকিব বলেছেন:
আমজনতা মোদের ভয়ে
পালায় শুধু পালায়।
হাতুড়িতে শক্তি অশেষ
ভাগ্য কারও জ্বালায়।
টেনে টুনে পাশ করেও
আমরা বড় কর্তা।
আমাদেরই শাসন পেয়ে
পড়ুয়া হয় ভর্তা।
ছাত্রজীবন রাজনীতিতে
কাটছে হাতে অস্ত্র।
কোটায় ঢুকে একই দাপট
ওরাও ভীত ত্রস্ত।
লড়াইর জন্য কাগজ কেন?
হাতুড়িটাই বেশ।
কোটাই হবে যোগ্যতা আর
কোটায় চলবে দেশ।
৬| ২২ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৫
বাকপ্রবাস বলেছেন: সুন্দর
২৪ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৪৩
নতুন নকিব বলেছেন:
ধন্যবাদ।
৭| ২২ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৩
আকিব হাসান জাভেদ বলেছেন: কোটার ঠাঁই।।
কোটায় আছে
মজার খাবার
কালো মিয়া জানে
সবার পেটে সব খাবার
হয়না হজম গিলতে
কালো বেটার ভুড়ি মোটা
শুধু খায় খায়
এই কালো মিয়া
মরলে তবে
হবে কোটার ঠায়।।
২৪ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৪৫
নতুন নকিব বলেছেন:
হু ইজ দ্য কালো মিয়া?
কালো মিয়া মইরা গিয়া,
তবে হবে কোটার ইয়া?
ইয়ে ক্যায়সা বাত নে কিয়া?
৮| ২২ শে জুলাই, ২০১৮ দুপুর ২:১১
ফেনা বলেছেন: লা জবাব।
ভাল লাগা।
২৪ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৪৬
নতুন নকিব বলেছেন:
মুগ্ধতা! কৃতজ্ঞতা। ধন্যবাদ।
৯| ২২ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১৫
রাজীব নুর বলেছেন:
২৪ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৪৭
নতুন নকিব বলেছেন:
এই দৃশ্যও কি কোটার ফল?
©somewhere in net ltd.
১| ২২ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১৩
কাইকর বলেছেন: সুন্দর কবিতা