নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

বাইতুল্লাহর মুসাফির (পর্ব-২২)

১২ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৮

মদিনা শরিফের ফজিলত ও জিয়ারত



সাঁঝের স্নিগ্ধ আলো আধারিতে মায়াময় মসজিদে নববী প্রাঙ্গন। দূরে প্রিয়তম সবুজ গম্বুজ।

হজ যাদের কিসমতে জুটে যায়, আল্লাহ পাক যাকে হজে মাবরুর (কবুল হজ) নসিব করেন, আমলি ময়দানে তিনি জিরো থেকে হিরো হয়ে যান। হজের কোনো কার্যাদি যদিও মদিনা শরিফে নেই তবুও প্রত্যেক হাজী তার হজের ওসিলায় পুণ্যভূমি মদিনা জিয়ারতের সৌভাগ্য লাভে ধন্য হন। মদিনা মুনাওওয়ারাকে আল্লাহ ছুবহানাহু ওতায়ালা আরদুল্লাহ্ (আল্লাহর ভূমি) বলে আখ্যায়িত করেছেন। মদিনার মাটি ধন্য হয়েছে রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর মোবারক চরণ স্পর্শে। এর আকাশে-বাতাসে মিশে আছে তাঁর শ্বাস-প্রশ্বাসের সুবাস। তিনি মদিনাকে এত বেশি ভালোবাসতেন যে, মদিনার ধুলাবালি তার মুখমণ্ডলে এসে পড়লে তিনি তা পরিষ্কার করতেন না। একজন হাজী তার হজের ওসিলায় যেমনিভাবে বায়তুল্লাহ শরিফে নামাজ পড়ে ধন্য হন, তেমনি মসজিদে নববীতে নামাজ পড়েও পরম তৃপ্তি লাভ করেন। আর হারামাইন শরীফাইন তথা, বাইতুল্লাহ শরিফ এবং মসজিদে নববীতে নামাজ আদায়ের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে,

''যে ব্যক্তি বায়তুল্লাহয় এক রাকাআত নামাজ পড়বে সে এক লক্ষ রাকাআত নামাজের সওয়াব লাভ করবে। আর যে ব্যক্তি মসজিদে নববীতে এক রাকাআত নামাজ পড়বে সে অন্য মসজিদে ৫০ হাজার রাকাআত নামাজের সওয়াব লাভ করবে।''

রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- ''যে ব্যক্তি মসজিদে নববীতে ৪০ ওয়াক্ত নামাজ এভাবে আদায় করবে যে, এর মাঝে কোনো নামাজ ছুটে না যায়, তাহলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, আজাব থেকে মুক্তি দেওয়া হবে এবং মোনাফেকি থেকেও মুক্তি দেওয়া হবে।''

আর মদিনাতুত্বয়্যিবাহর সবচে' বড় আকর্ষণ হচ্ছে রওজা শরিফের জিয়ারত। রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ''যে ব্যক্তি হজ সম্পন্ন করল এবং আমার মৃত্যুর পর আমার কবর জিয়ারত করল সে যেন জীবদ্দশায়ই আমার জিয়ারত (সাক্ষাৎ) করল।''

তিনি আরও বলেছেন, ''যে ব্যক্তি আমার কবর জিয়ারত করল আমার ওপর তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল।''

এ ছাড়া মদিনায় জিয়ারতে হাজীদের জন্য আরও একটি সৌভাগ্যের বিষয় হচ্ছে দুনিয়ায় জীবিত থাকতে জান্নাতে ভ্রমণ। রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,

''আমার ঘর ও আমার মিম্বরের মধ্যবর্তী জায়গাটুকু জান্নাতের বাগান। আর আমার মিম্বর আমার হাউজে কাউছারের ওপর।''

সবুজ গালিচা বিছানো এ জায়গাটুকু মসজিদে নববীতে চিহ্নিত রয়েছে। হাজী সাহেবানগন প্রতিযোগিতা করে সেখানে প্রবেশ করে নফল নামাজ, কুরআন তিলাওয়াত, জিকির-আজকার ও দোয়ায় মশগুল থাকেন। এতসব ফজিলত একমাত্র হাজীরাই অর্জন করতে পারেন। হজ নসিব হওয়া সৌভাগ্যবান হওয়ার আলামত। আল্লাহ পাক যাদের উপর হজ ফরজ করেছেন তাদের সবচেয়ে বড় দায়িত্ব ও কর্তব্য হলো যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে তাদের প্রতি অর্পিত দায়িত্ব ফরজ হজ পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ পাক আমাদের সবাইকে হজে মাবরুর নসিব করুন।



সোনালী আলোয় সবুজ গম্বুজ।

রহমাতুল্লিল আলামীন

মহান আল্লাহ রাব্বুল ‘আলামীন তার প্রিয়তম হাবীব রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দুনিয়ায় পাঠান রাহমাতুল্লিল আলামীন (জগতসমূহের সমগ্র অধিবাসীর জন্য আল্লাহ তা’য়ালার পক্ষ থেকে রহমত) স্বরূপ। পবিত্র কোরআনের ভাষায়,

وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ

আমি আপনাকে বিশ্ববাসীর জন্যে রহমত স্বরূপই প্রেরণ করেছি। (সুরা আল আমবিয়া: ১০৭)।

স্বয়ং আল্লাহ পাক তাঁর প্রতি সালাত (রহমত) প্রেরণ করেন

কুরআনে পাকে ইরশাদ হয়েছে-

إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا

''নিশ্চয়ই আল্লাহ নবীর প্রতি সালাত (রহমত) প্রেরণ করেন আর তার ফিরিশতাগণও নবীর প্রতি সালাত (দোয়া) পাঠান। হে মুমিনগণ! তোমরাও তার প্রতি সালাত (দুরূদ) পাঠ করো এবং সালাম পাঠাও,'' (সুরা আহযাব: ৫৬)।

মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আগমনে ঊষর ইয়াসরিব নামের প্রাচীন আরবের নগরীটি ফুলে-ফলে-ফসলে সবুজ হয়ে ওঠে। হিজরতের সময় নবীজীর শুভাগমনকে ঘিরে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন মদিনাবাসীগন। শিশুরা সমস্বরে সেদিন গেয়েছিল: ''ত্বালাআল বাদরু আলাইনা/ মিন ছানিয়াতিল ওয়াদায়ি/ ওয়জাবাশ শুকরু আলাইনা/ মা দাআ লিল্লাহি দায়ী।''

''স্বাগতম, হে নবী, আপনাকে সানিয়াতিল বিদা উপত্যকায় অভিনন্দন! হে প্রিয় অতিথি, আসুন! শুভাগমন হোক হে পূর্ণিমার পূর্ন চাঁদ! আমাদের মাঝে এসেছেন, তাই কৃতজ্ঞতায় শ্রদ্ধাবনত সবাই, সুপথে চলার, আপনিই মহান দিশারী!''

মানবতার মুক্তির দূত নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অভিবাদন ও সালাম জানানোর আঁকুতি সব মুসলমানের। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কত সুন্দর করেই না মিনতি জানিয়েছেন পবিত্র হারামাইন শরিফাইন জিয়ারতকারী মক্কা-মদিনার পথের যাত্রীদের কাছে, ''আমার সালাম পৌঁছে দিও নবীজীর রওজায়''!

পৃথিবীর কোটি কোটি মুসলমান নর ও নারী যে স্থান থেকে যখনই নবীর প্রতি সালাম ও দরূদ পেশ করেন, তা ফেরেশতারা মদিনায় পৌঁছে দেন। মদিনায় এলে নবীর রওজাপাকের সামনে দাঁড়িয়ে বিনয়ের সঙ্গে নিজের এবং পরিবার-পরিজন, স্বজনদের পক্ষ থেকে সালাম জানান মুসলিমগণ। দরূদ ও সালামে মুখরিত হয়ে সারিবদ্ধভাবে নবীজীর রওজা শরিফের সামনে গিয়ে আবেগে আপ্লুত হন।

পৃথিবীর সকল প্রান্ত থেকে গভীর ভালোবাসায় মদিনায় ছুটে আসা মানুষ সালাম নিয়ে হাজির হন নবীজীর দরবারে।

মদিনা শরিফের আরো কিছু বৈশিষ্ট্য

মদিনার আরেক মুবারক বৈশিষ্ট্য হলো সোমবার ও বৃহস্পতিবার রোজা পালন। কারণ, নবী সপ্তাহে এই দুইদিন রোজা রাখতেন। নবীর মসজিদে খেজুর আর জমজমের বরকতময় (মক্কার জমজম মদিনায় নবীর মসজিদেও সরবরাহ করা হয়) পানিতে ইফতার সম্পন্ন করে মনে হলো লাখো মুসলমানের প্রেমময় মহাসমুদ্রে ভাসছি।

দরূদে দিল তাজা হয়

হজরত আবু দারদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস এক্ষেত্রে উল্লেখ করা যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ''তোমরা জুমআর (শুক্রবার) দিন বেশি বেশি করে দরূদ পড়ো। নিশ্চয়ই ফেরেস্তারা এর উপর সাক্ষী থাকে। আর যখন কেউ আমার উপর দুরূদ পড়ে তখনই তা আমার নিকট পেশ করা হয়।''

আবু দারদা রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, ''আমি জিজ্ঞেস করলাম, মৃত্যুর পরেও কি তা পেশ করা হবে? উত্তরে তিনি বললেন, হ্যাঁ!, কেননা আল্লাহ তায়ালা জমিনের জন্য নবীদের দেহ ভক্ষণ করা হারাম করে দিয়েছেন।''

হজরত আওস ইবনে আওস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ''তোমাদের দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠতম দিনটি হচ্ছে জুমু’আর দিন। অতএব তোমরা ওইদিন আমার ওপর বেশি বেশি করে দরূদ পড়ো। কারণ তোমাদের দরূদগুলো আমার নিকট পেশ করা হয়। সাহাবা কিরাম আরয করেন, ইয়া রাসূলুল্লাহ! আমাদের দরূদ কীভাবে আপনার নিকট পেশ করা হবে, আপনি তো তখন জমিনের সঙ্গে মিশে যাবেন? তিনি বললেন, নিশ্চিত নবীগণের দেহকে আল্লাহ জমিনের জন্য হারাম করে দিয়েছেন।”

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি আমার কবরের পাশে গিয়ে দরূদ পাঠ করে তা আমি নিজেই শুনবো। আর যে ব্যক্তি দূর থেকে আমার উপর দরূদ পাঠ করে তা আমার কাছে পৌঁছে দেওয়া হয়।''

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা আমার কবরকে আনন্দ-উৎসবের স্থানে পরিণত করো না, বরং আমার ওপর দরূদ পড়ো। কারণ তোমরা যেখানেই থাক না কেন তোমাদের দরূদ আমার কাছে পৌঁছে যায়।



মসজিদে নববীর ভেতরের একটি দৃশ্য।

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ''তোমাদের যে কেউ আমার উপর সালাম পড়ে, আল্লাহ তখনই আমার রূহ আমাকে ফেরত দেন এবং আমি তার সালামের জবাব দেই।''

হজরত আমের ইবনে রবীআহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ''আমি আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুতবার মধ্যে বলতে শুনেছি, আমার উপর দরূদ পাঠকারী যতক্ষণ দরূদ পড়ে, ফেরেশতারা তার জন্য দুআ করতে থাকে।''

হজরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, “কিয়ামতের দিন ওই ব্যক্তিই সর্বাপেক্ষা আমার নিকটবর্তী হবে, যে আমার প্রতি সবচেয়ে বেশি দরূদ পাঠ করেছে"।

হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ''যে আমার উপর একবার দরূদ পড়বে আল্লাহ তার উপর দশটি রহমত নাযিল করবেন, তার দশটি গুনাহ ক্ষমা করা হবে এবং দশটি দরজা বুলন্দ হবে।''

হজরত সাঈদ ইবনে মুসাইয়্যেব (রহ.) ওমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, তিনি বলেন, ''রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, দোয়া আসমান ও জমিনের মাঝে ঝুলন্ত অবস্থায় থাকে, তোমাদের নবীর উপর দোয়া ও দরূদ পড়া ছাড়া কোনো দোয়াই আসমান পর্যন্ত আরোহন করে না''।

হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ''নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ''যতক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরূদ পড়া হবে না ততক্ষণ দোয়া কবুল করা হয় না''।

হজরত উম্মে দারদা রাদিয়াল্লাহু তা’য়ালা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ''যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় দশবার করে দরূদ শরিফ পাঠ করে, সে কিয়ামতের দিন আমার সুপারিশ লাভ করবে''।

হজরত আব্দুল্লাহ ইবনু ‘আমর ইবনুল ‘আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ''যখন তোমরা মুআয্যিনের আজান শুনবে তখন তার মত বলো। তারপর আমার উপর দরূদ পড়ো। কেননা যে ব্যক্তি আমার উপর একবার দরূদ পড়বে আল্লাহ তা‘আলা তার উপর দশবার দরূদ পাঠ করবেন। তারপর তোমরা আল্লাহর কাছে আমার জন্য উসিলার দোয়া করবে। কারণ উসিলা হলো জান্নাতে একটি উচ্চতর মর্যাদা, যা আল্লাহর বান্দাদের মধ্য থেকে শুধু একজনই প্রাপ্ত হবে। আমি আশা করি আমিই হবো সেই ব্যক্তি। অতএব যে ব্যক্তি আমার জন্য আল্লাহর কাছে উসিলার দোয়া করবে সে আমার সুপারিশ প্রাপ্ত হবে''।

হজরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তির সামনে আমার নাম আলোচিত হয়েছে অথচ সে আমার ওপর দরূদ পড়েনি সে হচ্ছে প্রকৃত কৃপণ।” নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেছেন, ''যে ব্যক্তি আমার উপর দরূদ পড়া ভুলে যাবে সে জান্নাতের রাস্তা ভুলে যাবে।"

মানবতার মুক্তির দিশারী, সাইয়্যিদুল কাওনাইনি ওয়াসসাকালাইন, শাফিউল উমাম, সারওয়ারে কায়েনাত, সাইয়্যিদুল আমবিয়া ওয়াল মুরছালীন নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি আমাদের হৃদয় উজাড় করা অগনিত সালাম ও দরূদ।

ইচ্ছে করলে ঘুরে আসতে পারেন এই সিরিজের পেছনের পর্বগুলোয়-

বাইতুল্লাহর মুসাফির (পর্ব-১)
বাইতুল্লাহর মুসাফির (পর্ব-২)
বাইতুল্লাহর মুসাফির (পর্ব-৩)
বাইতুল্লাহর মুসাফির (পর্ব-৪)
বাইতুল্লাহর মুসাফির (পর্ব-৫)
বাইতুল্লাহর মুসাফির (পর্ব-৬)
বাইতুল্লাহর মুসাফির (পর্ব৭)
বাইতুল্লাহর মুসাফির (পর্ব-৮)
বাইতুল্লাহর মুসাফির (পর্ব-৯)
বাইতুল্লাহর মুসাফির (পর্ব-১০)
বাইতুল্লাহর মুসাফির (পর্ব-১১)
বাইতুল্লাহর মুসাফির (পর্ব-১২)
বাইতুল্লাহর মুসাফির (পর্ব-১৩)
বাইতুল্লাহর মুসাফির (পর্ব-১৪)
বাইতুল্লাহর মুসাফির (পর্ব-১৫)
বাইতুল্লাহর মুসাফির (পর্ব-১৬)
বাইতুল্লাহর মুসাফির (পর্ব-১৭)
বাইতুল্লাহর মুসাফির (পর্ব-১৮)
বাইতুল্লাহর মুসাফির (পর্ব-১৯) ব্লগে দেড়শোতম পোস্ট
বাইতুল্লাহর মুসাফির (পর্ব-২০)
বাইতুল্লাহর মুসাফির (পর্ব-২১)



অনুপম মসজিদে নববীর চোখ জুড়ানো দৃশ্য।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমার জানা মতে আপনি হজ্জ করেছেন। আপনার এই পর্রবে ব্যক্তিগত অভিজ্ঞতার তেমন কোন ভাষ্য বা ছাপ পাইনি। তবে পোষ্টের জন্য ধন্যবাদ।

১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৫০

নতুন নকিব বলেছেন:



আপনার মূল্যায়ন যথার্থ। গভীর আন্তরিকতায় পোস্ট নিরীক্ষন এবং মূল্যবান উপস্থিতি জানিয়ে যাওয়ায় অশেষ কৃতজ্ঞতা। পরবর্তী পর্বে আপনার অনুভূতি মনে রেখে সামনে অগ্রসর হওয়ার প্রচেষ্টা থাকবে।

অনেক ভাল থাকবেন।

২| ১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:১৬

ভুয়া মফিজ বলেছেন: খুবই ভালো লাগলো।
শুনেছি সবাই নাকি চাইলেও হজ্জ করতে পারে না। একমাত্র আল্লাহ অনুমতি দিলেই সম্ভব? সত্যি নাকি?

১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৪

নতুন নকিব বলেছেন:



সত্যি তো অফকোর্স। আল্লাহ পাক সদয় হয়ে তাঁর ঘরের পানে কাউকে ডেকে না নিলে কার পক্ষে সেখানে যাওয়া সম্ভব! স্বয়ং আল্লাহ পাক যেমন মহামহিম তাঁর ঘর বাইতুল্লাহও তেমনি মহিমান্বিত।

অনেক আনন্দিত হলাম আপনার আগমনে। কৃতজ্ঞতাসহ শুভকামনা।

৩| ১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:২৯

যাযাবর চখা বলেছেন: খুব ভালো লাগলো। প্রিয়তে নিলাম।

১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৪

নতুন নকিব বলেছেন:



প্রিয়তে নেয়ায় আপনিও প্রিয় হয়ে থাকলেন।

কৃতজ্ঞতা অশেষ। শুভকামনা অন্তহীন।

৪| ১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৫

রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।

১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:৫৩

নতুন নকিব বলেছেন:



উপস্থিতি ভাল লাগলো। কৃতজ্ঞতা এবং শুভকামনা।

৫| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২৭

ঢাকার লোক বলেছেন: ইসলামে মদীনা মুনওয়ারার গুরুত্ব সম্পর্কে আপনার এ লেখা প্রসংশনীয়। তবে এতে উল্লেখিত বেশ কয়েকটি হাদীস প্রশ্নবিদ্ধ। মদীনার মসজিদে নববীতে এক রাকাত নামাজের সওয়াব অন্য মসজিদে এক হাজার রাকাত পড়ার সওয়াবের সমান বলে সহি হাদীসের আলোকে বেশীর ভাগ আলেম মনে করেন। পরবর্তীতে উলেখিত রসুল (স) কবর জিয়ারত সম্পর্কিত ৩ টি হাদীসই জাল বলে ইবনে বাজ (র) সহ অনেক বিশিষ্ট উলেমা মত প্রকাশ করেছেন।
আরো কিছু উল্লেখিত হাদীসেরও মান সম্পর্কে সন্দেহ রয়েছ। সু্যোগ মত আরো খোঁজ নিতে অনুরোধ করছি।

১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:৫২

নতুন নকিব বলেছেন:



কোন্ মসজিদে নামাজ আদায়ে কত সওয়াব: পৃথিবীর সকল মসজিদই আল্লাহর ঘর। তবে তিনটি মসজিদের মর্যাদা আলাদা। পৃথিবীর প্রথম ঘর মক্কাতুল মুকাররমার পবিত্র কাবাগৃহ বা মসজিদুল হারাম। কাবাগৃহসহ চারিদিক পরিবেষ্টিত বাইতুল্লাহকে মসজিদে হারাম বলে। এখানে ‘হারাম’ শব্দের অর্থ সম্মানিত। এ মসজিদের মধ্যখানে কাবাঘর অবস্থিত। মসজিদে হারামে এক নামাজ ১ লাখ নামাজের সমান সওয়াব পাওয়া যায়।

মসজিদে নববী: মসজিদে নববী হলো ইসলামের সোনালি যুগের সকল কর্মকাণ্ডের প্রথম কেন্দ্র। এ মসজিদের এক নামাজ ৫০ হাজার নামাজের সমান। তবে অন্য একটি হাদিসে আছে যে, মসজিদে নববির এক নামাজ ১ হাজার নামাজের সমান। এ হাদিসটি হজরত আবু হুরায়রা রাদিআল্লাহু তাআ'লা আনহু থেকে বর্ণিত। -মিশকাত: ৬৪০

মসজিদে আকসা: মসজিদে আকসার বিবরণ কুরআনুল কারিমে একাধিকবার এসেছে। হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ রজনীতে সেখানে গমন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদে আকসার এক নামাজ ৫০ হাজার নামাজের সমান।

জামে মসজিদ: মসজিদে হারাম, মসজিদে আকসা ও মসজিদে নববী ব্যতীত অন্য কোনো মসজিদে মুসলমানরা সমবেত হয়ে পাঁচ ওয়াক্ত নামাজসহ জুমুআর নামাজ জামাতে আদায় করা হলে তাকে জামে মসজিদ বলে। এ মসজিদের এক নামাজ ৫০০ নামাজের সমান।

পাঞ্জেগানা মসজিদ: যে মসজিদে জুমুআর নামাজ ব্যতীত শুধু পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়া হয়, তাকে পাঞ্জেগানা মসজিদ বলে। এ মসজিদের এক নামাজ ২৫ নামাজের সমান।

ঘর বা দোকানে নামাজ পড়া: মসজিদের বাইরে ঘরে বা দোকান ইত্যাদি জায়গায় নামাজ আদায় করলে এক নামাজের পরিবর্তে এক নামাজের সমান সওয়াব দেওয়া হবে। -মিশকাত: ৬৯৬

আচ্ছা, আপনার অনুরোধ বিবেচনায় থাকলো। মোবারকবাদ। কৃতজ্ঞতা।

৬| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২৯

ঢাকার লোক বলেছেন: পূনশ্চঃ ৪০ ওয়াক্ত নামাজ পড়ার হাদীসটাও জাল বলেই অনেক আলাম মনে করেন। ধন্যবাদ।

১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:১৬

নতুন নকিব বলেছেন:



দয়া করে কিছু মনে করবেন না, আশা করছি। জাল হাদিস থেকে বেঁচে থাকা অবশ্যই জরুরী। আপনার কথায় সহমত। ধন্যবাদ বিষয়টি নিয়ে কথা বলায়।

কিন্তু আপনি যাদের কথা বলেছেন, তাদের কেউ কেউ এই হাদিসখানার বিষয়ে ঠিকই এমনটা মনে করেন। শুধু এই একখানা হাদিস নিয়ে কথা নয়। কথা হচ্ছে, তাদের সার্বিক বিষয়ে যদি নিরপেক্ষভাবে দৃষ্টি দেন দেখবেন, যারা এত কিছু মনে করেন তাদের দেখে অতি ভক্তি চোরের লক্ষন, কিংবা ঠগ বাছতে গা উজাড় কথাগুলো মনে পড়ে যাবে। এদের অবস্থা আসলে বুঝতে পারছি না। অবস্থা দৃষ্টে দু'টো সন্দেহ দানা বেধে ওঠে। তারা যেভাবে পাইকারীভাবে হাদিসের রাবিদের এমনকি খোদ সাহাবায়ে কেরামের দোষ ত্রুটি তুলে ধরে অমার্জনীয় অপরাধের আস্পর্ধা দেখাচ্ছেন, প্রায়শই প্রশ্ন এসে যায়, এই লোকগুলো কি সাহাবীদের চেয়েও বেশি ইলম, আমল এবং তাকওয়ার অধিকারী? সাহাবীদের আমলকেও যখন তারা পাত্তা দেয়ার প্রয়োজন মনে করেন না, তখন বোধশক্তিসম্পন্ন যে কোনো ব্যক্তির মনেই এই জিজ্ঞাসা প্রকট হয়ে ওঠা স্বাভাবিক, তারা কি তাহলে সাহাবীদের চেয়েও বড় আলেম? তাদের চেয়েও বেশি রাসূল প্রেমিক? সুন্নতের আমলওয়ালা?

কথায় বলে না, লোম বাছতে কম্বল উজাড়। এদের অবস্থাও দেখছি সেরকমই। এরা কথা হয়তো সত্যই বলেন, তবে মতলব যে খুব একটা সুবিধার না, তা স্বীকার না করে উপায় দেখছি না। কথা সত্য মতলব খারাপ কোনো একটা ঘাপলা তাদের ভেতরে কাজ করে হয়তো। আমলে ফাঁকি দেয়ার বদ মাকসূদে জাল হাদিসের ভান্ডার খুলে বসেছেন তারা।

অনেক ভাল থাকবেন। শুভকামনা সতত:।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.