নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
চোখ খুললেই দেখি আলোর বলয়
আঁধারের ভেঙ্গে গেছে সকল প্রাচীর
বাঁচবার সময় এখন উঁচু করে শীর
নিশ্বাস প্রশ্বাসে বহে শীতল মলয়
আগামীর দিনগুলো আলো ঝলমল
জেগে ওঠা এসময়ে অতি প্রয়োজন
এ জাতির ভাগ্যাকাশ আলোক উজ্জ্বল
আমরা জগতে সেরা জানুক ভূবন
বিদ্যা বলে বলিয়ান হয়ে পথ চলো
জগতের সেরাদের সেরা হও ফের
দুর্বার পথিক তুমি - পথে আলোকের
তোমাকে ফেরায় এই সাধ্য কার বলো?
তুমি সেরা সেরাদের সেরা তব দেশ
তোমার গলায় শোভে বিশ্ব শ্রেষ্ঠ বেশ
২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৮
নতুন নকিব বলেছেন:
মাঝে সাঁঝে। এই একটু আধটু।
কবিতায় প্লাস দেয়ায় আপ্লুত!
অনেক অনেক শুভকামনা কবি ভাই।
২| ২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৩২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রথম ৬ লাইন খুবই সাবলীল।
উজ্জ্বল প্রোজ্জ্বল -এর যে-কোনো একটা হলে ভালো হতো।
সব মিলিয়ে ভালো কাব্যগুণ সম্পন্ন সুনির্মিত সনেট।
২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৫
নতুন নকিব বলেছেন:
আপনার মত বরেন্যর মূল্যায়নে সিক্ত হতে পেরে এই কবিতাটি স্বার্থক। সাথে আমিও। কৃতজ্ঞতা অন্তহীন।
পরামর্শ দেয়ায় ধন্যবাদ আবারও। প্রোজ্জ্বল শব্দটি বাদ দিয়েছি।
অনেক অনেক ভাল থাকবেন। প্রার্থনা নিরন্তর।
৩| ২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৩২
স্রাঞ্জি সে বলেছেন:
আমরা পঁচা
২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৯
নতুন নকিব বলেছেন:
কেন? আপনি তো অনেক সুন্দর মনের একজন মানুষ। তাহলে হতাশা কেন?
এই আমরাই বড় হব এক দিন। এ জাতি মাথা উঁচু করে দাড়াবে। বিশ্ব সভায় আমাদের আসন হবে সম্মানের গৌরবের।
অনেক অনেক শুভকামনা আপনার জন্য।
৪| ২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৪২
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসাধারণ---
২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫১
নতুন নকিব বলেছেন:
এক শব্দের অনেক আন্তরিক মন্তব্য আপ্লুত করলো। কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা নিরন্তর।
৫| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৯
তারেক_মাহমুদ বলেছেন: নকীব ভাই, সুন্দর হয়েছে আপনার সনেট। লাইক দিলাম।
২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৩
নতুন নকিব বলেছেন:
শুকরিয়া। কৃতজ্ঞতা জানবেন ভাই।
আপনাদের মত হৃদয়বানদের আন্তরিকতাই লিখতে আশান্বিত করে। কৃতজ্ঞতাসহ শুভকামনা।
৬| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৪
নতুন নকিব বলেছেন:
শুকরান। কৃতজ্ঞতা কবি ভাই।
অনেক ভাল থাকবেন প্রত্যাশা নিরন্তর।
৭| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৪
রাজীব নুর বলেছেন: সনেট লেখা অনেক কষ্টের।
আপনার কষ্ট সফলতা পাক।
২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৫
নতুন নকিব বলেছেন:
আসলেই? আমার কাছে কঠিন মনে হয় না তেমন।
শুভকামনা। ভাল থাকুন।
©somewhere in net ltd.
১| ২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:১৪
বিজন রয় বলেছেন: ++++
আপনিও কি সনেট লিখেন, জানতাম না!
অব্যাহত থাকুক।