নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

সেরা

২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:০২



চোখ খুললেই দেখি আলোর বলয়
আঁধারের ভেঙ্গে গেছে সকল প্রাচীর
বাঁচবার সময় এখন উঁচু করে শীর
নিশ্বাস প্রশ্বাসে বহে শীতল মলয়
আগামীর দিনগুলো আলো ঝলমল
জেগে ওঠা এসময়ে অতি প্রয়োজন
এ জাতির ভাগ্যাকাশ আলোক উজ্জ্বল
আমরা জগতে সেরা জানুক ভূবন

বিদ্যা বলে বলিয়ান হয়ে পথ চলো
জগতের সেরাদের সেরা হও ফের
দুর্বার পথিক তুমি - পথে আলোকের
তোমাকে ফেরায় এই সাধ্য কার বলো?
তুমি সেরা সেরাদের সেরা তব দেশ
তোমার গলায় শোভে বিশ্ব শ্রেষ্ঠ বেশ

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:১৪

বিজন রয় বলেছেন: ++++

আপনিও কি সনেট লিখেন, জানতাম না!

অব্যাহত থাকুক।

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৮

নতুন নকিব বলেছেন:



মাঝে সাঁঝে। এই একটু আধটু।

কবিতায় প্লাস দেয়ায় আপ্লুত!

অনেক অনেক শুভকামনা কবি ভাই।

২| ২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রথম ৬ লাইন খুবই সাবলীল।

উজ্জ্বল প্রোজ্জ্বল -এর যে-কোনো একটা হলে ভালো হতো।

সব মিলিয়ে ভালো কাব্যগুণ সম্পন্ন সুনির্মিত সনেট।

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৫

নতুন নকিব বলেছেন:



আপনার মত বরেন্যর মূল্যায়নে সিক্ত হতে পেরে এই কবিতাটি স্বার্থক। সাথে আমিও। কৃতজ্ঞতা অন্তহীন।

পরামর্শ দেয়ায় ধন্যবাদ আবারও। প্রোজ্জ্বল শব্দটি বাদ দিয়েছি।

অনেক অনেক ভাল থাকবেন। প্রার্থনা নিরন্তর।

৩| ২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৩২

স্রাঞ্জি সে বলেছেন:

আমরা পঁচা !:#P

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৯

নতুন নকিব বলেছেন:



কেন? আপনি তো অনেক সুন্দর মনের একজন মানুষ। তাহলে হতাশা কেন?

এই আমরাই বড় হব এক দিন। এ জাতি মাথা উঁচু করে দাড়াবে। বিশ্ব সভায় আমাদের আসন হবে সম্মানের গৌরবের।

অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

৪| ২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৪২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসাধারণ---

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫১

নতুন নকিব বলেছেন:



এক শব্দের অনেক আন্তরিক মন্তব্য আপ্লুত করলো। কৃতজ্ঞতা জানবেন।

শুভকামনা নিরন্তর।

৫| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৯

তারেক_মাহমুদ বলেছেন: নকীব ভাই, সুন্দর হয়েছে আপনার সনেট। লাইক দিলাম।

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৩

নতুন নকিব বলেছেন:



শুকরিয়া। কৃতজ্ঞতা জানবেন ভাই।

আপনাদের মত হৃদয়বানদের আন্তরিকতাই লিখতে আশান্বিত করে। কৃতজ্ঞতাসহ শুভকামনা।

৬| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৪

নতুন নকিব বলেছেন:



শুকরান। কৃতজ্ঞতা কবি ভাই।

অনেক ভাল থাকবেন প্রত্যাশা নিরন্তর।

৭| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৪

রাজীব নুর বলেছেন: সনেট লেখা অনেক কষ্টের।
আপনার কষ্ট সফলতা পাক।

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৫

নতুন নকিব বলেছেন:



আসলেই? আমার কাছে কঠিন মনে হয় না তেমন।

শুভকামনা। ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.