নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

মুসলিম, তুমি বীর!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩১



মুসলিম, তুমি বীর!
জেনো, এক আল্লাহ ছাড়া কারো কাছে কভূ নত নয় তোমার শীর!
বুক ভরা বল বিশ্বাসের!
জনম পূন্য নি:শ্বাসের!
তাসবীহ হাতে কলমা মুখে- চলো হে কা'বার পথের রিক্ত মুসাফির!
জেনো, এক আল্লাহ ছাড়া কারো কাছে কভূ নত নয় তোমার শীর!

সত্য পথের সেনা তুমি!
বিজয় তোমার পদ চুমি!
আসবে নতুন প্রভাত, শুধু শক্ত হয়ে দাঁড়াও, ছিঁড়ে ফেলে জিঞ্জির!
জেনো, এক আল্লাহ ছাড়া কারো কাছে কভূ নত নয় তোমার শীর!

জান্নাতের পথের পথিক!
মদিনা পানে রাহা সঠিক!
চলো চলো পুন: মুখে শ্লোগান বজ্র হুংকারে, 'নারায়ে তাকবীর'!
জেনো, এক আল্লাহ ছাড়া কারো কাছে কভূ নত নয় তোমার শীর!

শাসন করেছ আধাজাহান!
কামিয়েছ ভক্তি মহাসম্মান!
উঁচু করে ধরো ফের বদর উহুদ খন্দকের সেই দু'ধারী শামশীর!
জেনো, এক আল্লাহ ছাড়া কারো কাছে কভূ নত নয় তোমার শীর!

আসল ঠিকানা পৃথ্বি নয়!
বাতিল দেখে কিসের ভয়!
ভয় নয়, ফিরায়ে আনো বুকে পুন: সেই জালওয়া নূরানী তাসবীর!
জেনো, এক আল্লাহ ছাড়া কারো কাছে কভূ নত নয় তোমার শীর!

রাহা ভুলে চলেছো হায়!
কেমনে যাবে ও মদিনায়!
রাহা করো ঠিক, দুআ রোনাজারিতে ফেরাও মরচে ধরা তাকদীর!
জেনো, এক আল্লাহ ছাড়া কারো কাছে কভূ নত নয় তোমার শীর!

জ্ঞানের মশাল জ্বালো!
আঁধারে বিলাও আলো!
ফিরিয়ে আনো ঘরে ঘরে ফের তিরমিযি মুসলিম বুখারীর তাকরীর!
জেনো, এক আল্লাহ ছাড়া কারো কাছে কভূ নত নয় তোমার শীর!

মুক্তি পয়গাম সবে শোনাও!
হৃদয়ে দ্বীনের বীজ বোনাও!
ভুলে যেও না, মুখে নাও কুরআনের সাবধানবানী 'ওয়া আনজির'!
জেনো, এক আল্লাহ ছাড়া কারো কাছে কভূ নত নয় তোমার শীর!



কবিতায় ব্যবহৃত কিছু শব্দের অর্থ যুক্ত করে দেয়ার প্রয়োজন মনে করছি, যাতে সকলের বোধগম্য হয় কবিতার কথামালা:
শীর=মস্তক, মাথা।
তাসবীর=প্রতিচ্ছবি।
আনজির=সতর্ক করুন, (আল কুরআনের আদেশ সূচক ক্রিয়াবাচক শব্দ)।
তাকরীর=অধ্যয়ন, পঠন।
তাকদীর=ভাগ্য, কিসমত।
শামশীর=তরবারী, তলওয়ার।
জিঞ্জির=শিকল।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৭

সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১১

নতুন নকিব বলেছেন:



অসংখ্য মোবারকবাদ, কবি ভাই।

আগমনে শুভকামনা জানাচ্ছি।

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১২

নতুন নকিব বলেছেন:



পাঠ এবং মন্তব্যে অনুপ্রানিত। কৃতজ্ঞতা অশেষ, কবি ভাই।

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৫

রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৪

নতুন নকিব বলেছেন:



মন্তব্য ভাল লাগলো। আপনার সুসময় আসুক।

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫১

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: মুসলিম বীর৷ সুন্দর একটা কবিতা।
সাহাবী আজমায়িন দের জীবন পড়লে অনুপ্রাণিত হওয়া যায়।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৫

নতুন নকিব বলেছেন:



সুন্দর মন্তব্য দ্যুতি ছড়িয়ে গেল। শুভকামনা অনি:শেষ।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.