নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
একদিন থেমে যাবে সব কোলাহল,
জীবনের সূর্য্য যাবে পাটে।
দিগন্তের লালিমা ঘেরা বিষন্ন আভায়,
রং দিবে অস্তাচল ঘাটে।
মায়াবোনা কবিতারা বোবা মুখ-মূক,
শব্দহীন - অনুভবহীন।
নড়ে চড়ে উঠবে না সামুর পাতায়,
থেকে যাবে পরিচয়হীন।
মেঘেদের মত করে ভেসে ভেসে শেষে,
কোন্ সে নগরে হয় ঠাঁই।
কোন্ বা অবাক করা মাটির পাটাতনে,
ঠিকানার কিছু জানা নাই।
বন্ধুদের স্মৃতি থেকে একদিন অবশেষে,
মুছে যাবে পথিকের নাম।
স্মরনীয় করে যদি জীবনটা গড়া নাহি হয়,
কীবা বলো আছে তার দাম?
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২০
নতুন নকিব বলেছেন:
সুন্দর মন্তব্যে প্রীতি ও শুভেচ্ছা। কৃতজ্ঞতা অফুরান।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২১
নতুন নকিব বলেছেন:
মনে হয়, বহু দিন পরে আপনার সাথে দেখা হল। কেমন আছেন?
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো কিছু করে যেতে না পারলে জীবন অর্থহীন, অতৃপ্ত'ই থেকে যাবে।
কবিতা ভালো লেগেছে।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২২
নতুন নকিব বলেছেন:
ঠিক বলেছেন। শুভকামনা ও কৃতজ্ঞতা জানবেন।
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৪
হাবিব ইমরান বলেছেন: ভালো লাগলো।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২২
নতুন নকিব বলেছেন:
ভালোলাগা জানিয়ে যাওয়ায় কৃতজ্ঞতা অশেষ।
৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫০
সনেট কবি বলেছেন: সুন্দর লিখেছেন।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩০
নতুন নকিব বলেছেন:
মোবারকবাদ।
কৃতজ্ঞতা।
৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৪
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫২
নতুন নকিব বলেছেন:
শুকরিয়া। কৃতজ্ঞতা।
৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫০
আহমেদ জী এস বলেছেন: নতুন নকিব ,
সুন্দর ভাব নিয়ে লেখা একটি কবিতা ।
আসলেই কেউ একজন মুছে ফেলে নাম !
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৬
নতুন নকিব বলেছেন:
অাগমনে মুগ্ধতা অশেষ। দারুন মন্তব্য ভালো লাগলো।
শুভকামনা জানবেন।
©somewhere in net ltd.
১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৪
সৈয়দ তাজুল বলেছেন:
আমার মনে হয়, স্মরণীয় মহানরা ভাল কাজ করার উদ্দেশ্য এমন ছিল না। তারা নিস্কাম প্রেমি ছিলেন তাই তারা স্মরণীয়।
কবিতা ভাল হয়েছে।