নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

ইসলামী সঙ্গিত, হামদে বারি তাআ\'লা: তাওফিক দাও

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৮



তোমারে চেনার খোদা তাওফিক দাও,
নিজেকে চেনার তুমি তাওফিক দাও,
তাওফিক দাও, খোদা তাওফিক দাও, তাওফিক দাও।

'আহসানি তাক্কউয়ীম' দিয়েছো তুমি,
দিয়েছো সাগর-নাহার আকাশ-ভূমি,
এসবের শুকরিয়া তোমার সকাশে যেন
জানাতে পারি সেই তাওফিক দাও-ঐ

কী এমন সাধ্য ছিল হতে পারি আমি,
সাইয়্যিদুল মুরসালিনের অনুগামী,
দয়া করে বানিয়েছো তাঁর অনুসারী
সে শুকরিয়া করার তুমি তাওফিক দাও-ঐ

ছিলাম না পৃথিবীতে এনেছো তুমি,
মাকে দিয়ে সুনিবিড় মমতায় চুমি,
মাতৃমনে মমতার যে স্রোত সৃজিয়াছো
তার শুকরিয়া করার তুমি তাওফিক দাও-ঐ

সরল পথের দিশা ছিল না গো জানা,
তুমি দিলে পরিচয় তাওহিদ ঠিকানা,
সিজদাবনত হয়ে তোমার শোকর
আদায় করতে পারি সেই তাওফিক দাও-ঐ

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৯

মেহেদী হাসান হাসিব বলেছেন: পরুম করণাময়ীকে নিয়ে লেখার জন্য ধন্যবাদ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৩

নতুন নকিব বলেছেন:



আপনাকে স্বাগত! মোবারকবাদ!

পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা এবং শুভকামনা।

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৪

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৮

এ আর ১৫ বলেছেন: আপনি ইসলামিক গান দিয়ে এই পোস্টিং দিয়েছেন কেন ? আমরা মতে গান তো হামার জিনিস , মনে নেই কি লিখেছিলেন এর আগে ?
ব্লগার এ আর ১৫ গান জায়েজের পক্ষে ওকালতি করতে এসেছেন। এতে আশ্চর্য্য হওয়ার কিছু নেই। এগুলো তার রুটিন ওয়ার্ক। ইতিপূর্বে দেখেছি- মূর্তি, নারী নেতৃত্ব, নারীদের পর্দা ইত্যাকার ইসলামের অনেক বিষয়ে তার মনগড়া ব্যাখ্যা দিয়ে অনেকের সাথে বিতর্কে লিপ্ত হয়েছেন। মূলত: সমস্যাটা হল, তার দৃষ্টিভঙ্গিকে তিনি কুরআন এবং হাদিসের আলোকে প্রতিষ্ঠিত করতে চান, যা নিতান্ত গর্হিত কাজ। তার হাস্যকর যুক্তি প্রমানগুলো দেখেছি। কিন্তু বিপদ হল, তার বিপক্ষে কেউ কথা বললেই আবোল তাবোল প্যাচাল শুরু করেন। তার প্রতি শুভকামনা। তার অব্যহত কল্যান কামনা করছি।

দু:খিত, কারও কারও মতামত দেখে মনে হল, কুরআন হাদিস মেনে চলার চেয়েও গান শোনা তাদের নিকট অধিক প্রিয়। ইসলামের অনুসারীদের অবশ্যই নি:শর্তভাবে কুরআনুল কারীম এবং হাদিসের নির্দেশনা মেনে চলতে হবে। মনগড়াভাবে চলার কোনো সুযোগ একজন মুসলিমের অবশ্যই নেই। কারন, মুসলিম ব্যক্তির বিশ্বাস, 'নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানী, আমার জীবন, আমার মরন, সকল কিছু কেবলমাত্র আল্লাহ পাকের জন্য নিবেদিত।' এই বিশ্বাস ধারন করে কিভাবে একজন মুসলিম বলতে পারেন, যুক্তির আলোকে হলে, ইসলামের সে বিধান মানব, অন্যথায় নয়!


কমেন্ট নং ১৬
ইসলামে গান বাজনা কি হারাম ? কেন

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩০

নতুন নকিব বলেছেন:



জনাব, ব্লগে ঝগড়া, বিবাদ আর কাইজ্জা ছাড়া আর কোনো কাজ আছে কি আপনার? দয়া করে এগুলো বাদ দেন, ভ্রাতা। হিংসা, বিদ্বেষ আর বিভেদ ছেড়ে দিয়ে মানুষকে ভালোবাসুন। বিশ্বাস রাখুন, ভালোবাসাই পৃথিবীকে বাঁচিয়ে তুলতে পারে।

আপনি যতই কাহিনী শোনান না কেন। লাভ নেই। ক্যাচাল এখানে হবে না। ক্যাচালের জন্য অন্য রাস্তা খুঁজতে হবে আপনাকে।

শুভকামনা আপনার তরে।

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৬

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ এম আর 15- জনাব, দেশাত্মবোধক গান,মাইজভাণ্ডারি গান,কাওয়ালী কি হারাম ?

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩১

নতুন নকিব বলেছেন:



আশা করছি এ আর ১৫ আপনার প্রশ্নের উত্তর দিবেন।

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৮

তারেক ফাহিম বলেছেন: ভালোলাগা ++

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩১

নতুন নকিব বলেছেন:




আপনার জন্যও শুভকামনা অশেষ।

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৫

বাকপ্রবাস বলেছেন: সুন্দর

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩২

নতুন নকিব বলেছেন:



কৃতজ্ঞতা। শুভাশীষ।

৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: দারুণ হয়েছে।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩২

নতুন নকিব বলেছেন:



কৃতজ্ঞতা জানবেন। শুভকামনা অশেষ।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.