নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

কুরআনে বর্নিত বিশেষ দুআগুলোসহ কুরআন ও হাদিসে উল্লেখিত শতাধিক দুআ: বিশ্বাসীদের অত্যাবশ্যকীয় প্রিয় বস্তু: মুখে মুখে হৃদয়ে হৃদয়ে ছড়িয়ে থাকুক এসব দুআ আজীবন

০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪১



কুরআনের নির্বাচিত দুআ:

১- ﺭَﺑَّﻨَﺎ ﺁﺗِﻨَﺎ ﻓِﻲ ﺍﻟﺪُّﻧْﻴَﺎ ﺣَﺴَﻨَﺔً ﻭَﻓِﻲ ﺍﻵﺧِﺮَﺓِ ﺣَﺴَﻨَﺔً ﻭَﻗِﻨَﺎ ﻋَﺬَﺍﺏَ ﺍﻟﻨَّﺎﺭِ

১। হে আমাদের প্রভু! দুনিয়াতে আমাদের কল্যাণ দান করুন এবং আখিরাতেও কল্যাণ দিন। আর আগুনের আযাব থেকে আমাদেরকে বাঁচান।১

২- ﺭَﺑَّﻨَﺎ ﻻ ﺗُﺆَﺍﺧِﺬْﻧَﺎ ﺇِﻥْ ﻧَﺴِﻴْﻨَﺎ ﺃَﻭْ ﺃَﺧْﻄَﺄْﻧَﺎ ﺭَﺑَّﻨَﺎ ﻭَﻻ ﺗَﺤْﻤِﻞْ ﻋَﻠَﻴْﻨَﺎ ﺇِﺻْﺮﺍً ﻛَﻤَﺎ ﺣَﻤَﻠْﺘَﻪُ ﻋَﻠَﻰ ﺍﻟَّﺬِﻳْﻦَ ﻣِﻦْ ﻗَﺒْﻠِﻨَﺎ ﺭَﺑَّﻨَﺎ ﻭَﻻ ﺗُﺤَﻤِّﻠْﻨَﺎ ﻣَﺎ ﻻ ﻃَﺎﻗَﺔَ ﻟَﻨَﺎ ﺑِﻪৃ ﻭَﺍﻋْﻒُ ﻋَﻨَّﺎ ﻭَﺍﻏْﻔِﺮْ ﻟَﻨَﺎ ﻭَﺍﺭْﺣَﻤْﻨَﺂ ﺃَﻧْﺖَ ﻣَﻮْﻻﻧَﺎ ﻓَﺎﻧْﺼُﺮْﻧَﺎ ﻋَﻠَﻰ ﺍﻟْﻘَﻮْﻡِ ﺍﻟْﻜَﺎﻓِﺮِﻳﻦَ

২। হে আমাদের রব! যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি তবে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। হে আমাদের রব! পূর্ববর্তীদের উপর যে গুরুদায়িত্ব আপনি অর্পণ করেছিলেন সে রকম কোন কঠিন কাজ আমাদেরকে দিবেন না। হে আমাদের রব! যে কাজ বহনের ক্ষমতা আমাদের নেই এমন কাজের ভারও আপনি আমাদের দিবেন না। আপনি আমাদের মাফ করে দিন, আমাদের ক্ষমা করুন। আমাদের প্রতি রহম করুন। আপনি আমাদের মাওলা। অতএব কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আপনি আমাদেরকে সাহায্য করুন। [১]

৩- ﺭَﺑَّﻨَﺎ ﻻ ﺗُﺰِﻍْ ﻗُﻠُﻮﺑَﻨَﺎ ﺑَﻌْﺪَ ﺇِﺫْ ﻫَﺪَﻳْﺘَﻨَﺎ ﻭَﻫَﺐْ ﻟَﻨَﺎ ﻣِﻦْ ﻟَﺪُﻧْﻚَ ﺭَﺣْﻤَﺔً ﺇِﻧَّﻚَ ﺃَﻧْﺖَ ﺍﻟْﻮَﻫَّﺎﺏُ

৩। হে আমাদের রব! যেহেতু আপনি আমাদেরকে হেদায়েতদান করেছেন, কাজেই এরপর থেকে আপনি আমাদের অন্তরকে বক্র করবেন না। আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন। আপনিতো মহাদাতা। [২]

৪- ﺭَﺏِّ ﻫَﺐْ ﻟِﻲ ﻣِﻦْ ﻟَﺪُﻧْﻚَ ﺫُﺭِّﻳَّﺔً ﻃَﻴِّﺒَﺔً ﺇِﻧَّﻚَ ﺳَﻤِﻴﻊُ ﺍﻟﺪُّﻋَﺎﺀِ

৪। হে আমার পরওয়ারদেগার! আপনার কাছ থেকে আমাকে আপনি উত্তম সন্তান-সন্ততি দান করুন। নিশ্চয়ই আপনিতো মানুষের ডাক শোনেন। [৩]

৫- ﺭَﺑَّﻨَﺎ ﺍﻏْﻔِﺮْ ﻟَﻨَﺎ ﺫُﻧُﻮﺑَﻨَﺎ ﻭَﺇِﺳْﺮَﺍﻓَﻨَﺎ ﻓِﻲ ﺃَﻣْﺮِﻧَﺎ ﻭَﺛَﺒِّﺖْ ﺃَﻗْﺪَﺍﻣَﻨَﺎ ﻭَﺍﻧْﺼُﺮْﻧَﺎ ﻋَﻠَﻰ ﺍﻟْﻘَﻮْﻡِ ﺍﻟْﻜَﺎﻓِﺮِﻳﻦَ

৫। হে আমাদের রব! আমাদের গুনাহগুলো মাফ করে দিন। যেসব কাজে আমাদের সীমালঙ্ঘন হয়ে গেছে সেগুলোও আপনি ক্ষমা করুন। আর (সৎপথে) আপনি আমাদের কদমকে অটল রাখুন এবং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আপনি আমাদেরকে সাহায্য করুন। [৪]

৬- ﺭَﺑَّﻨَﺎ ﻭَﺁﺗِﻨَﺎ ﻣَﺎ ﻭَﻋَﺪْﺗَﻨَﺎ ﻋَﻠٰﻰ ﺭُﺳُﻠِﻚَ ﻭَﻻَ ﺗُﺨْﺰِﻧَﺎ ﻳَﻮْﻡَ ﺍﻟْﻘِﻴَﺎﻣَﺔِ ﺇِﻧَّﻚَ ﻻَ ﺗُﺨْﻠِﻒُ ﺍﻟْﻤِﻴﻌَﺎﺩَ

৬। হে রব! নবী-রাসূলদের মাধ্যমে আপনি যে পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন তা আপনি আমাদেরকে দিয়ে দিন। আর কিয়ামতের দিন আমাদেরকে আপনি অপমানিত করবেন না। আপনিতো ওয়াদার বরখেলাফ করেন না। [৫]

৭- ﺭَﺑَّﻨَﺎ ﺁﻣَﻨَّﺎ ﺑِﻤَﺎ ﺃَﻧْﺰَﻟْﺖَ ﻭَﺍﺗَّﺒَﻌْﻨَﺎ ﺍﻟﺮَّﺳُﻮﻝَ ﻓَﺎﻛْﺘُﺒْﻨَﺎ ﻣَﻊَ ﺍﻟﺸَّﺎﻫِﺪِﻳﻦَ

৭। হে আমাদের রব! আপনি যা কিছু নাযিল করেছেন, তার উপর আমরা ঈমান এনেছি। আমরা রাসূলের কথাও মেনে নিয়েছি। কাজেই সত্য স্বীকারকারীদের দলে আমাদের নাম লিখিয়ে দিন। [৬]

৮- ﺭَﺑَّﻨَﺎ ﻇَﻠَﻤْﻨَﺎ ﺃَﻧْﻔُﺴَﻨَﺎ ﻭَﺇِﻥْ ﻟَﻢْ ﺗَﻐْﻔِﺮْ ﻟَﻨَﺎ ﻭَﺗَﺮْﺣَﻤْﻨَﺎ ﻟَﻨَﻜُﻮﻧَﻦَّ ﻣِﻦَ ﺍﻟْﺨَﺎﺳِﺮِﻳﻦَ

৮। হে আমাদের রব! আমরা নিজেদের উপর যুলম করেছি। এখন আপনি যদি আমাদের ক্ষমা না করেন, আর আমাদের প্রতি রহম না করেন তাহলে নিশ্চিতই আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। [৭]

৯- ﺭَﺑَّﻨَﺎ ﻻ ﺗَﺠْﻌَﻠْﻨَﺎ ﻣَﻊَ ﺍﻟْﻘَﻮْﻡِ ﺍﻟﻈَّﺎﻟِﻤِﻴﻦَ

৯। হে রব! আমাদেরকে জালিম সম্প্রদায়ের সাথী করবেন না। [৮]

১০- ﺭَﺏِّ ﺍﺟْﻌَﻠْﻨِﻲ ﻣُﻘِﻴﻢَ ﺍﻟﺼَّﻼﺓِ ﻭَﻣِﻦْ ﺫُﺭِّﻳَّﺘِﻲ ﺭَﺑَّﻨَﺎ ﻭَﺗَﻘَﺒَّﻞْ ﺩُﻋَﺎূﺀِ

১০। হে আমার মালিক! আমাকে সালাত কায়েমকারী বানিয়ে দিন এবং আমার ছেলে-মেয়েদেরকেও নামাযী বানিয়ে দিন। হে আমার মালিক! আমার দোয়া আপনি কবুল করুন। [৯]

১১- ﺭَﺑَّﻨَﺎ ﺍﻏْﻔِﺮْﻟِﻲ ﻭَﻟِﻮَﺍﻟِﺪَﻱَّ ﻭَﻟِﻠْﻤُﺆْﻣِﻨِﻴﻦَ ﻳَﻮْﻡَ ﻳَﻘُﻮﻡُ ﺍﻟْﺤِﺴَﺎﺏُ

১১। হে আমাদের পরওয়ারদেগার! যেদিন চূড়ান্ত হিসাব-নিকাশ হবে সেদিন আপনি আমাকে, আমার মাতা-পিতাকে এবং সকল ঈমানদারদেরকে ক্ষমা করে দিবেন। [১০]

১২- ﺭَﺑَّﻨَﺎ ﺁﺗِﻨَﺎ ﻣِﻦْ ﻟَﺪُﻧْﻚَ ﺭَﺣْﻤَﺔً ﻭَﻫَﻴِّﺊْ ﻟَﻨَﺎ ﻣِﻦْ ﺃَﻣْﺮِﻧَﺎ ﺭَﺷَﺪﺍً

১২। হে আমাদের রব! আপনার অপার অসীম করুণা থেকে আমাদেরকে রহমত দান করুন। আমাদের কাজগুলোকে সঠিক ও সহজ করে দিন। [১১]

১৩- ﺭَﺏِّ ﺍﺷْﺮَﺡْ ﻟِﻲ ﺻَﺪْﺭِﻱ – ﻭَﻳَﺴِّﺮْ ﻟِﻲْ ﺃَﻣْﺮِﻱ – ﻭَﺍﺣْﻠُﻞْ ﻋُﻘْﺪَﺓً ﻣِﻦْ ﻟِﺴَﺎﻧِﻲْ – ﻳَﻔْﻘَﻬُﻮﺍ ﻗَﻮْﻟِﻲْ

১৩। হে আমার রব! আমার বক্ষকে আপনি প্রশস্ত করে দিন। আমার কাজগুলো সহজ করে দিন। জিহ্বার জড়তা দূর করে দিন, যাতে লোকেরা আমার কথা সহজেই বুঝতে পারে। [১২]

১৪- ﺭَﺏِّ ﺯِﺩْﻧِﻲ ﻋِﻠْﻤﺎً

১৪। হে রব! আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। [১৩]

১৫- ﺭَﺏِّ ﻻَ ﺗَﺬَﺭْﻧِﻲْ ﻓَﺮْﺩﺍً ﻭَﺃَﻧْﺖَ ﺧَﻴْﺮُ ﺍﻟْﻮَﺍﺭِﺛِﻴﻦَ

১৫। হে রব! আমাকে আপনি নিঃসন্তান অবস্থায় রাখবেন না। আপনিতো সর্বোত্তম মালিকানার অধিকারী। [১৪]

১৬- ﺭَﺏِّ ﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﻫَﻤَﺰَﺍﺕِ ﺍﻟﺸَّﻴَﺎﻃِﻴﻦِ – ﻭَﺃَﻋُﻮْﺫُ ﺑِﻚَ ﺭَﺏِّ ﺃَﻥْ ﻳَﺤْﻀُﺮُﻭﻥِ

১৬। হে রব! শয়তানের কুমন্ত্রণা থেকে আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি। আমি এ থেকেও আপনার নিকট পানাহ চাই যে, শয়তান যেন আমার ধারে কাছেও ঘেষতে না পারে।[১৫]

১৭- ﺭَﺑَّﻨَﺎ ﺍﺻْﺮِﻑْ ﻋَﻨَّﺎ ﻋَﺬَﺍﺏَ ﺟَﻬَﻨَّﻢَ ﺇِﻥَّ ﻋَﺬَﺍﺑَﻬَﺎ ﻛَﺎﻥَ ﻏَﺮَﺍﻣﺎً ু ﺇِﻧَّﻬَﺎ ﺳَﺎﺀَﺕْ ﻣُﺴْﺘَﻘَﺮّﺍً ﻭَّﻣُﻘَﺎﻣﺎً

১৭। হে আমাদের রব! জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচিয়ে দিন। এর আযাব তো বড়ই সর্বনাশা। আশ্রয় ও বাসস্থান হিসেবে এটা কতই না নিকৃষ্ট স্থান।[১৬]

১৮- ﺭَﺑَّﻨَﺎ ﻫَﺐْ ﻟَﻨَﺎ ﻣِﻦْ ﺃَﺯْﻭَﺍﺟِﻨَﺎ ﻭَﺫُﺭِّﻳَّﺎﺗِﻨَﺎ ﻗُﺮَّﺓَ ﺃَﻋْﻴُﻦٍ ﻭَّﺍﺟْﻌَﻠْﻨَﺎ ﻟِﻠْﻤُﺘَّﻘِﻴﻦَ ﺇِﻣَﺎﻣﺎً

১৮। হে আমাদের রব! আপনি আমাদেরকে এমন স্ত্রী-সন্তান দান করুন যাদের দর্শনে আমাদের চক্ষু শীতল হয়ে যাবে। আপনি আমাদেরকে পরহেযগার লোকদের ইমাম (অভিভাবক) বানিয়ে দিন।[১৭]

১৯-২২- ﺭَﺏِّ ﻫَﺐْ ﻟِﻲْ ﺣُﻜْﻤﺎً ﻭَﺃَﻟْﺤِﻘْﻨِﻲ ﺑِﺎﻟﺼَّﺎﻟِﺤِﻴْﻦَ – ﻭَﺍﺟْﻌَﻞْ ﻟِﻲْ ﻟِﺴَﺎﻥَ ﺻِﺪْﻕٍ ﻓِﻲ ﺍﻵﺧِﺮِﻳﻦَ – ﻭَﺍﺟْﻌَﻠْﻨِﻲْ ﻣِﻦْ ﻭَﺭَﺛَﺔِ ﺟَﻨَّﺔِ ﺍﻟﻨَّﻌِﻴﻢِ – ﻭَﻻ ﺗُﺨْﺰِﻧِﻲْ ﻳَﻮْﻡَ ﻳُﺒْﻌَﺜُﻮْﻥَ

১৯। হে রব! আমাকে জ্ঞান-বুদ্ধি দান করুন এবং আমাকে নেককার লোকদের সান্নিধ্যে রাখুন। ২০। এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমার সুখ্যাতি চলমান রাখুন। ২১। আমাকে আপনি নিয়ামতে ভরা জান্নাতের বাসিন্দা বানিয়ে দিন। ২২। যেদিন সব মানুষ আবার জীবিত হয়ে উঠবে সেদিন আমাকে আপনি অপমানিত করবেন না।

২৩- ﺭَﺏِّ ﺃَﻭْﺯِﻋْﻨِﻲ ﺃَﻥْ ﺃَﺷْﻜُﺮَ ﻧِﻌْﻤَﺘَﻚَ ﺍﻟَّﺘِﻲ ﺃَﻧْﻌَﻤْﺖَ ﻋَﻠَﻲَّ ﻭَﻋَﻠَﻰ ﻭَﺍﻟِﺪَﻱَّ ﻭَﺃَﻥْ ﺃَﻋْﻤَﻞَ ﺻَﺎﻟِﺤﺎً ﺗَﺮْﺿَﺎﻩُ ﻭَﺃَﺩْﺧِﻠْﻨِﻲ ﺑِﺮَﺣْﻤَﺘِﻚَ ﻓِﻲ ﻋِﺒَﺎﺩِﻙَ ﺍﻟﺼَّﺎﻟِﺤِﻴﻦَ

২৩। হে প্রতিপালক! আপনি আমার ও আমার মাতা-পিতার প্রতি যে নিয়ামত দিয়েছেন এর শোকরগোজারী করার তাওফীক দিন এবং আমাকে এমন সব নেক আমল করার তাওফীক দিন যা আপনি পছন্দ করেন। আর আপনার দয়ায় আমাকে আপনার নেক বান্দাদের মধ্যে শামিল করে নিন।

২৪- ﺭَﺏِّ ﺍﻧْﺼُﺮْﻧِﻲ ﻋَﻠَﻰ ﺍﻟْﻘَﻮْﻡِ ﺍﻟْﻤُﻔْﺴِﺪِﻳﻦَ

২৪। হে রব! ফাসাদ সৃষ্টিকারীদের বিরুদ্ধে আপনি আমাকে সাহায্য করুন।

২৫- ﺭَﺏِّ ﻫَﺐْ ﻟِﻲ ﻣِﻦَ ﺍﻟﺼَّﺎﻟِﺤِﻴﻦَ

২৫। হে রব! আমাকে আপনি নেককার সন্তান দান করুন।

২৬- ﺭَﺏِّ ﺃَﻭْﺯِﻋْﻨِﻲ ﺃَﻥْ ﺃَﺷْﻜُﺮَ ﻧِﻌْﻤَﺘَﻚَ ﺍﻟَّﺘِﻲ ﺃَﻧْﻌَﻤْﺖَ ﻋَﻠَﻲَّ ﻭَﻋَﻠَﻰ ﻭَﺍﻟِﺪَﻱَّ ﻭَﺃَﻥْ ﺃَﻋْﻤَﻞَ ﺻَﺎﻟِﺤﺎً ﺗَﺮْﺿَﺎﻩُ ﻭَﺃَﺻْﻠِﺢْ ﻟِﻲ ﻓِﻲ ﺫُﺭِّﻳَّﺘِﻲ

২৬। হে রব! আপনি আমার ও আমার মাতা- পিতার প্রতি যে নিয়ামত দিয়েছেন এর কৃতজ্ঞতা প্রকাশ করার তাওফীক দান করুন এবং আমাকে এমন সব নেক আমল করার তাওফীক দিন যা আপনি পছন্দ করেন। আর আমার ছেলে-মেয়ে ও পরবর্তী বংশধরকেও নেককার বানিয়ে দিন।

২৭- ﺭَﺑَّﻨَﺎ ﺍﻏْﻔِﺮْ ﻟَﻨَﺎ ﻭَﻹِﺧْﻮَﺍﻧِﻨَﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺳَﺒَﻘُﻮﻧَﺎ ﺑِﺎﻹِﻳْﻤَﺎﻥِ ﻭَﻻ ﺗَﺠْﻌَﻞْ ﻓِﻲ ﻗُﻠُﻮﺑِﻨَﺎ ﻏِﻼًّ ﻟِﻠَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍ ﺭَﺑَّﻨَﺎ ﺇِﻧَّﻚَ ﺭَﺅُﻭﻑٌ ﺭَﺣِﻴْﻢٌ

২৭। হে আমাদের মালিক! আপনি আমাদের মাফ করে দিন। আমাদের আগে যেসব ভাইয়েরা ঈমান এনেছে, আপনি তাদেরও মাফ করে দিন। আর ঈমানদার লোকদের প্রতি আমাদের অন্তরে হিংসা-বিদ্বেষ সৃষ্টি করে দিবেন না। হে রব! আপনিতো বড়ই দয়ালু ও মমতাময়ী।[১৮]

২৮- ﺭَﺑَّﻨَﺎ ﺃَﺗْﻤِﻢْ ﻟَﻨَﺎ ﻧُﻮﺭَﻧَﺎ ﻭَﺍﻏْﻔِﺮْ ﻟَﻨَﺎ ﺇِﻧَّﻚَ ﻋَﻠٰﻰ ﻛُﻞِّ ﺷَﻲْﺀٍ ﻗَﺪِﻳﺮٌ

২৮। হে আমাদের রব! আমাদের জন্য আপনি আমাদের নূরকে পরিপূর্ণ করে দিন। আপনি আমাদেরকে ক্ষমা করুন। আপনি তো সবকিছুর উপর সর্বশক্তিমান।[১৯]

২৯- ﺭَﺏِّ ﺍﻏْﻔِﺮْ ﻟِﻲ ﻭَﻟِﻮَﺍﻟِﺪَﻱَّ ﻭَﻟِﻤَﻦْ ﺩَﺧَﻞَ ﺑَﻴْﺘِﻲَ ﻣُﺆْﻣِﻨﺎً ﻭَﻟِﻠْﻤُﺆْﻣِﻨِﻴﻦَ ﻭَﺍﻟْﻤُﺆْﻣِﻨَﺎﺕِ

২৯। হে আমার রব! আমাকে, আমার মাতা-পিতাকে, যারা মুমিন অবস্থায় আমার পরিবারের অন্তর্ভুক্ত রয়েছে তাদেরকে এবং সকল মুমিন পুরুষ- নারীকে আপনি ক্ষমা করে দিন।[২০]

৩০- ﺭَﺑَّﻨَﺎ ﺇِﻧَّﻨَﺎ ﺳَﻤِﻌْﻨَﺎ ﻣُﻨَﺎﺩِﻳﺎً ﻳُﻨَﺎﺩِﻱ ﻟِﻺِﻳْﻤَﺎﻥِ ﺃَﻥْ ﺁﻣِﻨُﻮﺍ ﺑِﺮَﺑِّﻜُﻢْ ﻓَﺂﻣَﻨَّﺎ ﺭَﺑَّﻨَﺎ ﻓَﺎﻏْﻔِﺮْ ﻟَﻨَﺎ ﺫُﻧُﻮﺑَﻨَﺎ ﻭَﻛَﻔِّﺮْ ﻋَﻨَّﺎ ﺳَﻴِّﺌَﺎﺗِﻨَﺎ ﻭَﺗَﻮَﻓَّﻨَﺎ ﻣَﻊَ ﺍﻷَﺑْﺮَﺍﺭِ

৩০। হে আমার রব! নিশ্চয়ই আমরা এক আহ্বানকারীকে আহ্বান করতে শুনেছিলাম যে, তোমরা স্বীয় প্রতিপালকের প্রতি বিশ্বাস স্থাপন কর, তাতেই আমরা বিশ্বাস স্থাপন করেছি, হে আমাদের প্রতিপালক! অতএব আমাদের অপরাধসমূহ ক্ষমা করুন ও আমাদের পাপরাশি মোচন করুন এবং পুণ্যবানদের সাথে আমাদেরকে মৃত্যু দান করুন।[২১]

৩১। رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ العَلِيمُ

৩১। পরওয়ারদেগার! আমাদের থেকে কবুল করুন। নিশ্চয়ই আপনি শ্রবণকারী, সর্বজ্ঞ। ২:১২৮

৩২। رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَا أُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَآ إِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ

৩২। পরওয়ারদেগার! আমাদের উভয়কে আপনার আজ্ঞাবহ করুন এবং আমাদের বংশধর থেকেও একটি অনুগত দল সৃষ্টি করুন, আমাদের হজ্বের রীতিনীতি বলে দিন এবং আমাদের ক্ষমা করুন। নিশ্চয় আপনি তওবা কবুলকারী, দয়ালু। ২:২০১

৩৩। رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْراً وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى القَوْمِ الكَافِرِينَ

৩৩। হে আমাদের পরওয়ারদেগার, আমাদের জন্য ধৈর্য্যের দ্বার খুলে দিন এবং আমাদেরকে মুসলমান হিসাবে মৃত্যু দান করুন। ৭:১২৬

৩৪। رَبَّنَا إِنَّكَ جَامِعُ النَّاسِ لِيَوْمٍ لاَّ رَيْبَ فِيهِ إِنَّ اللّهَ لاَ يُخْلِفُ الْمِيعَادَ

৩৪। হে আমাদের পালনকর্তা! আপনি মানুষকে একদিন অবশ্যই একত্রিত করবেন, এতে কোনই সন্দেহ নেই। নিশ্চয় আল্লাহ তাঁর ওয়াদার অন্যথা করেন না। ৩:০৯

৩৫। رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ

৩৫। হে আমাদের পালনকর্তা! আমরা বিশ্বাস স্থাপন করেছি, আমাদের অপরাধ ক্ষমা করে দিন এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন।

৩৬। رَبَّنَا مَا خَلَقْتَ هَذا بَاطِلاً سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ

৩৬। হে আমাদের প্রভূ! এসবের কোনো কিছুই আপনি বেহুদা সৃষ্টি করেননি। পবিত্রতা আপনার। জাহান্নামের শাস্তি থেকে আমাদের রক্ষা করুন।

৩৭। رَبَّنَا إِنَّكَ مَن تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ

৩৭। হে আমাদের প্রভূ! আপনি যাকে অগ্নিতে নিক্ষেপ করবেন সে নিশ্চয়ই এর মর্মন্তুদ শাস্তি সম্যক ভোগ করবে। আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না।

৩৮। رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ

৩৮। হে আমাদের প্রভূ! আমরা বিশ্বাস স্থাপন করেছি। অতএব আমাদেরকে সত্যের সাক্ষ্যদাতাদের অন্তর্ভূক্ত করুন।

৩৯। رَبَّنَا أَنزِلْ عَلَيْنَا مَآئِدَةً مِّنَ السَّمَاء تَكُونُ لَنَا عِيداً لِّأَوَّلِنَا وَآخِرِنَا وَآيَةً مِّنكَ وَارْزُقْنَا وَأَنتَ خَيْرُ الرَّازِقِينَ

৩৯। হে আমাদের পালনকর্তা! আমাদের প্রতি আকাশ থেকে খাদ্যভর্তি খাঞ্চা অবতরণ করুন। তা আমাদের জন্যে অর্থাৎ, আমাদের প্রথম ও পরবর্তী সবার জন্যে আনন্দোৎসব হবে এবং আপনার পক্ষ থেকে একটি নিদর্শন হবে। আপনি আমাদের রুযী দিন। আপনিই শ্রেষ্ট রুযীদাতা।

৪০। رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَأَنتَ خَيْرُ الْفَاتِحِينَ

৪০। হে আমাদের প্রতিপালক, আমাদের ও আমাদের সম্প্রদায়ের মধ্যে ফয়সালা করে দিন সত্যের ভিত্তিতে। আপনিই শ্রেষ্টতম ফয়সালাকারী।

৪১। رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ

৪১। হে আমাদের পরওয়ারদেগার, আমাদের জন্য ধৈর্য্যের দ্বার খুলে দিন এবং আমাদেরকে মুসলমান হিসাবে মৃত্যু দান করুন।

৪২। رَبَّنَا لاَ تَجْعَلْنَا فِتْنَةً لِّلْقَوْمِ الظَّالِمِينَ ; وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكَافِرِينَ

৪২। হে আমাদের পালনকর্তা, আমাদের উপর এ জালেম কওমের শক্তি পরীক্ষা করবেন না। আর আমাদেরকে অনুগ্রহ করে ছাড়িয়ে দিন এই কাফেরদের কবল থেকে।

৪৩। رَبَّنَا إِنَّكَ تَعْلَمُ مَا نُخْفِي وَمَا نُعْلِنُ وَمَا يَخْفَى عَلَى اللّهِ مِن شَيْءٍ فَي الأَرْضِ وَلاَ فِي السَّمَاء

৪৩। হে আমাদের পালনকর্তা, আপনি তো জানেন আমরা যা কিছু গোপনে করি এবং যা কিছু প্রকাশ্য করি। আল্লাহর কাছে পৃথিবীতে ও আকাশে কোন কিছুই গোপন নয়।

৪৪। رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاء

৪৪। হে আমাদের পালনকর্তা, এবং কবুল করুন আমাদের দোয়া।

৪৫। رَبَّنَا إِنَّنَا نَخَافُ أَن يَفْرُطَ عَلَيْنَا أَوْ أَن يَطْغَى

৪৫। হে আমাদের পালনকর্তা, আমরা আশঙ্কা করি যে, সে আমাদের প্রতি জুলুম করবে কিংবা উত্তেজিত হয়ে উঠবে।

৪৬। رَبَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنتَ خَيْرُ الرَّاحِمِينَ

৪৬। হে আমাদের পালনকর্তা! আমরা বিশ্বাস স্থাপন করেছি। অতএব আপনি আমাদেরকে ক্ষমা করুন ও আমাদের প্রতি রহম করুন। আপনি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু।

৪৭। رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَيْءٍ رَّحْمَةً وَعِلْمًا فَاغْفِرْ لِلَّذِينَ تَابُوا وَاتَّبَعُوا سَبِيلَكَ وَقِهِمْ عَذَابَ الْجَحِيمِ

৪৭। হে আমাদের পালনকর্তা, আপনার রহমত ও জ্ঞান সবকিছুতে পরিব্যাপ্ত। অতএব, যারা তওবা করে এবং আপনার পথে চলে, তাদেরকে ক্ষমা করুন এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন।

৪৮। رَبَّنَا وَأَدْخِلْهُمْ جَنَّاتِ عَدْنٍ الَّتِي وَعَدتَّهُم وَمَن صَلَحَ مِنْ آبَائِهِمْ وَأَزْوَاجِهِمْ وَذُرِّيَّاتِهِمْ إِنَّكَ أَنتَ الْعَزِيزُ الْحَكِيمُ وَقِهِمُ السَّيِّئَاتِ وَمَن تَقِ السَّيِّئَاتِ يَوْمَئِذٍ فَقَدْ رَحِمْتَهُ وَذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ

৪৮। হে আমাদের পালনকর্তা, আর তাদেরকে দাখিল করুন চিরকাল বসবাসের জান্নাতে, যার ওয়াদা আপনি তাদেরকে দিয়েছেন এবং তাদের বাপ-দাদা, পতি-পত্নী ও সন্তানদের মধ্যে যারা সৎকর্ম করে তাদেরকে। নিশ্চয় আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

৪৯। رَّبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيرُ

৪৯। হে আমাদের পালনকর্তা! আমরা আপনারই উপর ভরসা করেছি, আপনারই দিকে মুখ করেছি এবং আপনারই নিকট আমাদের প্রত্যাবর্তন।

৫০। رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلَّذِينَ كَفَرُوا وَاغْفِرْ لَنَا رَبَّنَا إِنَّكَ أَنتَ الْعَزِيزُ الْحَكِيمُ

৫০। হে আমাদের পালনকর্তা! আপনি আমাদেরকে কাফেরদের জন্য পরীক্ষার পাত্র করবেন না। হে আমাদের পালনকর্তা! আমাদের ক্ষমা করুন। নিশ্চয় আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।


--------------------------------------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------------------------------------


• হাদীসের নির্বাচিত দুআ: মন খুলে, হৃদয় উজাড় করে আল্লাহ তা’আলার নিকট দুআ করুন।

৫১- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﻓِﺘْﻨَﺔِ ﺍﻟﻨَّﺎﺭِ ﻭَﻋَﺬَﺍﺏِ ﺍﻟﻨَّﺎﺭِ ﻭَﻓِﺘْﻨَﺔِ ﺍﻟْﻘَﺒْﺮِ ﻭَﻋَﺬَﺍﺏِ ﺍﻟْﻘَﺒْﺮِ ﻭَﺷَﺮِّ ﻓِﺘْﻨَﺔِ ﺍﻟْﻐِﻨَﻰ ﻭَﺷَﺮِّ ﻓِﺘْﻨَﺔِ ﺍﻟْﻔَﻘْﺮِ – ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﺷَﺮِّ ﻓِﺘْﻨَﺔِ ﺍﻟْﻤَﺴِﻴﺢِ ﺍﻟﺪَّﺟَّﺎﻝِ – ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺍﻏْﺴِﻞْ ﻗَﻠْﺒِﻲ ﺑِﻤَﺎﺀِ ﺍﻟﺜَّﻠْﺞِ ﻭَﺍﻟْﺒَﺮَﺩِ ﻭَﻧَﻖِّ ﻗَﻠْﺒِﻲ ﻣِﻦَ ﺍﻟْﺨَﻄَﺎﻳَﺎ ﻛَﻤَﺎ ﻧَﻘَّﻴْﺖَ ﺍﻟﺜَّﻮْﺏَ ﺍﻟْﺄَﺑْﻴَﺾَ ﻣِﻦْ ﺍﻟﺪَّﻧَﺲِ ﻭَﺑَﺎﻋِﺪْ ﺑَﻴْﻨِﻲ ﻭَﺑَﻴْﻦَ ﺧَﻄَﺎﻳَﺎﻱَ ﻛَﻤَﺎ ﺑَﺎﻋَﺪْﺕَ ﺑَﻴْﻦَ ﺍﻟْﻤَﺸْﺮِﻕِ ﻭَﺍﻟْﻤَﻐْﺮِﺏِ – ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦَ ﺍﻟْﻜَﺴَﻞِ ﻭَﺍﻟْﻤَﺄْﺛَﻢِ ﻭَﺍﻟْﻤَﻐْﺮَﻡِ

৫১। হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি, জাহান্নামের ফিতনা ও জাহান্নামের শাস্তি থেকে। কবরের ফিতনা ও কবরের ‘আযাব থেকে। আশ্রয় চাচ্ছি, সম্পদের ফিতনা ও দারিদ্রের ফিতনার ক্ষতি থেকে। হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি মাসীহিদ দাজ্জালের অনিষ্ট থেকে। হে আল্লাহ! আমার অন্তরকে বরফ ও ঠাণ্ডা পানি দিয়ে ধৌত করে দিন। আমার অন্তরকে গুনাহ থেকে পরিষ্কার করে দিন। যেমন সাদা কাপড়কে ময়লা থেকে আপনি পরিষ্কার করে থাকেন। হে আল্লাহ! থেকে পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত আপনি যে বিশাল দূরত্ব সৃষ্টি করেছেন আমার আমলনামা থেকে আমার গুনাহগুলো ততটুকু দূরে সরিয়ে দিন। হে আল্লাহ! আমার অলসতা, গুনাহ ও ঋণ থেকে আমি আপনার নিকট আশ্রয় চাই। [২২]

৫২- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﺍﻟْﻌَﺠْﺰِ ﻭَﺍﻟْﻜَﺴَﻞِ ﻭَﺍﻟْﺠُﺒْﻦِ ﻭَﺍﻟْﻬَﺮَﻡِ ﻭَﺍﻟْﺒُﺨْﻞِ ﻭَﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﻋَﺬَﺍﺏِ ﺍﻟْﻘَﺒْﺮِ ﻭَﻣِﻦْ ﻓِﺘْﻨَﺔِ ﺍﻟْﻤَﺤْﻴَﺎ ﻭَﺍﻟْﻤَﻤَﺎﻡِ

৫২। হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় চাই অক্ষমতা, অলসতা, কাপুরুষতা, বার্ধক্য, কৃপণতা থেকে। আশ্রয় চাই আপনার নিকট কবরের আযাব ও জীবন মরনের ফিতনা থেকে।[২৩]

৫৩- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﺟَﻬْﺪِ ﺍﻟْﺒَﻼَﺀِ ﻭَﺩَﺭَﻙِ ﺍﻟﺸَّﻘَﺎﺀِ ﻭَﺳُﻮﺀِ ﺍﻟْﻘَﻀَﺎﺀِ ﻭَﺷَﻤَﺎﺗَﺔِ ﺍﻷَﻋْﺪَﺍﺀِ

৫৩। হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় চাই, কঠিন বালা-মুসিবত, দুর্ভাগ্য ও শত্রুদের বিদ্বেষ থেকে।[২৪]

৫৪- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺃَﺻْﻠِﺢْ ﻟِﻲ ﺩِﻳﻨِﻲ ﺍﻟَّﺬِﻱ ﻫُﻮَ ﻋِﺼْﻤَﺔُ ﺃَﻣْﺮِﻱ – ﻭَﺃَﺻْﻠِﺢْ ﻟِﻲ ﺩُﻧْﻴَﺎﻱَ ﺍﻟَّﺘِﻲ ﻓِﻴﻬَﺎ ﻣَﻌَﺎﺷِﻲ – ﻭَﺃَﺻْﻠِﺢْ ﻟِﻲ ﺁﺧِﺮَﺗِﻲ ﺍﻟَّﺘِﻲ ﻓِﻴﻬَﺎ ﻣَﻌَﺎﺩِﻱ – ﻭَﺍﺟْﻌَﻞِ ﺍﻟْﺤَﻴَﺎﺓَ ﺯِﻳَﺎﺩَﺓً ﻟِﻲ ﻓِﻲ ﻛُﻞِّ ﺧَﻴْﺮٍ – ﻭَﺍﺟْﻌَﻞِ ﺍﻟْﻤَﻮْﺕَ ﺭَﺍﺣَﺔً ﻟِﻲ ﻣِﻦْ ﻛُﻞِّ ﺷَﺮٍّ

৫৪। হে আল্লাহ! আমার দ্বীনকে আমার জন্য সঠিক করে দিন যা কর্মের বন্ধন। দুনিয়াকেও আমার জন্য সঠিক করে দিন যেখানে রয়েছে আমার জীবন যাপন। আমার জন্য আমার পরকালকে পরিশুদ্ধ করে দিন, যা হচ্ছে আমার অনন্তকালের গন্তব্যস্থল। প্রতিটি ভাল কাজে আমার জীবনকে বেশী বেশী কাজে লাগান এবং সকল অমঙ্গল ও কষ্ট থেকে আমার মৃত্যুকে আরামদায়ক করে দিন।[২৫]

৫৫- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﺳْﺄَﻟُﻚَ ﺍﻟْﻬُﺪ্ﻯ ﻭَﺍﻟﺘُّﻘٰﻰ ﻭَﺍﻟْﻌَﻔَﺎﻑَ ﻭَﺍﻟْﻐِﻨٰﻰ

৫৫। হে আল্লাহ! আমি আপনার নিকট হেদায়েত, তাকওয়া ও পবিত্র জীবন চাই। আরো চাই যেন কারো দ্বারস্থ না হই।[২৬]

৫৬- ﺍَﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﺍﻟْﻌَﺠْﺰِ ﻭَﺍﻟْﻜَﺴَﻞِ ﻭَﺍﻟْﺠُﺒْﻦِ ﻭَﺍﻟْﺒُﺨْﻞِ ﻭَﺍﻟْﻬَﺮَﻡِ ﻭَﻋَﺬَﺍﺏِ ﺍﻟْﻘَﺒْﺮِ- ﺍَﻟﻠَّﻬُﻢَّ ﺁﺕِ ﻧَﻔْﺴِﻲ ﺗَﻘْﻮَﺍﻫَﺎ ﻭَﺯَﻛِّﻬَﺎ ﺃَﻧْﺖَ ﺧَﻴْﺮُ ﻣَﻦْ ﺯَﻛَّﺎﻫَﺎ ﺃَﻧْﺖَ ﻭَﻟِﻴُّﻬَﺎ ﻭَﻣَﻮْﻻَﻫَﺎ – ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﻋِﻠْﻢٍ ﻻَ ﻳَﻨْﻔَﻊُ ﻭَﻣِﻦْ ﻗَﻠْﺐٍ ﻻَ ﻳَﺨْﺸَﻊُ ﻭَﻣِﻦْ ﻧَﻔْﺲٍ ﻻَ ﺗَﺸْﺒَﻊُ ﻭَﻣِﻦْ ﺩَﻋْﻮَﺓٍ ﻻَ ﻳُﺴْﺘَﺠَﺎﺏُ ﻟَﻬَﺎ

৫৬। হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি, অক্ষমতা, অলসতা, কাপুরুষতা, কৃপণতা, বার্ধক্য ও কবরের ‘আযাব থেকে। হে আল্লাহ! আপনি আমার মনে তাকওয়ার অনুভূতি জাগ্রত করে দিন, আমার মনকে পবিত্র করুন, আপনিই তো আত্মার পবিত্রতাদানকারী। আপনিই তো হৃদয়ের মালিক, অভিভাবক ও বন্ধু। হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় চাই এমন ‘ইলম থেকে যে ‘ইলম কোন উপকার দেয় না, এমন হৃদয় থেকে যে হৃদয় বিনম্র হয় না, এমন আত্মা থেকে যে আত্মা পরিতৃপ্ত হয় না এবং এমন দুআ থেকে আপনার নিকট আশ্রয় চাই যে দুআ কবূল হয় না। [২৭]

৫৭- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺍﻫْﺪِﻧِﻲْ ﻭَﺳَﺪِّﺩْﻧِﻲ – ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﺳْﺄَﻟُﻚَ ﺍﻟْﻬُﺪ্ﻯ ﻭَﺍﻟﺴَّﺪَﺍﺩَ

৫৭। হে আল্লাহ! আমাকে হেদায়াত দান করুন, আমাকে সঠিক পথে পরিচালিত করুন। হে আল্লাহ! আপনার নিকট হেদায়েত ও সঠিক পথ কামনা করছি।[২৮]

৫৮- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﺯَﻭَﺍﻝِ ﻧِﻌْﻤَﺘِﻚَ ﻭَﺗَﺤَﻮُّﻝِ ﻋَﺎﻓِﻴَﺘِﻚَ ﻭَﻓُﺠَﺎﺀَﺓِ ﻧِﻘْﻤَﺘِﻚَ ﻭَﺟَﻤِﻴﻊِ ﺳَﺨَﻄِﻚَ

৫৮। হে আল্লাহ! আপনার দেয়া নেয়ামাত চলে যাওয়া ও অসুস্থতার পরিবর্তন হওয়া থেকে আশ্রয় চাই, আশ্রয় চাই আপনার পক্ষ থেকে আকষ্মিক গজব আসা ও আপনার সকল অসন্তোষ থেকে।[২৯]

৫৯- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﺷَﺮِّ ﻣَﺎ ﻋَﻤِﻠْﺖُ ﻭَﻣِﻦْ ﺷَﺮِّ ﻣَﺎ ﻟَﻢْ ﺃَﻋْﻤَﻞْ

৫৯। হে আল্লাহ! আমি আমার অতীতের কৃতকর্মের অনিষ্টতা থেকে আপনার কাছে আশ্রয় চাই এবং যে কাজ আমি করিনি তার অনিষ্টতা থেকেও আশ্রয় চাই।।[৩০]

৬০- ﺍَﻟﻠَّﻬُﻢَّ ﺇِِﻧِّﻲْ ﺃِﻋُﻮْﺫُﺑِﻚَ ﺃِﻥْ ﺃُﺷْﺮِﻙَ ﺑِﻚَ ﻭَﺃَﻧَﺎ ﺃِﻋْﻠَﻢُ ﻭَﺃَﺳْﺘَﻐْﻔِﺮُﻙَ ﻟِﻤَﺎ ﻻَ ﺃَﻋْﻠَﻢُ

৬০। হে আল্লাহ! আমার জানা অবস্থায় আপনার সাথে শিরক করা থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। আর যদি অজান্তে শিরক হয়ে থাকে তবে ক্ষমা প্রার্থনা করছি। [৩১]

৬১- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺭَﺣْﻤَﺘَﻚَ ﺃَﺭْﺟُﻮ – ﻓَﻼَ ﺗَﻜِﻠْﻨِﻲْ ﺇِﻟٰﻰ ﻧَﻔْﺴِﻲْ ﻃَﺮْﻓَﺔَ ﻋَﻴْﻦٍ – ﻭَﺃَﺻْﻠِﺢْ ﻟِﻲْ ﺷَﺄْﻧِﻲْ ﻛُﻠَّﻪ – ﻻَ ﺇِﻟٰﻪَ ﺇِﻻَّ ﺃَﻧْﺖَ

৬১। হে আল্লাহ! আপনার রহমত প্রত্যাশা করছি। সুতরাং আপনি আমার নিজের উপর তাৎক্ষণিকভাবে কোন দায়িত্ব অর্পণ করে দিবেন না। আর আমার সব কিছু আপনি সহীহ শুদ্ধ করে দিন। আপনি ছাড়া আর কোন মা’বুদ নেই।[৩২]

৬২- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺍﺟْﻌَﻞِ ﺍﻟْﻘُﺮْﺁﻥَ ﺭَﺑِﻴﻊَ ﻗَﻠْﺒِﻲ ﻭَﻧُﻮﺭَ ﺻَﺪْﺭِﻱْ ﻭَﺟِﻼَﺀَ ﺣُﺰْﻧِﻲْ ﻭَﺫَﻫَﺎﺏَ ﻫَﻤِّﻲْ

৬২। হে আল্লাহ! কুরআনকে আপনি আমার হৃদয়ের বসন্তকাল বানিয়ে দিন, বানিয়ে দিন আমার বুকের নূর এবং কুরআনকে আমার দুঃখ ও দুঃশ্চিন্তা দূর করার মাধ্যম বানিয়ে দিন।[৩৩]

৬৩- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﻣُﺼَﺮِّﻑَ ﺍﻟْﻘُﻠُﻮﺏِ ﺻَﺮِّﻑْ ﻗُﻠُﻮﺑَﻨَﺎ ﻋَﻠٰﻰ ﻃَﺎﻋَﺘِﻚَ

৬৩। হে অন্তরের পরিবর্তন সাধনকারী রব! আমাদের অন্তরকে আপনার অনুগত্যের দিকে পরিবর্তন করে দিন।[৩৪]

৬৪- ﻳَﺎ ﻣُﻘَﻠِّﺐَ ﺍﻟْﻘُﻠُﻮﺏِ ﺛَﺒِّﺖْ ﻗَﻠْﺒِﻲ ﻋَﻠَﻰ ﺩِﻳﻨِﻚَ

৬৪। হে অন্তরের পরিবর্তনকারী! আমার অন্তরকে আপনি আপনার দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখুন।[৩৫]

৬৫- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﺳْﺄَﻟُﻚَ ﺍﻟْﻌَﺎﻓِﻴَﺔَ ﻓِﻲ ﺍﻟﺪُّﻧْﻴَﺎ ﻭَﺍﻵﺧِﺮَﺓِ

৬৫। হে আল্লাহ! আপনার কাছে আমি দুনিয়া ও আখেরাতের নিরাপত্তা ও সুস্থতা কামনা করছি। [৩৬]

৬৬- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺃَﺣْﺴِﻦْ ﻋَﺎﻗِﺒَﺘَﻨَﺎ ﻓِﻲ ﺍﻷُﻣُﻮﺭِ ﻛُﻠِّﻬَﺎ ﻭَﺃَﺟِﺮْﻧَﺎ ﻣِﻦْ ﺧِﺰْﻱِ ﺍﻟﺪُّﻧْﻴَﺎ ﻭَﻋَﺬَﺍﺏِ ﺍﻵﺧِﺮَﺓِ

৬৬। হে আল্লাহ! আপনি আমাদের সকল কাজের পরিণতি সুন্দর ও উত্তম করে দিন এবং আমাদেরকে দুনিয়ার জীবনে লাঞ্ছনা, অপমান এবং আখেরাতের শাস্তি থেকে বাঁচিয়ে দিন।[৩৭]

৬৭- ﺭَﺏِّ ﺃَﻋِﻨِّﻲ ﻭَﻻَ ﺗُﻌِﻦْ ﻋَﻠَﻲَّ – ﻭَﺍﻧْﺼُﺮْﻧِﻲ ﻭَﻻَ ﺗَﻨْﺼُﺮْ ﻋَﻠَﻲَّ – ﻭَﺍﻣْﻜُﺮْ ﻟِﻲ ﻭَﻻَ ﺗَﻤْﻜُﺮْ ﻋَﻠَﻲَّ ﻭَﺍﻫْﺪِﻧِﻲ ﻭَﻳَﺴِّﺮْ ﻫُﺪَﺍﻱَ ﺇِﻟَﻲَّ – ﻭَﺍﻧْﺼُﺮْﻧِﻲ ﻋَﻠَﻰ ﻣَﻦْ ﺑَﻐَﻰ ﻋَﻠَﻲَّ – ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺍﺟْﻌَﻠْﻨِﻲ ﻟَﻚَ ﺷَﺎﻛِﺮًﺍ ﻟَﻚَ ﺫَﺍﻛِﺮًﺍ ﻟَﻚَ ﺭَﺍﻫِﺒًﺎ ﻟَﻚَ ﻣِﻄْﻮَﺍﻋًﺎ ﺇِﻟَﻴْﻚَ ﻣُﺨْﺒِﺘًﺎ ﺃَﻭْ ﻣُﻨِﻴﺒًﺎ – ﺭَﺏِّ ﺗَﻘَﺒَّﻞْ ﺗَﻮْﺑَﺘِﻲ – ﻭَﺍﻏْﺴِﻞْ ﺣَﻮْﺑَﺘِﻲ – ﻭَﺃَﺟِﺐْ ﺩَﻋْﻮَﺗِﻲ – ﻭَﺛَﺒِّﺖْ ﺣُﺠَّﺘِﻲ – ﻭَﺍﻫْﺪِ ﻗَﻠْﺒِﻲ – ﻭَﺳَﺪِّﺩْ ﻟِﺴَﺎﻧِﻲ – ﻭَﺍﺳْﻠُﻞْ ﺳَﺨِﻴﻤَﺔَ ﻗَﻠْﺒِﻲ

৬৭। হে আমার রব! আপনি আমাকে সাহায্য করুন, আমার বিরুদ্ধে কাউকে সাহায্য করবেন না। আমাকে সহায়তা করুন, আমার বিপক্ষে কাউকে সহায়তা করবেন না। আমাকে কৌশল শিখিয়ে দিন, আমার বিপক্ষে কাউকে চক্রান্ত করতে দিবেন না। আমাকে হেদায়েত দিন, হেদায়েতের পথ আমার জন্য সহজ করে দিন। আমার বিরুদ্ধে যে বিদ্রোহ করে, তার বিপক্ষে আমাকে সাহায্য করুন। আমাকে আপনার অধিক শুকরগুজার, যিকরকারী বান্দা বানিয়ে দিন। তাওফিক দিন যাতে আপনাকে অধিক ভয় করি। আপনার আনুগত্য করি। তাওফিক দিন যাতে আমি আপনার প্রতি বিনয়ী হই, তাওবাকারী প্রত্যাবর্তনশীল বান্দা হই। হে আমার রব! আপনি আমার তাওবা কবূল করুন। আমার অপরাধটুকু ধুয়ে ফেলুন। আমার দু’আ কবূল করুন। আমার যুক্তিগুলো অকাট্য করে দিন। আর অন্তরকে হেদায়েতের পথে পরিচালিত করুন, আমার ভাষাকে সঠিক করে দিন এবং আমার কলব থেকে হিংসা-বিদ্বেষ দূর করে দিন।[৩৮]

৬৮- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲْ ﺃَﺳْﺄَﻟُﻚَ ﻣِﻦْ ﺧَﻴْﺮِ ﻣَﺎ ﺳَﺄَﻟَﻚَ ﻣِﻨْﻪُ ﻧَﺒِﻴُّﻚَ ﻣُﺤَﻤَّﺪٌ -ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ- ﻭَﻧَﻌُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﺷَﺮِّ ﻣَﺎ ﺍﺳْﺘَﻌَﺎﺫَ ﻣِﻨْﻪُ ﻧَﺒِﻴُّﻚَ ﻣُﺤَﻤَّﺪٌ -ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ – ﻭَﺃَﻧْﺖَ ﺍﻟْﻤُﺴْﺘَﻌَﺎﻥُ ﻭَﻋَﻠَﻴْﻚَ ﺍﻟْﺒَﻼَﻍُ ﻭَﻻَ ﺣَﻮْﻝَ ﻭَﻻَ ﻗُﻮَّﺓَ ﺇِﻻَّ ﺑِﺎﻟﻠﻪِ

৬৮। হে আল্লাহ! আপনার নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে যেসব কল্যাণকর জিনিস চেয়েছিলেন সেগুলো আমাকেও আপনি দিন। আর আপনার নিকট ঐ অমঙ্গল-অনিষ্ট থেকে আশ্রয় চাই, যে অমঙ্গল থেকে আপনার নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় চেয়েছিলেন। সাহায্য তো শুধু আপনার কাছে চাইতে হয় এবং সবকিছু পৌঁছিয়ে দেয়ার দায়িত্বও আপনার। আপনি আল্লাহর সাহায্য ছাড়া কোন নেক কাজ করা কিংবা গুনাহ করার কোন শক্তি নেই।[৩৯]

৬৯- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲْ ﺃَﻋُﻮْﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﺷَﺮِّ ﺳَﻤْﻌِﻲْ ﻭَﻣِﻦْ ﺷَﺮِّ ﺑَﺼَﺮِﻱْ ﻭَﻣِﻦْ ﺷَﺮِّ ﻟِﺴَﺎﻧِﻲْ ﻭَﻣِﻦْ ﺷَﺮِّ ﻗَﻠْﺒِﻲْ ﻭَﻣِﻦْ ﺷَﺮِّ ﻣَﻨِﻴِّﻲْ

৬৯। হে আল্লাহ! আমার শ্রবণ ও দৃষ্টি শক্তি আমার জিহ্বা ও অন্তর এবং আমার ভাগ্য এসব অঙ্গের অনিষ্টতা থেকে আপনার নিকট আশ্রয় চাই।[৪০]

৭০- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﺍﻟْﺒَﺮَﺹِ ﻭَﺍﻟْﺠُﻨُﻮﻥِ ﻭَﺍﻟْﺠُﺬَﺍﻡِ ﻭَﻣِﻦْ ﺳَﻴِّﺊْ ﺍﻷَﺳْﻘَﺎﻡِ

৭০। হে আল্লাহ! আমি আপনার নিকট শ্বেতরোগ পাগলামি ও কুষ্ঠ রোগসহ সকল জটিল রোগ থেকে আশ্রয় চাই।[৪১]

৭১- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﻣُﻨْﻜَﺮَﺍﺕِ ﺍﻷَﺧْﻼَﻕِ ﻭَﺍﻷَﻋْﻤَﺎﻝِ ﻭَﺍﻷَﻫْﻮَﺍﺀِ

৭১। হে আল্লাহ! আপনার নিকট আমি অসৎ চরিত্র, অপকর্ম এবং কুপ্রবৃত্তি থেকে আশ্রয় চাই।[৪২]

৭২- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧَّﻚَ ﻋُﻔُﻮٌّ ﻛَﺮِﻳﻢٌ ﺗُﺤِﺐُّ ﺍﻟْﻌَﻔْﻮَ ﻓَﺎﻋْﻒُ ﻋَﻨِّﻲْ

৭২। হে আল্লাহ! আপনিতো ক্ষমার ভাণ্ডার, ক্ষমা করাকে আপনি পছন্দ করেন। কাজেই আমাকে আপনি ক্ষমা করে দিন। [৪৩]

৭৩- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﺳْﺄَﻟُﻚَ ﻓِﻌْﻞَ ﺍﻟْﺨَﻴْﺮَﺍﺕِ ﻭَﺗَﺮْﻙَ ﺍﻟْﻤُﻨْﻜَﺮَﺍﺕِ ﻭَﺣُﺐَّ ﺍﻟْﻤَﺴَﺎﻛِﻴﻦِ – ﻭَﺃَﻥْ ﺗَﻐْﻔِﺮَ ﻟِﻲ ﻭَﺗَﺮْﺣَﻤَﻨِﻲ – ﻭَﺇِﺫَﺍ ﺃَﺭَﺩْﺕَ ﻓِﺘْﻨَﺔً ﻓِﻲ ﻗَﻮْﻡٍ ﻓَﺘَﻮَﻓَّﻨِﻲ ﻏَﻴْﺮَ ﻣَﻔْﺘُﻮﻥٍ – ﻭَﺃَﺳْﺄَﻟُﻚَ ﺣُﺒَّﻚَ ﻭَﺣُﺐَّ ﻣَﻦْ ﻳُﺤِﺒُّﻚَ – ﻭَﺣُﺐَّ ﻋَﻤَﻞٍ ﻳُﻘَﺮِّﺑُﻨِﻲ ﺇِﻟَﻰ ﺣُﺒِّﻚَ

৭৩। হে আল্লাহ! আপনি আমাকে নেক কাজ করা, অসৎ কাজ পরিত্যাগ এবং মিসকীনদের ভালবাসার গুণাবলী দান করুন। আরো প্রর্থানা করিছ যে, আপনি আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন। আর যখন আপনি কোন জাতিকে কোন প্রকার ফিতনায় ফেলার ইচ্ছা করেন তখন আমাকে ফিতনামুক্ত মৃত্যু দান করুন। আপনার ভালবাসা আমি চাই, যারা আপনাকে ভালবাসে তাদের ভালবাসাও চাই এবং এমন আমলের ভালবাসা আমি চাই, যে আমল আমাকে আপনার ভালবাসার নিকট পৌঁছে দেবে।[৪৪]

৭৪- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﺳْﺄَﻟُﻚَ ﻣِﻦْ ﺍﻟْﺨَﻴْﺮِ ﻛُﻠِّﻪِ ﻋَﺎﺟِﻠِﻪِ ﻭَﺁﺟِﻠِﻪِ ﻣَﺎ ﻋَﻠِﻤْﺖُ ﻣِﻨْﻪُ ﻭَﻣَﺎ ﻟَﻢْ ﺃَﻋْﻠَﻢْ – ﻭَﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﺍﻟﺸَّﺮِّ ﻛُﻠِّﻪِ ﻋَﺎﺟِﻠِﻪِ ﻭَﺁﺟِﻠِﻪِ ﻣَﺎ ﻋَﻠِﻤْﺖُ ﻣِﻨْﻪُ ﻭَﻣَﺎ ﻟَﻢْ ﺃَﻋْﻠَﻢْ – ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﺳْﺄَﻟُﻚَ ﻣِﻦْ ﺧَﻴْﺮِ ﻣَﺎ ﺳَﺄَﻟَﻚَ ﻋَﺒْﺪُﻙَ ﻭَﻧَﺒِﻴُّﻚَ ﻭَﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﺷَﺮِّ ﻣَﺎ ﻋَﺎﺫَ ﺑِﻪِ ﻋَﺒْﺪُﻙَ ﻭَﻧَﺒِﻴُّﻚَ – ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﺳْﺄَﻟُﻚَ ﺍﻟْﺠَﻨَّﺔَ ﻭَﻣَﺎ ﻗَﺮَّﺏَ ﺇِﻟَﻴْﻬَﺎ ﻣِﻦْ ﻗَﻮْﻝٍ ﺃَﻭْ ﻋَﻤَﻞٍ – ﻭَﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﺍﻟﻨَّﺎﺭِ ﻭَﻣَﺎ ﻗَﺮَّﺏَ ﺇِﻟَﻴْﻬَﺎ ﻣِﻦْ ﻗَﻮْﻝٍ ﺃَﻭْ ﻋَﻤَﻞٍ – ﻭَﺃَﺳْﺄَﻟُﻚَ ﺃَﻥْ ﺗَﺠْﻌَﻞَ ﻛُﻞَّ ﻗَﻀَﺎﺀٍ ﻗَﻀَﻴْﺘَﻪُ ﻟِﻲ ﺧَﻴْﺮًﺍ

৭৪। হে আল্লাহ! দুনিয়া ও আখিরাতের আমার জানা অজানা যত কল্যাণ ও নেয়ামাত আছে তা সবই আমি চাই। দুনিয়া ও আখিরাতের আমার জানা- অজানা সকল অকল্যাণ থেকে আপনার নিকট আশ্রয় চাই। হে আল্লাহ! আমি আপনার নিকট ঐ সব কল্যাণ চাচ্ছি যা আপনার বান্দা ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন এবং আপনার নিকট ঐ সব অমঙ্গল থেকে আশ্রয় চাচ্ছি যা থেকে আপনার বান্দা ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় চেয়েছিলেন। হে আল্লাহ! আমি তো বেহেশতে যেতে চাই। আর সে কথা ও কাজের তাওফীক চাই যা সহজেই আমাকে বেহেশতে পৌঁছাবে। হে আল্লাহ! জাহান্নামের আগুন থেকে আপনার নিকট আশ্রয় চাই এবং যে কথা ও কাজ মানুষকে জাহান্নামবাসী করে সেগুলো থেকেও আপনার কাছে আশ্রয় চাই। আর প্রতিটি কাজের বিচারে আমার জন্য কল্যাণকর ফায়সালা করে দিন।[৪৫]

৭৫- ﺍَﻟﻠَّﻬُﻢَّ ﺍﺣْﻔَﻈْﻨِﻲْ ﺑِﺎﻹﺳْﻼﻡِ ﻗَﺎﺋِﻤًﺎ ﻭَﺍﺣْﻔَﻈْﻨِﻲْ ﺑِﺎﻹﺳﻼﻡِ ﻗَﺎﻋِﺪًﺍ ﻭَﺍﺣْﻔَﻈْﻨِﻲْ ﺑِﺎﻹﺳْﻼﻡِ ﺭِﺍﻗِﺪًﺍ ﻭَﻻَ ﺗﺸﻤﺖْ ﺑِﻲْ ﻋَﺪُﻭَّﺍ ﻭَﻻَ ﺣَﺎﺳِﺪًﺍ – ﺍَﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲْ ﺃَﺳْﺄَﻟُﻚَ ﻣِﻦْ ﻛُﻞِّ ﺧَﻴْﺮٍ ﺧَﺰَﺍﺋِﻨُﻪُ ﺑِﻴَﺪِﻙَ ﻭَﺃَﻋُﻮْﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﻛُﻞِّ ﺷَﺮٍّ ﺧَﺰَﺍﺋِﻨُﻪُ ﺑِﻴَﺪِﻙَ

৭৫। হে আল্লাহ! দাঁড়ানো অবস্থায় ইসলামের মাধ্যমে আমাকে হেফাযত করুন, বসা অবস্থায় ইসলামের মাধ্যমে হেফাযত করুন এবং শোয়া অবস্থা ইসলামের মাধ্যমে আমাকে হেফাযত করুন। আমার বিপদে শত্রুকে আনন্দ করার সুযোগ দিবেন না। শত্রুকে আমার জন্য হিংসুটে হতে দিবেন না। হে আল্লাহ! আমি আপনার নিকট ঐ সব কল্যাণের প্রার্থনা করছি, যেসব কল্যাণ আপনার হাতে রয়েছে। সে সব অকল্যাণ থেকে আপনার নিকট আশ্রয় চাই যা আপনার হাতে রয়েছে।[৪৬]

৭৬- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺍﻏْﻔِﺮْ ﻟِﻲ ﻭَﺍﺭْﺣَﻤْﻨِﻲ ﻭَﺍﻫْﺪِﻧِﻲ ﻭَﻋَﺎﻓِﻨِﻲ ﻭَﺍﺭْﺯُﻗْﻨِﻲ

৭৬। হে আল্লাহ! আপনি আমাকে ক্ষমা করে দিন। আমার প্রতি দয়া করুন, আমাকে হেদায়াত করুন, নিরাপদে রাখুন এবং আমাকে রিযিক দান করুন।[৪৭]

৭৭- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﻇَﻠَﻤْﺖُ ﻧَﻔْﺴِﻲ ﻇُﻠْﻤًﺎ ﻛَﺜِﻴﺮًﺍ ﻭَﻻَ ﻳَﻐْﻔِﺮُ ﺍﻟﺬُّﻧُﻮﺏَ ﺇِﻻَّ ﺃَﻧْﺖَ ﻓَﺎﻏْﻔِﺮْ ﻟِﻲ ﻣَﻐْﻔِﺮَﺓً ﻣِﻦْ ﻋِﻨْﺪِﻙَ ﻭَﺍﺭْﺣَﻤْﻨِﻲ ﺇِﻧَّﻚ ﺃَﻧْﺖَ ﺍﻟْﻐَﻔُﻮﺭُ ﺍﻟﺮَّﺣِﻴﻢُ

৭৭। হে আল্লাহ! আমি আমার নিজের প্রতি অনেক যুলম করে ফেলেছি। আর আপনি ছাড়া গুনাহ ক্ষমা করার কেউ নেই। অতএব আপনি আপনার পক্ষ থেকে আমাকে বিশেষভাবে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন। নিশ্চয়ই আপনি বড়ই ক্ষমাশীল ও অতিশয় দয়ালু রব।[৪৮]

৭৮- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﻟَﻚَ ﺃَﺳْﻠَﻤْﺖُ ﻭَﺑِﻚَ ﺁﻣَﻨْﺖُ ﻭَﻋَﻠَﻴْﻚَ ﺗَﻮَﻛَّﻠْﺖُ ﻭَﺇِﻟَﻴْﻚَ ﺧَﺎﺻَﻤْﺖُ ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﻋُﻮﺫُ ﺑِﻌِﺰَّﺗِﻚَ ﺍﻟَّﺬِﻱ ﻻَ ﺇِﻟَﻪَ ﺇِﻻَّ ﺃَﻧْﺖَ ﺍﻟَّﺬِﻱ ﻻَ ﻳَﻤُﻮﺕُ ﻭَﺍﻟْﺠِﻦُّ ﻭَﺍﻟْﺈِﻧْﺲُ ﻳَﻤُﻮﺗُﻮﻥَ

৭৮। হে আল্লাহ! আপনার কাছে আত্মসমর্পণ করেছি, আপনার প্রতি-ই ঈমান এনেছি এবং আপনার উপর-ই তাওয়াক্কুল করেছি। আর আপনার নিকট-ই ফায়সালা চেয়েছি। হে আল্লাহ! আপনার ইজ্জতের আশ্রয় চাচ্ছি। আপনি ছাড়া কোন ইলাহ নেই, আপনি চিরস্থায়ী, যাঁর মৃত্যু নেই। আর জ্বিন ও মানব তো সবাই মরে যাবে। [৪৯]

৭৯- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺍﻏْﻔِﺮْ ﻟِﻲ ﺫَﻧْﺒِﻲ ﻭَﻭَﺳِّﻊْ ﻟِﻲ ﻓِﻲ ﺩَﺍﺭِﻱ ﻭَﺑَﺎﺭِﻙْ ﻟِﻲ ﻓِﻴﻤَﺎ ﺭَﺯَﻗْﺘَﻨِﻲ

৭৯। হে আল্লাহ! আপনি আমার গুনাহকে ক্ষমা করে দিন, আমার ঘরে প্রশস্ততা দান করুন এবং আমার রিযিকে বরকত দান করুন।[৫০]

৮০- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﺳْﺄَﻟُﻚَ ﻣِﻦْ ﻓَﻀْﻠِﻚَ ﻭَﺭَﺣْﻤَﺘِﻚَ ﻓَﺈِﻧَّﻪُ ﻻَ ﻳَﻤْﻠِﻜُﻬَﺎ ﺇِﻻَّ ﺃَﻧْﺖَ

৮০। হে আল্লাহ! আপনার নিকট অনুগ্রহ ও দয়া চাই। কারণ অনুগ্রহ ও দয়ার মালিক তুমি ছাড়া কেউ না।[৫১]

৮১- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦَ ﺍﻟﺘَّﺮَﺩِّﻱ ﻭَﺍﻟْﻬَﺪْﻡِ ﻭَﺍﻟْﻐَﺮَﻕِ ﻭَﺍﻟْﺤَﺮِﻳﻖِ ﻭَﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﺃَﻥْ ﻳَﺘَﺨَﺒَّﻄَﻨِﻲ ﺍﻟﺸَّﻴْﻄَﺎﻥُ ﻋِﻨْﺪَ ﺍﻟْﻤَﻮْﺕِ ﻭَﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﺃَﻥْ ﺃَﻣُﻮﺕَ ﻓِﻲ ﺳَﺒِﻴﻠِﻚَ ﻣُﺪْﺑِﺮًﺍ ﻭَﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﺃَﻥْ ﺃَﻣُﻮﺕَ ﻟَﺪِﻳﻐًﺎ

৮১। হে আল্লাহ! আমি আপনার নিকট যমীন ধসে পড়া, ধ্বংস হওয়া, পানিতে ডুবা ও আগুনে পোড়া থেকে আশ্রয় চাই। মৃত্যুর সময় শয়তানের ছোবল থেকে তোমার নিকট আশ্রয় চাই। আশ্রয় চাই আপনার নিকট তোমার পথে পৃষ্ঠপ্রদর্শন হয়ে মৃত্যু থেকে। আপনার নিকট আশ্রয় চাই দংশনজনিত মৃত্যু থেকে।[৫২]

৮২- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﺍﻟْﺠُﻮﻉِ ﻓَﺈِﻧَّﻪُ ﺑِﺌْﺲَ ﺍﻟﻀَّﺠِﻴﻊُ ﻭَﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﺍﻟْﺨِﻴَﺎﻧَﺔِ ﻓَﺈِﻧَّﻬَﺎ ﺑِﺌْﺴَﺖِ ﺍﻟْﺒِﻄَﺎﻧَﺔُ

৮২। হে আল্লাহ! আমি আপনার নিকট ক্ষুধা থেকে আশ্রয় চাই। করণ এটা নিকৃষ্ট শয্যাসঙ্গী। খেয়ানত থেকেও আপনার কাছে আশ্রয় চাই। কারণ এটা নিকৃষ্ট বন্ধু।[৫৩]

৮৩- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﺍﻟْﻌَﺠْﺰِ ﻭَﺍﻟْﻜَﺴَﻞِ ﻭَﺍﻟْﺠُﺒْﻦِ ﻭَﺍﻟْﺒُﺨْﻞِ ﻭَﺍﻟْﻬَﺮَﻡِ ﻭَﺍﻟْﻘَﺴْﻮَﺓِ ﻭَﺍﻟْﻐَﻔْﻠَﺔِ ﻭَﺍﻟْﻌَﻴْﻠَﺔِ ﻭَﺍﻟﺬِّﻟَّﺔِ ﻭَﺍﻟْﻤَﺴْﻜَﻨَﺔِ – ﻭَﺃَﻋُﻮْﺫُ ﺑِﻚَ ﻣِﻦَ ﺍﻟْﻔَﻘْﺮِ ﻭَﺍﻟْﻜُﻔْﺮِ ﻭَﺍﻟْﻔُﺴُﻮْﻕِ ﻭَﺍﻟﺸِّﻘَﺎﻕِ ﻭَﺍﻟﻨِّﻔَﺎﻕِ ﻭَﺍﻟﺴَّﻤْﻌَﺔِ ﻭَﺍﻟﺮِّﻳَﺎﺀِ – ﻭَﺃَﻋُﻮْﺫُ ﺑِﻚَ ﻣِﻦَ ﺍﻟﺼَّﻤَﻢِ ﻭَﺍﻟْﺒَﻜَﻢِ ﻭَﺍﻟْﺠُﻨُﻮْﻥِ ﻭَﺍﻟْﺠُﺬَﺍﻡِ ﻭَﺍﻟْﺒَﺮَﺹِ ﻭَﺳﻲﺀ ﺍﻷﺳْﻘَﺎﻡِ

৮৩। হে আল্লাহ! আমি আপনার নিকট অক্ষমতা, অলসতা, কাপুরুষতা, কৃপণতা, বার্ধক্য, নিষ্ঠুরতা, গাফিলতি, অভাব- অনটন, হীনতা, নিঃস্বতা থেকে আশ্রয় চাই। আশ্রয় চাই দারিদ্র্য, কুফরী, পাপাচার, ঝগড়াঝাটি, কপটতা, সুনাম- কামনা করা ও লোক দেখানো ইবাদত থেকে। আশ্রয় চাই আপনার নিকট বধিরতা, বোবা, পাগলামী, কুষ্ঠরোগ ও শ্বেত রোগসহ সকল খারাপ রোগ থেকে।[৫৪]

৮৪- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﺍﻟْﻔَﻘْﺮِ ﻭَﺍﻟْﻘِﻠَّﺔِ ﻭَﺍﻟﺬِّﻟَّﺔِ ﻭَﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﺃَﻥْ ﺃَﻇْﻠِﻢَ ﺃَﻭْ ﺃُﻇْﻠَﻢَ

৮৪। হে আল্লাহ! আমি আপনার নিকট দারিদ্র্য, স্বল্পতা, হীনতা থেকে আশ্রয় চাই। আশ্রয় চাই যালিম ও মাযলুম হওয়া থেকে।[৫৫]

৮৫- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﻳَﻮْﻡِ ﺍﻟﺴُّﻮْﺀِ ﻭَﻣِﻦْ ﻟَﻴْﻠَﺔِ ﺍﻟﺴُّﻮْﺀِ ﻭَﻣِﻦْ ﺳَﺎﻋَﺔِ ﺍﻟﺴُّﻮْﺀِ ﻭَﻣِﻦْ ﺻَﺎﺣِﺐِ ﺍﻟﺴُّﻮْﺀِ ﻭَﻣِﻦْ ﺟَﺎﺭِ ﺍﻟﺴُّﻮْﺀِ ﻓِﻲ ﺩَﺍﺭِ ﺍﻟْﻤَﻘَﺎﻣَﺔِ

৮৫। হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় চাই খারাপ দিন, খারাপ রাত, বিপদ মুহূর্ত, অসৎসঙ্গী এবং স্থায়ীভাবে বসবাসকারী খারাপ প্রতিবেশী থেকে।[৫৬]

৮৬- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﺳْﺌَﻠُﻚَ ﺍﻟْﺠَﻨَّﺔَ ﻭَﺃَﺳْﺘَﺠِﻴْﺮُﺑِﻚَ ﻣِﻦَ ﺍﻟﻨَّﺎﺭِ

৮৬। হে আল্লাহ! আমি আপনার নিকট জান্নাতের প্রার্থনা করছি এবং জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছি।[৫৭]

৮৭- ﺍَﻟﻠَّﻬُﻢَّ ﻓَﻘِّﻬْﻨِﻲْ ﻓِﻲ ﺍﻟﺪِّﻳْﻦِ

৮৭। হে আল্লাহ! আমাকে দ্বীনের পাণ্ডিত্য দান করুন।[৫৮]

৮৮- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﺃَﻥْ ﺃُﺷْﺮِﻙَ ﺑِﻚَ ﻭَﺃَﻧَﺎ ﺃَﻋْﻠَﻢُ ﻭَﺃَﺳْﺘَﻐْﻔِﺮُﻙَ ﻟِﻤَﺎ ﻻَ ﺃَﻋْﻠَﻢُ

৮৮। হে আল্লাহ! জেনে বুঝে আপনার সাথে শিরক করা থেকে আপনার নিকট আশ্রয় চাই এবং না জেনে শিরক করা থেকে আপনার নিকট ক্ষমা চাই। [৫৯]

৮৯- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﺳْﺄَﻟُﻚَ ﻋِﻠْﻤًﺎ ﻧَﺎﻓِﻌًﺎ ﻭَﺭِﺯْﻗًﺎ ﻃَﻴِّﺒًﺎ ﻭَﻋَﻤَﻼً ﻣُﺘَﻘَﺒَّﻼً

৮৯। হে আল্লাহ! আমি আপনার নিকট উপকারী ইলম, পবিত্র রিযিক এবং কবূল আমলের প্রার্থনা করছি।[৬০]

৯০- ﺭَﺏِّ ﺍﻏْﻔِﺮْ ﻟِﻲ ﻭَﺗُﺐْ ﻋَﻠَﻲَّ ﺇِﻧَّﻚَ ﺃَﻧْﺖَ ﺍﻟﺘَّﻮَّﺍﺏُ ﺍﻟْﻐَﻔُﻮﺭُ

৯০। হে আমার রব! আমাকে ক্ষমা করে দিন। আমার তাওবা কবূল করুন। নিশ্চয়ই আপনি তাওবা গ্রহণকারী ও অতিশয় ক্ষমাশীল।[৬১]

৯১- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﻃَﻬِّﺮْﻧِﻲ ﻣِﻦَ ﺍﻟﺬُّﻧُﻮﺏِ ﻭَﺍﻟْﺨَﻄَﺎﻳَﺎ ﺍﻟﻠَّﻬُﻢَّ ﻧَﻘِّﻨِﻲ ﻣِﻨْﻬَﺎ ﻛَﻤَﺎ ﻳُﻨَﻘَّﻰ ﺍﻟﺜَّﻮْﺏُ ﺍﻷَﺑْﻴَﺾُ ﻣِﻦْ ﺍﻟﺪَّﻧَﺲِ ﺍﻟﻠَّﻬُﻢَّ ﻃَﻬِّﺮْﻧِﻲ ﺑِﺎﻟﺜَّﻠْﺞِ ﻭَﺍﻟْﺒَﺮَﺩِ ﻭَﺍﻟْﻤَﺎﺀِ ﺍﻟْﺒَﺎﺭِﺩِ

৯১। হে আল্লাহ! আমাকে যাবতীয় গোনাহ ও ভুলভ্রান্তি থেকে পবিত্র করুন। হে আল্লাহ! আমাকে গোনাহ থেকে এমনভাবে পরিচ্ছন্ন করুন যেভাবে সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। হে আল্লাহ! আমাকে বরফ, শীতল ও ঠাণ্ডা পানি দ্বারা পবিত্র করুন।[৬২]

৯২- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺭَﺏَّ ﺟِﺒْﺮَﺍﺋِﻴﻞَ ﻭَﻣِﻴﻜَﺎﺋِﻴﻞَ ﻭَﺭَﺏَّ ﺇِﺳْﺮَﺍﻓِﻴﻞَ ﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﺣَﺮِّ ﺍﻟﻨَّﺎﺭِ ﻭَﻣِﻦْ ﻋَﺬَﺍﺏِ ﺍﻟْﻘَﺒْﺮِ .

৯২। হে আল্লাহ! হে জিব্রাইল, মিকাইল ও ইসরাফিলের রব! আমি আপনার নিকট জাহান্নামের উত্তাপ ও কবরের শাস্তি থেকে আশ্রয় চাই।[৬৩]

৯৩- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺃَﻟْﻬِﻤْﻨِﻲ ﺭُﺷْﺪِﻱ ﻭَﺃَﻋِﺬْﻧِﻲ ﻣِﻦْ ﺷَﺮِّ ﻧَﻔْﺴِﻲ .

৯৩। হে আল্লাহ! আপনি আমার অন্তরে হেদায়েতের অনুপ্রেরণা দান করুন। আমার অন্তরের অনিষ্টতা থেকে আমাকে বাঁচিয়ে রাখুন।[৬৪]

৯৪- ﺍَﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲْ ﺃَﺳْﺄَﻟُﻚَ ﻋِﻠْﻤًﺎ ﻧَﺎﻓِﻌًﺎ، ﻭَﺃَﻋُﻮْﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﻋِﻠْﻢٍ ﻻَّ ﻳَﻨْﻔَﻊُ .

৯৪। হে আল্লাহ! আপনার নিকট আমি উপকার দানকারী ইলম চাই, এমন ইলম থেকে আপনার নিকট আশ্রয় চাই যা কোন উপকারে আসে না।[৬৫]

৯৫- ﺍَﻟﻠَّﻬُﻢَّ ﺃَﻟِّﻒْ ﺑَﻴْﻦَ ﻗُﻠُﻮْﺑِﻨَﺎ – ﻭَﺃَﺻْﻠِﺢْ ﺫَﺍﺕَ ﺑَﻴْﻨِﻨَﺎ – ﻭَﺍﻫْﺪِﻧَﺎ ﺳُﺒُﻞَ ﺍﻟﺴَّﻼَﻡِ – ﻭَﻧَﺠِّﻨَﺎ ﻣِﻦَ ﺍﻟﻈُّﻠُﻤَﺎﺕِ ﺇِﻟَﻰ ﺍﻟﻨُّﻮْﺭِ – ﻭَﺟَﻨِّﺒْﻨَﺎ ﺍﻟْﻔَﻮَﺍﺣِﺶَ ﻣَﺎ ﻇَﻬَﺮَ ﻣِﻨْﻬَﺎ ﻭَﻣَﺎ ﺑَﻄَﻦَ ু ﻭَﺑَﺎﺭِﻙْ ﻟَﻨَﺎ ﻓِﻲْ ﺃَﺳْﻤَﺎﻋِﻨَﺎ ﻭَﺃَﺑْﺼَﺎﺭِﻧَﺎ ﻭَﻗُﻠُﻮْﺑِﻨَﺎ ﻭَﺃَﺯْﻭَﺍﺟِﻨَﺎ ﻭَﺫُﺭِّﻳَّﺎﺗِﻨَﺎ – ﻭَﺗُﺐْ ﻋَﻠَﻴْﻨَﺎ ﺇِﻧَّﻚَ ﺃَﻧْﺖَ ﺍﻟﺘَّﻮَّﺍﺏُ ﺍﻟﺮَّﺣِﻴْﻢُ – ﻭَﺍﺟْﻌَﻠْﻨَﺎ ﺷَﺎﻛِﺮِﻳْﻦَ ﻟِﻨِﻌَﻤِﻚَ ﻣﺜﻨﻴﻦ ﺑِﻬَﺎ ﻋَﻠَﻴْﻚَ ﻗَﺎﺑِﻠِﻴْﻦَ ﻟَﻬَﺎ ﻭَﺃَﺗْﻤِﻤْﻬَﺎ ﻋَﻠَﻴْﻨَﺎ .

৯৫। হে আল্লাহ! আমাদের অন্তরসমূহে ভালবাসা স্থাপন করে দিন। আমাদের নিজেদের মাঝে সংশোধন করে দিন। আমাদেরকে শান্তির পথে পরিচালিত করুন। অন্ধকার গোমরাহী থেকে বাঁচিয়ে আলোকিত হিদায়াতের পথে নিয়ে যান। প্রকাশ্য ও অপ্রকাশ্য সকল প্রকার অশ্লীলতা থেকে দূরে রাখুন। আমাদের শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি, অন্তরসমূহসহ আমাদের স্ত্রী-পুত্র সন্তানদের মাঝে বরকত দান করুন। আমাদের তাওবা কবূল করুন। আপনিতো দয়াময় তওবা কবুলকারী। আমাদেরকে আপনার প্রশংসা করে আপনার নেয়ামতের শুকরিয়া করার তাওফীক দান করুন। আপনি আপনার নেয়ামত আগ্রহভরে গ্রহণ করার তাওফীক দান করুন এবং তা আমাদের প্রতি পরিপূর্ণরূপে দান করুন।[৬৬]

৯৬- ﺍَﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲْ ﺃَﺳْﺄَﻟُﻚَ ﺧَﻴْﺮَ ﺍﻟْﻤَﺴْﺄَﻟَﺔِ ﻭَﺧَﻴْﺮَ ﺍﻟﺪُّﻋَﺎﺀِ ﻭَﺧَﻴْﺮَ ﺍﻟﻨَّﺠَﺎﺡِ ﻭَﺧَﻴْﺮَ ﺍﻟْﻌَﻤَﻞِ ﻭَﺧَﻴْﺮَ ﺍﻟﺜَّﻮَﺍﺏِ ﻭَﺧَﻴْﺮَ ﺍﻟْﺤَﻴَﺎﺓِ ﻭَﺧَﻴْﺮَ ﺍﻟْﻤَﻤَﺎﺕِ – ﻭَﺛَﺒِّﺘْﻨِﻲْ ﻭَﺛَﻘِّﻞْ ﻣَﻮَﺍﺯِﻳْﻨِﻲْ ﻭَﺣَﻘِّﻖْ ﺇِﻳْﻤَﺎﻧِﻲْ ﻭَﺍﺭْﻓَﻊْ ﺩَﺭَﺟَﺎﺗِﻲْ ﻭَﺗَﻘَﺒَّﻞْ ﺻَﻼَﺗِﻲْ ﻭَﺍﻏْﻔِﺮْ ﺧَﻄِﻴْﺌَﺘِﻲْ ﻭَﺃَﺳْﺄَﻟُﻚَ ﺍﻟﺪَّﺭَﺟَﺎﺕُ ﺍﻟْﻌُﻠَﻰ ﻣِﻦَ ﺍﻟْﺠَﻨَّﺔِ – ﺍَﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲْ ﺃَﺳْﺄَﻟُﻚَ ﻓَﻮَﺍﺗِﺢِ ﺍﻟْﺨَﻴْﺮ ﻭَﺧَﻮَﺍﺗِﻤَﻪُ ﻭَﺟَﻮَﺍﻣِﻌَﻪُ ﻭَﺃَﻭَّﻟَﻪُ ﻭَﻇَﺎﻫِﺮَﻩُ ﻭَﺑَﺎﻃِﻨَﻪُ ﻭَﺍﻟﺪَّﺭَﺟَﺎﺕِ ﺍﻟْﻌُﻠَﻰ ﻣِﻦَ ﺍﻟْﺠَﻨَّﺔِ ﺁَﻣِﻴْﻦَ – ﺍَﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲْ ﺃَﺳْﺄَﻟُﻚَ ﺧَﻴْﺮَ ﻣَﺎ ﺁﺗﻲ ﻭَﺧَﻴْﺮَ ﻣَﺎ ﺃَﻓْﻌَﻞُ ﻭَﺧَﻴْﺮَ ﻣَﺎ ﺃَﻋْﻤَﻞُ ﻭَﺧَﻴْﺮَ ﻣَﺎ ﺑَﻄَﻦَ ﻭَﺧَﻴْﺮَ ﻣَﺎ ﻇَﻬَﺮَ ﻭَﺍﻟﺪَّﺭَﺟَﺎﺕِ ﺍﻟﻌُﻠَﻰ ﻣِﻦَ ﺍﻟْﺠَﻨَّﺔِ ﺁﻣِﻴْﻦ -ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲْ ﺃَﺳْﺄَﻟُﻚَ ﺃَﻥْ ﺗَﺮْﻓَﻊَ ﺫِﻛْﺮِﻱْ ﻭَﺗَﻀَﻊَ ﻭِﺯْﺭِﻱْ ﻭَﺗُﺼْﻠِﺢَ ﺃَﻣْﺮِﻱْ ﻭَﺗَﻄْﻬَﺮْ ﻗَﻠْﺒِﻲْ ﻭَﺗَﺤْﺼِﻦَ ﻓَﺮْﺟِﻲْ ﻭَﺗَﻨَﻮَّﺭَ ﻗَﻠْﺒِﻲْ ﻭَﺗَﻐْﻔِﺮَ ﻟِﻲْ ﺫَﻧْﺒِﻲْ – ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲْ ﺃَﺳْﺄَﻟُﻚَ ﺃَﻥْ ﺗُﺒَﺎﺭِﻙَ ﻓِﻲْ ﻧَﻔْﺴِﻲْ ﻭَﻓِﻲْ ﻗَﻠْﺒِﻲْ ﻭَﻓِﻲْ ﺳَﻤْﻌِﻲْ ﻭَﻓِﻲْ ﺑَﺼَﺮِﻱْ ﻭَﻓِﻲْ ﺭُﻭْﺣِﻲْ ﻭَﻓِﻲْ ﺧَﻠْﻘِﻲْ ﻭَﻓِﻲْ ﺧُﻠُﻘِﻲْ ﻭَﻓِﻲْ ﺃَﻫْﻠِﻲْ ﻭَﻓِﻲْ ﻣَﺤْﻴَﺎﻱَ ﻭَﻓِﻲْ ﻣَﻤَﺎﺗِﻲْ ﻭَﻓِﻲْ ﻋَﻤَﻠِﻲْ ﻓَﺘَﻘَﺒَّﻞْ ﺣَﺴَﻨَﺎﺗِﻲْ ﻭَﺃَﺳْﺄَﻟُﻚَ ﺍﻟﺪَّﺭَﺟَﺎﺕِ ﺍﻟْﻌُﻠَﻰ ﻣِﻦَ ﺍﻟْﺠَﻨَّﺔِ ﺁﻣِﻴْﻦْ

৯৬। হে আল্লাহ! আপনার নিকট আমি উত্তম প্রার্থনা, দু’আ, উত্তম সফলতা, উত্তম আমল, উত্তম সাওয়াব, উত্তম জীবন ও উত্তম মৃত্যু কামনা করছি। আমাকে আপনি অটল অবিচল রাখুন। আমার আমলনামা ভারী করে দিন, আমার ঈমানকে সুদৃঢ় করুন, আমার মর্যাদা বাড়িয়ে দিন। আমার সলাত কবূল করুন এবং আমার গুনাহ ক্ষমা করুন। জান্নাতের সর্বোচ্চ আসনে আমাকে অধিষ্ঠিত করুন। হে আল্লাহ! আমাকে আপনি কল্যাণের শুরু, শেষ, পূর্ণাঙ্গ, প্রকাশ্য অপ্রকাশ্যসহ জান্নাতের সুউচ্চ মর্যাদা দান করুন। আমীন! হে আল্লাহ! আমি যা উপস্থিত করছি, কর্ম করছি ও আমল করছি এবং এসবের উত্তম প্রতিদান অর্জনের জন্য আপনার নিকট মুনাজাত করছি। আর প্রকাশ্য ও অপ্রকাশ্য সব কিছুর কল্যাণসহ জান্নাতের সুউচ্চ মর্যাদা আপনার কাছে চাই। আমীন! হে আল্লাহ! আমি আপনার নিকট এই মর্মে প্রার্থনা করছি যে, আপনি আমার মর্যাদা বুলন্দ করুন, আমার গোনাহর বোঝা সরিয়ে নিন। আমার সবকিছু ঠিক করে দিন, আমার অন্তরকে পবিত্র করুন, আমার লজ্জাস্থানকে হেফাজাত করুন, আমার অন্তরকে আলোকিত করুন, আমার গুনাহ ক্ষমা করুন। হে আল্লাহ! আমি আপনার নিকট প্রার্থনা করছি, আমার মন ও আত্মায়, শ্রবণ ও দৃষ্টিশক্তিতে বরকত দান করুন। বরকত দান করুন আমার রুহে, আকৃতিতে, চরিত্র- মাধুর্যে, আমার পরিবারে, আমার জীবনে, মৃত্যুতে এবং আমার আমলে বরকত দান করুন। সুতরাং আমার নেক আমল কবূল করুন। জান্নাতের সর্বোচ্চ আসনে আপনি আমাকে অধিষ্ঠিত করুন। আমীন!

৯৭- ﺍَﻟﻠَّﻬُﻢَّ ﺟَﻨِّﺒْﻨِﻲْ ﻣُﻨْﻜَﺮَﺍﺕِ ﺍﻷَﺧْﻼَﻕِ ﻭَﺍﻷَﻫْﻮَﺍﺀِ ﻭَﺍﻷَﻋَﻤَﺎﻝِ ﻭَﺍﻷَﺩْﻭَﺍﺀِ

৯৭। হে আল্লাহ! আমাকে অসৎ চরিত্র, কুপ্রবৃত্তি, অপকর্ম ও অপ্রতিষেধক (ঔষধ) থেকে দূরে রাখুন।

৯৮- ﺍَﻟﻠَّﻬُﻢًَّ ﻗَﻨِّﻌْﻨِﻲْ ﺑِﻤَﺎ ﺭَﺯَﻗْﺘَﻨِﻲْ ﻭَﺑَﺎﺭِﻙْ ﻟِﻲْ ﻓِﻴْﻪِ ﻭَﺍﺧْﻠُﻒْ ﻋَﻠَﻲَّ ﻛُﻞَّ ﻏَﺎﺋِﺒَﺔٍ ﻟِﻲْ ﺑِﺨَﻴْﺮٍ

৯৮। হে আল্লাহ! আমাকে যে রিযিক দান করেছেন এতে আপনি আমাকে তুষ্টি দান করুন এবং বরকত দান করুন। আর আমার প্রতিটি অজানা বিষয়ের পরে আমাকে আপনি কল্যাণ এনে দিন। [৬৭]

৯৯- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺣَﺎﺳِﺒْﻨِﻲ ﺣِﺴَﺎﺑًﺎ ﻳَﺴِﻴﺮًﺍ

৯৯। হে আল্লাহ! আমার হিসাবকে আপনি সহজ করে দিন।[৬৮]

১০০- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺃَﻋِﻨِّﻲ ﻋَﻠٰﻰ ﺫِﻛْﺮِﻙَ ﻭَﺷُﻜْﺮِﻙَ ﻭَﺣُﺴْﻦِ ﻋِﺒَﺎﺩَﺗِﻚَ

১০০। হে আল্লাহ! আপনি আমাদেরকে আপনার যিকর, কৃতজ্ঞতা এবং আপনার উত্তম ইবাদাত করার তাওফীক দিন।[৬৯]

১০১- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﺳْﺄَﻟُﻚَ ﺇِﻳﻤَﺎﻧًﺎ ﻻَ ﻳَﺮْﺗَﺪُّ ﻭَﻧَﻌِﻴﻤًﺎ ﻻَ ﻳَﻨْﻔَﺪُ ﻭَﻣُﺮَﺍﻓَﻘَﺔَ ﺍﻟﻨَّﺒِﻲِّ -ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ – ﻓِﻲ ﺃَﻋْﻠَﻰ ﺟَﻨَّﺔِ ﺍﻟْﺨُﻠْﺪِ

১০১। হে আল্লাহ! আমি আপনার নিকট এমন ঈমানের প্রার্থনা করছি, যে ঈমান হবে দৃঢ় ও মজবুত, যা নড়বড়ে হবে না, চাই এমন নেয়ামত যা ফুরিয়ে যাবে না। এবং চিরস্থায়ী সুউচ্চ জান্নাতে প্রিয় নবী মুহম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- এর সাথে থাকার তাওফীক আমাকে দিন।[৭০]

১০২- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﻗِﻨِﻲ ﺷَﺮَّ ﻧَﻔْﺴِﻲ ﻭَﺍﻋْﺰِﻡْ ﻟِﻲ ﻋَﻠَﻰ ﺃَﺭْﺷَﺪِ ﺃَﻣْﺮِﻱ – ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺍﻏْﻔِﺮْ ﻟِﻲ ﻣَﺎ ﺃَﺳْﺮَﺭْﺕُ ﻭَﻣَﺎ ﺃَﻋْﻠَﻨْﺖُ ﻭَﻣَﺎ ﺃَﺧْﻄَﺄْﺕُ ﻭَﻣَﺎ ﻋَﻤَﺪْﺕُ ﻭَﻣَﺎ ﻋَﻠِﻤْﺖُ ﻭَﻣَﺎ ﺟَﻬِﻠْﺖُ

১০২। হে আল্লাহ! আমাকে আমার আত্মার অনিষ্টতা থেকে রক্ষা করুন। পথনির্দেশপূর্ণ কাজে আমাকে আপনি দৃঢ় রাখুন। হে আল্লাহ! আমি যা গোপন করি এবং যা প্রকাশ করি, ভুল করি, ইচ্ছা বশতঃ করি, যা জেনে করি এবং না জেনে করি- এসব কিছুতে আমাকে আপনি ক্ষমা করে দিন। [৭১]

১০৩- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﻏَﻠَﺒَﺔِ ﺍﻟﺪَّﻳْﻦِ ﻭَﻏَﻠَﺒَﺔِ ﺍﻟْﻌَﺪُﻭِّ ﻭَﺷَﻤَﺎﺗَﺔِ ﺍﻷَﻋْﺪَﺍﺀِ

১০৩। হে আল্লাহ! আমি আপনার নিকট ঋণের প্রভাব ও আধিক্য, শত্রুর বিজয় এবং শত্রুদের আনন্দ উল্লাস থেকে আশ্রয় চাই।[৭২]

১০৪- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺍﻏْﻔِﺮْ ﻟِﻲ ﻭَﺍﻫْﺪِﻧِﻲ ﻭَﺍﺭْﺯُﻗْﻨِﻲ ﻭَﻋَﺎﻓِﻨِﻲ ﺃَﻋُﻮﺫُ ﺑِﺎﻟﻠَّﻪِ ﻣِﻦْ ﺿِﻴﻖِ ﺍﻟْﻤَﻘَﺎﻡِ ﻳَﻮْﻡَ ﺍﻟْﻘِﻴَﺎﻣَﺔِ

১০৪। হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন, আমাকে হেদায়েত দান করুন, আমাকে রিযিক দান করুন, আমাকে নিরাপদে রাখুন, ক্বিয়ামাতের দিনের সংকীর্ণ স্থান থেকে আপনার নিকট আশ্রয় চাচ্ছি। [৭৩]

১০৫- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺃَﺣْﺴَﻨْﺖَ ﺧَﻠْﻘِﻲ ﻓَﺄَﺣْﺴِﻦْ ﺧُﻠُﻘِﻲ .

১০৫। হে আল্লাহ! আপনি আমার আকৃতি ও অবয়বকে সুন্দর করেছেন। অতএব আমার চরিত্রকেও সুন্দর করে দিন।[৭৪]

১০৬- ﺍَﻟﻠَّﻬُﻢَّ ﺛَﺒِّﺘْﻨِﻲْ ﻭَﺍﺟْﻌَﻠْﻨِﻲْ ﻫَﺎﺩِﻳًﺎ ﻣَﻬْﺪِﻳًّﺎ .

১০৬। হে আল্লাহ! আপনি আমাকে অটল- অবিচল রাখুন এবং আমাকে পথপ্রদর্শক ও হিদায়াতপ্রাপ্ত হিসেবে গ্রহণ করে নিন।[৭৫]

১০৭- ﺍَﻟﻠَّﻬُﻢَّ ﺁﺗِﻨْﻲْ ﺍﻟْﺤِﻜْﻤَﺔَ ﺍﻟَّﺘِﻲْ ﻣَﻦْ ﺃُﻭْﺗِﻴْﻬَﺎ ﻓَﻘَﺪْ ﺃُﻭْﺗِﻲَ ﺧَﻴْﺮًﺍ ﻛَﺜِﻴْﺮﺍً .

১০৭। হে আল্লাহ! আপনি আমাকে হেকমত দান করুন। যাকে আপনি হেকমত দান করেছেন, তাকে অনেক কল্যাণ দান করা হয়েছে। আমীন!

ﺍَﻟﻠَّﻬُﻢَّ ﺻَﻞِّ ﻋَﻠَﻰ ﻣُﺤَﻤَّﺪٍ ﻭَّﻋَﻠَﻰ ﺁﻟِﻪِ ﻭَﺃَﺻْﺤَﺎﺑِﻪِ ﺃَﺟْﻤَﻌِﻴْﻦَ

হে আল্লাহ! প্রিয় নবী মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর পরিবার পরিজন ও সকল সাহাবায়ে কেরাম রাদিআল্লাহু তাআ'লা আনহুম এর প্রতি দরূদ ও সালাম বর্ষন করুন।

সংগ্রহ সূত্র: ১ সূরা আল-বাকারা ২ : ২০১। [১] সূরা আল-বাকারা ২ : ২৮৬। [২] সূরা আলে-ইমরান ৩ : ৮। [৩] সূরা আলে-ইমরান ৩ : ৩৮। [৪] সূরা আলে-ইমরাহ ৩ : ১৪৭। [৫] সূরা আলে-ইমরান ৩ : ১৯৪। [৬] সূরা আল-মায়িদা ৫ : ১৮৩। [৭] সূরা আল-আ’রাফ ৭ : ২৩। [৮] সূরা আল-আ’রাফ ৭ : ৪৭। [৯] সূরা ইবরাহীম ১৪ : ৪০। [১০] সূরা ইবরাহীম ১৪ : ৪১। [১১] সূরা কাহ্ফ ১৮ : ১০। [১২] সূরা হূদ ২০ : ২৫। [১৩] সূরা হূদ ২০ : ১১৪। [১৪] সূরা আম্বিয়া ২১ : ৮৯। [১৫] সূরা মু’মিনূন ২৩ : ৯৭-৯৮। [১৬] সূরা আল-ফুরক্বান ২৫ : ৬৫-৬৬। [১৭] সূরা আল-ফুরক্বান ২৫ : ৭৪। ১৯-২২ সূরা আশ-শু’আরা ২৬ : ৮৩,৮৪,৮৫,৮। ২৩ সূরা আন-নাম্ল ২৭ : ১৯। ২৪ সূরা ‘আনকাবূত ২৯ : ৩০। ২৫ সূরা আস-সাফ্ফাত ৩৭ : ১০০। ২৬ সূরা আহকাফ ৪৬ : ১৫। [১৮] সূরা হাশর ৫৯ : ১০। [১৯] সূরা তাহরীম ৬৬ : ৮। [২০] সূরা নূহ ৭১ : ২৮। [২১] সূরা আলে ইমরান ৩ : ১৯৩ [২২] বুখারী ও মুসলিম [২৩] বুখারী ৬৩৬৭ ও মুসলিম ২৭০৬ [২৪] বুখারী [২৫] (মুসলিম ২৭২০) [২৬] (মুসলিম ২৭২১) [২৭] (মুসলিম ২৭২২) [২৮] (মুসলিম) [২৯] মুসলিম [৩০] মুসলিম ২৭১৬ [৩১] সহীহ আদাবুল মুফরাদ ৭১৬ [৩২] আবূ দাউদ ৫০৯০ [৩৩] মুসনাদ আহমাদ ৩৭০৪ [৩৪] মুসলিম ২৬৫৪ [৩৫] মুসনাদে আহমাদ ২১৪০ [৩৬] তিরমিযী ৩৫১৪ [৩৭] মুসনাদে আহমাদ ১৭১৭৬ [৩৮] আবূ দাউদ ১৫১০ [৩৯] (তিরমিযী ৩৫২১) [৪০] (আবূ দাউদ ১৫৫১) [৪১] (আবূ দাউদ ১৫৫৪) [৪২] (তিরমিযী ৩৫৯১) [৪৩] (তিরমিযী ৩৫১৩) [৪৪] আহমাদ ২১৬০৪ [৪৫] ইবনে মাজাহ ৩৮৪৬ [৪৬] (সহীহ আল-জামেউস সগীর ১২৬০) [৪৭] (মুসলিম) [৪৮] (বুখারী ৮৩৪) [৪৯] (বুখারী ৭৪৪২ ও ৭৩৮৩) [৫০] (মুসনাদে আহমদ) [৫১] (তাবারানী) [৫২] (নাসায়ী ৫৫৩১) [৫৩] (আবূ দাঊদ ৫৪৬) [৫৪] (সহীহ জামেউস সগীর ১২৮৫) [৫৫] (নাসায়ী, আবূ দাঊদ) [৫৬] (সহীহ জামেউস সগীর ১২৯৯) [৫৭] (তিরমিযী, ইবনে মাজাহ) [৫৮] (বুখারী- ফাতহুলবারী, মুসলিম) [৫৯] (মুসনাদে আহমদ) [৬০] (ইবনে মাজাহ) [৬১] (আবূ দাঊদ, তিরমিযী ৩৪৩৪) [৬২] (নাসাঈ ৪০২) [৬৩] (নাসাঈ ৫৫১৯) [৬৪] (ইবনে মাজাহ ৩৪৮৩) [৬৫] (ইবনে মাজাহ ৩৮৪৩) [৬৬] (হাকিম) ৭৭ (হাকিম) [৬৭] (হাকিম) [৬৮] (মিশকাত ৫৫৬২) [৬৯] (আবূ দাউদ ১৫২২) [৭০] (ইবনে হিব্বান) [৭১] (হাকিম) [৭২] (নাসায়ী ৫৪৭৫) [৭৩] (নাসায়ী ১৬১৭) [৭৪] (জামে সগীর ১৩০৭) [৭৫] (বুখারী- ফাতহুল বারী)

এই ব্লগের পুরনোদের একজন, যার সাথে সহমত পোষন করার সুযোগ পাই কদাচিত। শুভকামনাসহ উদাসী স্বপ্ন ভাইকে এই পোস্ট।

মন্তব্য ৫৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩১

তারেক ফাহিম বলেছেন: পোষ্টে ++

০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪২

নতুন নকিব বলেছেন:



মোবারকবাদ। মন্তব্যেও +++

শুভকামনা অন্তহীন।

২| ০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: শুভ কথা শুভ ভাবনা মানুষকে উজ্জিবীত করে। মন্দ এবং বিপদ, অন্যায় থেকে মুক্তির প্রার্থনা মানুষকে শক্তি দান করে।
প্রার্থনা প্রকাশ্য বা অবচেতন মানুষের মাঝে সবসময়ই থাকে। তাকে শব্দ এবং উচ্চারণে বরাতে দৃঢ়তা প্রতিষ্ঠিত হয়।
আন্তরিক কল্যানকর প্রার্থনা সব সময়ই দ্রুত পূরন হয়।
আমাদের প্রার্থনা হোক আন্তরিক, শুভ, সুন্দর ও কল্যানের জন্য।

+++

০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৩

নতুন নকিব বলেছেন:



শুভ কথা শুভ ভাবনা মানুষকে উজ্জিবীত করে। মন্দ এবং বিপদ, অন্যায় থেকে মুক্তির প্রার্থনা মানুষকে শক্তি দান করে।
প্রার্থনা প্রকাশ্য বা অবচেতন মানুষের মাঝে সবসময়ই থাকে। তাকে শব্দ এবং উচ্চারণে বরাতে দৃঢ়তা প্রতিষ্ঠিত হয়।
আন্তরিক কল্যানকর প্রার্থনা সব সময়ই দ্রুত পূরন হয়।
আমাদের প্রার্থনা হোক আন্তরিক, শুভ, সুন্দর ও কল্যানের জন্য।

+++


--- অনেক সুন্দর বলেছেন। মন্তব্যে ++++

অনেক শুভকামনা প্রিয় কবির জন্য।

৩| ০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৫

উদাসী স্বপ্ন বলেছেন: এত কিছু করার দরকার কি! উটের মুত খেলেই তো হয়ে যায়। স্বয়ং নবী নিজে খাইতে বলছে।

সহী বুখারীর হাদিস

ভলিউম ১, বুক ৪, হাদিস নঃ ২৩৪

আবু কিলাবা বর্ণনা করেছেনঃ আনাস বলেছেন, “উকল ও উরাইনা গোত্রের কিছু লোক মেদিনাতে আসে এবং মদিনার আবহাওয়া তাদের খাপ খায় নি। সুতরাং নবী(সঃ) তাদের উটের পাল থেকে দুধ ও মুত্র খেতে হুকুম করেন। সুতরাং তারা হুকুম মত কাজ করে, এবং তারা সুস্থ হবার পর, তারা নবীর রাখালকে হত্যা করে, এবং সব উট নিয়ে পালিয়ে যায়............

সহী মুসলিমেও আছে


আবার কারো পেট ছুটলে বা ডায়রিয়া হইলে মধু গিলায় দেও। হাদিস অনুসারে পুরা পেট খালি করে দিবে। ন্যাস্টিকদের স্যালাইন কেন যে খাওয়ায় বুঝি না। এখন সুন্নত পালন করতে গিয়া যদি কেউ মারা যায় তাইলে মরনের পর জান্নাত আর ৭২ হুর তো আছেই। পালন করতে কি সমস্যা? সহী ধর্ম তো!!

এছাড়া হারাম প্রানীর হাবিজাবি দিয়া এই যে ভ্যাক্সিন বানায় শিশুদের জন্য এটা তো সত্য ধর্মে হারাম। বুঝি না সত্যি ধর্মের মাসলম্যানরা কেন যে শিশুদের টিকা দেয়। কারন নবী তো টিকার অল্টারনেটিভ দিয়েই দিছে হাদিসে প্রতিদিন ৭ টা খেজুর খাইলে সব রোগের থিকা শেফা পাওয়া যাইবো। এখন আবার যদি কোনো নাস্তিক জিগায় যদি শিশু জন্মগত ডায়বেটিস থাকে বা যার দাঁত গজায় নাই? উত্তরে বলা উচিত তুই সত্য নবীর থিকা বেশী জানস? কালা জিরা তো সর্বরোগের অসুখ

মাঝে মাঝে শরীর রোগের বিরুদ্ধে ফর্টিফাইড করতে চাইলে মাছির দুইটা ডানা ছিড়ে খেয়ে ফেলতে পারেন

আর কোনো চিন্তা নাই মাসলম্যানদের এখন। বেশী বেশী যুদ্ধ করে বিধর্মী নারী শিশুদের সাথে নিশ্চিন্তে আজল পদ্ধতিতে ধর্ষন করুন। এইডস হইলে ওপরের চিকিত্সা তো আছেই। নবীর পথে জীবন গড়ুন

০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৪

নতুন নকিব বলেছেন:



আপনার মন্তব্যটি পড়বো, ভাবছি।

শুভকামনা আপনার জন্য আবারও।

৪| ০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:১০

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ নতুন নকিব- জনাব, কোরআন ও হাদিসের এই নির্বাচিত একশত সাতটি দোয়া পড়ে আল্লাহ্-র কাছে প্রার্থনা করলে বাংলাদেশে পালিয়ে আসা দশ লাখ রোহিংগা মুসলিম শরণার্থী বার্মায় ফিরে যেতে পারবে ? ইয়েমেনী মুসলিমদের উপর বোমা হামলা বন্ধ হবে ? ফিলিস্তিনিরা নিজভূমি ফেরত পাবে ? সিরিয়ার গৃহযুদ্ধ বন্ধ হবে ?

০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৬

নতুন নকিব বলেছেন:



আপনি ভাগ হয়ে ইয়েমেন, সিরিয়া, বার্মা আর ফিলিস্তিনে ছড়িয়ে পড়া যায় কি না ভেবে দেখুন।

আপনাদের চাপাবাজি তো শুরু হয় ধর্মীয় পোস্ট দেখলেই।

৫| ০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৯

উদাসী স্বপ্ন বলেছেন: @ভিন্নমত, আপনে তো মানুষ, বেচারাদের নান্নামুন্না ফটিক অনুভুতির সত্য ধর্মকে এভাবে চ্যালেন্জ দিতে পারেন না। আর কোরানের বানী বুকে নিয়ে যদি গুলি খেয়ে কুকুরের মতো মরতেই হয় বা ধর্ষিত হতে হয়, সমস্যা কি? মরার পর জান্নাত আছে, সেখানে ৭২ হুর আর দেলমান আর মেয়েদের জন্য গেন্দার বাপ। যারা মারছে তাদের তো আগুনে পোড়ানো হবে। এইটা তো নবী মোহাম্মদ বলেই গেছে। কম কি! বিশ্বাস না হইলে তো করার কিছু নাই। এখন যদি যুক্তি দেন তাইলে তো কইতে হয় আপনার দিলে মোহর মারা।

আমিই তো দিয়াই দিছি সত্য ধর্মে এইডস ক্যান্সারের চিকিৎসাও আছে মৃত্যু ছাড়া। যদি বিশ্বাসের জোর থাকে সকল মেডিক্যাল কলেজ বন কইরা মাদ্রাসা খুলে ইসলামিক মেডিসিনের ওপর কোর্স খুলেন। জাযাকাল্লাহ

০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৮

নতুন নকিব বলেছেন:



আপনি তলে তলে কিন্তু ঠিকই জান্নাতের নাজ নেআমতের লোভে পড়ে যাচ্ছেন মনে হচ্ছে।

০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৯

নতুন নকিব বলেছেন:



উদা ভাই,

ইসলামিক মেডিসিন (ধর্মীয় অনুশাসন) ছাড়া এইডস বন্ধ করার আর কোনো বিকল্প আপাতত: কিন্তু নেই! আপনি সাথে থাকলে ইসলামিক মেডিসিনের উপরে কোর্স চালু করা যেতে পারে!

জাজাকুমুল্লাহু তাআ'লা খাইর।

৬| ০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:২২

সৈয়দ ইসলাম বলেছেন:

খারাপ না, কেউ উপকার নিতে চাইলে পেতে পারে।

০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৮

নতুন নকিব বলেছেন:



সেটাই। কারও যদি কাজে লেগে যায়।

শুভকামনা।

৭| ০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৪

সনেট কবি বলেছেন: চমৎকার লিখেছেন । আল্লাহ আপনার মঙ্গল করুন।

০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৯

নতুন নকিব বলেছেন:



জাজাকুমুল্লাহু তাআ'লা খইর।

মন্তব্যে +++

৮| ০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৪

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ উদাসী স্বপ্ন - নতুন নকিবরা বাস্তবতা উপলব্ধি করতে চায় না। এরা কর্মবিমুখ,পলায়নবাদী,অদৃষ্টবাদী ও ভাগ্যবিশ্বাসী । পাশের দেশ চীন,জাপান ও দক্ষিণ কোরিয়া আজ শ্রম-মেধা-শিক্ষা দিয়ে বিশ্বের সেরা দেশে পরিণত হয়েছে সেটা কি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার জোরে ? নাকি একশত সাতটি দোয়া পড়ে ?

০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫১

নতুন নকিব বলেছেন:



বাস্তবটা আপাতত: আপনিই ভাবুন। বাস্তব ভেবে কি কি করতে পেরেছেন? ফিরিস্তিটাও যদি একটু জানাতেন!

জাপান, চীন, দক্ষিন কোরিয়ার দিকে তাকিয়ে শুধু হা-হুতাশ ছাড়া আর কি কিছু করার আছে আপনাদের?

৯| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৯

উদাসী স্বপ্ন বলেছেন: @ভিন্নমত, নান্নামুন্না মিথ্যা ফটিক ধর্মের লোকজনদের খুচাও কেন? এই যে ফিলিস্তিন নিয়া এত মাতম, এদের পুরা রিলিফের টাকা দেয় জাতিসংঘ ও ইইউ এবং হাসপাতালের ডাক্তার নার্সদের ৯০ শতাংশ সাপ্লাই ও ট্রেনিং দেয় ইসরাইল। ২০০১ সালে পুরা শান্তি চুক্তি সম্পন্ন কিন্তু হয় নাই? কেন কও তো? কারন হিজবুল্লাহ আরাফাতরে থ্রেট দিছে নইলে মাসলম্যানদের এই একটা জিনিস ছাড়া কুনো ছুতা থাকে না। এই যে সন্ত্রাসবাদজিইয়ে রাখা ব্যাক্তিগত অভিলাষের জন্য এটা নিয়ে কিন্তু তারা কোনো কথা বলবে না। নিমকহারাম বললে চরম মাইন্ড করবে। এরা কথায় কথায় বলবে আইএসআইএস নাকি ইহুদীদের বানানো। প্রথম প্রথম বলতো উইকিলিক্সে আছে। যদি লিংক দিয়ে বলেন দেখা কই লেখা? খবর নাই। পরে যুক্তি দেয় যেহেতু ইসরাইল আক্রমন করে না সেহেতু ওদের। ভাই যুক্তির বলিহারী। পাকিস্তান মিশর জর্দান সবাই ইসরাইলের লগে দোস্তি করে। সিরিয়া তুর্কি ইরানের শত্রুতা তারা তো আক্রমন করে না। তাইলে তারাও ইহুদীদের বানানো?

আর ব্লগের এসব নান্নামু্না ফটিকদের খুচাইয়া লাভ নাই। এরা একে তো নিজের পড়ালেখাও ঠিক মতো করে নাই। বাপেরটা খায় পড়ে বেকার । যারা জব করে তারা বাস্তবজীবন্ চরম ফ্রাস্টেটেড। কোরান হাদিস তো পরে, নামাজই ঠিক মতো পড়ে না। ব্লগে যখন দেখে কেউ একটু বিশ্লেষনী লেখা লেখে অমনি শুধু গালি আর থ্রেট। দেখছো তো বেচারা জাল হাদিস নিয়ে পোস্ট দিছিলো, পুলাপান পাকুল্ল খুলে দিছে। লজ্জার পোস্ট সরায় ফেলছে। কোনো কিছু জিগাইলে আজ পর্যন্ত উত্তর দিবার পারে নাই। পারবো কি, কোরানটাও তো ঠিক মতো পড়ে নাই।

বিজ্ঞান আর সাধারন জ্ঞান দিয়া এই মিথ্যা ধর্ম বিশ্লেষন করার মতো সাহস বাদ দাও, সেই মাথাটা পর্যন্ত এদের নাই

০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫২

নতুন নকিব বলেছেন:



আপনার কি মনে হয়েছে জানি না। তবে, জাল হাদিসের পোস্ট ড্রাফট করেছিলাম ভিন্ন কারনে, যেটা আপনার অজানা। সময় সুযোগ পেলে আরেকটু যাচাই বাছাই করে পোস্টটি আবার ফিরিয়ে আনার ইচ্ছেও রয়েছে। এতে আহামরি কী এমন হয়ে গেল বুঝলাম না। পোস্ট ড্রাফট কি আপনি করেন না? সেদিনও তো আপনার আস্ত পোস্ট .........এক গুচ্ছ শুয়োর..... গায়েব করে দিলেন!

তয় আমরা পোস্ট ড্রাফটে নিলেও তা পুনরায় ফিরিয়ে আনার সাহস রাখি, অনেকের তো লেজ গুটিয়ে পালানোর সময়ও থাকে না। সাহস থাকলে ঐ পোস্টখানাই আরেকবার এনে দেখান না!

০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৪

নতুন নকিব বলেছেন:



মজার ব্যাপার কি জানেন! ঘটনাচক্রে আপনার বিখ্যাত হারিয়ে যাওয়া সেই পোস্টখানা কিন্তু আস্তই আমার কাছে রয়ে গেছে! লাগবে? লাগলে আওয়াজ দিয়েন!

১০| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৪

ফারিহা হোসেন প্রভা বলেছেন: বাহ! মাশাআল্লাহ্‌ মাশাআল্লাহ্‌ । অনেক ধন্যবাদ স্যার।

০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৩

নতুন নকিব বলেছেন:



আলহামদুলিল্লাহ। জাজাকুমুল্লাহ।

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা।

১১| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০১

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ উদাসী স্বপ্ন - আপনি ঠিক বলেছেন। গত আগস্ট মাসে US প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার যখন ঘোষণা করল UN Relif & Work Agency (UNRWA)-তে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য তহবিলে 200 মিলিয়ন ডলার চাঁদা আর দিবে না ,তখন ফিলিস্তিনিদের সে কি চিল্লাচিল্লি ! আমেরিকার ডোনেশন নিবে ,আবার আমেরিকার বিরুদ্ধে বিক্ষোভ করবে ! কি দ্বিমুখী আচরণ !

০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৯

নতুন নকিব বলেছেন:



খেলাটা তো খেলছে আমেরিকার দাদা বাবুরাই। তো, বিক্ষোভটা হবে কার বিরুদ্ধে? এখানে দ্বিমুখী আচরন চোখে পড়ে! আর আমেরিকা যে জেরুসালেমকে অবৈধ ইসরাইলের রাজধানী বাতলে দিল তাতে আচরনের কোনো সমস্যা আপনাদের চোখে ধরা পড়লো না? ইসরাইলকে লালন পালন করে কে? আমেরিকা না? অস্ত্র দেয় কে? মদদ দেয় কে? আশ্রয় প্রশ্রয় দেয় কে? এসবে সমস্যা হয় না? যত দোষ নন্দ ঘোষ?

১২| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৭

উদাসী স্বপ্ন বলেছেন: @ভিন্নপথ, আরো বহুত কাহিনী। খোদ ইরানীরাই প্রতিবাদ স্বরুপ মিথ্যা ধর্ম ত্যাগ করে জুরুস্থ্রিয়ানদের পুরানা ধর্ম গ্রহন করছে। যারা ইউরোপ যাচ্ছে তারা দুই দিনের মধ্যে বিকিনি পড়ে পোস্ট দিচ্ছে। ইরানীরা জ্ঞানে বিজ্ঞানও কিছু উন্নত বলে আপনি তাদের মধ্যে সহী ধর্ম মেনে জঙ্গি পাবেন না। লাস্ট যে কটা জঙ্গি এটাক হইছে একটাও ইরানী ছিলো না। সব পাবেন এমন সব দেশ যেখানে জঙ্গি ধর্মের ব্যাপক প্রভাব এবং আধুনিক শিক্ষায় অনুন্নত

একটা উদাহরন দেই গত বছর যখন রোহিঙ্গারা বাংলাদেশে আসে তখন দেশের জঙ্গি হুজুররা তাদের পুনর্বাসনে একটা কার্যক্রম হাতে নেয় সেটা হলো বিয়ে করার মাধ্যমে পুনর্বাসন। দেখেন জঙ্গিদের কি হীন মন! অসহায় নারীদের দুর্বলতার সুযোগ নিয়ে এসব জানোয়ার গুলো তাদের বিয়ে করছে। এটাকে বুস্ট আপের জন্য শুরু হলো মাসনা সুলাসা রুবাআর মতো ঘৃন্য মধ্যযুগীয় দাসী ব্যাবস্থা ব্যাভিচারী কার্যক্রম। এখন আর এসব নাই কারন আন্তর্জাতিক সংস্থা যার একটাও মুসলিম দেশের না তারা পুনর্বার কার্যক্রম শুরু করেছে। তারপরও দেখেন কয়দিন আগে বাংলাদেশ মাদকদ্রব্য সংস্খার একটা লিস্টে সাইফুল নামের বিএনপির এক নেতার নাম আসছে। শুয়োরে মিডলঈস্ট থেকে টাকা এনে রোহিঙ্গাদের দিয়ে ইয়াবা ব্যাবসা করে। বদীর পরেই তার নাম। চোখের সামনেই দেখেন হারামী জঙ্গি মাসলমানদের কুকর্ম। মিডলঈস্টে গরীব নারীরা কাজের জন্য গিয়ে ধর্ষিতা হয় একটাও হুদুদে পড়ে না কারন সহী ধর্মে এটা বাঘ

চরম জঙ্গি মিথ্যা ধর্ম যে শিশুকামী মহান ধর্ষক ডাকাতেরই মর্ষকামী চিন্তা চেতনার ফল তার প্রমান সর্বত্র। কতটা অসুস্থ হলে উটের মুত খেতে বলে তার অনুসারীদের

ওয়াক থু

০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩৯

নতুন নকিব বলেছেন:



খোদ ইরানীরাই প্রতিবাদ স্বরুপ মিথ্যা ধর্ম ত্যাগ করে জুরুস্থ্রিয়ানদের পুরানা ধর্ম গ্রহন করছে।

--- এটা কি আপনার নতুন স্বপ্ন?

একটা উদাহরন দেই গত বছর যখন রোহিঙ্গারা বাংলাদেশে আসে তখন দেশের জঙ্গি হুজুররা তাদের পুনর্বাসনে একটা কার্যক্রম হাতে নেয় সেটা হলো বিয়ে করার মাধ্যমে পুনর্বাসন। দেখেন জঙ্গিদের কি হীন মন! অসহায় নারীদের দুর্বলতার সুযোগ নিয়ে এসব জানোয়ার গুলো তাদের বিয়ে করছে।

--- মিথ্যাচার তো ভালোই পারেন! কোথাকার কোন্ হুজুর রোহিঙ্গা নারীদের বিয়ে করে পুনর্বাসনের কথা বলেছেন? ইনিয়ে বিনিয়ে বানোয়াট ফালতু কথা না বললে পেটের ভাত হজম হয় না আপনাদের?

মিডল ইস্টে যেসব গরীব নারীরা কাজের জন্য গিয়ে ধর্ষিতা হয় তাদের এই নির্মম পরিনতির জন্য ঐ দেশের কতিপয় দুশ্চরিত্র যেমন দায়ী, আমাদেরও দায় কিন্তু কম না। শিয়ালের মুখে মুরগী তো আমরাই তুলে দিচ্ছি। নিজের দায়টা কার ওপর চাপাবেন?

১৩| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৯

রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।

০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩৯

নতুন নকিব বলেছেন:



মোবারকবাদ।

অভিনন্দন।

১৪| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৯:২৭

কাতিআশা বলেছেন: পোষ্টে ++

০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪০

নতুন নকিব বলেছেন:



মন্তব্যে অভিনন্দন।

অনেক ভাল থাকুন।

১৫| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১১:০৭

মাহমুদুর রহমান বলেছেন: আমীন।

০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪০

নতুন নকিব বলেছেন:



ভাল থাকুন। শুভকামনা।

১৬| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১১:১৫

আরোগ্য বলেছেন: ১৩ নং দুআতে " ক্বালা " হবেনা। ভালো পোস্ট। আল্লাহ আপনার মঙ্গল করুন।

০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ৮:৫১

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ। শুভকামনা।

قَالَ আয়াতের অংশ হিসেবে থাকলে কোনো সমস্যা নেই। পূর্বোক্ত আয়াতে মূসা আলাইহিসসালামকে ফেরাউনের নিকট সত্যের আহবান নিয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। বলা হয়েছে-

اذْهَبْ إِلَى فِرْعَوْنَ إِنَّهُ طَغَى

ফেরাউনের নিকট যাও, সে দারুণ উদ্ধত হয়ে গেছে।

এই নির্দেশের প্রেক্ষিতে মূসা আলাইহিসসালাম আল্লাহ পাকের নিকট কিছু বিষয়ে সাহায্য চেয়ে আবেদন করেছেন। এজন্য قَالَ 'তিনি (মূসা আলাইহিসসালাম) বললেন' শব্দটি ব্যবহৃত হয়েছে। সূরাহ 'ত্বোয়া হা' -এর নিচে উল্লেখিত আয়াতগুলো দেখে নিতে পারেন-

قَالَ رَبِّ اشْرَحْ لِي صَدْرِي

মূসা বললেনঃ হে আমার পালনকর্তা আমার বক্ষ প্রশস্ত করে দিন।

وَيَسِّرْ لِي أَمْرِي

এবং আমার কাজ সহজ করে দিন।

وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي

এবং আমার জিহবা থেকে জড়তা দূর করে দিন।

يَفْقَهُوا قَوْلِي

যাতে তারা আমার কথা বুঝতে পারে।

وَاجْعَل لِّي وَزِيرًا مِّنْ أَهْلِي

এবং আমার পরিবারবর্গের মধ্য থেকে আমার একজন সাহায্যকারী করে দিন।

هَارُونَ أَخِي

আমার ভাই হারুনকে।

اشْدُدْ بِهِ أَزْرِي

তার মাধ্যমে আমার কোমর মজবুত করুন।

وَأَشْرِكْهُ فِي أَمْرِي

এবং তাকে আমার কাজে অংশীদার করুন।

كَيْ نُسَبِّحَكَ كَثِيرًا

যাতে আমরা বেশী করে আপনার পবিত্রতা ও মহিমা ঘোষনা করতে পারি।

وَنَذْكُرَكَ كَثِيرًا

এবং বেশী পরিমাণে আপনাকে স্মরণ করতে পারি।

إِنَّكَ كُنتَ بِنَا بَصِيرًا

আপনি তো আমাদের অবস্থা সবই দেখছেন।

১৭| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ২:২৫

বোকামানুষ বলেছেন: সুন্দর পোস্ট তবে দুয়াগুলোর বাংলা উচ্চারণ সাথে পোস্ট পরিপূর্ণতা পেত আর যারা আরবী পারেনা তারা বাংলা উচ্চারণ দেখে শিখে নিতে পারতো যার যে দুয়া ভাল লাগে

০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ৮:৫৬

নতুন নকিব বলেছেন:



বাংলা উচ্চারনে কুরআনুল কারিমের আয়াত লেখা কষ্টসাপেক্ষ একটি কাজ। তদুপরি ভুল থেকেই যায়। কারন, মাখরাজ সঠিকভাবে না জানা থাকার কারনে সমস্যা এড়ানো কঠিন হয়ে পড়ে। অনিচ্ছায় হলেও যিনি ভুল করে পড়বেন, তার কিছুটা দায় যিনি লিখেছেন তার উপরেও মনে হয় থেকেই যায়। এজন্য আগ্রহী প্রত্যেকের উচিত, মাখরাজসহ সহীহভাবে কুরআনে পাকের তিলাওয়াত শিখে নেয়া। আল্লাহ পাক আমাদের সহীহ তিলাওয়াত শেখার তাওফিক দান করুন।

সুন্দর আন্তরিকতাপূর্ন পরামর্শে কৃতজ্ঞতা। ভাল থাকবেন অনেক।

১৮| ০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ৮:৫৩

নীল আকাশ বলেছেন: বোকামানুষ বলেছেন: সুন্দর পোস্ট তবে দুয়াগুলোর বাংলা উচ্চারণ সাথে পোস্ট পরিপূর্ণতা পেত আর যারা আরবী পারেনা তারা বাংলা উচ্চারণ দেখে শিখে নিতে পারতো যার যে দুয়া ভাল লাগে।

নকীব ভাই, আপনার প্রতি টা পোষ্ট সংগ্রহ করে রাখা মতোও । এটাও দারুন হয়েছে। উপরের মন্তব্যের সাথে আমিও একমত। যদিও বাংলা উচ্চারনে আরবি পড়া ঠিক না, তারপরেও যারা আরবী পারেনা তারা বাংলা উচ্চারণ দেখে শিখে নিতে পারতো যার যে দুয়া ভাল লাগে।

আল্লাহ আপনাকে কবুল করে নিক, ছুম্মা আমীন।

০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ৯:০৫

নতুন নকিব বলেছেন:



দু:খিত! আপনার হৃদয়ছোঁয়া মন্তব্যটি দেখার পূর্বেই বোকামানুষের মন্তব্যের উত্তরটি লিখে ফেলেছি। আপনিও যখন একই কথা বলেছেন, আপনাদের কথার সম্মান রেখে দেখি, দুআ মুনাজাতগুলো বাংলায় লিখে দেয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

পাশে ছিলেন, আছেন বলে ভাল লাগে। ব্লগে থাকবো না থাকবো না করেও আপনাদের মত ভাল কিছু মানুষের টানে বারবার ফিরে আসি। গত রাতেও আমার ব্লগে ফ্লাডিং হয়েছে। মনটা বিক্ষিপ্ত ছিল। নিজেকে অপরাধী অপরাধী লাগছে।

আল্লাহ পাক আপনাকেও কবুল করে নিন। অনেক ভাল থাকবেন।

১৯| ০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ৯:০৯

নীল আকাশ বলেছেন: এদের কথায় কিছু মনে করবেন না। আমরা সব সময় আপনার বিপদে পাশে থাকবো। কেউ যখন আপনার পাশে দাড়ায়নি, আমি একা আপনার জন্য সামু তে পোষ্ট দিয়ে প্রতিবাদ করেছি..........সব সময় করে যাব, যেখানে প্রয়োজন........

আল্লাহর রাস্তায় কখনো মনে করবেন না আপনি একা.........
আল্লাহ পাক আপনাকেও কবুল করে নিন। অনেক ভাল থাকবেন।
ধন্যবাদ।

০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ৯:২০

নতুন নকিব বলেছেন:



আল্লাহ পাক ছাড়া কেউ জানে না, কতটা কষ্ট মনের ভেতরে জমেছিল। কাউকে বলা যায় না। ন্যূড ফ্লাডিং। ছি: ছি: এমন চরম নোংড়ামিও কি মানুষ করতে পারে? ভাবতেও অবাক লাগে! শুনলে আশ্চর্য্য হবেন, ২৩৩ টি অশ্লীল ছবিযু্ক্ত কমেন্টস দিয়ে আমার অসংখ্য পোস্ট নোংড়া করা হয়েছে গতরাতে।

আল্লাহ পাক তাদের হেদায়েত নসিব করুন। জানি না, কতজন ব্লগার না জানি আমার পোস্টে ঢুকে লজ্জিত হয়েছেন। তাদের কাছে ক্ষমাপ্রার্থী।

আপনার ভালবাসার মূল্য দেয়ার সাধ্য হয়তো নেই। শুধু এতটুকুই বলতে চাই, পাশে থাকায়, সাহস দেয়ায়, প্রেরনা দেয়ায় আপনিও হৃদয়ের গভীরে রয়েছেন।

অনেক ভাল থাকুন। পথ চলা অব্যহত থাকুক। অবিরাম। কোনো বাধাকেই পরোয়া করি না, ইনশাআল্লাহ।

২০| ০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৪

কানিজ রিনা বলেছেন: অসাধারন উপস্থাপন, কোরআনের জ্ঞান
অর্জন করা প্রতিটি মুসলমানের দায়ীত্ব
কর্তব্য। মাত্র ৪০/৫০ বছর অর্থ সহ
কোরআনের তফসির পাওয়া যায়।

জঙ্গী কত প্রকার কি কি তা কি ভিন্ন চিন্তা
উদাশীরা অবলকন করেনা? ডাবল বুশ যখন
পাকিস্তানের সহায়তায় আফগানস্তান আক্রমন
করে ধ্বংশ স্তুপে পরিনত করল ইরাকে
মিথ্যা অজুতে দেশটাকে ছারখার করে দিল।
গোপন জঙ্গী দমনের নামে হাজার লক্ষ
শিশু নারী নিরাঅপরাধ মানুষের প্রান দিতে
হোল সেই ডাবল বুশ জঙ্গী হোলনা।
এখন ইয়েমেন শিরিয়া সৌদীর হাত ধরে
নিরঅপরাধ শিশু নারী হতে নিরঅপরাধ
লোক জনের প্রান যাচ্ছে।
ওপেন জঙ্গী গোপন জঙ্গী একই মুদ্রার
দুই পিট। আধুনিক বিজ্ঞান এটমিক বোমা
তৈরি করে পৃথিবীর সকল প্রান ধ্বংশের
সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। গোপন জঙ্গীরা
আত্বঘাতী বোমা গ্রেনেড ব্যবহার করছে সেটাও
আধুনিক বিজ্ঞানের উদ্ভব।
ট্রাম্প ও কিংজন উং যখন পৃথিবীটা ধ্বংশের
জঙ্গী জঙ্গী ভাব এটমিক বোম বিস্ফোরনে
পৃথিবী উড়িয়ে দিবে তখন ট্রাম্প কিংজং
উনের আব্বা ডাকতে বাধ্য হোল।
এখন গোপন জ্ঙ্গী আর ওপেন জ্ঙ্গীর
সিস্টেম লস নিয়ে ভাবার সময় এসেগেছে।
ওপেন এটোমিক জ্ঙ্গী ও গোপন সুইসাইড
জঙ্গী একে অপরের আব্বা ডাকতে হবে।
তানা হলে পৃথিবীর সভ্যতা আর ফিরে আশা
সমম্ভব না।
ধর্ম নিয়ে যারা বিদ্বেশ ছড়িয়ে বেড়াচ্ছে
তারা নাস্তিক। একই মুদ্রার দুইপিট জঙ্গী
ও নাস্তিক। যেমন নাস্তিকরা ধর্মের বিরুদ্ধে
কথা বলবেই জ্ঙ্গীরা তা ছেড়ে দিবেনা।
চাপাতী ব্যবহার করবেই কেউ কারো থেকে
কমতি নয়।
ধর্মে বিদ্বেশ ছড়ানো লোক থাকবেই বিশেষ
কোরআন হযরত মোহাঃ সাঃ ইসলাম নিয়ে
১৪/১৫ শত বছর ধরেই বিদ্বেশ ছড়ানো
হাজার হাজার নাস্তিক ছিল থাকবে।
সবই আবর্জনার স্তুপে জড়ো হবে। কেউ
মরবে কেউ জন্ম হবে। স্বয়ং আল্লাহ্
কোরআন মোহাঃ সাঃ রক্ষা ও হেফাজতকারী।
অসংখ্য ধন্যবাদ কষ্টসাধ্য পোস্টে।

০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৩

নতুন নকিব বলেছেন:



অসাধারন একটি মন্তব্য পেয়ে আন্তরিকভাবে আনন্দিত। দাঁতভাঙ্গা জবাবটা দিয়ে দিলেন দুই ভদ্রলোককে। কিন্তু এদের বলে কি কোনো লাভ হবে? কথায় বলে না, চোরা না শোনে ধর্মের কাহিনী! বিদ্বেষের কৃষ্ণাগ্নি কারো কারো অন্তরকে অন্ধকারাচ্ছন্ন করে রেখেছে। আলোকিত কোনো কিছুকেও তাই কেউ কেউ আঁধারই দেখতে পায়।

ইসলাম ধর্মের বিরুদ্ধে মিথ্যাচার আর ঘৃনা ছড়িয়ে দেয়ার ঠিকাদারি নিয়েছেন যাহারা তাহাদের কি আপনি চিনেন?

অনেক ভাল থাকবেন।

২১| ০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩২

ব্লু হোয়েল বলেছেন: ভাল লাগল । আয়াতগুলো পর্যায়ক্রমে একাধিক দিনে এবং প্রতিটি আয়াতের শেষে সূরা ও আয়াতের নাম্বার লিখলে আরো ভাল হতো । +++

সর্বমোট কমেন্ট ২০ টি
সকলেই এর প্রশংসা করছে শুধু ৥ ভিন্নচিন্তা ভিন্নপথ ভিন্নমত৥ উদাসী স্বপ্ন ব্যতিত ।
আল্লাহ এদের হেদায়েত দান করুন ।

০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৭

নতুন নকিব বলেছেন:



ভাল পরামর্শ দিয়েছেন। সময় বাঁচানোর জন্য ইচ্ছে থাকা সত্বেও পোস্টের সৌন্দর্য্য বৃদ্ধিতে আপনার বলা কাজগুলোসহ আরও কিছু কাজ করতে পারিনি। দেখি, সুযোগ পেলে চেষ্টা থাকবে ইনশাআল্লাহ।

জ্বি, তাদের দু'জনের জন্যই শুভকামনা। সত্য সঠিক পথে তারা পরিচালিত হতে পারেন, কামনা নিরন্তর।

অনেক ভাল থাকবেন। শুভকামনা জানবেন।

২২| ০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫২

যাযাবর চখা বলেছেন: অত্যন্ত দরকারি পোস্ট। সরাসরি প্রিয়তে নিলাম।

০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৪

নতুন নকিব বলেছেন:



পোস্ট প্রিয়তে নেয়ায় কৃতজ্ঞতা। অনেক ভাল থাকুন।

২৩| ০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৫

উদাসী স্বপ্ন বলেছেন: @ভিন্নপথ, আরেকটা কথা, পোস্টদাতা কিন্তু কোরানের তেলোয়াতই শুদ্ধ করে করতে পারে না অথচ এই বিশাল কপি পেস্ট ুক্ত পোস্ট মেরে ভাব নিতেছে

০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৩

নতুন নকিব বলেছেন:



অামার তিলাওয়াত শুনেছেন কখনো?

উত্তর অবশ্যই 'না'।

অার নিজ কানে না শুনে কারও তিলাওয়াতের শুদ্ধাশুদ্ধ বিচার করা যায় কিভাবে? না কি এটাও শিয়াদের লিখিত ইতিহাসে পেয়েছেন?

বহুত বিনোদন!

২৪| ০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৩

আরোগ্য বলেছেন: আপনার পোস্ট দেখে অনেকে দুআ মুখস্থ করতে পারে আর সবাই আরবী শব্দ বুঝে না।ভাবলাম কেউ হয়তো ক্বালা সহ মুখস্থ করবে ফলে ভুল হবে। এজন্যই আপনাকে জানালাম। আশাকরি আমার উদ্দেশ্য বুঝতে পেরেছেন।

০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৮:২১

নতুন নকিব বলেছেন:



বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক করে দিলাম। কিন্তু قَالَ সহ পড়লেও পুরো আয়াত পড়া হবে। তাতে ভুল হওয়ার সম্ভাবনা কোথায়?

অনেক ভাল থাকবেন। পুনরায় মন্তব্যে আসায় কৃতজ্ঞতা।

২৫| ০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
মোবারকবাদ।
অভিনন্দন।

ভালো থাকবেন। সুস্থ থাকবেন।

০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৫

নতুন নকিব বলেছেন:



কৃতজ্ঞতা পুনরাগমনে।

২৬| ০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৭

ব্লু হোয়েল বলেছেন: وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاء وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلاَ يَزِيدُ الظَّالِمِينَ إَلاَّ خَسَارًا

“ ওয়ানু নাজ্জিলু মিনআল কুরআনি মা হুয়া শিফা’আ ওয়া রাহমাতুল লিল মু’মিনুন, ওয়ালা ইয়াজিদুজ যুয়ালিমিনা ইল্লা খচারা”
সূরা বনি ইসরাইলঃ আয়াত-৮২
অর্থঃ আমি কোরআনে এমন বিষয় নাযিল করি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনের জন্য রহমত। গোনাহগারদের তো এতে শুধু ক্ষতিই বৃদ্ধি পায়।

০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৬

নতুন নকিব বলেছেন:



জ্বি, সুন্দর উত্তম মন্তব্য রেখে গেলেন। জালিমদের জন্য কুরআনের আয়াত ক্ষতি বৃদ্ধিরই কারন হয়ে থাকে। ধন্যবাদ।

২৭| ০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৩

সাহিদুর রহমান তুর্য বলেছেন: খুব সুন্দর পোস্ট।
কিন্তু কষ্ট হয় এই ভেবে যে, মুসলমান হওয়ার কারনেই কিছু উল্টা-পাল্টা কথা শুনে ও চুপ থাকতে হয়।কারন আল্লাহ পাক রাব্বুল আলামিন ঐ সব লোকের কথায় ক্ষিপ্ত হতে নিষেধ করেছেন।বরং তারা যাই বলুক আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের একচুল তো ভালো এক বিন্দু পরিমান ইজ্জত কমবে নাহ।
কোনটা যে সত্য ধর্ম তা মৃত্যুর কিছুক্ষন আগে আর মৃত্যুর পর ঠিকই অনুধাবন করতে পারবেন।আল্লাহ তুমি এই সব জ্ঞানী ব্যক্তি গুলারে আরো জ্ঞান দাও যাতে তারা তোমার পথে ফিরে আসে।
ভাই আপনার জন্য অনেক অনেক শুভ কামনা।

০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৮

নতুন নকিব বলেছেন:



স্বাগত এবং শুভকামনা আপনার জন্যও। অনেক সুন্দর একটি কমেন্ট রেখে গেলেন। মোবারকবাদ। ভাল থাকুন। সবসময়।

২৮| ০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪১

কানিজ রিনা বলেছেন: তারা শুধু ইসলাম বিরোধী, কৃষ্ণ সাদী
করেছিলেন লক্ষ লক্ষ সেখানে কোনও
দৈহিকতা ছিল কি? রাধা ছিল তার প্রেমের
রানী ও কৃষ্ণ আরও কাছের বউ ছিল।
তবুও তিনি ভগবান কৃষ্ণ রুপে পূজনীয়।
তা কি কোনও অশালীন জঘন্য ভাষাবিদ
কৃষ্ণকে চরিত্রের কলংক দিয়ে পূজা বন্ধ
করতে পারবে? না পারবে না। প্রাচীন যুগে
ভারত উপমহাদেশে নারীর সংখ্যা বেশী ছিল।
এক একটা যৌথ ফ্যামিলিতে অনেক কিশোরী
যুবতী প্রায় অর্ধেক বিয়ে দিতে না পারায়।
কৃষ্ণর সাথে নামে মাত্র বিয়ে দিয়ে এমন কি
বটগাছের সাথে বিয়ে দিয়েও
শাখা শিদুঁর পড়ানোর ব্যবস্থা করা হত।
চরিত্রহীন বাটপারদের হাত হতে বাঁচানোর
জন্য। শাখা সিদুঁর পরিহিত মেয়েদের দিকে
কেউ হাত বাড়াতো না। তদপুরি কৃষ্ণ ছিলেন
একজন পূরোহীত। এভাবে ভারত উপমহাদেশে
পূরোহীতরা অসংখ্য বিয়ের মাধ্যমে নারী
জাতীকে বাঁচিয়েছে। তথাপি সেইসব নারীকে
মিথ্যা আশ্বাস দেওয়া হত স্বামী আসবে বলে।
বানিজ্যে গেছে ফিরে আসতে দেরি। সেই
ফিরে আসার অপেক্ষায় নারীরা জীবন পাড়
করে দিত। সংখ্যায় বেশী নারীর ভারত বর্ষের
নিয়ম এমনই ছিল। তাই বলে কৃষ্ণ চরিত্র
কলংক দিয়ে তার পূজা বন্ধ দূরহ কাজ।

আসলে জ্ঞানীরা কখনও ধর্ম নিয়ে কুটকেচাল
করেনা। যা কোনও বিজ্ঞানী জ্ঞানী নাস্তিক
কোনও জঘন্য ভাষা ব্যবহার করে নাই
কোনও ধর্ম নিয়ে। যেমন জতীরবিদ
এন্থনিফ্লু মহানাস্তিক শেষ মেশ স্বীকৃতি
দিয়েছেন বিগব্যাং বিস্ফোরন কোনও
এক সুপরিকল্পিত সুনিয়ন্ত্রন সত্বার হাতে
নিয়ন্ত্রিত। এমন অনেক মহাবিজ্ঞানীরা শিকার
স্বীকৃতি দিয়েছেন।
যেমন বস্তুবাদী দার্শনিক হাবল মহাবিজ্ঞানী
আইনস্টাইন, স্যার আর্থার এরিংটন,জতির
বিজ্ঞানী ফ্রেড হোয়েল,জর্জগামা,আর্নাড
ফ্রিনসিয়া, হুইলসন, ডেনিসস্কীয়ামা, হিউক্লস
পলডেভিন্স আরও অনেক বিজ্ঞানী বস্তুবাদী
দার্শনিক একমতে স্বিকৃতি প্রদানে সম্মতি
দিয়েছেন। কোন সেই শক্তি সুনিয়ন্ত্রীত ক্রমধারা
সুনিপুন নিয়ন্ত্রক সতন্ত্র সত্বা। যার পরিকল্পনায়
নিঃসন্দেহে বিগব্যাঙ বিস্ফোরিত ঘটেছে
এবং তিনি পরিকল্পিত সতন্ত্র সত্বা সৃষ্টি কর্তা।

০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩০

নতুন নকিব বলেছেন:



সুন্দর বলেছেন। ধন্যবাদ। শুভকামনা অশেষ।

২৯| ০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৮

উদাসী স্বপ্ন বলেছেন: এই এনথনি ফ্লু কেডা? আইনস্টাইন কই কইলো বিগব্যাং প্যাগান গড আল্লাহ করছে? হাবল দার্শনিক ছিলো? আর বাকি গুলান কারা? তারা কি পরে মাসলম্যান হইছে?

এই লিখছে কামিজ ফাটেনা? মাথা আমার ঘুরায় বমি বমি লাগে....

০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩৫

নতুন নকিব বলেছেন:



এসব সত্য তত্ত্বে আপনার বমি আসে?

নাম বিকৃত করে লিখছেন কেন? এটা তো নিকৃষ্টতর ইতর শ্রেনির লোকদের কাজ।

৩০| ০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৬

কানিজ রিনা বলেছেন: হা হা হা উদাশী মাথায় তেল পানি দেন। আর
নাম গুল মুখস্ত করে গুগুলে সার্স দেন।
আপনি তো আবার বেশী জ্ঞানী এও বলবেন
তারা কেউ বিজ্ঞানী না যেনন বলেছেন
বিজ্ঞানী ডাঃ শমশের আলিকে। ওহো আপনি
তো আবার অশ্লীল ভাষার উপর প্রকোশল
ডক্টরেট করেছেন। মিলিয়ন মিলিয়ন ডলার
কামাচ্ছেন। আসলে ইসলামের কলংক
দেওয়ার ঠিকাদারীরা তো পায়খানায় বসবাস
করে যেমন মোফাস্সিল মুফা। সে খুব
টাকার গরম দেখায়। মাঝে মাঝে ভারতে
আসে মানুষীক চিকিৎসার জন্য। কারন
ভারতের একজন বড় ডাক্তার তার মানুষীক
চিকিৎসা করাচ্ছে।
আচ্ছা উদাশী আপনি ধরে নিন আমি
আপনার বড়বোন আর বড় বোনতো মায়ের
মত আমি কি আপনাকে কোনও খারাপ
ভাষায় গালি দিয়েছি? আপনার জম্মদাতৃ
কি আপনাকে কখনও শুয়োরের বাচ্চা বলেছে?
আপনি কি কোনও বস্তিতে থেকে বড় হয়েছেন? তানা হলে এসব ভাষা কোথায়
শিখলেন? আপনার দারুন অহংকার আপনি
প্রকোশল আপনার স্যারেরা কি এসব ভাষা
আপকে ব্যবহার করেছে?একজন বস্তির
ছেলেও শিক্ষিত হলে আমার মনে হয়
আপনার মত জঘন্য অশ্লিল ভাষা ব্যবহার
করবে না।
আর কাকে নিয়ে করছেন? হযরত মোহাঃ
সাঃ নিয়ে যার নাম পৃথিবীর উত্তর দক্ষিন
পুর্ব পশ্চিম এমন কোনও জায়গা নেই তার
পবিত্র নাম উচ্চারিত হয়না। তিনি আল্লাহ্
প্রেরিত মহামানব আল্লাহর রাসুল। সব
মুসলিমের হৃদস্পন্দন।

০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩৭

নতুন নকিব বলেছেন:



এদের ভাল কথা যতই বোঝান, অন্তরে চিন্তা-ভাবনা বিপরীতমুখী। সত্যের অপলাপে যারা আনন্দ খোঁজেন, তাদের আর কত বোঝাবেন! এই পোস্ট উদাসীকে নিবেদন করেছিলাম। ভেবেছিলাম, তিনি সংযত হয়ে নিজের সম্ভ্রম রক্ষা করে কথা বলবেন। অন্তত: এই পোস্টটিতে। কিন্তু তিনি যাহা তাহাই............!

৩১| ০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৪

উদাসী স্বপ্ন বলেছেন: সর্বনাশ! একটা ভুল হয়ে গেছে। আপনার নামের কাছাকাছি আমার এক পরিচিত ছিলো। তারে কামিজ ফাটেনা ডাকতাম তার সামনেই। সমস্যা হলো আইওএস অটোকারেক্ট এই কুক্ষনেই এই শব্দটা বেছে নিছে। যদিও অজুহাত দেয়া বোকামী তাই দোষ নিজের ঘাড়ে পেতে নিচ্ছি।

আপা আমি ট্রিপল ই এর ছাত্র ছিলাম যেটা কিনা এপ্লাইড ফিজিক্সের সমার্থক। আমাদের প্রিইন্জিনিয়ারিং কোর্সে কোয়ান্টাম ফিজিক্স বিগ ব্যাং এবং তা নিয়ে কার কি তত্ব সবই মাথাতে আছে। আর আপনি যদি তাকে এডউইন হাবল চেনান, বিগ ব্যাং থিওরির মিথ্যা ধর্মের অপভ্রংশ শোনান কেমনে কি!

তবে আপনি একজন কানিং মহিলা। শমসেরের কাহিনী আর তার প্রকাশিত জার্নালের নাম দিলে আপনি সেই পোস্টে কিছু না বলে সনেট কবির পোস্টে গীবত করেন এবং আমাকে মিথ্যুক বলেন। আর আমি যখন শমশের আলীরউইকি পেজের লিংক কপি করে আপনার পোস্টে কমেন্ট করি আপনি আমার কমেন্ট মুছে দেন।

ভাই মাসলম্যান গুলো আপনাদের মতো এত মিথ্যাবাদী কানিং চরিত্রের হয় কেন?

০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪০

নতুন নকিব বলেছেন:



সর্বনাশ বলছেন কেন? অভিনয় তো ধরা পড়ে গেল। নিজেই তো স্বীকার করলেন, নাম বিকৃত করে ডাকা আপনার ছোটবেলার বদ অভ্যাস। তাহলে আবার দু:খ প্রকাশের প্রয়োজন কি? বললেই তো হয়ে যায়, 'ইটস মাই হ্যাবিট! হ্যাবিচুয়ালি আমি এমনই!'

কানিং চরিত্রের লোকটা এখানে আসলে কে???

৩২| ০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৮

উদাসী স্বপ্ন বলেছেন: আরেকটা কথা পাবলিক ইউনিভার্সিটিত্ বস্তির গরীব পোলাপানরাই পড়ে। বড় লোকের পুলাপান পড়ে না। তারা পড়ে প্রাইভেটে।

আর আমার নাম ভেঙ্গানোর অভ্যাস ছোটবেলা থেকেই। ক্লাসের সবাইকেই একটা নাম দিতাম। এটা স্কুল কলেজ ইউনির একটা ট্রেন্ড সমস্যা হলো আপনি মনে হয় খুব বেশী স্কুল কলেজে পড়েননি তাই জানেন না এই দুস্টুমি সম্পর্কে

০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪২

নতুন নকিব বলেছেন:



আর আমার নাম ভেঙ্গানোর অভ্যাস ছোটবেলা থেকেই। ক্লাসের সবাইকেই একটা নাম দিতাম।

--- সত্য স্বীকার করে নিলেন দেখে ভাল লাগলো। এজন্য একটা ধন্যবাদ।

৩৩| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৪

কানিজ রিনা বলেছেন: এন্থনিফ্লু কেডা হাবল দার্শনিক ছিলেন
আহারে ফিজিক্সের ছাত্র বিজ্ঞান যে
দর্শন তাও জানেনা হা হা হা। আমি
তো স্কুল কলেজে পড়িনাই তাও বস্তির
মত ভাষা ব্যবহার শিখিনি কোনও শিক্ষিত
জ্ঞানী কি বলে বেড়ায় আমি হেন তেন
মহারথী? উদাশী আসলে আপনি অল্প
বিদ্যায় ভয়ংকরী হয়ে উঠেছেন।

একজন প্রকশল ফিজিক্সের ছাত্রর এন্থনিফ্লু
কেডা, আর সব বিজ্ঞানিদের চিনেও না।
হা হা হা এইসব বস্তুবাদী বিজ্ঞানী দার্শনিক
জতির বিজ্ঞানী পদার্থ বিজ্ঞানী। না চিনার কি
আছে? আমিতো অশিক্ষিত তাইনা?
তোমার মগজের পরিধি এত কম?

০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪৩

নতুন নকিব বলেছেন:



চালিয়ে যান। ধন্যবাদ।

৩৪| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৮

উদাসী স্বপ্ন বলেছেন: Antony Garrard Newton Flew (/fluː/; 11 February 1923 – 8 April 2010)[1][2] was an English[3] philosopher. Belonging to the analytic and evidentialist schools of thought, Flew was most notable for his work related to the philosophy of religion
এন্থনি ফ্লু একজন ফিলোসফার


Edwin Powell Hubble (November 20, 1889 – September 28, 1953)[1] was an American astronomer. He played a crucial role in establishing the fields of extragalactic astronomy and observational cosmology and is regarded as one of the most important astronomers of all time.[2][3]

এডউইন হাবল একজন এস্ট্রোনমার। তার হাবল ধ্রুবক ছাড়া জ্যোতির্বিজ্ঞান অচল

আর কোনো মিথ্যা যোগ করবেন?

সবাই কিন্তু দেখতেছে পড়তেছে

০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪৬

নতুন নকিব বলেছেন:



কোনটা সত্য আর কোনটা যে মিথ্যে সব একদিন পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, বলতে পারেন, মিথ্যাচারে এই ব্লগে সবচেয়ে এগিয়ে কে?

৩৫| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৫

স্বপ্নডানা১২৩ বলেছেন: মাশাল্লাহ, সুবহানাল্লাহ!! ব্লগে রিনাপুর বিজ্ঞান বিষয়ক জ্ঞানের পলল ভূমিটুকু দেখে বিমোহিত হলাম।

০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪৭

নতুন নকিব বলেছেন:



জাজাকুমুল্লাহ। অভিনন্দন আপনাকে।

ভাল থাকুন অনেক।

৩৬| ০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৬

শামছুল ইসলাম বলেছেন: জাযাকাল্লাহু খাইরান।

প্রিয়তে নিলাম।

০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৪

নতুন নকিব বলেছেন:



জাযাকাল্লাহু তাআ'লা খাইর।

প্রিয়তে নেয়ায় মুগ্ধতা এবং কৃতজ্ঞতা।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.