নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

ধোকা

০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৪



আকলের জমিতে অজ্ঞতার বপন,
বিবেকের ঘরে তাই ধরেছে পোকা।
শুভ্র দেস্তার মস্তকে বেধেঁছি যদিও,
বিশ্বাস করে মানুষ খেয়েছে ধোকা।

লোভাতুর মন, বিপুল ক্ষুধার পেট
উদরপুর্তি হয় যদিও, মনের গহীনে
অন্তহীন যেই ক্ষুধা লুকিয়ে ঘুমায়
সে ক্ষুধা মিটাবে কে আছে এ জমিনে?

লোভে পরাজিত, বিকিকিনি হই
মনে- 'আরো চাই', 'আরো চাই' ধ্বনি।
দুনিয়া কামাই, আখিরাত বিস্মৃতির
হাহাকার ওঠে বাতাসে গুঞ্জরনি।

হায়! কোন্ পথে চলেছি হেটে আজ,
আমরাইতো নিজেদের রাহবার বলি!
এই পথে হেটেছে কি কাবার পথিক?
না কি ইহা আঁধারের শর্টকাট গলি?

মনের জমিনে মহামারি, নিভূ নিভূ
ঈমানের ঘরে কুয়াশা বেধেছে দানা।
লোভে কাতর চকচক করা চোখে
দুনিয়া নামক শয়তান দিয়েছে হানা।

যাত্রা তোমার কাবার পানেই যদি
নিজকে ভাবো কাবার মুসাফির?
লোভ লালসার বুকে করি পদাঘাত
ফিরে এসো ফিরে এসো শিগগির।

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৯

নজসু বলেছেন: সুন্দর আহ্বান।
বাঁকা পথ ছেড়ে সোজা পথে চলি সবাই।

০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৪

নতুন নকিব বলেছেন:



সুন্দর আহ্বান।
বাঁকা পথ ছেড়ে সোজা পথে চলি সবাই।


নিজেকেই এই আহবান সর্বাগ্রে জানাই।

ধন্যবাদ, অনেক সুন্দর একটি মন্তব্য রেখে যাওয়ায়।

ভালো থাকুন সারাক্ষন।

২| ০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৫

নীল আকাশ বলেছেন: দুর্দান্ত একটা কবিতা লিখেছেন রে ভাই! শয়তানে ধোকায়ে পড়ে প্রতিনিয়ত আমার সিরাতুল মুস্তাকিম থেকে শুধু দুরে আর দুরেই চলে যাচ্ছি, মৃত্যুর আগে শুধু বুঝতে পারি কি সর্বনাশ আমরা করে গেলাম এই জীবনে.....শুন্য আর রিক্ত হাতে অনন্তের পাথে যাবার আগে সবারই আত্ম উপলব্ধি হোক, এই শুভ কামনায়........

০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৬

নতুন নকিব বলেছেন:



মন্তব্যে লাইক। এমন মন্তব্য পেলে সত্যি আপ্লুত হতে হয়। আপনার আগমন আনন্দিত করলো।

শয়তানে ধোকায়ে পড়ে প্রতিনিয়ত আমার সিরাতুল মুস্তাকিম থেকে শুধু দুরে আর দুরেই চলে যাচ্ছি, মৃত্যুর আগে শুধু বুঝতে পারি কি সর্বনাশ আমরা করে গেলাম এই জীবনে.....শুন্য আর রিক্ত হাতে অনন্তের পাথে যাবার আগে সবারই আত্ম উপলব্ধি হোক, এই শুভ কামনায়........

আপনার অনন্য এই উপলব্ধি ছড়িয়ে পড়ুক হৃদয়ে হৃদয়ে।

শুভকামনা। ভালো থাকবেন অনুক্ষন।

৩| ০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৭

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল প্রিয় নকীব ভাই,

সুন্দর একটি কবিতা সকালে ব্লক খুলতেই পেলাম। মনটা ভরে গেল একেবারে । কিন্তু ধোঁকর হাত থেকে আমরা মুক্ত হতে পারবো?

অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নিয়েন ।

০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৯

নতুন নকিব বলেছেন:



প্রিয় চৌধুরি ভাই,

সত্যি বিমুগ্ধ হয়ে আপনার হৃদয়ের আলো মেশানো লেখা, কমেন্টগুলো পড়ি। প্রতিটি মানুষের প্রতি হৃদয়ের যে টান, যে দরদ আপনার অন্তরে বিরাজমান, সত্যি অভিভূত হই। প্রত্যেককে আপন করে নেয়ার এই যাদুমন্ত্র আমারও আত্মস্থ করতে ইচ্ছে হয়।

আন্তরিক মন্তব্যে কৃতজ্ঞতা।

শুভকামনা এবং নিরন্তর ভালো থাকার দুআ আপনার জন্য।

৪| ০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৪

আরোহী আশা বলেছেন: দুর্দান্ত কবিতা লিখেছেন

০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১১

নতুন নকিব বলেছেন:



মোবারকবাদ।

আগমনে কৃতজ্ঞতা। অনেক অনেক ভালো থাকুন, প্রার্থনা।

মন্তব্যে +++

৫| ০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

আরোগ্য বলেছেন: দারুণ লিখেছেন নকীব ভাই। খুব ভাল।

০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৬

নতুন নকিব বলেছেন:



বিকিকিনির এই যুগে সবই কেনাবেচা হয়। অনুভব, অনুভূতি, মূল্যবোধও। বাকি অার থাকলো কী?

ধন্যবাদ মন্তব্যে অাসায়।

অনেক শুভকামনা।

৬| ০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১০

রাজীব নুর বলেছেন: চমৎকার।

০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৭

নতুন নকিব বলেছেন:



শুভকামনা অাপনার জন্য।

৭| ০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

হাবিব বলেছেন: চমৎকার লিখেছেন

০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৯

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ, শুভকামনা অশেষ।

৮| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৮

এস এম ইসমাঈল বলেছেন: এতো সুন্দর কথামালা
ছেড়ে আসতে মন চায়না।
আমি কিন্তু আপনার লেখার মনোযোগী পাঠক। সেজন্য আপনার লেখার সমালোচনা করার একটা অলিখিত দায়িত্ব কাঁধে তুলে নিলাম। জেহালত না লিখে সেখানে মূর্খতা শব্দ ব্যবহার করা যেত। আর বেশী আরবী ফারসী শব্দ লেখায় ব্যবহার না করা ভাল।
পাঠকের বুঝতে সুবিধা হয়। অবশ্য এটা আমার ব্যক্তিগত মত। মননশীল লেখায় একরাশ মুগ্ধতা। +++++

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:২০

নতুন নকিব বলেছেন:



হৃদয় ছুঁয়ে যাওয়া মন্তব্যে প্রথমেই অভিনন্দন।

এতো সুন্দর কথামালা
ছেড়ে আসতে মন চায়না।
আমি কিন্তু আপনার লেখার মনোযোগী পাঠক। সেজন্য আপনার লেখার সমালোচনা করার একটা অলিখিত দায়িত্ব কাঁধে তুলে নিলাম। জেহালত না লিখে সেখানে মূর্খতা শব্দ ব্যবহার করা যেত। আর বেশী আরবী ফারসী শব্দ লেখায় ব্যবহার না করা ভাল।
পাঠকের বুঝতে সুবিধা হয়। অবশ্য এটা আমার ব্যক্তিগত মত। মননশীল লেখায় একরাশ মুগ্ধতা। +++++


আপনার অনবদ্য এই কমেন্টটি পড়ে সত্যি মনটা ভরে গেল। কতটা আন্তরিকতা দিয়ে যে এই অধমকে কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করেছেন তা ব্যক্ত করারও সাধ্য নেই। প্রানভরে কল্যানের দুআ আপনার জন্য। আমার লেখার সমালোচনা করার যে অলিখিত দায়িত্ব আপনি নিয়েছেন, এতে আপ্লুত, আনন্দিত। কিন্তু আজ থেকে তো সেটাকে আর অলিখিত বলার সুযোগ থাকলো না। এই মন্তব্য প্রতিমন্তব্যে লেখা হয়ে গেল যে!

আপনার পরামর্শমত 'মূর্খতা' শব্দটি নিয়ে ভেবেছি। ঠিক যুতসই লাগছে না। 'জেহালত' তাই আপাতত: থাকলো। মানানসই কোনো শব্দ পেলে পাল্টে দেব ইনশাআল্লাহ।

আর আরবি ফারসি শব্দ কম কম ব্যবহার করার পরামর্শ মাথায় থাকলো।

পরামর্শের জন্য কৃতজ্ঞতা।

আমরাও দুআ চাই। অনেক ভালো থাকবেন।

৯| ০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৯

এস এম ইসমাঈল বলেছেন: সালাম, নতুন নকীব, ভালো আছেন নিশ্চয়? এখানে সামুতে আপনাদের মত আরও কয়েকজন সজ্জন বন্ধু পেয়ে অনেক ভালো লাগছে। আপনার মন্তব্যে একরাশ ভালোলাগা।

কৃতজ্ঞতা প্রকাশের বহর দেখে রীতিমত আপ্লুত। আমি খুব আবেগী মানুষ। যে কেউ একটু সৌজন্য বা ভালবাসা দেখালেই একদম গলে যাই। এত ভাললাগা কথকতার জন্য, সত্যি আমি কৃ্তজ্ঞ।

জেহালত এর বদলে নির্বুদ্ধিতা, বোকামো, অজ্ঞতা এ শব্দগুলোর ব্যপারে ভেবে দেখতে পারেন।

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৩

নতুন নকিব বলেছেন:



পুনরায় এসে পরামর্শ রেখে যাওয়ায় আবারও কৃতজ্ঞতা অশেষ।

আপনি যে আবেগী মানুষ তা তো বুঝতেই পারি। আমিও কিছুটা হয়তো। গোটা সৃষ্টিজগতকে বেগ আবেগ দান করেই তো আল্লাহ পাক জীবন জগত চালাচ্ছেন।

'অজ্ঞতা' শব্দটি বসিয়ে মিলিয়ে দিয়েছি।

অনেক ভালো থাকবেন, প্রার্থনা।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.