নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

আমি যখন থাকবো না

১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:০৫



আমি যখন থাকবো না আর এই ব্লগে লিখবো না
সে দিনগুলো কেমন হবে যখন কিছুই দেখবো না
কেউ আমাকে করবে স্মরন কেউ কি স্মৃতির পাতায়,
আমার লেখা পড়বে মনের গহীন শোকগাথায়!
আমারও কি তাদের কথা পড়বে মনে বারংবার,
অামিও কি তাদের তরে থাকবো হয়ে সুর ঝংকার!
আমারও কি তাদের জন্য ব্যথাগুলো জাগবে না!
দূরে গিয়েও থাকতে ভুলে কষ্ট অনেক লাগবে না!

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:১৭

শাহরিয়ার কবীর বলেছেন: আত্মঘাতী কবিতা !! ;)


না ,না অবশ্যই লিখবেন।

১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৮

নতুন নকিব বলেছেন:



আত্মঘাতী কবিতা?

এ কি বললেন প্রিয় কবি?

এটাই যে চির সত্য। সব কিছু ছেড়ে ছুড়ে ভেসে যেতে হবে যে আমাদের অচেনা পথের যাত্রী হয়ে!

যতক্ষন আছি, লিখে যাব ভাবছি। যখন থাকবো না তখন কী হবে? সেই কথাই বলতে চেয়েছি।

কৃতজ্ঞতা। শুভকামনা অন্তহীন।

পুনশ্চ: ইদানিং আপনাকে আগের মত পাচ্ছি না। আশা করি সার্বিক কুশলে আছেন।

২| ১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৮

আরোগ্য বলেছেন: মনোমুগ্ধকর !

১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৯

নতুন নকিব বলেছেন:



এককথার মন্তব্যে আপ্লুত!

শুভকামনা নিরন্তর। কৃতজ্ঞতাসহ।

৩| ১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৪

এস এম ইসমাঈল বলেছেন: যাবার এত তাড়া কিসের কবি? কার সাথে এত অভিমান? যদি আমি বলি যেতে নাহি দেবো, ভাইটি আমার ওগো ভাইটি আমার!!

১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:১৫

নতুন নকিব বলেছেন:



আহ! কি অসাধারন আন্তরিকতা! কি অপরিমেয় হৃদ্যতা! মন্তব্যের প্রতিটি অক্ষর যেন হৃদয়ে দাগ কেটে গেল!

কারও সাথে কোনো রাগ নেই। কারও প্রতি অভিমান নেই। কারও বিরুদ্ধে অভিযোগ নেই। চিরন্তন সত্যকে মেনে যখন নির্বাক নিস্তব্ধ নিষ্পলক হয়ে যাব, সে সময়কার কথা বলতে চেয়েছি।

অনেক কৃতজ্ঞতা। শুভকামনা নিরবদি।

৪| ১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫১

সজিব আহমেদ আরিয়ান বলেছেন: ভার্চুয়ালে যতই ফেমাস হন না কেন যদি আপনার মৃত্যুর সময় কেউ না আসে তাহলে সেই পপুলারিটির দাম নেই।

মাঝে মাঝে অনেক আফসুস হয়!

যাইহোক অনেক ভালো লেগেছে। ধন্যবাদ লেখককে!

১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:২০

নতুন নকিব বলেছেন:



ঠিক বলেছেন। এটা মায়াময় এক ভিন্ন জগত। তবে, কারও মৃত্যুর সময় অনেক লোক এলেই বা কি লাভ সেটাও প্রশ্ন। নিরবে চলে যাওয়া আমার পছন্দ। পৃথিবীতে কোলাহল, পপুলারিটি পছন্দ নয়, যাওয়ার বেলায়ও তাই পছন্দের। অবশ্য সবার ভালোলাগা এক নয়।

লেখা ভালো লেগেছে জেনে সত্যি আনন্দিত। কৃতজ্ঞতা জানবেন। অন্তহীন শুভকামনা আপনার জন্য।

৫| ১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৪

সাত সাগরের মাঝি ২ বলেছেন: অসাধারন...............

১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:২০

নতুন নকিব বলেছেন:



মন্তব্যে কৃতজ্ঞতা। অনেক অনেক ভালো থাকুন।

৬| ১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: পদ্য ভাল লেগেছে নাকিব ভাই,
প্লাস ও লাইক

১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৩

নতুন নকিব বলেছেন:



হায় হায় বলেন কি! আদৌ এটা কি কোনো পদ্য হয়েছে? মনের সাময়িক ভাবনার বহিপ্রকাশ ছিল মাত্র। অতি সাধারন এই লেখাটিতে লাইক ও প্লাস দিয়েছেন জেনে কৃতজ্ঞতা অশেষ।

ভালো থাকার প্রার্থনা নিরন্তর।

৭| ১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৮

হাবিব বলেছেন: মাশাআল্লাহ..............

১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৪

নতুন নকিব বলেছেন:



জাজাকুমুল্লাহ....................

৮| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৫

রাজীব নুর বলেছেন: আমরা সবাই'ই একদিন থাকবো না।

১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৪

নতুন নকিব বলেছেন:



সেটাই।

কৃতজ্ঞতা।

৯| ১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৫

এস এম ইসমাঈল বলেছেন: লিখেছি নতুন ধরণের এক কবিতা, ব্লগে এসে দেখে যাও তা। নতুন রিদমে লেখার চেষ্টা। অন্ত দিয়ে দিয়েছি অন্ত মিল।

১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৬

নতুন নকিব বলেছেন:



এক্ষুনি যাচ্ছি। জানিয়ে যাওয়ায় ধন্যবাদ।

১০| ১৪ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:০১

এস এম ইসমাঈল বলেছেন: নতুন ছন্দ মিল। কেমন লাগলো, জানালে না যে? তোমার মন্তব্যের জন্য অপেকখা করছি?

১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:২১

নতুন নকিব বলেছেন:



গতকাল একটু ব্যস্ত ছিলাম। আজ দেখে মন্তব্য করে এসেছি। ভালো থাকুন অনেক অনেক।

১১| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৪

ফারিহা হোসেন প্রভা বলেছেন: মাশাল্লাহ। অনেক সুন্দর হয়েছে।

১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:২২

নতুন নকিব বলেছেন:



জাজাকুমুল্লাহ। আগমনে মুগ্ধতা।

অনেক অনেক শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.