নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ! যা চেয়েছিলাম, তার চেয়েও বেশি দয়া করেছেন আমার পরম প্রিয় রব। যা পাইনি, তা নিয়ে বিন্দুমাত্র আক্ষেপ নেই—কারণ জানি, তিনি দেন শুধু কল্যাণই। সিজদাবনত শুকরিয়া।\n\nপ্রত্যাশার একটি ঘর এখনও কি ফাঁকা পড়ে আছে কি না, জানি না। তবে এটুকু জানি—

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

পন

২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৪



মনে হয় ছুটে যাই মুসাফিরি হালে
অচেনা পথের পানে তোমার সন্ধানে
তোমার প্রানের পাখি রাতের হেলালে
শামাদান হয়ে জ্বলে মনের বাগানে
জীবনের কিসতিতে পাপের সঞ্চয়-
হারিয়ে তোমার সব তালিম আদেশ
জীবনের মানে আজ- অজ্ঞতার জয়
পরাভব মেনে সব স্বকীয়তা শেষ।

তোমার দামান খুঁজে কাশ ফুল ছুঁই
শীতের সকাল বেলা কুয়াশা দেয়ালে
তোমার পরশ ভোলা যায় না কভুই
হৃদয়ে একেছো ছবি কোন্ সে খেয়ালে
তোমার সন্ধান করা জীবনের পন
তোমার সন্ধানে শেষ হোক এ জীবন।

ছবি কৃতজ্ঞতা: গুগল।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫০

নজসু বলেছেন:



দয়াময়ের সন্ধান লাভ।
আহ পরম প্রশান্তি।

২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩০

নতুন নকিব বলেছেন:



সুন্দর মন্তব্যে অভিনন্দন।

শুভকামনা জানবেন।

২| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:১১

আকতার আর হোসাইন বলেছেন: পরমেশ্বরের সন্ধান করাটাই সবচেয়ে জরুরি....

সুন্দর লিখেছেন....

২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৪

নতুন নকিব বলেছেন:



আপনিও সুন্দর বলেছেন মন্তব্যে। ধন্যবাদ।

পরম সত্তার সন্ধানে ব্যাপৃত হতে পারার ভেতরেই তৃপ্তি পরিতৃপ্তি। তাঁকে পেলেই জীবন পূর্ন। তাঁকে ছাড়া জীবন অর্থহীন।

৩| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৪

মীর সাজ্জাদ বলেছেন: দারুন।

২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৫

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ।

শুভকামনা অশেষ।

৪| ২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুন্দর কবিতা পড়ে মনটা প্রশান্তিতে ভরে গেল।

২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৬

নতুন নকিব বলেছেন:



আন্তরিক মন্তব্যে +++।

মাঝখানে কিছু দিন সম্ভবত: আপনাকে পাইনি। মনে করেছি।

শুভকামনা জানবেন।

৫| ২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫০

রাফা বলেছেন: সকল প্রসংশা যার প্রাপ্য ,তাকে পাওয়ার "পন" করাটা মানব জনমের স্বার্থকতা।

সহজ সরল সুন্দর কবিতার জন্য ,ন.নকিব'কে ধন্যবাদ।

২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৯

নতুন নকিব বলেছেন:



আপনাকেও অসংখ্য ধন্যবাদ কমেন্ট রেখে যাওয়ায়। খুব সুন্দর কথা বলেছেন।

অনেক ভালো থাকুন।

৬| ২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৯

নতুন নকিব বলেছেন:



অনেক অনেক ধন্যবাদ।

৭| ২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

আরোগ্য বলেছেন: তোমার সন্ধান করা জীবনের পন
তোমার সন্ধানে শেষ হোক এ জীবন।

দারুণ অর্থবহ লাইন দুটি।

২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪০

নতুন নকিব বলেছেন:



আগমনে কৃতজ্ঞতা।

শুভকামনা আপনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.