নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

দু\'টি কবিতা : আগমনশাফায়াত

২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৭



আগমন

সাইয়্যিদুল কাওনাইন ওয়াসসাকালাইন আসছেন ধরাধামে!
সাইয়্যিদুল আমবিয়া ওয়াল মুরছালীন আসছেন মর্ত্যের পৃথিবীতে!
সাইয়্যিদি উলদি আ-দাম আসছেন মানবতার মুক্তির বানী নিয়ে!

কোকিল গেয়ে ওঠে কুহু কুহু গান!
পাখির গুঞ্জরনে জাগে আরবের বাবলা গাছের বিশুষ্ক পত্র পল্লব!
শাত ইল আরব নেয়ে ওঠে নতুন জলের ধারায়!
পুলকিত মাশরিক মাগরিব!
আনন্দ হিল্লোল চার দিকে!

আমোদিত আকাশ বাতাস ভোরের কুসুম!
আসমানে আনন্দ লহরি খেলে ফিরিশতা তামাম!
জমিনে খুশির ঝিলিক মাখলূকাত মাতোয়ারা মুক্তির শুনে পয়গাম!

মা আমিনার কোলে আসমানের নতুন হেলাল!
সিরাজুমমুনিরা!
বাশিরাননাজিরা!
দায়ি'আন ইলাল্লাহ!
ধন্য মা আমিনা ধন্য!
ধন্য কুরাইশ ধন্য!
ধন্য আরব আজম ধন্য!
ধন্য মর্ত্যের পৃথিবী ধন্য!
জান্নাতের খোশবুতে দুনিয়া আজ মাতোয়ারা!
তিনি আর কেউ নন! সাইয়্যিদিনা প্রিয়তম হাবিব সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!

অন্তরের অলিন্দ্যে গেঁথে আছে-
পবিত্র তাঁর নাম!
পূত তাঁর স্মৃতি!
পূন্যময় তাঁর প্রেম!
অবারিত তাঁর প্রীতি!
উম্মতের নাজাত প্রত্যাশায় অনি:শেষ তাঁর ক্রন্দন!
অন্তহীন তাঁর প্রজ্ঞা!

ঘুম জাগরনে খুঁজে ফিরি তাঁকে!
তাঁর চলন-বলন হৃদয়ের বহ্নিশিখা!
তাঁর প্রেম প্রজ্ঞায় উদ্ভাসিত আখিঁপাতা!
প্রশান্তির পরশে নন্দিত আনন্দে হর্ষধন্য হৃদয়ের বাগ বাগিচা!



শাফায়াত

শাফিউল উমাম- শাফায়াতের কান্ডারী!
তাঁর শাফায়াতের মুখাপেক্ষি পূর্বাপর সকল মানব! নবী রাসূল!
তামাম মাখলূকাত তাঁর দয়ার ভিখারী!
তিনি যে রহমাতুল্লিল আলামীন!
গোটা জগতবাসীর জন্য রহমত!

থরো থরো কম্পমান পুরো হাশরের মাঠ!
ছুটতে থাকবেন তাঁর পিছু পিছু!
তাকে খুঁজবেন হাশরবাসী!
হন্যে সবাই!
পাগলপাড়া!
অস্থির!
অধীর!
বেকারার!
কিন্তু তিনি কই?
কোথায় তিনি?
গোটা হাশরের মাঠে যে তিনি নেই!
তিনি তাহলে কোথায়?
কোন্ অজানায় তাঁর অবস্থান?
তিনি তো পড়ে থাকবেন অারশের নিচে!
সিজদায় লুটিয়ে কাঁদবেন তিনি!
রব্বি হাবলি উম্মতি!
প্রভূ, আমার উম্মত!
প্রভূ, আমার উম্মত!
সিজদাবনত মস্তক তাঁর!
দীর্ঘ দীঘল অতুলনীয় বিমোহিত সে সিজদা!
কুল কায়েনাতের মালিক সেদিন কাহহার রূপধারন করবেন!
কাহহারের মন গলিয়ে দেয়া সে অনুপম সিজদার দৈর্ঘ্য পরিমাপ করে সাধ্য কার!

জলদ গম্ভীর স্বর কাহহার জুল জালালি ওয়াল ইকরামের!
তিনি শুধাবেন- 'হাবিব, ইরফা' রা'ছাক, অশফা' তুশাফফা'

'দোস্ত, আপনি অাপনার মাথা তুলুন!
আপনি আজ আর কাঁদবেন না!
উহুদে কেঁদেছেন!
তায়েফে আপনি চোখের পানি ঝড়িয়েছেন!
মক্কা ছেড়ে যেতে আপনি হৃদয়ে আঘাত সহ্য করেছেন!
পৃথিবীতে আপনি ছিলেন মাতা পিতার স্নেহ বঞ্চিত!
আপনার মাথার উপর থেকে আগেই সরিয়ে নিয়েছি তাদের!
আপনাকে ইয়াতিম করে পৃথিবীতে বড় করেছি!
উম্মী হিসেবে আপনি যাতে বেড়ে ওঠেন!
যাতে অবিশ্বাসীদের সন্দেহপ্রবন মনে বিশ্বাসের বাতি প্রজ্জ্বলিত হয়!
দোস্ত, অবিশ্বাসীদের আঘাতে আঘাতে জর্জরিত ছিল আপনার অনুপম জীবনের প্রতিটি দিন!
আঘাতের বদলায় আঘাত আপনি করেননি!
গালির বদলায় গালি আপনি দেননি!
অত্যাচারের প্রতিশোধ অত্যাচারের মাধ্যমে আপনি নেননি!
বরং, নিজেকে ক্রমশ: নি:শেষ করে করে জগতবাসীর জন্য আপনি রহমত বিলিয়েছেন!
আপনি যে রহমাতুল্লিল আলামীন!
হাবিব, দোস্ত আমার, আজ আর আপনাকে কাঁদতে দেব না!
আজ আপনার আনন্দের দিন!
খুশি হবার দিন!
আমি বলেছিলাম!
আপনার মনে আছে?
'ওয়ালা ছাওফা ইউ'তি-কা রব্বুকা ফাতারদা-'
'আপনাকে এমনভাবে দেয়া হবে, যাতে আপনি খুশি হয়ে যান!'
সেই খুশির দিন আজ, প্রিয় হাবিব!
আপনি শাফায়াত করুন!
সুপারিশ করুন!
করতে থাকুন!
আপনার সুপারিশ মঞ্জুর করা হবে!'

তিনি উঠবেন!
মস্তক উত্তোলন করবেন!
সুপারিশ করতে থাকবেন!
ধরে ধরে প্রত্যেককে জান্নাতের দিকে পাঠাতে থাকবেন!

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫২

অগ্নি সারথি বলেছেন: সুন্দর!

২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৪

নতুন নকিব বলেছেন:



কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। এই কবিতা পোস্টে আপনাকে পেয়ে ভালো লাগলো। আনন্দ হচ্ছে, আপনি এখন কন্টিনিউ করছেন দেখে।

অনেক ভালো থাকুন।

২| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৮

হাবিব বলেছেন: বাহ, অতীব সুন্দর লিখেছেন

২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৭

নতুন নকিব বলেছেন:



মোবারকবাদ। আগমনে মুগ্ধতা অশেষ।

ভালো থাকুন নিরন্তর।

৩| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৪

নজসু বলেছেন:



সুবহান আল্লাহ।

২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৭

নতুন নকিব বলেছেন:



জাজাকুমু্ল্লাহ খাইর। কৃতজ্ঞতা জানবেন।

শুভকামনা অহর্নিশ।

৪| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৪

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: বাহ বাহ ভালো

২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৮

নতুন নকিব বলেছেন:



কৃতজ্ঞতা এবং শুভকামনা।

ভালো থাকুন সারাক্ষন।

৫| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৯

ভীতু সিংহ বলেছেন: অসাধারণ দুটি কবিতা। আল্লাহ আপনাকে এরকম আরো সুন্দর কবিতা লেখার তৌফিক দান করুন। আমিন।+++

২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:১১

নতুন নকিব বলেছেন:



কৃতজ্ঞতা অনি:শেষ। আন্তরিকতাপূর্ন মন্তব্যে প্রীত হলাম। পোস্টে লাইক দেয়ায় বিশেষ মুগ্ধতা। মন্তব্যে +++

নিরন্তর ভালো থাকুন।

৬| ২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর কবিতা +++


শুভ কামনা রইলো ভাই।

২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:১১

নতুন নকিব বলেছেন:



সুন্দর মন্তব্যে কৃতজ্ঞতা। +++

শুভকামনা অন্তহীন।

৭| ২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৪

রাজীব নুর বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুক।

২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:১২

নতুন নকিব বলেছেন:



আপনার জন্যও একই প্রার্থনা। সুন্দর মন্তব্যে কৃতজ্ঞতা।

শুভকামনা নিরন্তর।

৮| ২২ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

আরোগ্য বলেছেন: আল্লাহ আমাদের নবীজীর আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুক।

২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৩

নতুন নকিব বলেছেন:



প্রার্থনা আল্লাহ পাক কবুল করুন। সুন্দর মন্তব্যে কৃতজ্ঞতা।

শুভকামনা অন্তহীন।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.