নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

তাঁর দর্শন!

২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪২



সনেট এবং রিপোস্ট। পবিত্র আল কুরআনের সূরাহ আল আনআম এর ১০৩ নং আয়াতের ভাবার্থ বাংলা কাব্যাকারে প্রকাশের চেষ্টা।

কোন কালে কোন চোখ দ্যাখে না কখন!
তাকে দেখা মানবের সাধ্যের বাহির-
তিনি সদা প্রতিভাত হাজির নাজির-
তাঁর চোখ দেখে যায় সকল নয়ন!
তিনি সদা সাথী হন প্রতিটি পলক!
প্রতি প্রান বেঁচে রয় তাহার দয়ায়-
প্রতি প্রাত জেগে ওঠে প্রানের মায়ায়-
ধরা ব্যপে অন্তহীন নূরের ঝলক!

ঘুমে জড় মাখলূক জগত জনম!
বেঁচে থাকে পেয়ে তাঁর নিপূন যতন-
তন্দ্রা নিদ্রাহীন চির আলোর মতন-
সকলের তরে দেন তাহার রহম!
তাঁর ছোঁয়া পেয়ে জীব- জীবন রঙিন,
তিনিহীন মিছে সব আঁধার গহীন।

আয়াতে কারিমার সরল বাংলা অর্থ-
'দৃষ্টিসমূহ তাঁকে পেতে পারে না, অবশ্য তিনি দৃষ্টিসমূহকে পেতে পারেন। তিনি অত্যন্ত সুক্ষদর্শী, সুবিজ্ঞ। (সূরাহ আল আনআম, আয়াত ১০৩)'।

নিচের লিঙ্ক থেকে অনলাইনে দেখে নিতে পারেন-
সূরা আল আন-আম ( মক্কায় অবতীর্ণ ), আয়াত সংখাঃ ১০৩


মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৮

আর্কিওপটেরিক্স বলেছেন: সকল প্রশংসা মহান আল্লাহর জন্য

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪৩

নতুন নকিব বলেছেন:



জ্বি, সকল প্রশংসা মহান আল্লাহর জন্য।

মন্তব্যে আসার জন্য অভিনন্দন।

২| ২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৭

সাত সাগরের মাঝি ২ বলেছেন: সব কিছু জেনে বুঝেও অনেকে অস্বীকার করেন.............

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪৪

নতুন নকিব বলেছেন:



তারা ফিরে আসুন। সত্যের আলোয় আলোকিত হোন।

ধন্যবাদ। শুভকামনা।

৩| ২৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৭

রাজীব নুর বলেছেন: বহু পুরাতন এই আমিত্বের কারবার
জেনে গেছি এইসব বীজের ভেতর একই
পোকার আক্রমণ,
অদ্ভুত এবং একাকার!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪৬

নতুন নকিব বলেছেন:



দার্শনিক টাইপের কমেন্ট এর অর্থ বুঝা সকলের কম্ম নয়। পোস্টের সাথে কি এই কমেন্ট এর কোনো রিলেশন আছে? যদি জানাতেন।

শুভকামনা।

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৭

ফারিহা হোসেন প্রভা বলেছেন: মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪৬

নতুন নকিব বলেছেন:



প্রতিটি পোস্টে আপনার সরব উপস্থিতি আনন্দিত করে।

অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.