নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ! যা চেয়েছিলাম, তার চেয়েও বেশি দয়া করেছেন আমার পরম প্রিয় রব। যা পাইনি, তা নিয়ে বিন্দুমাত্র আক্ষেপ নেই—কারণ জানি, তিনি দেন শুধু কল্যাণই। সিজদাবনত শুকরিয়া।\n\nপ্রত্যাশার একটি ঘর এখনও কি ফাঁকা পড়ে আছে কি না, জানি না। তবে এটুকু জানি—

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

তাঁর দর্শন!

২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪২



সনেট এবং রিপোস্ট। পবিত্র আল কুরআনের সূরাহ আল আনআম এর ১০৩ নং আয়াতের ভাবার্থ বাংলা কাব্যাকারে প্রকাশের চেষ্টা।

কোন কালে কোন চোখ দ্যাখে না কখন!
তাকে দেখা মানবের সাধ্যের বাহির-
তিনি সদা প্রতিভাত হাজির নাজির-
তাঁর চোখ দেখে যায় সকল নয়ন!
তিনি সদা সাথী হন প্রতিটি পলক!
প্রতি প্রান বেঁচে রয় তাহার দয়ায়-
প্রতি প্রাত জেগে ওঠে প্রানের মায়ায়-
ধরা ব্যপে অন্তহীন নূরের ঝলক!

ঘুমে জড় মাখলূক জগত জনম!
বেঁচে থাকে পেয়ে তাঁর নিপূন যতন-
তন্দ্রা নিদ্রাহীন চির আলোর মতন-
সকলের তরে দেন তাহার রহম!
তাঁর ছোঁয়া পেয়ে জীব- জীবন রঙিন,
তিনিহীন মিছে সব আঁধার গহীন।

আয়াতে কারিমার সরল বাংলা অর্থ-
'দৃষ্টিসমূহ তাঁকে পেতে পারে না, অবশ্য তিনি দৃষ্টিসমূহকে পেতে পারেন। তিনি অত্যন্ত সুক্ষদর্শী, সুবিজ্ঞ। (সূরাহ আল আনআম, আয়াত ১০৩)'।

নিচের লিঙ্ক থেকে অনলাইনে দেখে নিতে পারেন-
সূরা আল আন-আম ( মক্কায় অবতীর্ণ ), আয়াত সংখাঃ ১০৩


মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৮

আর্কিওপটেরিক্স বলেছেন: সকল প্রশংসা মহান আল্লাহর জন্য

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪৩

নতুন নকিব বলেছেন:



জ্বি, সকল প্রশংসা মহান আল্লাহর জন্য।

মন্তব্যে আসার জন্য অভিনন্দন।

২| ২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৭

সাত সাগরের মাঝি ২ বলেছেন: সব কিছু জেনে বুঝেও অনেকে অস্বীকার করেন.............

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪৪

নতুন নকিব বলেছেন:



তারা ফিরে আসুন। সত্যের আলোয় আলোকিত হোন।

ধন্যবাদ। শুভকামনা।

৩| ২৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৭

রাজীব নুর বলেছেন: বহু পুরাতন এই আমিত্বের কারবার
জেনে গেছি এইসব বীজের ভেতর একই
পোকার আক্রমণ,
অদ্ভুত এবং একাকার!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪৬

নতুন নকিব বলেছেন:



দার্শনিক টাইপের কমেন্ট এর অর্থ বুঝা সকলের কম্ম নয়। পোস্টের সাথে কি এই কমেন্ট এর কোনো রিলেশন আছে? যদি জানাতেন।

শুভকামনা।

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৭

ফারিহা হোসেন প্রভা বলেছেন: মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪৬

নতুন নকিব বলেছেন:



প্রতিটি পোস্টে আপনার সরব উপস্থিতি আনন্দিত করে।

অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.