নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
কোনো কালেই শান্তি পায় না মদন!
গ্রীষ্ম কি শীত ফেটে চৌচির বদন!
গ্রীষ্ম এলে পড়বে গরম,
এতো সবার জানা কথা!
গরম দেখে কাবু মদন,
গরমেই তার মাথাব্যাথা!
মদন ব্যাটার সয় না গরম!
যায় না বুঝা, ভয় না শরম!
গরম এলেই মাথা ঢেকে,
ছুটতে থাকে একেবেকে!
এ গাও ও গাও করবে সে!
যাকে তাকে ধরবে সে!
বলবে- 'দেশটা গেল গরমে,
যাই মরে যাই শরমে!
কোনকালে কে দেখেছে!
এমন গরম পড়েছে!'
শীতের মওসম এলে তবে,
শীত না তো কি বর্ষা হবে?
অথচ ওই মদন ব্যাটা,
শীত দেখে ওর যত্ত ল্যাটা!
গা গতরে পুষ্ট ম্যালা,
সয় না তবু শীতের ঠ্যালা!
শীত না আসতে হাপায় সে!
হাঁক ডাকে গা কাঁপায় সে!
লেপ বিছিয়ে তোষক গায়ে!
ছুটতে থাকে ডান কি বায়ে!
খড় কুটো সব এক করে!
আগুন পোহা'র শখ করে!
দেয় জ্বালিয়ে আগুন তায়!
মনের সুখে গুনগুনায়!
সকাল বেলা নাশতা করে,
গরম চায়ের কাপটা ধরে!
ঢক করে গিলতে গিয়ে হায়!
মুখটা পুড়ে ইতি উতি চায়!
আর কাহাতক বিড়ম্বনা সহে!
মদন ব্যাটা অতি দু:খে কহে,
শান্তি কোথায় এই জীবনে!
শান্তি নাহি পেলুম!
শরবত বুঝে চা পান করে
মুখটাও পুড়ে নিলুম!
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৯
নতুন নকিব বলেছেন:
ধন্যবাদ। শুভকামনা।
২| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫২
নজসু বলেছেন:
মদনের জীবনটাই লাইফ।
শান্তি নাই।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩০
নতুন নকিব বলেছেন:
জীবনটা লাইফ!
দারুন বলেছেন। হাসালেন।
৩| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৬
রাজীব নুর বলেছেন: ভীষন মজার।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩১
নতুন নকিব বলেছেন:
অনেক ধন্যবাদ।
৪| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে +
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৩
নতুন নকিব বলেছেন:
অভিনন্দন এবং শুভকামনা। মন্তব্যে +++
৫| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৯
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৪
নতুন নকিব বলেছেন:
শুভকামনা দাদা। মন্তব্যে +++
৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩০
ল বলেছেন: ভারী সুন্দর ছড়া কবিতা
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৪
নতুন নকিব বলেছেন:
আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা আপনার জন্য।
৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৭
নজসু বলেছেন:
আস সালামু আলাইকুম।
কি ব্যাপার ভাই, আপনি ব্যস্ত নাকি?
এখনও মন্তব্যের জবাব পেলাম না।
০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৭
নতুন নকিব বলেছেন:
ওয়া আলাইকুমুসসালা-মু ওয়া রাহমাতুল্লা-হি ওয়া বারাকা-তুহ।
জ্বি, একটু ব্যস্ততা ছিল। আপনি সম্ভাষন হিসেবে ব্লগে সালাম বলেন। এটা খুবই ভালো। আসলে সালাম তো শুধুই সম্ভাষন বাক্য নয়। এটি পরস্পরের জন্য পরিপূর্ন একটি দুআ। সালাম নিয়ে আমার একটি পোস্টও ছিল।
প্রথা ভেঙ্গে আপনার এই মন্তব্যের জবাব দিয়ে যাওয়ায় সম্মানিত ব্লগার বন্ধুগন আশা করি অভিমান করবেন না।
কৃতজ্ঞতাসহ।
৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৮
ফারিহা হোসেন প্রভা বলেছেন: সুন্দর হয়েছে।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৫
নতুন নকিব বলেছেন:
মুগ্ধতা অশেষ। অভিনন্দন এবং শুভকামনা।
©somewhere in net ltd.
১| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৯
নজসু বলেছেন:
বুকিং