নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
একটি সুন্দর কবিতা মনের আঙিনায়
রৌদ্র করোজ্জ্বল হেমন্ত আনে
আস্ত একটা বসন্তকে তার সমুদয়
আনন্দ উল্লাসসহ দাঁড় করিয়ে দেয় চোখের সামনে
আমি কবিতা ছুঁয়ে দেখি
কবিতার গা গতরে হাত বুলাই
যেমন করে ঘুম পাড়ানোর সময়
পরম আদরে মা আমার মাথায় হাত বুলোতেন
বিলি কাটতেন
ঠিক তেমনি, কবিতার শব্দে শব্দে আলগোছে
আমার আঙ্গুল নাড়াচাড়ার শব্দ উপভোগ করি
কবিতা কি এতে আনন্দ পায়?
কবিতার অক্ষরগুলো কি আনন্দে শব্দ করে খলখল হেসে ওঠে?
কবিতা আসলে কী?
মনের অনুভূতি?
জীবনের স্পন্দন?
হৃদয়ের অব্যক্ত কথামালার মৌন মিছিল?
গাও গেরামের শুনশান নিরবতাক্লিষ্ট পথঘাট?
জেলেদের মাছের নাও?
কামারের হাঁফরের ঘোঁত ঘোঁত শব্দ?
কবিতার নিবাস কোথায়?
রাতের নির্ঘুম চাদোয়ার আবরনে কি কবিতা থাকে?
না কি ঝর্নার উঁচু নিচু সর্পিল আঁকাবাকা নির্ঝর পেলব পথচলায় কবিতার বসবাস?
পাখিদের শেষ বিকেলের ডানা ঝাপটানোর শব্দে কবিতার কোনো ছন্দ থাকে কি?
কিশোরীর হাস্যোজ্জ্বল ঠোটের কোনে
ঝোপের আড়ালে ফুটে থাকা বুনো ফুলে
লতা গুল্ম শিমের ছড়ায় কবিতার শব্দরা লুকিয়ে থাকে কি?
আমি রাতজাগা পাখিদের মাঝে কবিতার বিমুগ্ধসব ছন্দ খুঁজে পাই
রাতজাগা পাখিরাও কি কবিতার শব্দ খুঁজে বেড়ায় গভীর নিশিথের ভাঁজে ভাঁজে?
আমার কাছে-
একটি নির্ঘুম রাত মানে, বিমুগ্ধ শব্দাবলী, অনেক কবিতা
আমি কবিতার জন্য নিরন্তর শব্দ খুঁজি-
সাগরের তলদেশ পাহাড় নদী খুড়ে আনা অলৌকিকসব শব্দধ্বনি
দৃষ্টিসীমার বাইরে উর্ধ্বজগতের অবয়ব থেকে
খসে পড়া বিচিত্রসব শব্দরা আমার হাতে এসে থিতু হয়
বুকে মুখে এসে ক্রন্দন করতে থাকে
প্রকাশের উদগ্র বাসনায় তারা গুমরে কাঁদতে থাকে
পৃথিবী দেখার তাদের বড় শখ
জোছনাভেজা রাত্রির খোলসে তাদের বিচরনের ইচ্ছে
সাঁকো পেরিয়ে এ গাঁও ও গাঁও যাওয়ার বাসনা তাদের
কলাইয়ের ক্ষেতে, ধান সরিষার সোনালী মাঠে তাদের ছোটাছুটির নিরবধি আকাঙ্খা
তাদের জন্য আমি কবিতা লিখি-
আমি শব্দ দিয়ে ছন্দ আঁকি
আমি শব্দের বুননে কবিতার জাল বুনি
পেছনের কথা: এই কবিতাটি (কবিতা না বলে মনের এলোমেলো ভাবনা বলাই বোধ হয় সঙ্গত) লেখার পেছনে ব্লগের শক্তিমান কবি মনিরা সুলতানাকেই দায়ী করতে হয় (এখানে দায় মানে, কৃতজ্ঞতা)। মূলত তার একটি কবিতায় আমার কাছে চমৎকার একটা কবিতা পাঠের অনুভূতি অমরাবতী সম আনন্দের! মন্তব্য লিখতে গিয়েই জন্ম এই কবিতার। তার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। যদিও তার মত গুনীজনকে উপহার দেয়ার মত উপযুক্ত হয়নি এই লেখা, তবু তাকে নিবেদন করছি ক্ষুদ্র এই পোস্ট।
ছবি: গুগল
০৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৭
নতুন নকিব বলেছেন:
অাপনার কাছে কবিতা ভালো লেগেছে জেনে সত্যি অানন্দিত হলাম। প্লাসে মুগ্ধতা।
শুভকামনা সবসময়।
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৬
আর্কিওপটেরিক্স বলেছেন: চমৎকার চিত্ররূপময় কবিতায় ভালো লাগা রেখে গেলাম.....
০৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯
নতুন নকিব বলেছেন:
অান্তরিকতাপূর্ন মন্তব্যে অভিনন্দন। প্লাসে উজ্জীবিত
অনেক অনেক শুভকামনা।
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৮
হাবিব বলেছেন: অসাধারণ কাব্যের জন্ম ........
০৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩৩
নতুন নকিব বলেছেন:
মুগ্ধতা অশেষ। অন্তহীন শুভকামনা। ভালো থাকার দুআ।
৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
০৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫৮
নতুন নকিব বলেছেন:
সত্যিই!
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৫
ল বলেছেন: অনবদ্য প্রকাশ --------------
অসাধারণ। গ্রাম,নদী, সাগরের চিত্র ফুটে উঠেছে। মনে হলো শিশির ভেজা ঘাসে ঘুরে বেড়ালাম আর সব দেখলাম ------------
-------
০৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১০
নতুন নকিব বলেছেন:
মুগ্ধতা অনিশেষ।
অনেক অনেক ভালো থাকবেন।
৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৩
জাহিদ অনিক বলেছেন: একটি সুন্দর কবিতা, আক্ষরিক অর্থেই
০৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১১
নতুন নকিব বলেছেন:
সত্যিই কবিবর!
আপনার আগমনে সত্যি আপ্লুত!
ভালো থাকুন নিরন্তর।
৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৮
নজসু বলেছেন:
আস আলামু আলাইকুম।
যে কবিতাকে স্পর্শ করা যায় সেটাই তো সুন্দর কবিতা।
আমিও আপনার মতো এই কবিতাটিকে ছুঁয়ে দিতে পেরেছি।
০৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২২
নতুন নকিব বলেছেন:
ওয়াআলাইকুমুসসালাম ওয়ারহমাতুল্লাহ।
কবিতা নয়, হৃদয়স্পর্শী কমেন্টে মুগ্ধতা সকাল বেলা। আশা করি, শিশিরসিক্ত শীতের কুয়াশাভেজা প্রভাতগুলো বেশ কেটে যাচ্ছে। স্বাচ্ছন্দ্যে, আনন্দে। তাই হোক।
শুভকামনা অহর্নিশ।
৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাহ অনেক কিছু ফুঠে উঠেছে কবিতায়। আর নেটের ছবিটাও মনোমুগ্ধকর।
১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫৯
নতুন নকিব বলেছেন:
ধন্যবাদ। কৃতজ্ঞতা।
ছবি মন:পুত হয়েছে জেনে ভালো লাগলো। অনেক ভালো থাকুন।
৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০১
খায়রুল আহসান বলেছেন: কবিতা ভাল হয়েছে, তবে কথা একটু বেশী বলা হয়ে গেছে। আরেকটু 'ইকনোমি অভ ওয়ার্ডস' এটার অঙ্গসৌষ্ঠব আরো অনেক বৃ্দ্ধি করতে পারতো।
এতদসত্তেও, কবিতায় প্লাস + +।
১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০১
নতুন নকিব বলেছেন:
মুগ্ধতা অনি:শেষ।
অনেক অনেক কৃতজ্ঞতা কবিতার বিষয়ে আপনার মূল্যবান মতামত ব্যক্ত করায়। আশা করি, আপনার এই কথাগুলো সামনে চলার পথে পাথেয় হিসেবে কাজে দিবে।
শুভকামনা। মন্তব্যেও +++
১০| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২২
ফারিহা হোসেন প্রভা বলেছেন: কবিতাটি আসলেই সুন্দর।
১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০২
নতুন নকিব বলেছেন:
মুগ্ধতা অনি:শেষ।
আপনার জন্য নিরন্তর কল্যানের দুআ।
©somewhere in net ltd.
১| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৩
আবু তালেব শেখ বলেছেন: আমার কাছে কবিতাটা ভালো লেগেছে। খুবই ভাল