নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

ছোট্ট সোনামনিদের জন্য ছড়ায় ছড়ায় বাংলা অক্ষর পরিচয় (ইসলামী ভাবধারায় লেখা), পর্ব-০১

১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫৬



ছোট্টমনিদের জন্য সচরাচর বাজারে যেসব বই পাওয়া যায়, মনোপুত হয় না। আমার এই প্রচেষ্টাও খুব যে ভালো কিছু হয়েছে, তাও মনে হয়নি। আসলে এটা প্রাথমিক প্রচেষ্টা। পরামর্শ এবং সহযোগিতা চাচ্ছি বিজ্ঞ কবি লেখকদের থেকে, যাতে আরও সুন্দর করে এই প্রয়াসটি সফলভাবে ছোট্টমনিদের উপহার দিতে পারি।

অ, অ-তে অযু,
অযু পবিত্রতার বাহন,
প্রভূর সন্তুষ্টির কারন।

আ, আ-তে আল্লাহ্,
আল্লাহ সকল কিছুর রব,
তাকেই মানে সৃষ্টি সব।

ই, ই-তে ইসলাম,
ইসলাম মানে শান্তি সুখ,
ধর্ম পথে রয় না দু:খ।

ঈ, ঈ-তে ঈমান,
ঈমান সবচে' বড় ধন,
ঈমান বাঁচাও আমরন।

উ, উ-তে উপকার,
পরের উপকার যে করে,
প্রভূর দয়া তাহার তরে।

ঊ, ঊ-তে ঊষা,
শয্যা ছাড়ে যে ঊষাকালে,
প্রভূর সন্তোষ তার কপালে।

ঋ, ঋ-তে ঋণ,
ঋণ করা ভাল নয় বন্ধু কভূ,
উপোস শ্রেয়, ঋণ নয় তবু।

এ, এ-তে এক,
এক আল্লাহতে বিশ্বাসী প্রান,
জান্নাতেরই সওদা যোগান।

ঐ, ঐ-তে ঐকতান,
ঐকতানে হৃদয় জুড়ায়,
আযানের সূর মিনার চূড়ায়।

ও, ও-তে ওজন,
ওজন করলে সঠিকভাবে,
ব্যবসা করেও পূন্য পাবে।

ঔ, ঔ-তে ঔষধ,
আল্লাহর নামে ঔষধ খান,
তাঁর কাছে রোগ মুক্তি চান।

ক, ক-তে কুরআন,
কুরআন পড়ুন হাদিস পড়ুন,
কুরআন মত জীবন গড়ুন।

খ, খ-তে খাবার,
খাবার আগে বল বিসমিল্লাহ,
খাবার শেষে আলহামদুলিল্লাহ।

গ, গ-তে গুলশান,
গুলশানে মন মাতোয়ারা,
ফুল সুবাসে হৃদয় কাড়া।

ঘ, ঘ-তে ঘুম,
ঘুম আল্লাহর অপার দান,
ঘুমের সময় ঘুমিয়ে যান।

ঙ, ঙ-তে শিঙা
ইসরাফিলের শিঙার ফুঁকে,
উঠবেন সবাই কিয়ামতে।

চ, চ-তে চরিত্র,
চরিত্র যার যত ভালো,
তার ভেতরে তত আলো।

ছ, ছ-তে ছবি,
প্রাণীর ছবি আঁকতে মানা,
এই কাজে কবিরা গোনাহ।

জ, জ-তে জান্নাত,
বাগিচা ঘেরা জান্নাত জুড়ে,
বিশ্বাসীরা বেড়াবে উড়ে উড়ে।

মন্তব্য ৩০ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১১

আর্কিওপটেরিক্স বলেছেন: বেশ :)

১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৮

নতুন নকিব বলেছেন:



লাইকসহ প্রথম কমেন্টে কৃতজ্ঞতা। শুভকামনা নিরন্তর।

২| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৮

বিজন রয় বলেছেন: আপনার চিন্তাটা ভাল লেগেছে।

ধর্মীয় শিক্ষার বৈজ্ঞানিক প্রয়োগ।

একটি ছড়ার বই ছাপিয়ে ফেলুন।

+++++
শুভকামনা রইল।

১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১০

নতুন নকিব বলেছেন:



দাদা, সবসময়ই কল্যান চিন্তায় আপনি সাথী হন। পাশে থাকেন। আপনার প্রতি সবিশেষ কৃতজ্ঞতা। অনেক ভালো থাকবেন, প্রত্যাশা নিরন্তর।

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৪

নীল আকাশ বলেছেন: নকীব ভাই, চমৎকার চিন্তা।
দারুন কাজ করেছেন।

১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১১

নতুন নকিব বলেছেন:



মুগ্ধতা-কৃতজ্ঞতা আপনার আপনার আগমন এবং আন্তরিক কমেন্টে।

শুভকামনা সবসময়।

৪| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৭

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ নতুন নকিব- জনাব, আপনার ইসলামী ছড়ার জন্য ধন্যবাদ।

ব্লগের নূরানী ফোরকানিয়া মাদ্রাসার ছাত্রদের জন্য বড় উপকারী সবক ।

১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৫

নতুন নকিব বলেছেন:



আপনার এ যাবতকালের মন্তব্যের আলোকে আপনাকে একজন বিজ্ঞ ব্যক্তি ভাবতে ভালো লাগে।

আপনার দৃষ্টিতে ব্লগে নূরানী ফোরকানিয়ার ছাত্র কারা?

আপনার জন্য শুভকামনা অশেষ।

৫| ১১ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২০

শাহিন-৯৯ বলেছেন:


অনেক চমৎকার হয়েছে,
এরকম আরো সুন্দর চিন্তা আপনার থেকে বেরিয়ে আসুক এই দোয়া করি।

১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৭

নতুন নকিব বলেছেন:



জাজাকুমুল্লাহু তাআ'লা আহসানাল জাজা।

পাঠ, আন্তরিক মন্তব্য এবং উদ্দীপনা দিয়ে যাওয়ায় কৃতজ্ঞতাসহ শুভকামনা।

৬| ১১ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৯

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা ! সুন্দর নান্দনিক বটে। ++

শ্রদ্ধা ও শুভকামনা প্রিয় নকিবভাইকে।

১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৪

নতুন নকিব বলেছেন:



আপনার আগমনে ধন্য মনে করছি।

ব্লগে আপনার শুভাগমনের পর থেকে আপনার দৃপ্ত পদচারনা প্রত্যক্ষ করি। উপভোগ করি। কি অনি:শেষ হৃদ্যতার ছোঁয়ায় প্রত্যেকের হৃদয় মন ছুঁয়ে যায় আপনার প্রতিটি মন্তব্য, প্রতিমন্তব্য!

প্রশংসা করে খাটো করতে চাইনে। বরং আপনার জীবন হোক আলোকিত অনুসরনীয়দের জীবন। এই প্রত্যাশাই মনের কোনে জাগরূক থাকে প্রতিক্ষন।

৭| ১১ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৬

সনেট কবি বলেছেন: চমৎকার পোষ্ট

১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৫

নতুন নকিব বলেছেন:



মুগ্ধতা। কৃতজ্ঞতাসহ শুভকামনা অন্তহীন।

৮| ১১ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৮

রাজীব নুর বলেছেন: জাস্ট গ্রেট আপনার চিন্তা ভাবনা।

১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩০

নতুন নকিব বলেছেন:



অভিনন্দন।

প্রতিটি পোস্টে আপনার সরব উপস্থিতি অপূর্ব আনন্দদায়ক।

শুভকামনা।

৯| ১১ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন: ৭ম লাইক আর ৯ম মন্তব্যে জনাই শুভেচ্ছা।

দারুণ কাজ দেখিয়েছেন গুণী।

এভাবে শেখালে সন্তন ও নিজের সকলেরই উপকার।
+++++++

১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৯

নতুন নকিব বলেছেন:



৭ম লাইক আর ৯ম মন্তব্যে জনাই শুভেচ্ছা।

-অভাবিত আন্তরিকতায় মুগ্ধ আপ্লুত।

পাশে থেকে উদ্দীপনা দিয়ে যাওয়ায় কৃতজ্ঞতা। পথ চলার সাথী হিসেবে আপনাকে পেয়েছি সত্য পথের সাহসী সৈনিক হিসেবে।

শুভকামনা নিরন্তর।

১০| ১১ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৪

পলাশবাবা বলেছেন: উত্তম উদ্যোগ ভাই। নীতি বাক্য ছোট থাকতেই শেখাতে হয়।
তবে মনে হয় দেরী হয়ে গেছে। ৩ভি র বাবা মা র কাছে যদি এই জাতীয় ছড়া থাকতো তাহলে বেচারার আজ অনেক কিছুই শেখা থাকতো। এভাবে পথ ভ্রষ্ট হয়ে গোত্তা খেত না।

১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩১

নতুন নকিব বলেছেন:



দারুন বলেছেন। মন্তব্যে আপ্লুত। কৃতজ্ঞতা অশেষ।

ভালো থাকুন। শুভকামনা অন্তহীন।

১১| ১১ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৯

হাবিব বলেছেন: বেশ সুন্দর হয়েছে........

১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩২

নতুন নকিব বলেছেন:



উপস্থিতি প্রেরনার।

অনেক অনেক ভালো থাকুন, প্রত্যাশা নিরন্তর।

১২| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

বলেছেন: ছাড়ার বই ছাড়িয়ে ফেলুন।

১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩৪

নতুন নকিব বলেছেন:



পরামর্শ দেয়ায় ধন্যবাদ।

ছড়ার বই বের করা যায় কি না ভেবে দেখবো ইনশাআল্লাহ।

ভালো থাকুন সারাক্ষন।

১৩| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১২

করুণাধারা বলেছেন: আল্লাহ আপনার প্রচেষ্টার উত্তম প্রতিদান দিন।

১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩৬

নতুন নকিব বলেছেন:



আপনার উপস্থিতিতে মুগ্ধ, আপ্লুত!

কৃতজ্ঞতা অনি:শেষ। আপনার জন্যও কল্যানের দুআ। শুভকামনা জানবেন।

১৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪২

নজসু বলেছেন:



বাহ।
বই বের করবেন কি?
বই প্রকাশ না করলে এই বার্তা শিশুদের কাছে পৌঁছাবেন কিভাবে?

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৩

নতুন নকিব বলেছেন:



বই বের করতে পারলে তো ভালো হত। কিন্তু পারবো কি? দুআ চাই।

মন্তব্যে আসায় অনেক অনেক কৃতজ্ঞতা। ভালো থাকুন সারাক্ষন।

১৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৯

টারজান০০০০৭ বলেছেন: সুন্দর ! একটা বই বাহির করেন ভাই ! বাচ্চাদের উপকার হবে।

১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫২

নতুন নকিব বলেছেন:



সেই চিন্তাটা রয়েছে। দেখা যাক, যদি কোনো সুযোগ আল্লাহ পাক করে দেন।

শুভকামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.