নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

ছোট্ট সোনামনিদের জন্য ছড়ায় ছড়ায় বাংলা অক্ষর পরিচয় (ইসলামী ভাবধারায় লেখা), পর্ব-০২

১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪১



প্রাককথন: অনেক দিন যাবতই ইচ্ছে- ছোট্টমনিদের জন্য অক্ষর পরিচয়ে ছড়ায় ছড়ায় আদর্শ কিছু কথার সমাহারে একটি সংকলন করার। আলহামদুলিল্লাহ, গত কাল প্রথম পর্ব পোস্ট করার পরে সম্মানিত বিচক্ষন ব্লগার বন্ধুদের আন্তরিক পরামর্শ, ব্যাপকভাবে পেয়ে আনন্দিত হয়েছি। তাদের প্রতি কৃতজ্ঞতা।

বর্ণ পরিচয়ে এই ছড়া লেখার উদ্দেশ্য সম্পর্কে গত পর্বে বলেছিলাম- সচরাচর বাজারে যেসব বই পাওয়া যায়, মনোপুত হয় না। আমার এই প্রচেষ্টাও খুব যে ভালো কিছু হয়েছে, তাও মনে হয়নি। আসলে এটা প্রাথমিক প্রচেষ্টা। এই পর্বটিতেও পরামর্শ এবং সহযোগিতা চাচ্ছি বিজ্ঞ কবি লেখকদের থেকে, যাতে আরও সুন্দর করে এই প্রয়াসটি সফলভাবে ছোট্টমনিদের উপহার দিতে পারি।

ঝ, ঝ-তে ঝড়,
ঝড় তুফানে আল্লাহ ডাকো,
সত্য পথে অটল থাকো।

ঞ, ঞ-তে মিঞা ভাই,
মিঞা ভাইকে সম্মান করুন,
আদর্শবান জীবন গড়ুন।

ট, ট-তে টুপি,
টুপি নবীর সুন্নতি সাজ,
টুপি পড়তে নেই কোন লাজ।

ঠ, ঠ-তে ঠিক,
ঠিক ঠিক নিয়ত চাই,
কাজে সঠিক ফল পাই।

ড, ড-তে ডান,
ডান হাতে খাবো খানা,
এটা সুন্নাত সবার জানা।

ঢ, ঢ-তে ঢাল,
অগ্নিতে রোজা ঢালসম,
জান্নাত দিবেন প্রিয়তম।

ণ, ণ-তে কল্যাণ,
কল্যাণের পথে নিত্য ধাই,
আল্লাহ পাকের দয়া পাই।

ত, ত-তে তাহাজ্জুদ,
তাহাজ্জুদে হাত উঠাই,
অশ্রু ঝড়িয়ে ক্ষমা পাই।

থ, থ-তে থোকা,
ফলের থোকা রবের দান,
আহার করে জুরাই প্রান।

দ, দ-তে দাওয়াত,
দাওয়াত রাখা পূন্য কাজ,
দাওয়াত খেতে নাহি লাজ।

ধ, ধ-তে ধোয়া,
সন্ধ্যা হলে হাত পা ধুই,
ইশার নামাজ পড়ে শুই।

ন, ন-তে নামায,
আমরা নামাজ কায়েম করি,
মসজিদে গিয়ে জামাত ধরি।

প, প-তে প্রশংসা,
প্রশংসা সব প্রভূর জন্য,
সবার যিনি স্রষ্টা অনন্য।

ফ, ফ-তে ফায়সালা,
ফায়সালা হোক কুরআন মত,
অগ্রহনীয় মত- অন্য যত।

ব, ব-তে ব্যবসা,
ব্যবসা হালাল সূদ হারাম,
সূদের অর্থে নেই আরাম।

ভ, ভ-তে ভয়,
এক আল্লাহকে ভয় করো,
আল্লাহওয়ালাদের পথ ধরো।

ম, ম-তে মক্কা মদিনা,
মক্কা মদিনার পানে যাই,
হজ্জ, উমরাহতে জীবন রাঙাই।

প্রথম পর্ব পড়তে নিচের লিঙ্ক এ ক্লিক করুন-

ছোট্ট সোনামনিদের জন্য ছড়ায় ছড়ায় বাংলা অক্ষর পরিচয় (ইসলামী ভাবধারায় লেখা), পর্ব-০১

শুভকামনা সকলের জন্য। সুন্দর হোক প্রত্যেকের জন্য কুয়াশাভেজা হিমশীতল আবেশে শুরু হওয়া আজকের এই দিনটি।

ছবি কৃতজ্ঞতা: গুগল।

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৮

রাজীব নুর বলেছেন: খুব ভালো।
এটা একটা ভালো কাজ।
এরকম লেখা গুলো অব্যহত রাখুন।

১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫২

নতুন নকিব বলেছেন:



সকাল সকাল আপনার দেখা পেয়ে খুবই ভালো লাগলো। আনন্দিত হলাম।

প্রেরনা দিয়ে যাওয়ায় কৃতজ্ঞতা।

২| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫৮

হাবিব বলেছেন: অত্যাধিক মনোমুগ্ধকর.........

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৪

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ। কৃতজ্ঞতা পাঠ এবং মন্তব্যে।

৩| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০০

আর্কিওপটেরিক্স বলেছেন: মনোলোভা....

চালিয়ে যান। পাশে আছি :)

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৪

নতুন নকিব বলেছেন:



বরাবরের মত আপনার উপস্থিতি প্রেরনাদায়ক। পাশে থাকায় কৃতজ্ঞতা অশেষ।

শুভকামনা নিরন্তর।

৪| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৬

করুণাধারা বলেছেন: অক্ষর নিয়ে এবারের ছড়াগুলোও ভালো হয়েছে।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৬

নতুন নকিব বলেছেন:



আপনার আন্তরিক মন্তব্য পেয়ে আনন্দিত। কৃতজ্ঞতা।

অনেক অনেক শুভকামনা জানবেন।

৫| ১২ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৮

আরোহী আশা বলেছেন: অনেক ভালো হয়েছে

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৬

নতুন নকিব বলেছেন:



শুকরিয়া।

কৃতজ্ঞতা এবং শুভকামনা অশেষ।

৬| ১২ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৫

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: এগুলো যদি কোন প্রকাশক ছোটদের বইয়ে প্রকাশ করতো তাহলে খুব ভালো হত!

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৮

নতুন নকিব বলেছেন:



আমারও ইচ্ছে ছিল। প্রকাশকদের সাথে তেমন যোগাযোগ নেই। ভালো কোনো প্রকাশক পেলে উদ্যোগ নেয়া যেত। দুআ চাই।

আপনার প্রত্যাশা পূরন হলে আনন্দিত হতাম।

শুভকামনাসহ।

৭| ১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৮

তারেক ফাহিম বলেছেন: শুভকামনা।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৮

নতুন নকিব বলেছেন:



আপনার জন্যও।

৮| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৯

মাহিরাহি বলেছেন: লিখতে থাকুন, বই আকারে ছাপালে ভাল হত।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩০

নতুন নকিব বলেছেন:



প্রেরনাদানে কৃতজ্ঞতা।

বই আকারে ছাপানোর ইচ্ছে ছিল। দেখা যাক কোনো ব্যবস্থা যদি হয়ে যায়। দুআ চাই।

শুভকামনা জানবেন।

৯| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
সকাল সকাল আপনার দেখা পেয়ে খুবই ভালো লাগলো। আনন্দিত হলাম।
প্রেরনা দিয়ে যাওয়ায় কৃতজ্ঞতা।

আমি আমার মেয়েকে পড়িয়ে শুনালাম।
তার কাছে ভালো লেগেছে,।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩১

নতুন নকিব বলেছেন:



পুনরায় ফিরে এসে মন্তব্য রেখে যাওয়ায় আবারও কৃতজ্ঞতা।

অনেক ভালো থাকুন।

১০| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৯

নজসু বলেছেন:




আস সালামু আলাইকুম।
প্রিয় ভাই, অতীব সুন্দর।
শিশুদের পড়াশুনার শুরুটা যদি এভাবে হয়
তাহলে তারা ইসলামী নৈতিকতাতেই বড় হতে থাকবে।
প্রথম পোষ্টটা দেখা হয়নি। এখন দেখবো।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৮

নতুন নকিব বলেছেন:



ওয়াআলাইকুমুসসালাম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকা-তুহ।

আপনি কেমন আছেন?

আগডুম বাগডুম প্রজন্ম আমরা চোখের সামনে দেখলাম। এরা আমাদের শান্তি এবং স্বস্তি কোনোটাই দিতে ব্যর্থ হয়েছে। সত্যিকারার্থে ধর্মীয় জ্ঞান বর্জিত শিক্ষা কোনো মানবিক শিক্ষা হতে পারে না। শিশু মনে শুরু থেকে যে বোধ বিশ্বাস বপিত হয়, তা থেকে যায় আজীবন। তাই শুরুটা হওয়া উচিত পরিকল্পিত, সুন্দর এবং ঝলমলে আলোকিত পাঠ সমৃদ্ধ।

কৃতজ্ঞতাসহ আন্তরিক অভিনন্দন।

১১| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩০

নীল আকাশ বলেছেন: আস সালামু আলাইকুম,
এবারের ছড়াগুলোও ভালো হয়েছে।
এখান থেকে তো কপি করা যায় না।
সবগুলি শেষ হোক তারপর আপনার কাছ থেকে পুরোটা নেব। আমার ছোট বাচ্চাটাকে শেখাব।
আল্লাহ আপনার উপর রহমত নাযীল করুন, আমীন।

১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪৮

নতুন নকিব বলেছেন:



ওয়াআলাইকুমুসসালাম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকা-তুহ।

ইনশাআল্লাহ, আপনি নিবেন। তিন পর্বে সবগুলো মোটামু্টি শেষ হয়েছে। আপনি কখন কিভাবে নিতে পারেন জানালে অবশ্যই দিয়ে দেব।

ছোট সন্তানকে শেখানোর আগ্রহ প্রকাশ করেছেন জেনে আনন্দিত হলাম। আল্লাহ পাক তার প্রতি রহম করুন। কৃতজ্ঞতাসহ শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.