নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
প্রাককথন: আলহামদুলিল্লাহ, সকল শুকরিয়া মহান আল্লাহ তাআ'লার জন্য। তিনি তাওফিক দেয়ায় শেষ পর্যন্ত ছোট্ট সোনামনিদের জন্য ছড়ায় ছড়ায় বাংলা অক্ষরগুলোর পরিচয় তুলে ধরা সম্ভব হলো। যদিও এই সংকলনটি এখনও যথার্থ মানসম্পন্ন হয়েছে বলে মনে হয়নি। তবু একটা কিছু করা হলো বলে আপাত প্রশান্তি। আশা করি, ধীরে ধীরে এই সংকলনটিকে আরও মানসম্পন্ন করে উপস্থাপনের সুযোগ পাব।
পেছনের দু'টি পর্বের মত এই পর্বটিতেও পরামর্শ এবং সহযোগিতা চাচ্ছি ব্লগের প্রিয়ভাজন বিজ্ঞ কবি লেখকদের নিকট থেকে, যাতে আরও সুন্দর করে এই প্রয়াসটি সফলভাবে ছোট্টমনিদের উপহার দিতে পারি। গত দু'টি পর্বে যারা প্রেরনা দিয়ে পাশে থেকেছেন, হৃদয় নিংড়ানো কৃতজ্ঞতা তাদের সবার প্রতি। সকলের জন্য কল্যানের দুআ। ভালো থাকুন সবাই।
য, য-তে যুক্তি,
যুক্তি করে করলে কাজ,
শেষে পেতে হয় না লাজ।
র, র-তে রজ্জু,
দ্বীনের রজ্জু শক্ত হাতে,
ধরবে সবে একই সাথে।
ল, ল-তে লজ্জা,
লজ্জা শরম যার আছে,
নিখুঁত ঈমান তার কাছে।
শ, শ-তে শরীর,
শরীর মন সুন্দর হবে,
রুটিন মত চললে তবে।
ষ, ষ-তে ষড়ঋতু,
ষড়ঋতুর বাংলাদেশ,
শান্তি সুখের নেইকো শেষ।
স, স-তে সুন্নত,
সুন্নত মেনে আমল করি,
নবী-আদর্শে জীবন গড়ি।
হ, হ-তে হাসি,
হাসি মুখে বললে কথা,
গন্য হবে ঠিক সাদাকা।
ক্ষ, ক্ষ-তে ক্ষমা,
ক্ষমা যদি পেতে চান,
অন্যে করুন ক্ষমা দান।
ড়, ড়-তে ঘোড়া,
ঘোড়ার পীঠে ঘোড়সওয়ার,
যিকির করেন আল্লাহর।
ঢ়, ঢ়-তে রূঢ়,
রূঢ়ভাষী অপ্রিয় হয়,
কোমলতার আসে জয়।
য়, য়-তে দয়া,
দয়া চাবে রবের কাছে,
তাঁর চে' দয়াময় কে আছে?
ৎ, ৎ-তে সৎকর্ম,
করবো সদা সৎকর্ম,
এই শিক্ষাই দিচ্ছে ধর্ম।
ং, ং-তে অহংকার,
অহংকার করা ভাল নয়,
অহংকারীর পতন হয়।
ঁ, ঁ-তে চাঁদ,
চাঁদ দেখে রোজা ঈদ,
এই আদেশ নবীজীর।
প্রথম পর্বে যেতে ক্লিক করুন নিচের লিঙ্ক এ-
ছোট্ট সোনামনিদের জন্য ছড়ায় ছড়ায় বাংলা অক্ষর পরিচয় (ইসলামী ভাবধারায় লেখা), পর্ব-০১
দ্বিতীয় পর্বে যেতে-
ছোট্ট সোনামনিদের জন্য ছড়ায় ছড়ায় বাংলা অক্ষর পরিচয় (ইসলামী ভাবধারায় লেখা), পর্ব-০২
ছবি কৃতজ্ঞতা: গুগল।
১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫১
নতুন নকিব বলেছেন:
অপরিমেয় আন্তরিকতায় আপনি ব্লগ পরিবারের সবাইকে বুকে আগলে রাখেন। আল্লাহ পাকের নিকট আপনার অভাবিত সাফল্য কামনা করছি। অনি:শেষ কৃতজ্ঞতা প্রথম মন্তব্য এবং প্রথম প্লাস -এর জন। আপনার সুন্দর কমেন্টটিতেও +++
ওহ, আরেকটি কথা, ভারতে কখনো বেড়াতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই বিরক্ত করার ইচ্ছে রয়েছে। অনেক অনেক ভালো থাকুন।
২| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৩
পবিত্র হোসাইন বলেছেন: আল্লাহ্ আপনার মঙ্গল করুক ।
১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৬
নতুন নকিব বলেছেন:
আপনার জন্যও একই দুআ। নিরন্তর ভালো থাকুন। সুন্দরে সুন্দরে ভরে থাক আপনার প্রতিটি মুহূর্ত।
৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৭
রাজীব নুর বলেছেন: সহজ সরল প্রানবন্ত।
১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪০
নতুন নকিব বলেছেন:
শুকরিয়া। কৃতজ্ঞতাসহ শুভকামনা।
৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৬
মাহমুদুর রহমান বলেছেন: অসাধারন!
১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪০
নতুন নকিব বলেছেন:
অসংখ্য ধন্যবাদ।
অনেক অনেক ভালো থাকুন।
৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪
হাবিব বলেছেন: মাশাআল্লাহ..............
১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪৩
নতুন নকিব বলেছেন:
মোবারকবাদ।
কৃতজ্ঞতাসহ শুভকামনা।
©somewhere in net ltd.
১| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৬
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা ! আপনার সৃষ্টিশীলতার পরিচয় পেয়ে মুগ্ধ হলাম। পোস্টে প্লাস ++
অনিঃশেষ শুভেচ্ছা প্রিয় নকিবভাইকে।