নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

আলহামদুলিল্লাহ, অবশেষে অবসান হল প্রতিক্ষার। বিশ্ব ইজতিমা এক পর্বে, অনুষ্ঠিত হবে ১৫-১৭ ফেব্রুয়ারি ২০১৯। আসতে পারছেন না মাওলানা সাদ।

২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৪



আলহামদুলিল্লাহ, অবশেষে অবসান হল সকল প্রতিক্ষার। দ্বীন ইসলামের প্রচারে নিবেদিত একনিষ্ঠ তাবলীগ জামাআতের ঐতিহ্যবাহী বিশ্ব ইজতিমা আগামী ফেব্রুয়ারি মাসের যে কোনো সময় অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত হয়েছে। আজ বুধবার দুপুরে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে তাবলীগ জামাআতের দুই পক্ষই সম্মিলিতভাবে একটি ইজতিমা করার ব্যাপারে সম্মত হয়েছেন।

ইজতিমা সফল করতে দু'পক্ষই আগের নিয়মে কাজ করবেন বলে জানিয়েছেন বৈঠকে উপস্থিত একাধিক সূত্র।

জানা যায়, গতবারের মতো এবারও বিশ্ব ইজতিমায় নিজামুদ্দিনের মুরব্বি মাওলানা সাদ কান্ধলভী অংশ নিতে পারবেন না বলে সিদ্ধান্ত হয়েছে বৈঠকে।

এছাড়া মাওলানা সাদ কান্ধলভীর বিষয়ে প্রতিনিধি দলের দেওবন্দ গমনের যে কথা ছিল সে সফরও হচ্ছে না বলে জানানো হয়েছে।

আজ সকাল সাড়ে ১১ টায় বিশ্ব ইজতিমার তারিখ নির্ধারণ এবং চলমান সঙ্কট নিরসনে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে সরকারের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ, স্বরাষ্ট্র সচিব ড. কামাল উদ্দিন আহমেদ, ধর্ম সচিব মো. আনিছুর রহমান, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের প্রধান বেনজির আহমেদ, আইজিপি ড. জাবেদ পাটোয়ারী উপস্থিত ছিলেন।

উলামায়ে কেরাম ও তাবলিগের সাথীদের মধ্যে উপস্থিত ছিলেন, আল্লামা আশরাফ আলী, আল্লামা মাহমুদুল হাসান, মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ, হাফেজ মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা আবদুল কুদ্দুস, মুফতি মিযানুর রহমান সাঈদ, মাওলানা মাহফুজুল হক, মাওলানা রবিউল হক, মাওলানা আনাস মাদানী, মুফতি জসিম উদ্দিন, খান শাহাবুদ্দিন নাসিম, সৈয়দ ওয়াসিফুল ইসলাম, মাওলানা নূরুল আমিন প্রমুখ।

আল্লাহ পাক দ্বীনের এই নিবেদিতপ্রাণ জামাআতের মেহনতকে সকল প্রতিবন্ধকতা ও প্রান্তিকতামুক্ত রেখে কবুল এবং মঞ্জুর করুন। এই মেহনতের সাথে যুক্ত সকলকে জাজায়ে খায়ের নসিব করুন। সারা পৃথিবীতে দ্বীনের আওয়াজ বুলন্দ করা এই হকের দাওয়াতকে বিভেদ, ফিতনা এবং অনৈক্যের সকল বেড়াজাল ছিন্ন করে আবার এগিয়ে যাওয়ার হিম্মত দান করুন।

সংবাদ সূত্রঃ আওয়ার ইসলাম ডট কম



সম্মিলিতভাবে হচ্ছে এক ইজতেমা; আসছেন না মাওলানা সাদ

ছবিঃ গুগল।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:০০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আলহামদুলিল্লাহ, সকল প্রসংশার একমাত্র মালিক আল্লাহ।
তিনিই মুসকিলে আসান। তার মেহেরবানীর সীমা নাই।
আমরা তার রহমদের কাঙাল। শুভ হোক বিশ্ব ইস্তেমা।

২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৫

নতুন নকিব বলেছেন:



চমৎকার হৃদয় নিংড়ানো মন্তব্যে একরাশ কৃতজ্ঞতা।

আলহামদুলিল্লাহ, সকল প্রসংশার একমাত্র মালিক আল্লাহ।
তিনিই মুসকিলে আসান। তার মেহেরবানীর সীমা নাই।
আমরা তার রহমদের কাঙাল। শুভ হোক বিশ্ব ইস্তেমা।


আহ! কত সুন্দর কথাই না বলেছেন! আমরা তো তাঁরই অবারিত রহমতের কাঙাল!

শুভকামনা সব সময়।

২| ২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৬

হাবিব বলেছেন: আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের জন্য উত্তম ফয়সালাকারী

২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৫

নতুন নকিব বলেছেন:



সঠিক বলেছেন। সুন্দর বলেছেন।

কৃতজ্ঞতা। শুভকামনা।

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৫

তারেক ফাহিম বলেছেন: আলহামদুলিল্লাহ্,

ইজতেমা সফলতা কামনা করি।

২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৬

নতুন নকিব বলেছেন:



কৃতজ্ঞতা সুন্দর মন্তব্য রেখে যাওয়ায়।

অনেক অনেক ভালো থাকুন।

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫১

ঠ্যঠা মফিজ বলেছেন: আলহামদুলিল্লাহ । আল্লাহু বাঁচিয়ে রাখলে যাওয়ার ইচ্ছে আছে ।

২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৯

নতুন নকিব বলেছেন:



শুকরিয়া। ইনশাআল্লাহ যাবেন। ইনশাআল্লাহ যাব।

সফল হোক দ্বীনের এ মহাসম্মেলন।

৫| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫৬

রাজীব নুর বলেছেন: এর আগে যারা ইজতেমা নিয়ে ঝামেলা পাকিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করলো তাদের বিচার কবে হবে?

২৪ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩২

নতুন নকিব বলেছেন:



তাদের বিচার অবশ্যই করা উচিত। কিন্তু কে করবে তা?

৬| ২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১৯

মাহমুদুর রহমান বলেছেন: ৫ নং মন্তব্যের উত্তরঃ আল্লাহ করবে।

২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২২

নতুন নকিব বলেছেন:



অবশ্যই সঠিক উত্তর। তাঁর হাত থেকে এড়িয়ে যাওয়ার ক্ষমতা কারও নেই। কিন্তু সে বিচার তো আসল বিচার। তার জন্য তো অপেক্ষার প্রহর গুনতে হবে।

মন্তব্যে ধন্যবাদ।

৭| ২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৬

খায়রুল আহসান বলেছেন: শান্তিপূর্ণ ভাবে, কোন প্রাণ সংহার বা দুর্ঘটনা ছাড়া বিশ্ব ইজতেমা পালিত হোক, এটাই আম জনতার প্রত্যশা।

২৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৭

নতুন নকিব বলেছেন:



আমজনতার প্রত্যাশা পূরন হোক। কোনো প্রাণ সংহার বা দুর্ঘটনা ব্যাতিরেকে শান্তিপূর্ণভাবে সফলতার সাথে অনুষ্ঠিত হোক বিশ্ব ইজতেমা, এই দুআ আমাদেরও।

মন্তব্যে আপনাকে পেয়ে আনন্দিত। আল্লাহ পাকের নিকট প্রার্থনা, আপনার নেক হায়াত দারাজ করুন তিনি।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.