নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
মনে হয় ছুটে যাই মুসাফিরি হালে
অচেনা পথের পানে তোমার সন্ধানে
তোমার প্রানের পাখি রাতের হেলালে
শামাদান হয়ে জ্বলে মনের বাগানে
জীবনের কিসতিতে পাপের সঞ্চয়-
হারিয়ে তোমার সব তালিম আদেশ
জীবনের মানে আজ- অজ্ঞতার জয়
পরাভব মেনে সব স্বকীয়তা শেষ।
তোমার দামান খুঁজে কাশ ফুল ছুঁই
শীতের সকাল বেলা কুয়াশা দেয়ালে
তোমার পরশ ভোলা যায় না কভুই
হৃদয়ে একেছো ছবি কোন্ সে খেয়ালে
তোমার সন্ধান করা জীবনের পন
তোমার সন্ধানে শেষ হোক এ জীবন।
ছবি কৃতজ্ঞতা: গুগল।
২২ শে মার্চ, ২০১৯ সকাল ১১:১৯
নতুন নকিব বলেছেন:
বাহ!
আপনার আগমনে মুগ্ধতা। সুন্দর মন্তব্য এবং কবিতায় লাইক দেয়ার জন্য কৃতজ্ঞতা।
শুভকামনা অনুক্ষণ।
২| ২২ শে মার্চ, ২০১৯ সকাল ১০:৫৯
আকতার আর হোসাইন বলেছেন: বাহ। খুব সুন্দত সনেট।
২২ শে মার্চ, ২০১৯ সকাল ১১:২৩
নতুন নকিব বলেছেন:
মন্তব্যে আসায় কৃতজ্ঞতা এবং অভিনন্দন।
ভালো থাকুন।
শুভকামনা সবসময়।
৩| ২২ শে মার্চ, ২০১৯ দুপুর ১:১৩
রাজীব নুর বলেছেন: সুন্দর।
২৫ শে মার্চ, ২০১৯ সকাল ৯:৩৬
নতুন নকিব বলেছেন:
ধন্যবাদ।
৪| ২৩ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪১
মাহমুদুর রহমান বলেছেন: ওহে মুসাফির শোন শোন গো
আমারই খোদার গান
এক ইলাহি আল্লাহ ছাড়া নেই কোন রহমান।
২৫ শে মার্চ, ২০১৯ সকাল ৯:৩৬
নতুন নকিব বলেছেন:
সুন্দর। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২২ শে মার্চ, ২০১৯ সকাল ১০:৫৩
শায়মা বলেছেন: বাহ!
মনের আঁকুতি কবিতায় সুস্পষ্ট!