নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
নুসরাত,
মা! তুমি চলে গেলে ফুটন্ত ফুল হয়ে ফুটবার আগেই
তোমার চলে যাওয়া পথপানে নিষ্পলক তাকিয়ে থাকি
যতবার তোমার শোকগাথা পড়ি-
দানবের জিঘাংসায় ঝলসে যাওয়া তোমার হৃদয় বিদারক দৃশ্য-
অবচেতনে ভেসে ওঠে মনের পর্দায়
কল্পনায় ছায়া ফেলে- তোমার চলে যাওয়ার করুন ঘটনা পরাম্পরা
নুসরাত,
তোমাকে সম্বোধন করে কোনো কথা বলতেও লজ্জা হয় আজ
কোন মুখে তোমার পানে তাকাই?
তুমি বাঁচতে চেয়েছিলে, আমরা তোমাকে বাঁচাতে পারিনি
আমাদের এই ঘূনে ধরা সমাজ বাস্তবতা তোমাদের বাঁচার পথে
তৈরি করে রেখেছে অগনন অন্তরায়
তুমি ক্ষমা করো না আমাদের
মা, ক্ষমা করো না আমাদের
নুসরাত, কেন জানিনা-
ছলছল করে ওঠে চোখ
অশ্রুসজল পোড়া চোখ বাধা মানে না
অজান্তেই টুপটাপ ঝরে পড়ে ফোটা ফোটা নোনাজল
ভিজে ওঠে হৃদয়ের কার্ণিশ অদেখা বেদনায়
ক্রুদ্ধ মনকে প্রবোধ দিতে পারি না
হৃদয়ের ক্ষতগুলো সশব্দে বলে ওঠে-
যখনই তোমাকে ভাবি-
আমি যেন হারিয়েছি আমারই আত্মজাকে
আমারই বুকের ধন
নুসরাত,
তুমি চলে গেছো
আমাদের প্রতিটি ভোর প্রতিটি রাত প্রতিটি বিকেল
বিষন্নতায় ছেয়ে আছে
রাতশেষে প্রভাত আসে তোমার মায়াময় মুখচ্ছবি হয়ে
কর্মক্লান্ত অবশ শরির রাতের কোলে আশ্রয় নেয়
তোমার অবর্ণনীয় কষ্টগুলো ভাবতে ভাবতে
নুসরাত,
পাপিষ্টের দেয়া আগুনে দগ্ধ হয়ে তুমি চলে গেলে দূরে
দূর অজানায়
অচেনা অচিন দেশে
না ফেরার দেশের পথিক হয়ে
তুমি চলে গেলে
মনে হয় যেন- আমার কলিজা ছিঁড়ে চলে গেছে কেউ
অতি নিকটজন দূর বহু দূর
নুসরাত,
তুমি দু:খ নিয়ো না
আমরা অপরাধীদের সমুচিত বিচার না হওয়া পর্যন্ত
তোমাকে ভুলে যেতে দেব না
দেশবাসী তোমার হত্যাকারীদের পরিনাম দর্শনের প্রতীক্ষায়
গভীর উদ্বেগে তাকিয়ে
একটা অপরাধীও যাতে এড়িয়ে যেতে না পারে
প্রতিবাদে সোচ্চার হয়ে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা আমরা চালিয়ে যাবোই
নুসরাত,
মরে গিয়ে তুমি জিতে গেছো-
হার না মানা মামনি আমার!
এই পাপপঙ্কিলতার আবর্তে
হামাগুড়ি খেয়ে বেঁচে থাকার চেয়ে
অনন্ত জান্নাতী জীবনে প্রবেশ করেছো তুমি
তুমি জিতে গেছো
তোমাকে দগ্ধ করে
হেরে গেছে অপরাধী কাপুরুষগুলো
নুসরাত,
তুমি বাঁচতে চেয়েছিলে
মৃত্যুর দুয়ারে গিয়েও তুমি থেমে যাওনি
জীবনের কথা বলেছো
সাহসে ভর করে বলেছো- 'আমি মরে যাব না, আমি বেঁচে উঠবো'
আহ! আজ আর তুমি নেই!
তোমার অদম্য
বাঁচার আকুতি জানিয়েছো
তুমি পরাভব মানোনি
তোমার ছোট্ট জীবন তুমি দামী করে নিলে
জীবন দিয়ে দেখিয়ে গেলে-
আত্মসম্মান হারানোর ঠিক আগে আগে নুসরাতরা মরতে জানে
পরাজয়ের কোনো গ্লানি স্পর্শ করতে পারেনি তোমাকে
আল্লাহ্ তায়ালা তোমাকে অধিষ্ঠিত করুন
জান্নাতুল ফেরদৌসের সুমহান মর্যাদায়
ছবি: অন্তর্জাল।
২০ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৩০
নতুন নকিব বলেছেন:
অসংখ্য ধন্যবাদ। আসলেই। ঠিকই বলেছেন। এসব অন্যায় অবিচার দেখলে মাঝে মাঝে নিজেকে বড় অসহায় লাগে।
২| ১৩ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:০১
রাজীব নুর বলেছেন: ফেনী সদর আসনের এমপি ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম হাজারীর হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দিচ্ছেন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ।
২০ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৪১
নতুন নকিব বলেছেন:
ক্ষমতাসীনদের ছত্রছায়ায় থেকে কোনো অপরাধী যাতে পার পেতে না পারে সেজন্য আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।
আপনাকে ধন্যবাদ।
৩| ১৩ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:০৮
হাবিব বলেছেন: কি অমানবিক! এর কি কোনই বিচার হবে না? নাকি বিভিন্ন ইস্যুর নিচে চাপা পরে যাবে?
১৩ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৩৭
নতুন নকিব বলেছেন:
ধন্যবাদ।
পাসপোর্টের সমস্যায় এই পোস্টটি গুরুত্বপূর্ণ-
[link|https://www.somewhereinblog.net/blog/icarusss/29712805|অনলাইনে যেভাবে মেশিন রিডেবল পাসপোর্ট (MRP) করবেন- A to Z ! [একটি ঝামেলাবিহীন পাসপোর্টের আত্মকাহিনী বা আমি যেভাবে খুব সহজেই পাসপোর্ট পেলাম] ]
©somewhere in net ltd.
১| ১৩ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৩৪
নাসির ইয়ামান বলেছেন: জাহেলিয়্যাতের আপডেট ভার্সন! সমাজ কলঙ্কিত হয়ে যাচ্ছে। মন চায় আবারো গুহাবাসী হয়ে থাকতে: