নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
বন্ধু, তুমি ভয় পেয়ো না-
মনে রেখো, কেউ আমাদের আটকাতে পারবে না-
কারো সাধ্য নেই, আমাদের থামিয়ে দেয়-
রুখে দেয় আমাদের দূরন্ত পথচলা-
কোনো হিংসুকের রক্তচক্ষুকেও আমরা পরোয়া করি না-
কোনো অদৃশ্য অপশক্তি রুখতে পারবে না আলোকের এ অগ্রযাত্রা-
আমরা ব্লগার-
পরিচিতিটা নিতান্তই ক্ষুদ্র আমাদের-
কিন্তু জেনে রেখো, আমরা আলোর সওদাগর-
আমরা জ্ঞানের মুক্ত ফরিয়া-
আলোকের-জ্ঞানের মুক্ত বিহঙ্গকে বেধে রাখে সাধ্য কার?
আমরা জ্ঞানের কথা বলি-
প্রজন্মকে আলোর-প্রজ্ঞার-সাহসের পথে ডেকে যাই অবিরাম-
আমরা বিশ্বজুড়ে বিপন্ন মানবতার অধিকারের স্বপ্ন দেখি-
প্রেম-ভালোবাসা-শান্তির জয়গান করি-
আর এরই আরাধনায় প্রতি দিন প্রতি প্রহর লিখে চলেছি-
বিমূর্ত ছন্দের একেকটি কবিতা-
এই স্বপ্নের ডিঙ্গিতে চড়ে-
আমরা দিগন্ত বিস্তৃত প্রান্তরে জোসনা বিলিয়ে যাই মুঠি মুঠি-
আটষট্টি হাজার গ্রাম ছাপিয়ে আমাদের আয়তন মাশরিক থেকে মাগরিব
জুনূব থেকে শিমাল-
ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ সমগ্র ভূ-ভাগজুড়ে আমাদের দীপ্ত পদচারণা-
সামহোয়্যার ইন ব্লগের প্রিয় ডিজিটাল খেরোখাতাটা আমাদের বাংলায় আঁকিবুকির মাধ্যম-
আমাদের কথা বলার অবাক করা কন্ঠস্বর-
আমাদের লক্ষ প্রাণের বিমুগ্ধ স্পন্দন-
আমরা এখানে বাংলায় কথা বলি-
বাংলাকে ভালোবেসে ছুটে যাই পৃথিবীর প্রতিটি প্রান্তে-
আকাশে-বাতাসে-নগরে-বন্দরে আমাদের সরব উপস্থিতি-
বিশ্ব মানচিত্রের চৌহদ্দিতে পরিয়ে দিই বাংলা ভাষার আদুরে টিপ-
হতে পারে এ আমাদের ক্ষুদ্র প্রয়াস-
তবু বাংলা ভাষাকে বুকে আগলে রাখি অহর্নিশ-
প্রিয় মাতৃভাষাকে আমরা সযতনে ছড়িয়ে দিই বিশ্বময়-
বাংলা ভাষাকে ভালোবাসি যে অনেক অনেক-
ছবি: অন্তর্জাল।
০৪ ঠা জুলাই, ২০১৯ সকাল ১০:৫৮
নতুন নকিব বলেছেন:
যদি এমনি ঐক্যে সততায়, ভালবাসার বাধনে একথাকি সবসময়
এটাই হচ্ছে বাস্তবতা। আমাদের লক্ষ প্রাণের অটুট ঐক্যই আমাদের সামনে চলার পথ দেখাবে। বাধার বৃন্দাবন ডিঙ্গিয়ে আমরা চলতে থাকবো সম্মুখের উর্বরা সতেজ সবুজ ভূমিতে। ব্লগারগন মুক্ত মানব। ডানাহীন, তবে বাধা না মানা মুক্ত বিহঙ্গ।
প্রথম কমেন্টটিতে আপনার উপস্থিতি প্রাণ জুড়িয়ে দিল। কৃতজ্ঞতাসহ শুভকামনা। আর আপনার আন্তরিক মন্তব্যেও অনেক অনেকগুলো ++++++++++
২| ০৪ ঠা জুলাই, ২০১৯ সকাল ১০:৫৩
তারেক_মাহমুদ বলেছেন: একদম তাই, কবিতায় ভাললাগা।
০৪ ঠা জুলাই, ২০১৯ সকাল ১১:০৩
নতুন নকিব বলেছেন:
মন্তব্যে আসায় অভিনন্দন প্রিয় তারেক মাহমুদ ভাই।
গত ক'টা দিন সবারই খুব খারাপ কেটেছে। আমি নিজেও অবস্থা পর্যবেক্ষন করছিলাম। অনেক কিছু ভেবেছি, সামুকে ওপেন করার জন্য বিকল্প কোনো পথ বের করা যায় কি না, সেসব চিন্তা করে।
যাক, আলহামদুলিল্লাহ, সামু কর্তৃপক্ষের আন্তরিক প্রচেষ্টায় শেষ পর্যন্ত আবার প্রাণ পেয়েছে প্রিয় প্রান্তর। তাদের প্রতি অনি:শেষ শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা।
অনেক ভালো থাকুন।
৩| ০৪ ঠা জুলাই, ২০১৯ সকাল ১০:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: হুম। কেউ আমাদের আটকাতে পারবেনা।
০৪ ঠা জুলাই, ২০১৯ সকাল ১১:০৭
নতুন নকিব বলেছেন:
জ্বি, প্রিয় কবি ভাই,
কারো সাধ্য নেই আমাদের আটকে রাখে। আমরা ডানাহীন তবে ওড়ার ক্ষমতায় আমরা দৃপ্তপদ। আমাদের বেধে রাখে সাধ্য কারও নেই, ইনশাআল্লাহ। মন্তব্যে আপনাকে পেয়ে অনেক অনেক ভালো লাগলো।
কেমন ছিলেন এই ক'টা দিন? নিশ্চয়ই আমাদের মতই টেনশনে সময় পার করেছেন আপনিও। যাক, আলহামদুলিল্লাহ, এখন থেকে আপনার কবিতারা কথা বলে উঠবে আবারও। আমরা পড়ে প্রশান্তি লাভ করতে পারবো।
অনেক ভালো থাকবেন।
৪| ০৪ ঠা জুলাই, ২০১৯ সকাল ১১:২২
ঠাকুরমাহমুদ বলেছেন: হিন্দু মুসলিম চুলকানির মতো শুরু হয়েছে ব্লগ চুলকানি কে বা কারা অজ্ঞাতনামা লোকজন সামহোইয়ারইনব্লগের পেছনে লেগেছে মনে হচ্ছে ব্লগ তাদের সাত জন্মের জন্ম পরিচয় নিয়ে টান দিয়েছে তাতে শুরু হয়েছে ব্লগের সাথে শত্রুতা।
সামহোইয়ারইনব্লগের শত্রু অর্থ দেশের শত্রু, সাধারণ মানুষের শত্রু।
৫| ০৪ ঠা জুলাই, ২০১৯ দুপুর ১:১৬
রাজীব নুর বলেছেন: চমৎকার একটি কবিতা।
৬| ০৪ ঠা জুলাই, ২০১৯ বিকাল ৩:৩৮
ডঃ এম এ আলী বলেছেন: ভাল লিখেছেন কবিতা । এই অল্প প্রাপ্তিতেই তৃপ্তির ডেকুর তুললে চলবেনা । থিসিস , এন্টি থিসিস চলতেই থাকবে , তাই মুক্তির লক্ষ্যে সিনিথিসিস করে চললে চলার কিছুটা পথ সুগম হবে । রেডিকেলী যা অর্জিত হয় তার স্থায়িত্ব খুবই কম । দীর্ঘ স্থায়িত্বের জন্য আরো অনেক বেশী কৌশলী হওয়া আবশ্যক ।
৭| ০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ১০:১৯
আহমেদ জী এস বলেছেন: নতুন নকিব,
তাই যেন হয় ..........................
৮| ০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ১০:২৯
ল বলেছেন: আলোর সওদাগরদের কেউ আটকাতে পারবেনা। ===========দারুন
৯| ০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ১০:৫১
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় লতিফ ভাই,
কবিতা পড়ে একজন ব্লগার হিসেবে নিজেকে গর্বিত মনে করছি। কবিতায় বাঁধ ভাঙার সার্থক সমাহার। ++++
শুভকামনা ও ভালোবাসা জানবেন।
১০| ০৫ ই জুলাই, ২০১৯ রাত ১:২৫
কাওসার চৌধুরী বলেছেন:
দারুণ প্রতিবাদী সূর। কবিতায় বিদ্রোহী ভাব। পৃথিবীর কোন সুবিধাবাদী কারো কণ্ঠ কখনো রোধ করতে পারেনি। সামুর কণ্ঠও কেউ কখনো রোধ করতে পারবে না। ব্লগাররা এ জাতির বিবেক। এরা কারো চাটুকাসরিতা পছন্দ করে না। চায় অন্যায়-অবিচারকে রুখে দিতে। আায় নিরাপদ আর যুক্তি নির্ভর ভবিষ্যৎ গড়ে তোলতে।
১১| ০৫ ই জুলাই, ২০১৯ সকাল ৮:৫৬
কানিজ রিনা বলেছেন: অসাধারন কবিতা,আপনি কি জানেন?
বিশ্বের প্রতিটি শিশুই প্রথম কথা শিখে
বাংলায়, বাবা দাদা মামা নানা বুবু।
বাব্বাব দাদ্দাদ মাম্মাম নান্নান বুব্বুব
এরকম শব্দ গুল শিশুর প্রথম কথা।
তারপর শিশুর ভাষা ঘুরিয়ে যার যার
দেশের ভাষা শিখানো হয়। আপনার
সুন্দর কবিতায় অসংখ্য ধন্যবাদ।
১২| ০৫ ই জুলাই, ২০১৯ সকাল ৯:০৪
নীলপরি বলেছেন: খুব ভালো লিখেছেন । আপনার কবিতার সাথে একমত ।
শুভকামনা
১৩| ০৬ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:১২
মেঘ প্রিয় বালক বলেছেন: খুব ভালো লেগেছে ভাই। ব্লগ ও ব্লগাররা ভালো থাকুক।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুলাই, ২০১৯ সকাল ১০:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন কাব্য ভায়া
মুগ্ধ পাঠ
হুম। কেউ আমাদের আটকাতে পারবেনা।
যদি এমনি ঐক্যে সততায়, ভালবাসার বাধনে একথাকি সবসময়
++++++++++