|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 নতুন নকিব
নতুন নকিব
	যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
 
 
বঙ্গবন্ধুকে নিয়ে সঙ্গীত - শেখ মুজিব একটি দ্রোহের নাম
শেখ মুজিব একটি দ্রোহের নাম
একটি বিপ্লব একটি মানচিত্র স্বাধীনতার পয়গাম।।
মুজিব মানে কোটি জনতার মুক্তির আহবান,
মুজিব মানে স্বদেশ জাতির স্বাধীনতার জয়গান,
মুজিব মানে খুনি হানাদার পরাভুত হয়রান,
গোলামির জিঞ্জির ছিন্ন করে এক মুজিবের নাম।। - ঐ 
মুজিব মানে অনিয়ম ভাঙ্গার সাহসের সংগ্রাম,
মুজিব মানে বজ্র হুংকার অকাতর ঝরা রক্ত ঘাম, 
মুজিব মানে লাল সবুজের নতুন পতাকার নাম,
মুজিবই জাতিরে পিলায়েছে স্বাধীকার আবে জাম।। - ঐ 
ছবি কৃতজ্ঞতা: অন্তর্জাল।
 ৮ টি
    	৮ টি    	 +২/-০
    	+২/-০  ১৫ ই আগস্ট, ২০১৯  সকাল ১১:২১
১৫ ই আগস্ট, ২০১৯  সকাল ১১:২১
নতুন নকিব বলেছেন: 
অসংখ্য ধন্যবাদ আপনাকে। 
ঈদ মোবারক।
২|  ১৫ ই আগস্ট, ২০১৯  দুপুর ১:০০
১৫ ই আগস্ট, ২০১৯  দুপুর ১:০০
জুনায়েদ বি রাহমান বলেছেন: শ্রদ্ধার সাথে স্মরণ করছি.....
  ১৭ ই আগস্ট, ২০১৯  সকাল ৯:০৫
১৭ ই আগস্ট, ২০১৯  সকাল ৯:০৫
নতুন নকিব বলেছেন: 
পোস্টে আপনার আগমনে কৃতজ্ঞতা। 
ধন্যবাদসহ শুভকামনা সবসময়।
৩|  ১৫ ই আগস্ট, ২০১৯  বিকাল ৩:২৬
১৫ ই আগস্ট, ২০১৯  বিকাল ৩:২৬
রাজীব নুর বলেছেন: একজন গ্রেট নেতা।
  ১৭ ই আগস্ট, ২০১৯  সকাল ৯:০৭
১৭ ই আগস্ট, ২০১৯  সকাল ৯:০৭
নতুন নকিব বলেছেন: 
কৃতজ্ঞতা এবং ধন্যবাদ মন্তব্য রেখে যাওয়ায়।
৪|  ১৫ ই আগস্ট, ২০১৯  বিকাল ৩:৪৮
১৫ ই আগস্ট, ২০১৯  বিকাল ৩:৪৮
পদাতিক চৌধুরি বলেছেন: বাঙালি জাতির গর্ব জননেতাকে জানাই অন্তরের শ্রদ্ধা।
আপনার স্মরণিকা ভালো হয়েছে। 
শুভেচ্ছা নিয়েন প্রিয় নকিব ভাই।
৫|  ১৬ ই আগস্ট, ২০১৯  রাত ২:০৩
১৬ ই আগস্ট, ২০১৯  রাত ২:০৩
বিলুনী বলেছেন: সবসময়  এই অনুভব  ও চেতনা সকলের মাঝে থাকা একান্ত থাকা দরকার ।
দেশের স্বাধীনতার  জন্য ধাপে ধাপে বাংগালীদেরকে প্রস্তুত করে বজ্রকন্ঠে  ৭ ই মার্চের ভাষনে ঘরে ঘরে  দুর্গ গড়ে তোলার কথা বলে  পরে  ২৫ মার্চ রাতে বাংলাদেশের  স্বাধিনতা ঘোষনাকারী  জাতির জনককে জানাই শ্রদ্ধাঞ্জলী । 
©somewhere in net ltd.
১| ১৫ ই আগস্ট, ২০১৯  সকাল ১০:৩৯
১৫ ই আগস্ট, ২০১৯  সকাল ১০:৩৯
ইসিয়াক বলেছেন: ভালো