নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
শান্তি রহমতের দোআ-
‘আসসালামু আলাইকুম‘।
সালাম দিলে পূন্য মিলে
শান্তি এসে দেয় যে চুম।
সালাম মানে বুকের মাঝে
আগলে নেয়া সবাইকে।
ছোটবড়র নেই ভেদাভেদ
কাছের কিবা দূরের কে।
সবার সাথে ভাব জমাতে
সালাম প্রাণে প্রাণ মিলায়।
ভালোবাসার সৌধ গড়ে
জান্নাতের সুবাস বিলায়।
সালাম মানে নিরাপত্তা,
প্রেম-প্রীতি-দয়ার দ্বার।
সালাম খুলে দেয় শুধুই
বরকতের বন্ধ দুয়ার।
কথা বলার আগে সালাম,
বিদায় নেয়ার আগেও তাই।
আগে আগে সালাম দিলে
অধিক বেশি পূন্য পাই।
জান্নাতিদের সম্ভাষনে
চলবে সালাম বিনিময়।
রবের সালাম অভিবাদন
পাবেন তারা সবসময়।
ছবি কৃতজ্ঞতা: অন্তর্জাল।
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৪
রাজীব নুর বলেছেন: অনেক হিন্দুরাও সালাম দেয়। রাস্তায় দেখা হলে বা ফোনে। এটা আমার খুব ভালো লাগে।
৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসসালামু আলাইকুম
সুন্দর হয়েছে
৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৮
তারেক_মাহমুদ বলেছেন: আসসালামু আলাইকুম নকীব ভাই। আশাকরি ভাল আছেন। বেশ ভাল লাগলো।
৫| ০১ লা অক্টোবর, ২০১৯ রাত ১:৫৩
কবি হাফেজ আহমেদ বলেছেন: আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাহকাতুহু। লেখাটি পড়ে সালাম দিতে অনুপ্রাণিত হলাম। শুভ কামনা।
©somewhere in net ltd.
১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৫৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু