নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
ছবি: অন্তর্জাল।
মন ছুটে যায়
মন ছুটে যায় ধানের ক্ষেতে
বিলের ধারে সাতরে যেতে
সেই সোনালী দিনের মত ছুটে।
পাখপাখালির মধুর তানে
মুগ্ধ আবেশ রিক্ত প্রানে
ছন্দ আনে হাজারো ফুল ফুটে।
মন ছুটে যায় শিশির পায়ে
মাঠ পেরিয়ে ডিঙ্গি নায়ে
বৈঠা হাতে মাঝ নদীতে ভাসি।
মন ছুটে যায় পাগলপাড়া
পল্লী মায়ের আচল ছাড়া
আর কোথা পাই পদ্মফুলের হাসি?
মন ছুটে যায় গায়ের পানে
মন ছুটে যায় মায়ের পানে
মা যেখানে ঘুমিয়ে আছে গায়।
গাছগাছালির নিবিড় ছায়ায়
পুকুর পাড়ে শীতল মায়ায়
সেথা পরান মায়ের পরশ পায়।
২| ১৪ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫১
তারেক ফাহিম বলেছেন: কবিতা পড়ে গানটি মনে পড়ল।
কবিতা পাঠে একরাশ মুগ্ধতা।
মন ছুয়ে যাওয়ার মত কবিতা।
৩| ১৪ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন:
সুন্দর হয়েছে
=========
মন চলে যায় হাওয়ায় ভেসে
গাঁয়ের পানে সুখের রেশে
ধানের ক্ষেতে বিলের ধারে...
মন চলে যায় পাখির গানে
গায়ের পথে, মায়ার টানে
শাপলা ফুটা ঝিলের পাড়ে......
মন ছুটে যায় শিশির ঘাসে
মুগ্ধতা আর সুখের চাষে
মন চলে যায় বারে বারে.....
মন চলে যায় আমার গাঁয়ে
ভাসতে আহা ইচ্ছের নায়ে
নৌকা যেথায় সারে সারে......
মন ছুটে যায় বটের ছায়ে
শিশির মুক্তো খালি পায়ে
ছায়াঘেরা বাঁশের ঝাড়ে.......
মন চলে যায় মায়ের কাছে
যেথায় দোলে দোলনা গাছে
সুর বাজে আজ মনের তারে......
মন ছুটে যায় পুকুর ঘাটে
সবুজ বরণ ধানের মাঠে
ইচ্ছের কথা বলি কারে?
৪| ১৪ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:১৮
নুরহোসেন নুর বলেছেন: জঞ্জালের শহর ছেড়ে মায়ের কাছে গ্রামে ফিরতে মন চাচ্ছে,
কবিতার ছন্দে মনে পড়ে গেল ফেলে আসা শৈশব।
-ধন্যবাদ, আমার চোখের স্বপ্নগুলো লিখে দিলেন।
৫| ১৪ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৭
কিরমানী লিটন বলেছেন: মন ছুঁয়ে গেলো কবি- খুব ভালোলাগা
৬| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৬
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
৭| ১৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৭
হাবিব বলেছেন: ভাই, আপনি কেমন আছেন? কারো মন্তব্যের উত্তর কেন দিচ্ছেন না?
©somewhere in net ltd.
১| ১৪ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হৃদয় ছোঁয়া। ++