নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

রমজানের রোজা রাখছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রেস সেক্রেটারি কন্যা এবং বৃটিশ অমুসলিম এমপি!

০২ রা মে, ২০২০ দুপুর ১২:০১

ছবিঃ সংগৃহীত।

রমজানের রোজা রাখছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রেস সেক্রেটারি কন্যা!
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভের মেয়ে এলিজাবেথা। তিনি বেশ খানিকটা ঝুঁকে পডেছেন ইসলাম ধর্মের প্রতি। ইসলামের প্রত্যেকটি দিকনির্দেশনা মেনে চলার প্রতি আগ্রহ দেখাচ্ছেন তিনি।

নিজের ইনস্টাগ্রাম পোস্টে এলিজাবেথা জানান, চলতি রমজান মাসে তিনি একটি রোজাও বাদ দিতে চান না। তিনি আরো জানিয়েছেন, ছোট থেকেই তার বাবা-মা তাকে স্বাধীনভাবে বাঁচার সুযোগ দিয়েছেন, কখনো কোনো ধর্ম পালনে জোরজবরদস্তি করেননি।

রুশ সরকারের শীর্ষ এই কর্মকর্তা দিমিত্রি পেসকভ চেয়েছিলেন, এলিজাবেথা বুঝতে শিখলে নিজেই যে কোনো একটি ধর্ম বেছে নেবে। সেইমতোই এলিজাবেথা তার ইসলামের প্রতি ঝোঁকের কথা জানিয়েছেন। বাল্যকালের প্রথম ভাগে এলিজাবেথা বৌদ্ধ ধর্মের প্রতি আকর্ষিত হয়েছিলেন, কিন্তু তিনি নিজেকে ইসলাম ধর্মের সঙ্গেই একাত্ম করতে পেরেছেন। তাই গোটা বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমদের সঙ্গে তিনিও এবছর সবগুলো রোজা আদায় করবেন বলে জানিয়েছেন।

ইসলাম ধর্ম নিয়ে জানার আগ্রহে রোজাপালন অমুসলিম ব্রিটিশ এমপিরঃ
এদিকে রমজান মাসে ইসলাম ধর্ম সম্পর্কে আরো ভালোভাবে জানতে রোজা রাখছেন ব্রিটিশ অমুসলিম এমপি পল ব্রিস্টো। ইংল্যান্ডের পিটারবারোরের কনজারভেটিভ পার্টির সাংসদ পল ব্রিস্টো।

রোজার রাখার বিষয়টি জানিয়ে টুইটারে এক ভিডিও বার্তায় তিনি বলেন, রমজান হলো উপাসনার সময়। রমজানের প্রথম সপ্তাহে আমিও রোজা রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমি মুসলমান নই। তবে আমার শহর পিটারবারোতে বসবাসরত আনুমানিক ২০ হাজার মুসলমানের সঙ্গে এই অভিজ্ঞতা নিতে চাই। আমি ইসলাম সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে চাই।

করোনা মহামারির কারণে যুক্তরাজ্যজুড়ে চলছে লকডাউন। এর মধ্যে রমজানে কীভাবে কী করতে হবে সেই বিষয়ে বিশেষ নির্দেশিকা প্রকাশ করেছে মুসলিম কাউন্সিল অব ব্রিটেন (এমসিবি)।

যুক্তরাজ্যজুড়ে অনেকগুলো মসজিদ তাদের অনলাইন প্রোগ্রাম চালু করেছে। এরই মধ্যে ইমামরা তাদের সম্প্রদায়ের সঙ্গে সামাজিক দূরত্ব মেনে মনোবল বৃদ্ধির করার চেষ্টা করছেন। সূত্র : মিডিলইস্ট মনিটর

অভিনন্দন দু'জনকেইঃ
রুশ সরকারের শীর্ষ এই কর্মকর্তা দিমিত্রি পেসকভ কন্যা এলিজাবেথাকে ইসলামী অনুশাসনকে ভালোবেসে পবিত্র মাহে রমজানে রোজা রাখার প্রত্যয় ব্যক্ত করায় এবং ব্রিটিশ এমপি পল ব্রিস্টোকে তার ইসলাম গবেষনার অংশ হিসেবে রমজানের রোজার অনুশীলনকে বেছে নেয়ার জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। আপনাদের অগ্রযাত্রা শুভ হোক।

তথ্যসূত্রঃ রোজা রাখছেন পুতিনের প্রেস সেক্রেটারির মেয়ে!

রোজা রাখছেন পুতিনের প্রেস সেক্রেটারির মেয়ে!

আমি মুসলিম নই, তবু রোজা রাখছি: ব্রিটিশ এমপি

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০২০ দুপুর ১২:১৬

নেওয়াজ আলি বলেছেন: আর আমরা মুসলিম হয়ে কিছু মানুষ ইসলাম সহ্য করতে পারি না

০২ রা মে, ২০২০ দুপুর ১২:৩৩

নতুন নকিব বলেছেন:



ইনশাআল্লাহ, আমাদের ভেতরে যাদের এই সমস্যাগুলো আছে, দ্রুতই কেটে যাবে। নিখাদ বিশ্বাসে অটল, স্থির এবং অনঢ় হবে আমাদের প্রত্যেকের চিত্ত।

ধন্যবাদ।

২| ০২ রা মে, ২০২০ দুপুর ১২:১৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: আল্লাহ্‌ ওনাদের হেদায়েত নসীব করুক।

তবে প্রথম জনের বয়স কম। এই বয়েসের অনেক পাশ্ছাত্তের ছেলেমেয়ে জানার জন্য বিভিন্ন ধর্ম নিয়ে নাড়াচাড়া করে। তবে অনেকেই বারবার ধর্ম পরিবর্তন করে।

দ্বিতীয় জন বলেছেন ইসলামকে জানার জন্য রোজা রাখছেন। তবে জানার জন্য আগে পড়াশুনা করতে হবে তারপর ধর্মীও আচার গুলি পরীক্ষা করতে পারে। তবে যাই হোক আশা করি ওনারা ভালো নিয়তে ধর্ম চর্চা করবেন ও সফলকাম হবেন।

০২ রা মে, ২০২০ দুপুর ১২:৩৪

নতুন নকিব বলেছেন:



মূল্যবান মন্তব্যে প্রীত।

কৃতজ্ঞতা এবং শুভকামনা আপনার জন্য।

৩| ০২ রা মে, ২০২০ দুপুর ১২:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একসময় সমগ্র বিশ্ব বিশ্বাসীদের হবে।
ইসলাম শান্তির ধর্ম এ বিশ্বাস সবাই উপলব্ধি করবে।
ইসলামের জীবন বিধানে কোন ত্রুটি খুঁজে না পেয়ে
বিশ্বাসীদের কাতারে সামিল হবে তারা। সে দিন্ খুব
দূরে নয় যেদিন ইসলামের ছায়াতলে এককাতারে
দাঁড়াবে সমগ্র বিশ্ব।

০২ রা মে, ২০২০ দুপুর ১২:৩৪

নতুন নকিব বলেছেন:



দারুন সত্য প্রতিভাত হয়ে উঠেছে আপনার মূল্যবান মন্তব্যে।

অভিবাদন এবং সালাম আপনাকে।

৪| ০২ রা মে, ২০২০ দুপুর ১:০৭

রাজীব নুর বলেছেন: মাশাল্লাহ। খুব ভালো।

০২ রা মে, ২০২০ দুপুর ১:৫৭

নতুন নকিব বলেছেন:



শুকরিয়া।

৫| ০২ রা মে, ২০২০ বিকাল ৩:২৫

চাঁদগাজী বলেছেন:



চেসনিয়া ও দাগিস্তান উড়ায়ে দেয়ার পর খুশীতে রোজা রাখছে?

০৪ ঠা মে, ২০২০ সকাল ৯:৫৯

নতুন নকিব বলেছেন:



আপনি যেহেতু বলেছেন। হলেও হতে পারে!!!

চেসনিয়া ও দাগিস্তান উড়ায়ে দেয়ায় আপনি কি বেশি খুশি? না কি, কম খুশি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.