নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

রব্বানা দিয়ে শুরু হওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তায়া’লার কাছে প্রিয় দুআগুলোঃ

০৬ ই মে, ২০২০ সকাল ১১:৪৩

ছবি: অন্তর্জাল।

রব্বানা দিয়ে শুরু হওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তায়া’লার কাছে প্রিয় দুআগুলোঃ

বিপদে আপদে আমরা প্রার্থনা করি আল্লাহ সুবহানাহু ওয়া তায়া’লার নিকট। ‘রব্বানা’ অর্থাৎ, 'হে আমাদের রব’ বলে আমরা হাত তুলি মহান মালিকের আল্লাহ সুবহানাহু ওয়া তায়া’লার কাছে। তিনি সারা দিবেন আমাদের ডাকে। সুন্দর অর্থবাচক এই দুআগুলো তিনিই শিখিয়েছেন আমাদের। আসুন, পবিত্র কুরআনে বর্ণিত দুআগুলো শিখে নিই আজ-

১।

رَ‌بَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ

'পরওয়ারদেগার! আমাদের থেকে কবুল করুন। নিশ্চয়ই আপনি শ্রবণকারী, সর্বজ্ঞ।' -সূরাহ আল বাক্কারাহ, আয়াত-১২৭

'Our Lord! Accept from us this (service); verilyYou alone are the All-Hearing, the All-Knowing.' -Al Baqarah 127

২।

رَ‌بَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّ‌يَّتِنَا أُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَأَرِ‌نَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا ۖ إِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّ‌حِيمُ

'হে আমাদের রব! আমাদের দু’জনকে আপনার নির্দেশের অনুগত বানিয়ে দিন। আমাদের বংশ থেকে এমন একটি জাতির সৃষ্টি করুন যে হবে আপনার অনুগত। আপনার ইবাদাতের পদ্ধতি আমাদের বলে দিন এবং আমাদের ভুলত্রুটি মাফ করে দিন। আপনি বড়ই ক্ষমাশীল ও অনুগ্রহকারী।' -সূরাহ আল বাক্কারাহ, আয়াত-১২৮

'Our Lord! Make us (Muslims) submissive to Your Will,and raise from our offspring a (Muslim) communitysubmissive to you, and teach us our rites of worshipand relent toward us. Verily You alone are the mostrelenting, the Ever-Merciful.' -Al Baqarah, 128

৩।

رَ‌بَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَ‌ةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ‌

'হে পরওয়ারদেগার! আমাদিগকে দুনয়াতেও কল্যাণ দান করুন এবং আখেরাতেও কল্যাণ দান করুন এবং আমাদিগকে দোযখের আযাব থেকে রক্ষা করুন।' -সূরাহ আল বাক্কারাহ, আয়াত-২০১

'O our Lord! Grant us good in the world and good inthe Hereafter and save us from the torment of the fire.' -Al Baqarah 201

৪।

رَ‌بَّنَا أَفْرِ‌غْ عَلَيْنَا صَبْرً‌ا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْ‌نَا عَلَى الْقَوْمِ الْكَافِرِ‌ينَ

'হে আমাদের রব! আমাদের সবর দান করুন, আমাদের অবিচলিত রাখুন এবং এই অবিশ্বাসী সম্প্রদায়ের ওপর আমাদের বিজয় দান করুন।' -সূরাহ আল বাক্কারাহ, আয়াত-২৫০

'Our Lord! Bestow on us endurance and make us firm of footand grant us victory over the disbelieving folk.' -Al Baqarah 250

৫।

رَ‌بَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا

'হে আমাদের পালনকর্তা, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি, তবে আমাদেরকে অপরাধী করবেন না।' -সূরাহ আল বাক্কারাহ, আয়াত-২৮৬

'Our Lord! Call us not to account if we forget or err.' Al Baqarah 286

৬.

رَ‌بَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرً‌ا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا

'হে আমাদের পালনকর্তা! এবং আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করবেন না, যেমনতরো আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছেন।' -সূরাহ আল বাক্কারাহ, আয়াত-২৮৬

'Our Lord! Lay not on us such a (heavy) burden as you did lay on those who have passed away before us.' -Al Baqarah 286

৭।

رَ‌بَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ‌ لَنَا وَارْ‌حَمْنَا أَنتَ مَوْلَانَا فَانصُرْ‌نَا عَلَى الْقَوْمِ الْكَافِرِ‌ينَ

'হে আমাদের রব! এবং আমাদের দ্বারা ঐ বোঝা বহন করাবেন না, যা বহন করার শক্তি আমাদের নেই। আমাদের পাপ মোচন করুন। আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের প্রতি দয়া করুন। আপনিই আমাদের প্রভু। সুতরাং অবিশ্বাসী সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন।' -সূরাহ আল বাক্কারাহ, আয়াত-২৮৬

'Our Lord! Lay not on us that burden which we have notthe strength to bear. And pardon us; absolve us; and havemercy on us; You alone are our Friend and Helper;help us to triumph over The unbelieving folk.' -Al Baqarah 286

৮।

رَ‌بَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَ‌حْمَةً ۚ إِنَّكَ أَنتَ الْوَهَّابُ

'হে আমাদের রব! যখন আপনি আমাদের সোজা পথে চালিয়েছেন তখন আর আমাদের অন্তরকে বক্রতায় আচ্ছন্ন করে দিয়েন না, আপনার দানভাণ্ডার থেকে আমাদের জন্য রহমত দান করুন। কেননা আপনিই আসল দাতা।' -সূরাহ আলে ইমরান, আয়াত-০৮

'Our Rabb! Do not stray our hearts after granting us Hidayat (guidance) and gift us from Your Mercy (special), Definitely You are the only Bestower.' -Al Imran 8

৯।

رَ‌بَّنَا إِنَّكَ جَامِعُ النَّاسِ لِيَوْمٍ لَّا رَ‌يْبَ فِيهِ ۚ إِنَّ اللَّـهَ لَا يُخْلِفُ الْمِيعَادَ

'হে আমাদের পালনকর্তা! আপনি মানুষকে একদিন অবশ্যই একত্রিত করবেনঃ এতে কোনই সন্দেহ নেই। নিশ্চয় আল্লাহ তাঁর ওয়াদার অন্যথা করেন না।' -সূরাহ আলে ইমরান, আয়াত-০৯

'Our Lord! Surely You are the Gatherer of all mankind on a Day about which there is no doubt.Verily Allah never fails in His Promise.' -Al Imran 9

১০।

رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ

'হে আমাদের পালনকর্তা, আমরা ঈমান এনেছি, কাজেই আমাদের গোনাহ ক্ষমা করে দিন আর আমাদেরকে দোযখের আযাব থেকে রক্ষা করুন।' -সূরাহ আলে ইমরান, আয়াত-১৬

'O our Lord surely we have believed; forgive us then our sins; and save us from the torment of the fire.' -Al Imran 16

১১।

رَبَّنَا آمَنَّا بِمَا أَنزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُولَ فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ

'হে আমাদের পালনকর্তা! আমরা সে বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করেছি যা আপনি নাযিল করেছেন, আমরা রসূলের অনুগত হয়েছি। অতএব, আমাদিগকে মান্যকারীদের তালিকাভুক্ত করে নিন।' -সূরাহ আলে ইমরান, আয়াত-৫৩

'Our Lord! We believe in that which You have sent down; and we follow the Apostle; so write us with those who bear witness to the truth.' -Al Imran 53

১২।

رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ

'হে আমাদের পালনকর্তা! মোচন করে দিন আমাদের পাপ এবং যা কিছু বাড়াবাড়ি হয়ে গেছে আমাদের কাজে। আর আমাদিগকে দৃঢ় রাখুন এবং অবিশ্বাসীদের উপর আমাদিগকে সাহায্য করুন।' -সূরাহ আলে ইমরান, আয়াত-১৪৭

'Our Lord! Forgive us our sins, and our excesses that we have committed in our affairs, and Lord! Keep us firm-footed and grant us victory over the disbelieving folk.' -Al Imran 147

১৩।

رَبَّنَا مَا خَلَقْتَ هَـٰذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ

'পরওয়ারদেগার! এসব আপনি অনর্থক সৃষ্টি করেননি। সকল পবিত্রতা আপনারই, আমাদিগকে আপনি দোযখের শাস্তি থেকে বাঁচান।' -সূরাহ আলে ইমরান, আয়াত-১৯১

'Our Lord! You have not created all this (Universe) in vain. Glory be to you! Save us Lord, from the torment of the Blazing Fire.' -Al Imran 191

১৪।

رَبَّنَا إِنَّكَ مَن تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ ۖ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ

'হে আমাদের পালনকর্তা! নিশ্চয় আপনি যাকে দোযখে নিক্ষেপ করলেন সে সত্যিকারের অপমানিত; আর জালেমদের জন্যে তো সাহায্যকারী নেই।' -সূরাহ আলে ইমরান, আয়াত-১৯২

'Our Lord! Whomsoever You cause to enter Hell, him You have surely disgraced, and for the wrongdoers there shall be no helpers.' -Al Imran 192

১৫।

رَّبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلْإِيمَانِ أَنْ آمِنُوا بِرَبِّكُمْ فَآمَنَّا

'হে আমাদের পালনকর্তা! আমরা নিশ্চিতরূপে শুনেছি একজন আহবানকারীকে ঈমানের প্রতি আহবান করতে যে, তোমাদের পালনকর্তার প্রতি ঈমান আন; তাই আমরা ঈমান এনেছি।' -সূরাহ আলে ইমরান, আয়াত-১৯৩

'Our Lord! We have heard a proclaimer calling to faith (saying): ‘Believe in your Lord;’ so we have come to believe.' -Al Imran 193

১৬।

رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ

'হে আমাদের পালনকর্তা! অতঃপর আমাদের সকল গোনাহ মাফ করুন এবং আমাদের সকল দোষত্রুটি দুর করে দিন, আর আমাদের মৃত্যু দিন নেক লোকদের সাথে।' -সূরাহ আলে ইমরান, আয়াত-১৯৩

'Our Lord! Forgive us our sins, and wipe off our misdeeds from us and cause us (in all grace) to die with the righteous.' Al Imran 193

১৭।

رَبَّنَا وَآتِنَا مَا وَعَدتَّنَا عَلَىٰ رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ ۗ إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ

'হে আমাদের পালনকর্তা! আমাদেরকে দিন, যা আপনি ওয়াদা করেছেন আপনার রসূলগণের মাধ্যমে এবং কিয়ামতের দিন আমাদিগকে আপনি অপমানিত করবেন না। নিশ্চয় আপনি ওয়াদা খেলাফ করেন না।' -সূরাহ আলে ইমরান, আয়াত-১৯৪

'Our Lord! Forgive us our sins, and wipe off our misdeeds from us and cause us (in all grace) to die with the righteous.' -Al Imran 194

১৮।

رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ

'হে আমাদের প্রতি পালক, আমরা মুসলমান হয়ে গেলাম। অতএব, আমাদেরকেও মান্যকারীদের তালিকাভুক্ত করে নিন।' -সূরাহ আল মায়িদাহ, আয়াত-৮৩

'Our Lord! We have believed; so write us down with those who bear witness (to the truthfulness of Islam).' -Al Maidah 83

১৯।

رَبَّنَا أَنزِلْ عَلَيْنَا مَائِدَةً مِّنَ السَّمَاءِ تَكُونُ لَنَا عِيدًا لِّأَوَّلِنَا وَآخِرِنَا وَآيَةً مِّنكَ ۖ وَارْزُقْنَا وَأَنتَ خَيْرُ الرَّازِقِينَ

'হে আল্লাহ আমাদের পালনকর্তা আমাদের প্রতি আকাশ থেকে খাদ্যভর্তি খাঞ্চা অবতরণ করুন। তা আমাদের জন্যে অর্থাৎ, আমাদের প্রথম ও পরবর্তী সবার জন্যে আনন্দোৎসব হবে এবং আপনার পক্ষ থেকে একটি নিদর্শন হবে। আপনি আমাদের রুযী দিন। আপনিই শ্রেষ্ট রুযীদাতা।' -সূরাহ আল মায়িদাহ, আয়াত-১১৪

'O Allah: Lord and Cherisher of us all! Send down to us a tray of food from heaven, that it may become a day of rejoicing for all of us and (let it be) a Sign from You; and grant us sustenance and indeed You are the Best Provider of all.' -Al Maidah 114

২০।

رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ

'হে আমাদের পালনকর্তা আমরা নিজেদের প্রতি জুলম করেছি। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি অনুগ্রহ না করেন, তবে আমরা অবশ্যই অবশ্যই ধ্বংস হয়ে যাব।' -সূরাহ আল আ'রাফ, আয়াত-২৩

'Our Lord! We have wronged our own souls; and if You do not forgive us and have no mercy upon us, we shall certainly be of the losers.' -Al A’raf 23

২১।

رَبَّنَا لَا تَجْعَلْنَا مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ

'হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এ জালেমদের সাথী করবেন না।' -সূরাহ আল আ'রাফ, আয়াত-৪৭

'Our Lord! Place us not with the wrongdoing people.' -Al A’raf 47

২২।

رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَأَنتَ خَيْرُ الْفَاتِحِينَ

'হে আমাদের রব! আমাদের ও আমাদের সম্প্রদায়ের মধ্যে যথাযথভাবে ফায়সালা করে দিন এবং তুমি সবচেয়ে ভাল ফায়সালাকারী।' -সূরাহ আল আ'রাফ, আয়াত-৮৯

'O our Lord! Decide between us and our people with truth, and You are Best to decide.' -Al A’raf 89

২৩।

رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ

'হে আমাদের পরওয়ারদেগার, আমাদের জন্য ধৈর্য্যের দ্বার খুলে দিন এবং আমাদেরকে মুসলমান হিসাবে মৃত্যু দান করুন।' -সূরাহ আল আ'রাফ, আয়াত-১২৬

'Our Lord! Pour out on us patience and cause us to die as Muslims (bowing to Your Will).' -Al A’raf 126

২৪।

رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلْقَوْمِ الظَّالِمِينَ

'হে আমাদের পালনকর্তা, আমাদের উপর এ জালেম কওমের শক্তি পরীক্ষা করবেন না ।' -সূরাহ ইউনুস, আয়াত-৮৫

'Our Lord! Make us not trial for the wrongdoing people and deliver us by Your mercy from (the persecution of) the disbelieving folk.' -Yunus 85

২৫।

رَبَّنَا إِنَّكَ تَعْلَمُ مَا نُخْفِي وَمَا نُعْلِنُ ۗ وَمَا يَخْفَىٰ عَلَى اللَّـهِ مِن شَيْءٍ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ

'হে আমাদের পালনকর্তা, আপনি তো জানেন আমরা যা কিছু গোপনে করি এবং যা কিছু প্রকাশ্য করি। আল্লাহর কাছে পৃথিবীতে ও আকাশে কোন কিছুই গোপন নয়।' -সূরাহ ইবরাহীম, আয়াত-৩৮

'O our Lord! Verily You know what we conceal (in our hearts) and what we disclose. And nothing is hidden from Allah in the earth or in the heaven.' -Ibrahim 38

২৬।

رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ

'হে আমাদের পালনকর্তা, এবং কবুল করুন আমাদের দোয়া।' -সূরাহ ইবরাহীম, আয়াত-৪০

'O our Lord! Accept my humble prayer.' -Ibrahim 40

২৭।

رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ

'হে আমাদের পালনকর্তা, আমাকে, আমার পিতা-মাতাকে এবং সব মুমিনকে ক্ষমা করুন, যেদিন হিসাব কায়েম হবে।' -সূরাহ ইবরাহীম, আয়াত-৪১

'O our Lord! Forgive me and my parents and all the Muslims on the Day when Reckoning will take place.' -Ibrahim 41

২৮।

رَبَّنَا آتِنَا مِن لَّدُنكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا

'হে আমাদের পালনকর্তা, আমাদেরকে নিজের কাছ থেকে রহমত দান করুন এবং আমাদের জন্যে আমাদের কাজ সঠিকভাবে পূর্ণ করুন।' -সূরাহ আল কাহফ, আয়াত-১০

'O our Lord! Grant us Mercy from Yourself and provide for us guidance in our affair!' -Al Kahf 10

২৯।

رَبَّنَا إِنَّنَا نَخَافُ أَن يَفْرُطَ عَلَيْنَا أَوْ أَن يَطْغَىٰ

'হে আমাদের পালনকর্তা, আমরা আশঙ্কা করি যে, সে আমাদের প্রতি জুলুম করবে কিংবা উত্তেজিত হয়ে উঠবে।' -সূরাহ ত্ব-হা-, আয়াত-৪৫

'Our Lord! We fear lest he may commit excess against us, or treat us with a heavy hand.' -Ta Ha 45

৩০।

رَبِّ ابْنِ لِي عِندَكَ بَيْتًا فِي الْجَنَّةِ

'হে আমার পালনকর্তা! আপনার সন্নিকটে জান্নাতে আমার জন্যে একটি গৃহ নির্মাণ করুন।' -সূরাহ আততাহরীম, আয়াত-১১

'My Lord! Build for me a home near You in Paradise.' -At Tahrim 11

৩১।

رَبَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنتَ خَيْرُ الرَّاحِمِينَ

'হে আমাদের পালনকর্তা! আমরা বিশ্বাস স্থাপন করেছি। অতএব আপনি আমাদেরকে ক্ষমা করুন ও আমাদের প্রতি রহম করুন। আপনি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু।' -সূরাহ আল মুমিনূন, আয়াত-১০৯

'O our Lord! We have believed, so forgive us and have Mercy upon us, and surely You are the Best of the Merciful.' -Al Muminun 109

৩২।

رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ ۖ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا

'হে আমাদের রব! জাহান্নামের আযাব থেকে আমাদের বাঁচান, তার আযাব তো সর্বনাশা।' -সূরাহ আল ফুরক্কান, আয়াত-৬৫

'O our Lord! Turn away from us the tormentof the Hell; surely its torment is utter destruction.' -Al Furqan 65

৩৩।

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

'হে আমাদের রব! আমাদের নিজেদের স্ত্রীদের ও নিজেদের সন্তানদেরকে নয়ন শীতলকারী বানিয়ে দিন এবং আমাদের করে দিন মুত্তাকীদের ইমাম।' -সূরাহ আল ফুরক্কান, আয়াত-৭৪

'O our Lord! Grant us in our wives and offspring the coolness of eyesand make us a leader of those who guard themselves against evil.' -Al Furqan 74

৩৪।

رَبَّنَا لَغَفُورٌ شَكُورٌ

'নিশ্চয় আমাদের পালনকর্তা ক্ষমাশীল, গুণগ্রাহী।' -সূরাহ আল ফাতির, আয়াত-৩৪

'Our Lord is the Most-Forgiving, the Most-Appreciative.' -Al Fatir 34

৩৫।

رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَيْءٍ رَّحْمَةً وَعِلْمًا فَاغْفِرْ لِلَّذِينَ تَابُوا وَاتَّبَعُوا سَبِيلَكَ وَقِهِمْ عَذَابَ الْجَحِيمِ

'হে আমাদের রব, আপনি আপনার রহমত ও জ্ঞান দ্বারা সবকিছু পরিবেষ্টন করে আছেন। তাই মাফ করে দিন এবং দোযখের আগুন থেকে রক্ষা করুন যারা তাওবা করেছে এবং আপনার পথ অনুসরণ করেছে তাদেরকে।' -সূরাহ আল মুমিন, আয়াত-০৭

'O our Lord! You encompass everything in (Your)mercy and knowledge, so forgive those who repent (of disbelief)and follow Your path, and save them from the torment of Hell.' -Al Mumin 7

৩৬।

رَبَّنَا وَأَدْخِلْهُمْ جَنَّاتِ عَدْنٍ الَّتِي وَعَدتَّهُمْ وَمَن صَلَحَ مِنْ آبَائِهِمْ وَأَزْوَاجِهِمْ وَذُرِّيَّاتِهِمْ ۚ إِنَّكَ أَنتَ الْعَزِيزُ الْحَكِيمُ

'হে আমাদের রব উপরন্তু তাদেরকে আপনার প্রতিশ্রুত চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করিয়ে দিন। আর তাদের বাপ, মা, স্ত্রী ও সন্তানদের মধ্যে যারা সৎকর্মশীল (তাদেরকেও সেখানে তাদের সাথে পৌঁছিয়ে দিন)। আপনি নিঃসন্দেহে সর্বশক্তিমান ও মহাকৌশলী।' -সূরাহ আল মুমিন, আয়াত-০৮

'O our Lord! Make them enter the Everlasting Gardens,which You have promised them, and to those pardonable righteous of their parents and their wives and their offspring.Surely You are the All-Powerful, the All-Wise and save them from punishments and he whom You savefrom punishments this Day, to him You have indeed showngreat mercy. And this is a mighty achievement.' -Al Mumin 8

৩৭।

رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِّلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَّحِيمٌ

'হে আমাদের রব, আমাদেরকে এবং আমাদের সেইসব ভাইকে মাফ করে দিন যারা আমাদের আগে ঈমান এনেছে। আর আমাদের মনে ঈমানদারদের জন্য কোন হিংসা-বিদ্বেষ রাখবেন না। হে আমাদের রব, আপনি অত্যন্ত মেহেরবান ও দয়ালু।' -সূরাহ আল হাশর, আয়াত-১০

'Our Lord! Forgive us and those of our brethren whopreceded us in faith, and do not put any spite in ourhearts towards those who believe, O our Lord!Verily You are the Most-Kind, the Ever Merciful.' -Al Hashr 10

৩৮।

رَّبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيرُ

'হে আমাদের পালনকর্তা! আমরা আপনারই উপর ভরসা করেছি, আপনারই দিকে মুখ করেছি এবং আপনারই নিকট আমাদের প্রত্যাবর্তন।' -সূরাহ আল মুমতাহিনাহ, আয়াত-০৪

'O our Lord! We put our trust but in You alone, and turnbut to You alone, and to You alone is our return in the end.' -Al Mumtahinah 4

৩৯।

رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلَّذِينَ كَفَرُوا وَاغْفِرْ لَنَا رَبَّنَا ۖ إِنَّكَ أَنتَ الْعَزِيزُ الْحَكِيمُ

'হে আমাদের রব, আমাদেরকে কাফেরদের জন্য ফিতনা বানিয়ে দিবেন না। হে আমাদের রব, আমাদের অপরাধসমূহ ক্ষমা করে দিন। নিঃসন্দেহে আপনিই পরাক্রমশালী এবং জ্ঞানী।' -সূরাহ আল মুমতাহিনাহ, আয়াত-০৫

'O our Lord! Put us not in a trial for the infidels, and forgive us, our Lord! Surely You alone are the Most Exalted, the All-Wise.' -Al Mumtahinah 5

৪০।

رَبَّنَا أَتْمِمْ لَنَا نُورَنَا وَاغْفِرْ لَنَا ۖ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

'হে আমাদের পালনকর্তা, আমাদের নূরকে পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন। নিশ্চয় আপনি সবকিছুর উপর সর্ব শক্তিমান।' -সূরাহ আততাহরীম, আয়াত-০৮

'Our Lord! Perfect for us our light and forgive us; surely You are Potent over everything.' -At Tahrim 8

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০২০ দুপুর ১২:০৮

রাজীব নুর বলেছেন: আল্লাহ সবাইকে ভালো রাখুক।

২| ০৬ ই মে, ২০২০ দুপুর ১২:১৩

মোহামমদ কামরুজজামান বলেছেন: আমিন।আললাহ আমাদের সকল কে এবং সকল দোয়া কবুল করে নিন।

৩| ০৬ ই মে, ২০২০ দুপুর ১২:২৪

মা.হাসান বলেছেন: আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন।

৪| ০৬ ই মে, ২০২০ দুপুর ১:৫০

নেওয়াজ আলি বলেছেন: আল্লাহ আমাদের হেফাজতকারি।

৫| ০৬ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:৫৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: এটা সংগ্রহে রাখার মত একটা পোস্ট। ধন্যবাদ আপনাকে।

৬| ০৬ ই মে, ২০২০ রাত ১০:১০

হজ্জ নিউজ.কম.বিডি সম্পাদক বলেছেন: অনেক গুরুত্বপূর্ন দোয়ার পোস্ট । সংগ্রহ করে রাখলাম ।
ধন্যবাদ
CEO
Travel Harmain Ltd

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.