নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

মসজিদে নববীর দরজাসমূহঃ

০৮ ই জুন, ২০২০ দুপুর ১২:৩৪

ছবিঃ অন্তর্জাল।

মসজিদে নববীর দরজাসমূহঃ

দৃষ্টিনন্দন মসজিদে নববী। প্রথম দর্শনেই হৃদয় কাড়ে। চক্ষু জুড়ায়। অন্তর বিগলিত হয়। প্রাণ আকুল হয়। কি অসাধারণ নির্মানশৈলী! কি সুরম্য স্থাপনা! কি নিপুন কারুকাজ! কি বিপুল সৌন্দর্য্যের হাতছানি! কি মনমাতানো রংয়ের খিলান! এ মসজিদের টানে মন ছুটে যায় সুদূর মদীনাপানে। আশেকের মন উতলা হয়। সকাল বিকাল সন্ধ্যা রাতে কখনো এ মসজিদের পরশ থেকে দূরে সরে যেতে পারি না! পারি না, পারি না, পারি না! কারণ, এখানে শুয়ে আছেন যে প্রিয় নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এ মসজিদের সাথে আত্মার সম্পর্ক, হৃদয়ের গহীনে ছবি আঁকা প্রিয় এ মসজিদের! এখানে যাওয়ার জন্য মন অধির আগ্রহে অপেক্ষায় থাকে! জীবনভরের চোখের অশ্রুর দামে একটিবার প্রিয় নবীজির রওজা মুবারকের পাশে প্রিয় এই মসজিদে হাজিরা দেয়ার বাসনা কত লক্ষ কোটি রাসূল প্রেমিককে পাগলপ্রায় করেছে যুগে যুগে! এখানে প্রবেশ করতে পারলে অন্তর জুড়িয়ে যায়। মন ভালো হয়ে যায়। তাপিত হৃদয়ে প্রশান্তির পরশ আসে।

মসজিদে নববী বিশ্ব মুসলিম জাতির প্রাণের স্পন্দন। মদীনাতুল মুনাওয়ারায় সাইয়্যিদুল কাওনাইন ওয়াসসাক্কালাইন সারওয়ারে দু'জাহান প্রিয় নবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর হাতে গড়া পবিত্র এই মসজিদকে ঘিরে আছে ইসলামের ইতিহাসের অসংখ্য অগণিত স্মৃতি। এই মসজিদকে কেন্দ্র করে গড়ে উঠেছিল মুসলিম জাহানের বিশালায়তন অবয়ব। রাসূলে মাকবুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর সময় এই মসজিদকে ঘিরে পরিচালিত হত যাবতীয় সামাজিক, রাষ্ট্রীয় এবং রাজনৈতিক কর্মকান্ড। মক্কাতুল মুকাররমায় অবস্থিত পবিত্র বাইতুল্লাহর পরে মুসলমানদের নিকট সম্মান এবং মর্যাদার আসনে সমাসীন এই মসজিদ। রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর সময়ে মসজিদে নববী যে অবস্থায় ছিল, পূর্বের সেই অবয়বে কালের বিবর্তনে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে।

রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর সময় মসজিদে নববীতে প্রবেশের জন্য তিনটি পথ ছিল, দক্ষিণে বাবুর রহমাহ, পশ্চিমে বাব ই জিবরাইল এবং পূর্ব দিকে বাবুন নিসা, যদিও এর আগে এই দরজাগুলি এই নামে চিহ্নিত করা হয়নি। পরবর্তীতে প্রয়োজনানুপাতে বিভিন্ন সময়ে মসজিদের আয়তন বৃদ্ধি করার সাথে সাথে প্রবেশের পথ তথা দরজার সংখ্যাও বাড়ানো হয়। বর্তমানে মসজিদে নববীতে প্রবেশের মোট ৪৩ টি দরজা রয়েছে (দরজা, পোর্টাল এবং প্রবেশ পথ)। এসব দরজার প্রতিটির উপরে একটি পাথরের ফলক রয়েছে যার উপরে লিখিত রয়েছে কুরআনের নিম্নোক্ত আয়াত:

ادْخُلُوهَا بِسَلاَمٍ آمِنِينَ

'বলা হবেঃ এগুলোতে নিরাপত্তা ও শান্তি সহকারে প্রবেশ কর।' -সূরাহ আল হিযর, আয়াত-৪৬

(Their greeting will be): "Enter ye here in peace and security."

শেষের প্রার্থনাঃ

আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লা আমাদের প্রত্যেককে প্রিয় নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর স্মৃতিধন্য মসজিদে নববীর পবিত্র প্রাঙ্গনে বারবার ছুটে যাওয়ার তাওফিক দান করুন। মদীনার সাথে, মদীনাওয়ালা সাইয়্যিদুল মুরসালীন সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর সাথে আমাদের আত্মার যে সম্পর্ক তাকে আরও মজবুত করুন। তাঁর অমলিন আদর্শের আলোকোচ্ছটায় আলোকিত, উদ্ভাসিত হোক পাপে নিমগ্ন আজকের পৃথিবী। মদীনাওয়ালার শাফাআত নসিব করে ধন্য করুন আমাদের পারকালীন জীবন।

মন্তব্য ২৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০২০ দুপুর ২:০৬

রাজীব নুর বলেছেন: ইদানিং আমার হজ্ব করার ইচ্ছা জেগেছে।
হজ্ব কোন সময় করা ভালো? মানে কোণ বয়সে?

০৯ ই জুন, ২০২০ সকাল ৯:০১

নতুন নকিব বলেছেন:



আপনার হজ্ব করার প্রত্যাশাকে স্বাগত। কিন্তু আপনার গুরুর অবস্থা তো বেশ মজার! আপনি যাকে গুরু জ্ঞানে.... এই পোস্টে তার মন্তব্যগুলোই দেখুন না! যাক, তার প্রতি তবু আমাদের শ্রদ্ধা। যে কেউ তার মতামত প্রকাশ করতেই পারেন। এই ক্ষেত্রে প্রত্যেকেই স্বাধীন।

ধর্মীয় বিষয়াদি দেখলে কিছু লোকের কি যে হাসি পায়! ধর্মীয় যে কোনো কিছু তাদের কাছে কতই না উপহাসের বিষয়!

এসব ব্যাপারে আপনার অভিমত জানতে ইচ্ছে করে!

২| ০৮ ই জুন, ২০২০ দুপুর ২:০৮

নেওয়াজ আলি বলেছেন: আমি মসজিদে নবীর দেখেছি । এবং আল্লাহ ঘরও।

০৯ ই জুন, ২০২০ সকাল ৯:০১

নতুন নকিব বলেছেন:



শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আপনি সত্যিই ভাগ্যবান।

৩| ০৮ ই জুন, ২০২০ বিকাল ৩:০২

মরুভূমির জলদস্যু বলেছেন: কবে যাওয়ার সুযোগ হবে আল্লাহ ভালো জানেন।

০৯ ই জুন, ২০২০ সকাল ৯:০৫

নতুন নকিব বলেছেন:



ইনশাআল্লাহ হবে। আমরা দুআ করছি, আপনাকে অতি দ্রুত আল্লাহ পাক তাওফিক দান করুন।

৪| ০৮ ই জুন, ২০২০ বিকাল ৫:০৭

চাঁদগাজী বলেছেন:



মসজিদে নববীর দরজা, নাকি 'দরজা মোবারক'?

০৯ ই জুন, ২০২০ সকাল ৯:২১

নতুন নকিব বলেছেন:



আপনি জ্ঞানী মানুষ। বিষয়টা অনুধাবন করার চেষ্টা করেছেন বলে ধন্যবাদ। তবে এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হয়, প্রিয় নবীজির সাথে একান্তভাবে সম্পর্কযুক্ত বিষয়গুলোর প্রতি আমাদের অবশ্যই সম্মান রেখে কথা বলার চেষ্টা থাকে। হয়তো দেখে থাকবেন, এজন্য বলা হয় 'রওজা মোবারক'। এমনটা বলা সঠিক। কারণ, 'রওজা' বলে যখন তাঁর কবরকেই বুঝানো হয়ে থাকে তখন তার সাথে 'মোবারক' শব্দটি যুক্ত করা তাঁর প্রতি সম্মান প্রদর্শনের মধ্যে পড়ে। কিন্তু দরজাটা ওভাবে তাঁর সাথে রিলেটেড নয়, দরজা তো মসজিদে নববীর। তাই এইসব ক্ষেত্রে এগুলোর প্রয়োজন নেই। সঙ্গত কারণে, এখানে 'দরজা মোবারক' বলতে যাওয়া আমার কাছে কিছুটা অতি ভক্তির নামান্তর বলে মনে হয়। আর জানেনই তো, অতি ভক্তি চোরের লক্ষন। তবে আপনি হয়তো লোক ভালো।

করোনায় পরিস্থিতি কেমন যাচ্ছে? মেয়েদের সাথে গায়ে পড়ে ঝগড়া করার জন্য সুপার শপ টপে যাওয়া হয় না এখন? চোখের অবস্থা ভালো তো? আপনার টাইপগুলো এখন করে দেয় কে?

৫| ০৮ ই জুন, ২০২০ বিকাল ৫:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: "তালায়াল বাদরু আলাইনা
মিন ছানিয়াতিল বিদা'
ওয়াজাবাশ শুকরু আলাইনা
মাদাআ লিল্লাহি দা"

বালাগাল উলা বেকামালিহী
কাশাফােদ্দাজা বে জামালিহী
হাসুনাত জামিউ খেসালিহী
সাল্লু আলাইহি ওয়া আলীহি....

যিনি পবিত্রতম, যিনি সর্বািধক প্রশংসার যোগ্য, যিনি আউয়াল ওয়া আখেরে নাবী
সেই মহান সত্ত্বার সকল কিছুই মোবারক।
উনার পবিত্র জুতা মোবারকে যদি একবার চুমু খেতে পারতাম,
চরণধূলি যদি লাগতো এই অধম মাথায়
ধন্য হতো ইহকার পরকাল
শাফায়াতের উছিলা পেতাম ভালবাসায়।

অনেক অনেক ধন্যবাদ নতুন নকীভ ভায়া।
মাঝে মাঝে শেয়ার দিয়ে স্মরন করিয়ে দেন অধম, পাপী বান্দাদের
তাঁর শান, মান আর মোবারক স্মরনের

++++

০৯ ই জুন, ২০২০ সকাল ৯:৩০

নতুন নকিব বলেছেন:



মন্তব্যে আপ্লুত! দীর্ঘ মন্তব্যে প্রিয় নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর প্রতি গভীর অনুরাগ, অপরিমেয় আন্তরিকতার অনুপম প্রকাশ দেখে হৃদয়ে পরিতৃপ্তিলাভ করলুম, প্রিয় কবি ভাই।

আপনার রাসূল প্রেম আমাদেরকেও উজ্জীবিত, উৎসাহিত, উদ্বেলিত এবং আন্দোলিত করুক। মদীনার পানে যেন ফিরে যাই বারবার। মদীনার পবিত্র মাটি পাথর আর বালুকণায় ধুসরিত হোক আমাদের নাসিকা, মস্তক। শুদ্ধতায় পূর্ণতা পাক আমাদের হৃদয়ের অনাবাদি প্রান্তর।

বালাগাল উলা বেকামালিহী
কাশাফােদ্দাজা বে জামালিহী
হাসুনাত জামিউ খেসালিহী
সাল্লু আলাইহি ওয়া আলীহি....


সালাম, সালাম এবং অগনন সালাম প্রিয়তমে!

৬| ০৮ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:২১

চাঁদগাজী বলেছেন:


@বিদ্রোহী ভৃগু,

আপনি বলেছেন, "... চরণধূলি যদি লাগতো এই অধম মাথায় ..."

-ধুলা ঠিকই লেগেছে মাথায়, কিছু ধুলা মাথার ভেতরেও চলে গেছে।

০৯ ই জুন, ২০২০ সকাল ৯:৩৬

নতুন নকিব বলেছেন:



প্রিয় চাঁদগাজী ভাই,
আপনি যে মতবাদেই বিশ্বাসী হোন না কেন, আপনার প্রতি সবসময় শ্রদ্ধা পোষন করি। পরস্পরে আমরা সামান্য হাসি কৌতুক করলেও এটাই মনে করি যে, কারও অনুভূতি-অনুরাগকে আহত করে কিছু বলা উচিত নয়।

বিদ্রোহী ভৃগু ভাই আপনার এই মন্তব্যের উত্তর ইতোমধ্যে দিয়েছেন। আমি এখনও তার সেই মন্তব্যটি পড়িনি। পড়ে দেখবো....

প্রার্থনা করি, আপনি ভালো থাকুন।

৭| ০৯ ই জুন, ২০২০ রাত ১২:২৬

সুপারডুপার বলেছেন:
চাঁদগাজী বলেছেন: মসজিদে নববীর দরজা, নাকি 'দরজা মোবারক'?
- ভালো প্রশ্ন :-) :-) :-)

০৯ ই জুন, ২০২০ সকাল ৯:৩৭

নতুন নকিব বলেছেন:



উত্তর দিয়েছি। আশা করি, আপনার মতে 'ভালো এই প্রশ্নের' উত্তর সময় করে দেখে নিবেন। ধন্যবাদ।

৮| ০৯ ই জুন, ২০২০ ভোর ৬:৪১

রাবেয়া রাহীম বলেছেন: চাঁদগাজী বলেছেন:

@বিদ্রোহী ভৃগু,

আপনি বলেছেন, "... চরণধূলি যদি লাগতো এই অধম মাথায় ..."

-ধুলা ঠিকই লেগেছে মাথায়, কিছু ধুলা মাথার ভেতরেও চলে গেছে।


আপনার বলা এই কথায় নবী (সাঃ) এর প্রতি চরম বেয়াদবি প্রকাশ পেয়েছে। শুধু মাথায় নয় নবী (সাঃ) এর পাক চরণধূলি আমরা উম্মতেরা মননে মগজে ধারন করার ইচ্ছায় তার প্রতি দরুদ পড়ি প্রতিদিন। তারপরেও ধুলা মোবারকের ছিটে ফোঁটা আমাদের ভেতর ধারন করতে পারি কিনা সন্দেহ হয়। এতটা যোগ্য নিজেকে মনে হয় না এখনো ।

আল্লাহ বলেন, ‘হে বিশ্বাসী বান্দারা! তোমাদের কণ্ঠস্বর যেন আমার হাবিবের পবিত্র কণ্ঠস্বরের ওপরে না ওঠে। তোমরা একে অন্যের সঙ্গে যেভাবে কথা বল, আমার বন্ধুর সঙ্গেও সেভাবে কথা বলো না। যদি এমনটি কর তবে তোমাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে তোমরা টেরও পাবে না।’ (সূরা হুজুরাত : ২)।

কবি বলেছেন---
মহান আল্লাহর বড়ত্ব-মহত্ত্ব শুধু মুহাম্মদই (সা.) ভালো জানেন।

আর মুহাম্মদ (সা.)-এর শান-মানও আল্লাহতায়ালাই ভালো বোঝেন।’

আল্লাহ আমাদের সবাইকে প্রিয় নবী (সা.)-এর শান-মান জানার-বোঝার-আমল করার তাওফিক দান করুন। আমিন।

০৯ ই জুন, ২০২০ সকাল ৯:৩৯

নতুন নকিব বলেছেন:



দীর্ঘ যথার্থ মন্তব্যে শ্রদ্ধাসহ সালাম।

শুধু কন্ঠ মিলাতে চাই আপনার শেষের লাইনটিতে- আল্লাহ আমাদের সবাইকে প্রিয় নবী (সা.)-এর শান-মান জানার-বোঝার-আমল করার তাওফিক দান করুন। আমিন।

৯| ০৯ ই জুন, ২০২০ সকাল ৮:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: চাঁদগাজী বলেছেন:
@বিদ্রোহী ভৃগু,
আপনি বলেছেন, "... চরণধূলি যদি লাগতো এই অধম মাথায় ..."
-ধুলা ঠিকই লেগেছে মাথায়, কিছু ধুলা মাথার ভেতরেও চলে গেছে।

বুঝে শুনে স্বাক্ষ্য দিচ্ছেন তো?
ধন্য আমি তবে তাঁর পবিত্র চরণ ধূলায় যদি ভরে যায় মগজ
ধন্য ইহ পর ধন্য -পবিত্র সে পরশে অনন্য।।

তবে হে বনি আদম, কেন বালখিল্যতায় নিজেকে হাস্যাস্পদ করেন, বারবার?
ইউরোপ আমেরিকা থাকলেই অমরত্ব মেলে না।
মৃত্যুকে ভয় করো- হে মানব
যখন প্রগলভতা কোন কাজে আসবে না। যখন আত্মাকে টেনে বের করা হবে।
যখন প্রশ্ন করা হবে , যখন চরম সত্য সামনে এসে দাড়াবে -সেদিন হাজারো ক্ষমা প্রার্থনা বিফল হবে।

অবশ্য কিছু করারো নেই- কারণ শয়তান যাদের তার নিজের স্পর্শ দারা পাগল করে দেয়,
তারা শয়তানেরই খুশি হবার কাজেই নিবেদিত থাকে সবসময়। মুসলিম নাম নিয়েও ইসলাম বিরোধীতা করে,
নবী সাল্লেআলার শানে বেয়াদবী করে, অথচ নিজের নামটা বদলানোর হিম্মত রাখে না।
তাদের জন্য অনুতাপ। আফসোস আর একরাশ ঘৃনা ও ধিক্কার।

০৯ ই জুন, ২০২০ সকাল ১০:১৪

নতুন নকিব বলেছেন:



যথার্থ। তাদের প্রতি শুভকামনা। তাদের জন্য সুপথপ্রাপ্তির প্রার্থনা।

১০| ০৯ ই জুন, ২০২০ দুপুর ১:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যাওয়ার স্বপ্ন মোর সত্যি হউক।

১১ ই জুন, ২০২০ সকাল ৯:১৭

নতুন নকিব বলেছেন:



আমিন।

১১| ১০ ই জুন, ২০২০ বিকাল ৪:৫৬

শের শায়রী বলেছেন: জানি না মহান রাব্বুল আলামিন, আমাকে দু জাহানের প্রিয় নবীর রওযা মোবারকে দু ফোটা চোখের পানি ফালানোর সুযোগ দেবেন কিনা। আল্লাহ যেন আমার ইচ্ছা পুরন করেন এই দোয়ার দরখাস্ত রইল।

১১ ই জুন, ২০২০ সকাল ৯:২৩

নতুন নকিব বলেছেন:



হৃদয় নিংড়ানো আপনার প্রার্থনা কবুল হোক। ইনশাআল্লাহ আপনি অবশ্যই যাবেন। আর আপনি যাওয়ার পরে, আশায় বুক বেধে থাকবো যে, প্রতিটি দুআয়, ওখানকার মূল্যবান প্রতিটি মুনাজাতে আমাদের কথা স্মরণ করবেন।

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রার্থনাকারীর অন্তরের গহীন থেকে উৎসারিত একান্ত প্রার্থনা কখনো ফিরিয়ে দেন না। আমি নিজেই তার বাস্তব প্রমান। তিনি কতই না মহান! কতই না দয়ালু! তাঁর প্রতি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহু আকবার।

১২| ১০ ই জুন, ২০২০ রাত ৮:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: যাওয়ার ইচ্চা আছে। প্রত্যেক মুসলমানের হজ্জ্বে গমন ফরয। আর প্রিয় নবীর স্মৃতি বিজড়িত প্রতিটি স্থানে গমনের আগ্রহ অন্য যে কোন স্থানের চেয়ে আকর্ষনীয় ।

১১ ই জুন, ২০২০ সকাল ৯:২৬

নতুন নকিব বলেছেন:



আপনার যাওয়ার ইচ্ছে পূরণ হোক।

প্রত্যেক মুসলমানের হজ্জ্বে গমন ফরয।

-জ্বি, হজ্ব ইসলাম ধর্মের অন্যতম ফরজ বিধান। আর্থিক এবং শারীরিকভাবে সক্ষম প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য হজ্জ্ব আদায় করা ফরয।

কৃতজ্ঞতা জানবেন।

১৩| ১০ ই জুন, ২০২০ রাত ৮:৫৫

মোহাম্মদ গোফরান বলেছেন: শের শায়রী বলেছেন: জানি না মহান রাব্বুল আলামিন, আমাকে দু জাহানের প্রিয় নবীর রওযা মোবারকে দু ফোটা চোখের পানি ফালানোর সুযোগ দেবেন কিনা। আল্লাহ যেন আমার ইচ্ছা পুরন করেন এই দোয়ার দরখাস্ত রইল।

১১ ই জুন, ২০২০ সকাল ৯:২৯

নতুন নকিব বলেছেন:



শের শায়রী ভাইয়ের চমৎকার কমেন্টটি পছন্দ করেছেন বলে মনে হচ্ছে আপনারও মন ছুটে যায় প্রিয় নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর রওযা মোবারকের টানে প্রিয় মদীনার পানে।

আপনার জন্য আন্তরিক দুআ থাকলো, সত্যি সত্যি যেন যেতে পারেন প্রিয়তমের পরশে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.