নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

নাইজেরিয়ায় ধর্ষকদের পুরষ্কার স্বরূপ খোজাকরণ, শিশু ধর্ষণকারীদের মৃত্যুদন্ডের বিধান; আপনি কি একে নিছকই নির্মমতা বলবেন? আমাদের দেশের ধর্ষকবৃন্দকে এমন পুরষ্কার দেয়ার পক্ষে আওয়াজ তুলুন!!!!

২৮ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৫

ছবি: অন্তর্জাল।

নাইজেরিয়ায় ধর্ষকদের পুরষ্কার স্বরূপ খোজাকরণ, শিশু ধর্ষণকারীদের মৃত্যুদন্ডের বিধান; আপনি কি একে নিছকই নির্মমতা বলবেন? আমাদের দেশের ধর্ষকবৃন্দকে এমন পুরষ্কার দেয়ার পক্ষে আওয়াজ তুলুন!!!!

পৃথিবী জুড়েই বারবার ধর্ষণের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম সাজার দাবি জোরদার হচ্ছে। এবার সেই দাবিকে মেনে নিয়েই ধর্ষকদের পুরষ্কার স্বরূপ কঠোর সাজার পথে হাঁটতে চলেছে আফ্রিকার দেশ নাইজেরিয়ার প্রশাসন। সে দেশের প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, নাইজেরিয়ায় ধর্ষকদের অস্ত্রোপচারের মাধ্যমে যৌনাঙ্গ কেটে বাদ দেবে সরকার। পাশাপাশি, শিশু ধর্ষণকারীদের দেয়া হবে মৃত্যুদন্ড। ১৪ বছরের কম বয়সের শিশুকে ধর্ষণ করলে তাকে বরণ করে নিতে হবে মৃত্যুদন্ডের এই পুরষ্কার।

কাদুনা প্রদেশে ধর্ষণের সংখ্যা অত্যাধিক বেড়ে যাওয়ার কারণে মানুষের মধ্যে প্রবল ক্ষোভের সঞ্চার হয়। আর তারপরেই এই সিদ্ধান্ত। স্থানীয় গর্ভনর আগেই ইঙ্গিত দিয়ে বলেছিলেন, ধর্ষণ রুখতে আরও কঠোর পদক্ষেপ করা দরকার। সেই দাবিকেই মেনে নিয়ে এবার কঠোর পথে হাঁটতে চলেছে সরকার।

কী ধরণের শাস্তি হবে সে দেশে?

বলা হয়েছে, যে পুরুষ ধর্ষকরা ধরা পড়বেন, তাঁদের ক্ষেত্রে অস্ত্রোপচার করে যৌনাঙ্গ বিচ্ছিন্ন করা হবে বা বাদ দিয়ে দেয়া হবে। আর যদি একই অপরাধের কারণে কোনও মহিলা অভিযুক্ত হয়ে ধরা পড়েন, তাহলে তার ফেলোপাইন টিউব বাদ দিয়ে দেয়া হবে। এছাড়া, ১৪ বছরের কম বয়সের শিশুকে ধর্ষণ করলে মৃত্যুদন্ডের মুখে পড়তে হবে।

শেষ কয়েকমাসে করোনাভাইরাস লকডাউন চলাকালীন নাইজেরিয়ায় ধর্ষণের সংখ্যা অত্যাধিক মাত্রায় বেড়ে গিয়েছে। ২০২০ সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে কম করে ৮০০ যৌন সহিংসতার ঘটনার অভিযোগ পুলিশের কাছে এসেছে। সেই কারণেই এমন কঠোর আইন সেখানে। সূত্র : মিরর।

আমাদের দেশের মেহনতি ধর্ষকবৃন্দকে এইজাতীয় ভালো মানের কোনো পুরষ্কারে ভূষিত করা যায় কি না একটু চিন্তা করা দরকার। না কি, এগুলোর কথা উঠালে ধর্ষকদের রক্ষায় আপনার প্রাণ কেঁদে ওঠে? আপনার ভাবনাটা যদি একটু জানাতেন?

পক্ষ বিপক্ষ বাদ দিয়ে এই একটি ক্ষেত্রে অন্ততঃ একটু সদয় হোন। আমাদের দেশি ধর্ষকবৃন্দকে এমন লোভনীয় পুরষ্কার দেয়ার পক্ষে আওয়াজ তুলুন!!!!

ধর্ষকদের প্রতি বঞ্চনা,
মানি না মানবো না।।

নাইজেরিয়ার মত আইন চাই,
ধর্ষকদের লিঙ্গ কর্তন চাই।।

তবে আমাদের বিশ্বাস, এই ধরণের আইন বাস্তবায়ন হয়েছে এ খবর শোনার পরে ধর্ষক সমাজের লিঙ্গ কর্তণের প্রয়োজন হবে না। কারণ, এইসব আকর্ষণীয় পুরষ্কারের কথা মনে পড়া মাত্র ধর্ষণকান্ড ঘটানোর পূর্বেই উহা অণ্ডকোষের ভিতরে গিয়ে আশ্রয় নিবে। ফলে উহা খুঁজে পাওয়া যাবে না।

মন্তব্য ২৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৫৪

আমেনা বেগম চৌধুরী বলেছেন: আপাতত দু জনকে পাওয়া গেছে যাদের মন কেঁদে উঠছে ধর্ষকদের রক্ষা করার জন্য, আমি আপনার প্রতিটিা শব্দের সাথে একমত পোষণ করছি। আইন করে ধর্ষকদের অস্ত্রোপচারের মাধ্যমে যৌনাঙ্গ কেটে বাদ দেওয়া হউক।

২৮ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৪

নতুন নকিব বলেছেন:



অসংখ্য ধন্যবাদ আপনাকে।

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১১

চাঁদগাজী বলেছেন:


নাইজেরিয়াও একটি দেশ, উহারও আবার আইন আছে, আপনি আবার সেটার পক্ষে; কুপময় দুনিয়া

২৮ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৩

নতুন নকিব বলেছেন:



নাইজেরিয়াকে একটি দেশ বলে পছন্দ করেন না কেন? ওখানকার মানুষেরা কালো সে জন্য?

ধর্ষকদের রক্ষা করার দায়িত্বটাও কি তাহলে আপনিই নিতে চান? ধর্ষকদের পক্ষে কথা বলতে চাইলে পরিষ্কার করে বলুন যে, ধর্ষকদের কোনাো শাস্তি মানি না। ঘুরিয়ে পেঁচিয়ে নাইজেরিয়ার দোষ দিয়ে লাভ কি? নাইজেরিয়ার ঘটনাটা স্রেফ উদাহরণ হিসেবে এসেছে।

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৩

মনিরা সুলতানা বলেছেন: আমার আওয়াজ ও এ আইনের পক্ষে।

২৮ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৭

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ আপনাকেসহ সকলকে, যারা যারা ধর্ষকদের সুন্দর ভবিষ্যৎ কামনায় তাদেরকে খোঁজাকরণসহ এরকম ভালো পুরষ্কারের পক্ষে সোচ্চার।

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আইনে কোন কাজ হবেনা !! যতক্ষণ না তা বাস্তবায়ন হবে।
ধর্ষকদের শাস্তি আমাদের দেশেও কম নয় কিন্তু বাস্তবায়ন হয়না।
খুনীরাও সাধারণ ক্ষমায় মুক্তি পায়। কি লাভ আইন করে যদি তা
প্রয়োগ না হয়? এটা ধার্ষকের প্রকাশ্যে শিরোচ্ছেন করুৃন দেখবেন
ধর্ষক পালাবার পথ খুঁজবে।

২৮ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৯

নতুন নকিব বলেছেন:



সেটাই। আইনের সঠিক প্রয়োগ থাকা চাই।

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:০৮

চাঁদগাজী বলেছেন:


পুরুষদের গলায় "তাবিজ" দিতে হবে; যাতে, শয়তান তাদেরকে খারাপ পথে নিতে না পারে।

২৯ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:১৮

নতুন নকিব বলেছেন:



ভালো প্রস্তাব। কিন্তু তাবিজ লেখার দায়িত্বটা কে নিবে? আপনি?

অবশ্য তাবিজ কবজ বর্তমানে লাভজনক ব্যবসা। দেশে এসে শুরু করতে পারেন কি না চেষ্টা করে দেখতে পারেন। এ ব্যবসায় নামলে সবকিছু ছেড়েছুঁড়ে বিদেশ বিভূঁইয়ে পড়ে থাকার দরকার হবে না।

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৪৮

নেওয়াজ আলি বলেছেন: আমাদের দেশে বিচার কে করবে আর কার বিচার করবে । ধর্ষকের রাজনৈতিক পরিচয় থাকে আইন আদালত টাকা আর ক্ষমতার

২৯ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:২৫

নতুন নকিব বলেছেন:



ধর্ষকদের রাজনৈতিক পরিচয় বিচারকে যদি প্রভাবিত করে সেটা সবচেয়ে বিপজ্জনক। এমনটা কোনোভাবে হওয়া উচিত নয়।

ধর্ষকের পরিচয় একটাই, সে ধর্ষক। তাকে যারা রক্ষার চেষ্টা করবে তাদেরও বিচারের আওতাধীন করা উচিৎ। তা তিনি রাজনীতিক আর সমাজপতি যেখানকার যিনিই হোন না কেন।

৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৫৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: ইসলামে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড। এই শাস্তি সব দেশেই চালু করা যেতে পারে।

২৯ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:৩৫

নতুন নকিব বলেছেন:



এই কথা বললে একদল মধ্যযুগ টধ্যযুগ কিসব বলে ধর্ষক সমাজকে আড়াল করতে চায়। ইসলামের কিছুকিছু আইনকে বর্বরতার তকমা লাগিয়ে মায়াকান্নায় মাতম তুলে ধর্ষকদের পক্ষে বিড়বিড় করতে থাকে। এগুলো ধর্ষকদের বাঁচানোরই অপকৌশল।

নিজেদেরকে আধুনিক দাবি করা এই ধর্ষকবান্ধবদের চিহ্নিত করার সময় এসেছে।

একমাত্র কুরআনের আইনেই মানবজাতির মুক্তি।

৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সাড়ে চুয়াত্তর বলেছেন: ইসলামে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড।

ইসলামে ব্যভিচারের পাশাপাশি ধর্ষণও কবিরা গুনাহের অন্তর্ভুক্ত।
কোনো ব্যক্তি যদি ধর্ষণের শিকার হয়, তাহলে তার সর্বপ্রথম করণীয় হলো,
সম্ভব হলে তা প্রতিরোধ করা। এমনকি যদিও তা ধর্ষণকারীকে হত্যা করার
মতো পরিস্থিতি তৈরি করে, তাতেও ইসলাম সায় দিয়েছে। সাইদ ইবনে জায়েদ (রা.) বলেন, ‘
আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, সম্পদ রক্ষা করতে গিয়ে যে ব্যক্তি নিহত হয়েছে,
সে শহীদ। জীবন রক্ষা করতে গিয়ে যে নিহত হয়েছে, সে-ও শহীদ। দ্বিন রক্ষা করতে গিয়ে যে
নিহত হয়েছে, সে শহীদ। আর সম্ভ্রম রক্ষা করতে গিয়ে যে নিহত হয়েছে, সে-ও শহীদ।’ (আবু দাউদ, হাদিস : ৪৭৭২; তিরমিজি, হাদিস : ১৪২১)

৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫৬

রাজীব নুর বলেছেন: চাঁদগাজী বলেছেন: পুরুষদের গলায় "তাবিজ" দিতে হবে; যাতে, শয়তান তাদেরকে খারাপ পথে নিতে না পারে।

চরম। আমি এখনও হাসতেছি।

১০| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪১

আমেনা বেগম চৌধুরী বলেছেন: চাঁদগাজী ও রাজীব নুর খোদা না খাস্তা আপনাদের পরিবারের সাথে এমন হলে আপনারা তাবিজের সন্ধান করবেন। রাজীব নুর একটি মেয়ে রেপড হয়েছে আপনি হাসছেন?

আমি নতুন বলে কি অন্যায় কে অন্যায় বলতে পারবো না? ব্লগে অন্যায়কে অন্যায় বলার জন্য আামাকে কি তিন বছর অপেক্ষা করতে হবে, দয়া করে কেউ কি জানাবেন?

১১| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪৭

করুণাধারা বলেছেন: আজ পর্যন্ত একজন ধর্ষককেরও মৃত্যু দন্ড কার্যকর হতে দেখিনি। সম্ভবত মৃত্যু দন্ড কার্যকর করা কঠিন। সেক্ষেত্রে নাইজেরিয়ার আইন আমাদের দেশে চালু করা খুবই দরকার, কিছু তো শাস্তি হবে।

১২| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ইসলামে ধর্ষণের যে শাস্তির বিধান আছে সেটা ঝটিল।প্রথমত চার জন প্রত্যক্ষ সাক্ষী লাগবে প্রমান করার জন্য।সেটা যদি না পাওয়া যায় তবে নারীকেই উল্টো শাস্তি ভোগ করতে দুনিয়ায় এবং আখেরাতে।

১৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩১

শেরজা তপন বলেছেন: এদেশে অনেক অপরাধের শাস্তিতে মৃত্যদন্ডের বিধান আছে কিন্তু একশ্রেণীর মানুষ অবলীলায় সি সব অপকর্ম করে যাচ্ছে।

সত্যিকারে এরকম শাস্তির ব্যাবস্থা করলে সারা দেশের চারের একভাগ মানুষ খোঁজা হয়ে যাবার সম্ভাবনা আছে!!!
শাস্তি শুধু কার্যকর নয় জনসক্ষমে করতে হবে, প্রয়োজনে টিভিতে সম্প্রচার হতে পারে। তবে সবার আগে ধর্ষণ কেন হয় সেটার মুল
কারন আগে উদ্ঘাটন ও এর প্রতিকারের ব্যাবস্থা নিতে হবে।

১৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৪৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেকে এখানে ধর্ষণ আর ব্যভিচারকে একই ধরণের অপরাধ মনে করছেন। ধর্ষণের ক্ষেত্রে ৪ জন সাক্ষীর দরকার পরে না ইসলামে।

১৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৫১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: নপুংশক করে দেয়াটাই সবচেয়ে বেটার হবে। যাতে বাকী জীবন সে অনুশোচনা করে কাটায়।

১৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৯

চাঁদগাজী বলেছেন:



সাড়ে চুয়াত্তর বলেছেন, " ইসলামে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড। "

-ইসলামে অনেক কিছুতেই মৃত্যুদন্ড দিতে হয়, সেজন্য মুসলমান দেশে বেশী জল্লাদ জন্ম নেয়, সেজন্য জামাত-শিবির দরকার।

১৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৭

অনল চৌধুরী বলেছেন: চাঁদগাজী বলেছেন ............ ইসলামে অনেক কিছুতেই মৃত্যুদন্ড দিতে হয়, সেজন্য মুসলমান দেশে বেশী জল্লাদ জন্ম নেয়, সেজন্য জামাত-শিবির দরকার- আর সন্ত্রাসী এ্যামেরিকাতে এতা জল্লাদ কেনো যারা দেশে দেশে গণহত্যা চালায়?

১৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৫৯

মা.হাসান বলেছেন: পৃথিবীর অনেক দেশেই মানুষের অর্গানের অনেক চাহিদা। হার্ট, লিভার, কিডনি, চোখ, চামড়া- সবই কাজে লাগে। ব্লাড ব্যাংক গুলোতে রক্তের চাহিদা আছে। ধর্ষকদের শরীর কাজে লাগানো যেতে পারে।

করে কে?

যারা আইন প্রনয়ন করে তারা নিজেরাই যদি কুঞ্জ বনে ঘোরাঘুরি করে তবে তাদের দ্বারা কাজ হবে না। মাননীয় প্রধান মন্ত্রী যদি চোর বদমাশদের দূর করে সৎ লোক নিয়োগ দিতেন তবে সব সম্ভব ছিলো। ১৫ কোটি লোকের দেশে তিনশত টা মোটামুটি সৎ লোক পাওয়া যায় না এটা বিশ্বাস করা মুশকিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.