নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

মুছে ফেলো আঁখির কাজল

০৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৩৩



মুছে ফেলো আঁখির কাজল

ধর্ষণের এই কালে আর নয় কোমলতা,
মুছে ফেলো আঁখির কাজল।

বাঁচতে শিখতে হবে, হে নারী তোমায়,
হাতে নাও লোহার শাবল।

তোমাকে দুর্বল ভেবে তোমার পানে যেই
অসভ্যের ওঠে কালো হাত,

ভেঙে দাও-ছিঁড়ে ফেলো ধর্ষকের কলজেটা,
পালিয়ে বেড়াক কমজাত।

বজ্রমুষ্টি উর্দ্ধে তোলো, অত্যাচার সয়ে সয়ে,
ধুকে ধুকে মৃত্যু আর নয়।

তুমি জগজ্জননী মা, তোমার সম্মান সর্বোপরি,
এ পৃথিবী ধর্ষকের নয়।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪২

চাঁদগাজী বলেছেন:


বুলেট-প্রুফ জ্যাকেট তৈরির কাপড় থেকে আন্ডার-ওয়ার বানায়ে, মেয়েদের পরায়ে রাখতে হবে, তালাচাবির ব্যবস্হা করতে হবে।

২| ০৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:১২

রাজীব নুর বলেছেন: ধর্ষন রোদে ইসলামের আইন বেশ কড়া। এই আইন আমাদের দেশে করা উচিত।

৩| ০৬ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:১৩

জগতারন বলেছেন:
বুলেট-প্রুফ জ্যাকেট তৈরির কাপড় থেকে আন্ডার-ওয়ার বানায়ে, মেয়েদের পরায়ে রাখতে হবে, তালাচাবির ব্যবস্হা করতে হবে।


চাঁদগাজী -এর এই মন্তব্যের মানে বুঝেন (?)
বিশেষভাবে আমার এ প্রশ্ন এই ব্লগ লিখক- এর প্রতি;
তার পরে পাঠক পাঠীকাদের প্রতি।
বুঝেন না তো (!)
আমি বুঝায়ে দিচ্ছি:
(১) মোল্লাদের ওয়াজে এক তরফাভাবে বলা বাদ দিতে হবে যে;
যে মহিলারা পর্দা করো।
(২) মোল্লাদের এ কথাও বলতে হবে:
পুরুষের পুরুষদন্ডেরও হেপাযত করতে শিখতে হবে।
(৩) পরিবার ও কর্মক্ষেত্রে পুরুষদের পাশাপাশি মহিলাদেরও সম'অর্থের সুযোগসুবিদা প্রদান করা প্রয়োজন। কারন:
(৪) রাষ্ট্র যেমন পুরুষদের ট্যাক্স-এর টাকায় চলে একইভাবে
মহিলাদের দেয় ট্যাক্স-এর টাকায় চলে।
অর্থাৎ পুরুষ ও মহিলা সমপরিমান অর্থ ট্যাক্স হিসেবে
দিয়ে থাকে সরকারকে রাষ্ট্র পরিচালনা করতে।

"পৃথিবীতে যাহা সুন্দর চির কল্যান কর
অর্ধেক তার আনিয়াছে নারী অর্ধেক তার নর"

(৫} কবি দুঃখ মিঞা-এর এ কথার অর্আথ মাদের
দেশবাসীদের অনুধাবন করা শিখতে হবে।

৪| ০৬ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সমসাময়িক কবিতা ভালো লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.