নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

সাময়িক পোস্ট, দৃষ্টি আকর্ষন: ব্লগ এত ভারী কেন?

০৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:৫১

ছবিঃ অন্তর্জাল।

সাময়িক পোস্ট, দৃষ্টি আকর্ষন: ব্লগ এত ভারী কেন?

আগে ছিল কি না, অতটা লক্ষ্য করিনি তবে গত দু'তিন দিন যাবত দেখছি, ব্লগটা অনেক ভারী। পেইজ ওপেন কিংবা রিফ্রেশ হতেও বেশ সময় নেয়। প্রথম দিকে আমার নেট এর উইকনেসকে এর জন্য দায়ী মনে করে নিরব থেকেছিলাম। পরবর্তীতে অন্য নেট ব্যবহার করে এবং আরও দু'এক জন ব্লগারের মন্তব্য থেকে একই সমস্যার কথা জানার পরে ধারণা করছি যে, সমস্যাটা হয়তো আমাদের ব্লগের কোনো টেকনিক্যাল সমস্যার কারণেই হয়ে থাকবে।

এ বিষয়ে কেউ জ্ঞাত থাকলে এবং দয়া করে জানালে বাধিত হব।

ব্লগের সম্মানিত মডারেটরবৃন্দকে বিনীত অনুরোধ করছি, বিষয়টির প্রতি দৃষ্টিপাত করতে এবং টেকনিক্যাল কোনো সমস্যা থেকে থাকলে তার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে।

শুভকামনা সকলের প্রতি।

মন্তব্য ৪২ টি রেটিং +০/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই ব্লগ যেন কেমন মন মড়া। আবার স্লো, যখন বন্ধ ছিলো ব্লগ তখন কিন্তু অনেক উচ্ছ্বল ছিলো এখন কেন যেন আধমরা ব্লগ লাগছে। ব্লগার সংখ্যাও কম :(

০৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:০৫

নতুন নকিব বলেছেন:



আমার কাছেও এরকমই মনে হচ্ছে। সহজে একসেস করতে না পারাটা একটা বড় বাধা।

২| ০৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:২১

রাজীব নুর বলেছেন: এটা সম্ভবত আপনার নেটের স্প্রীডের কারনে। স্লো নেট হলে এরকম হয়।

০৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪৭

নতুন নকিব বলেছেন:



আপনার কাছে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে? একটু শিউর হয়ে জানান প্লিজ, কারণ, তাহলে তো পোস্ট সরিয়ে দেয়া দরকার।

৩| ০৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:৫৮

তারেক ফাহিম বলেছেন: ওতোটা স্লো মনে হচ্ছে না।

০৫ ই নভেম্বর, ২০২০ রাত ৮:৩৯

নতুন নকিব বলেছেন:



আমার এখানে ব্রন্ড ব্যান্ড এবং মোবাইল নেটওয়ার্ক দু'টোতেই বেশ সমস্যা হচ্ছে। একসেস করতে বেগ পেতে হচ্ছে।

ধন্যবাদ।

৪| ০৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:৫৬

জুন বলেছেন: আমি ১০ মিনিট ধরে ৫ বার চেষ্টা করে লগ হতে পারলাম। আজ কয়েকদিন ধরে এমন চলছে।
দেশ বিদেশের বিভিন্ন পত্র পত্রিকা, ইমেইল ইত্যাদি অন্যান্য সাইটে ঢুকতে কোন সমস্যা হচ্ছে না।
উল্লেখ্য আমার নেট ব্রডব্যান্ড এর ফাস্টেস্ট ইন্টারনেট বলে সার্ভিস প্রোভাইডারদের দাবী। সামুকে মনে হয় ট্রাম্পের (২১৩) মত এক জায়গায় দাড় করিয়ে রেখেছে /:)
এজন্য ব্লগে ঢোকার আগ্রহ হারিয়ে ফেলছি #:-S

০৭ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:৫২

নতুন নকিব বলেছেন:



জ্বি, একটি মন্তব্য কিংবা প্রতিমন্তব্য লোড হতেও অপেক্ষা করতে হয়। খুবই ধৈর্য্যের ব্যাপার।

সামুকে মনে হয় ট্রাম্পের (২১৩) মত এক জায়গায় দাড় করিয়ে রেখেছে /:)

-যাক, আপনি শেষমেষ তুলনাটা যুতসইভাবেই দিলেন। ধন্যবাদ আপনাকে।

২১৩ তে ছিলেন বেশ কিছু সময়। তবে ট্রাম্প বর্তমানে ২১৪ তে এসে থিতু হয়েছেন। দীর্ঘ সময় ধরেই আছেন এবং এক চুলও নড়ছেন না এখান থেকে। বলি, তাকে নড়াচড়া করাবে সাধ্যি কার! বলি, ৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতাবিশিষ্ট এবং শরীরের ওজন যার মাত্র ১১০ দশমিক ৭ কেজি, (বয়স আর ওজন দেখতে- তিন কারণে ‘উচ্চ ঝুঁকিতে’ ট্রাম্প) সেই ট্রাম্পকে নাড়ানো কি এতই সহজ!!! যেনতেন কিছুতে ট্রাম্প নড়বেন বলে কি আপনার কাছে অনুভূত হয়?

৫| ০৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:৫৭

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: স্লো তো আছেই; তারপর মোবাইল থেকে তো ব্রাউজিং সমস্যা রয়েই গেছে; নোটিফিকেশন আপডেট করলেও অনেক নোটিফিকেশন নাম্বার দেখায় যা ক্লিক করলেও রিেফ্রেস হয় না;

---জানি না--কর্তৃপক্ষ কেন এত উদাস :( :(

০৭ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:১০

নতুন নকিব বলেছেন:



আমাদের বিশ্বাস- কর্তৃপক্ষ এই সমস্যাগুলো দূরিকরনার্থে অবশ্যই যথাযথ পদক্ষেপ ইতোমধ্যে নিয়েছেন এবং যার কার্যক্রম চলমান রয়েছে। আশা করছি- ধীর গতির বর্তমান অবস্থার দ্রুত সমাধান হবে এবং একইসাথে মোবাইলের ব্রাউজার ব্যবহার করে ব্লগে একসেস করতে না পারার যে সমস্যাটি রয়েছে সেটিরও তারা সমাধান করতে সক্ষম হবেন।

অবস্থা পর্যালোচনায় আমাদের ধারণা, এই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব হলে ব্লগ নতুন জীবন ফিরে পাবে। কারণ, ইতোমধ্যে অনেক ব্লগার মোবাইল নেট ব্যবহার করে ব্লগে আসতে না পারায় হতোদ্যম হয়ে পড়েছেন। সত্যি কথা বলতে, কেউ কেউ অভিব্যক্তি জানিয়েছেন যে, তারা ব্লগে আসার আগ্রহ ক্রমেই হারিয়ে ফেলছেন।

সামুর উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি। শুভ ব্লগিং।

মন্তব্যে এসে মূল্যবান অভিমত ব্যক্ত করায় কৃতজ্ঞতাসহ শুভকামনা।

৬| ০৫ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩২

চাঁদগাজী বলেছেন:


ব্লগ এ্যাপলিকেশন শ্লো?

সামুতে এডমিন কি একজন, নাকি একাধিক?

আজকাল, সামুতে 'জেনারেল' করা হয় সফটওয়ারের সাহায্য অটোমেটিক্যালী, নাকি ম্যানুয়েলী করেন এডমিন? কেহ জানলে জানাবেন, ধন্যবাদ।

০৭ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:২৩

নতুন নকিব বলেছেন:



ব্লগ স্লো দেখাচ্ছে কিছুটা। অনেকের কাছ থেকেই এই সমস্যা জেনেছি। এই পোস্টেও মন্তব্যে একই কথা বলেছেন বেশ ক'জন।

সামুতে এডমিন কি একজন, নাকি একাধিক?

-এটা জানা কি খুবই প্রয়োজন? সরাসরি মডারেটর টিমের সাথে যোগাযোগ করে জেনে নেয়া বেটার মনে করছি।

আজকাল, সামুতে 'জেনারেল' করা হয় সফটওয়ারের সাহায্য অটোমেটিক্যালী, নাকি ম্যানুয়েলী করেন এডমিন? কেহ জানলে জানাবেন, ধন্যবাদ।

-আমার জানায় যদি ভুল না হয়ে থাকে, 'সফটওয়ারের সাহায্যে অটোমেটিক্যলি জেনারেল বা সেইফ' ইত্যাদি করা হয় না। এডমিনের দায়িত্বে যিনি নিয়োজিত থাকেন তার উপরেই থাকে এসবকিছুর দায়িত্ব।

আপনি আরও বেশি জানার প্রয়োজন অনুভব করলে সম্মানিত মডারেটরের সাথে যোগাযোগ করে তাদের সাহায্য নিতে পারেন।

ধন্যবাদ।

৭| ০৫ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৩

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় নকিব ভাই,

আপনার পোস্টটিতে একেবারে আমার মনের কথা লিখেছেন। সেই বিকাল থেকে সমানে চেষ্টা করে গেছি। কিন্তু কিছুতেই লগ ইন করতে পারছিনা। মাঝে ভাবছিলাম সামুর ফেসবুক পেজে সমস্যার কথা জানাবো কিনা। ইতিমধ্যে অনেকেই সমস্যার কথা তুলে ধরেছেন। আমি ভয়ঙ্কর ভাবে ভুগছি। পোস্ট ও কমেন্টিং কি করে করবো মাথায় আসছেনা।


শুভেচ্ছা নিয়েন প্রিয় ভাই।


০৭ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:৩২

নতুন নকিব বলেছেন:



প্রিয় চৌধুরি ভাই,

সময় বেশি নেয়ার কারণে ব্লগ ব্রাউজিংয়ে কিছুটা কষ্ট হচ্ছে, তবে হতাশার কিছু নেই, পরিস্থিতি ইনশাআল্লাহ আশা করি কর্তৃপক্ষের আন্তরিক প্রচেষ্টায় স্বাভাবিক হয়ে আসবে।

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা।

৮| ০৫ ই নভেম্বর, ২০২০ রাত ৮:০০

আহমেদ জী এস বলেছেন: নতুন নকিব ,




হ্যা.... ব্লগ খোলার চরকা ঘুরছে তো ঘুরছেই। তবুও এই প্রানের মেলার টানে দাঁত চেপে ধৈর্য্য ধরে সব সহ্য করছি ...........

০৭ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:৩৫

নতুন নকিব বলেছেন:



জ্বি, চরকা ঘুরছে তো ঘুরছেই....

তারপরেও প্রাণের মেলার টানেই তো পরে আছি আমরাও.....। আপনার মতই ধৈর্য্য এবং স্থৈর্য্যকে সাথে নিয়ে....।

অনেক অনেক ধন্যবাদ মন্তব্যে অভিমত রেখে যাওয়ায়। শুভকামনা জানবেন।

৯| ০৫ ই নভেম্বর, ২০২০ রাত ৮:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি গত ২ দিন যাবত স্লো পাচ্ছি খুব।

০৭ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:৩৭

নতুন নকিব বলেছেন:



আশা করছি, কর্তৃপক্ষ সাময়িক এই অবস্থা পরিবর্তনে সক্ষম হবেন।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

১০| ০৫ ই নভেম্বর, ২০২০ রাত ৮:৩৯

ঢাবিয়ান বলেছেন: অসম্ভব স্লো। আমার এখানে নেট অত্যন্ত ফাস্ট। জাস্ট ক্লীক করলেই যে কোন পেজ সঙ্গে সঙ্গে ওপেন হয়ে যায়। কিন্ত সামুর বেলায় বসে থাকতে হয়। টেকনিকাল টিম আশা করি ব্যপারটা দেখবে।

০৭ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:৫৪

নতুন নকিব বলেছেন:



টেকনিকাল টিম আশা করি ব্যপারটা দেখবে।

-একই প্রত্যাশা আমাদেরও।

মন্তব্যে আপনাকে পেয়ে অনেক ভালো লাগছে। শুভকামনা সবসময়।

১১| ০৫ ই নভেম্বর, ২০২০ রাত ৮:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

খানসাবের কথায় কান দিবেন না !
তার সব কিছুতেই সহজিয়া ভাব
দেখে নারিকেল আসলে তা গাব!!


আমি সামুর এমন ঢিলেমীর জন্য
খুবই বিরক্তি প্রকাশ করছি।
আমার উপরেও কেউ কেউ গোস্যা করছেন'
ধীর গতির কারণে তাদের মন্তব্যের জবাব
না দেবার জন্য।

০৭ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:৫৫

নতুন নকিব বলেছেন:



সমস্যাটির সমাধান হওয়া উচিত।

ধন্যবাদ ভাই।

১২| ০৫ ই নভেম্বর, ২০২০ রাত ৮:৫৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনার কাছে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে? একটু শিউর হয়ে জানান প্লিজ, কারণ, তাহলে তো পোস্ট সরিয়ে দেয়া দরকার।

হ্যা নেট স্লো হলে অথবা আপনি যে কম্পিউটার বা ল্যাপটপ ব্যবফার করছেন সেটায় সমস্যা থাকয়ালে এরকম সমস্যা হয়। তবে পোষ্ট সরিয়ে নেনোয়ার দরকার নাই। অন্য কেউ দেখেন সমস্যার সমাধান কিভাবে দেয়।

০৭ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:৫৬

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ।

১৩| ০৫ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৩১

সোহানী বলেছেন: হাঁ আমিও একই সমস্যা দেখছি।

০৭ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:৫৯

নতুন নকিব বলেছেন:



বুঝা যাচ্ছে, সমস্যা কিছু আছে। দ্রুত সমাধানের প্রত্যাশা।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা জানবেন।

১৪| ০৫ ই নভেম্বর, ২০২০ রাত ১০:০৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমার মেয়ে বলছিল সামুতে ঢুক না কেউ হয়তো হ্যাক করেছে, ডিভাইস নষ্ট হয়ে যাবে।

০৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:০৫

নতুন নকিব বলেছেন:



আপনার মেয়ে তো মাশাআল্লাহ বেশ সতর্ক। সাইট স্লো দেখেই মনে করেছে কেউ হ্যাক করেছে এবং আপনাকে সাবধানও করে দিয়েছে। কোনো ওয়েবসাইট স্লো হওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে।

তাকেসহ ধন্যবাদ আপনাকে।

১৫| ০৫ ই নভেম্বর, ২০২০ রাত ১০:০৮

কবিতা পড়ার প্রহর বলেছেন: ফেসবুক অফিসিয়াল ঢুকেই কি ব্লগ ভারী করে দিলো নাকি?

০৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:০৬

নতুন নকিব বলেছেন:



এমন কিছু ঠিক জানা নেই।

মন্তব্যে আসায় অভিনন্দন এবং শুভকামনা।

১৬| ০৫ ই নভেম্বর, ২০২০ রাত ১১:১৪

নেওয়াজ আলি বলেছেন: হঠাৎ করে কেন এমন হলো । দ্রুত সমাধান করা দরকার ।

০৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:০৮

নতুন নকিব বলেছেন:



দ্রুত সমাধান করা দরকার ।

-সেটাই। ধন্যবাদ।

১৭| ০৫ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৩৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমিও কয়েকদিন ধরে একই অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি আপনার মত।

০৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:১৯

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ আপনার অবস্থা শেয়ার করায়।

দুআপ্রার্থী।

১৮| ০৬ ই নভেম্বর, ২০২০ সকাল ৭:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মনে হয় RAM বৃদ্ধি করতে হবে।
এই সাইটটি আসলেই অনেক দুর্বল। খুলতে সময় নেয় অনেক বেশী। মন্তব্য লোড হতে খুব বেশী রকম বিরক্তিকর সময় নেয়।

০৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:২০

নতুন নকিব বলেছেন:



অনেক অনেক ধন্যবাদ।

১৯| ০৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:০৯

নূর আলম হিরণ বলেছেন: হ্যাঁ, কিছুটা স্লো হয়ে গেছে, আগের চেয়ে এড বেশি দেখাচ্ছে সম্ভবত এর কারনে লোড নিতে একটু সময় নেয়। বাকিটা এক্সপার্টেরা বলতে পারবে।

০৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:২১

নতুন নকিব বলেছেন:



জ্বি, হতে পারে।

অনেক ধন্যবাদ আপনাকে।

২০| ০৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:৪৮

রাজীব নুর বলেছেন: এই সমস্যা আমারও হচ্ছে।

০৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:২৪

নতুন নকিব বলেছেন:



বলেন কি! আমি তো আমার নেটের কেবলই খুলে ফেলে দিতে চেয়েছিলাম, আপনার প্রথম (২ নং) মন্তব্যের উপরে নির্ভর করে।

যাই হোক, পুনরায় ফিরে এসে আপনার ওখানকার সর্বশেষ অবস্থা জানিয়ে যাওয়ায় ধন্যবাদ।

২১| ০৭ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪১

ইসিয়াক বলেছেন: স্রো হওয়ার কারণে আন্তরিকতা থাকা সত্ত্বেও আজকাল সামুতে আগের মতো আসা হয় না। মোবাইলেও সামুতে ঢুকতে কষ্ট হয়। এ সমস্যা নিশ্চয় দ্রুত সমাধান হবে।

২২| ০৭ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম

বেশ সময় নিচ্ছে!
আমার অফিসে স্পিড বেশ ভালো। অন্য সব সাইট দারুন দ্রুততায় খুললেও সামু বেশ সময় নিচ্ছে!
মডারেটর মহোদয়দের সু-দৃষ্টি কামনা করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.