নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

ইসলাম যে প্রকৃতার্থেই মানবতার মুক্তির পথ, ওয়াহ্শীকে ক্ষমা প্রদর্শণ ও তাঁর ইসলামের ছায়াতলে আশ্রয়গ্রহণ তার উৎকৃষ্টতম একটি প্রমান

০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৩২

ছবিঃ অন্তর্জাল।

ইসলাম যে প্রকৃতার্থেই মানবতার মুক্তির পথ, ওয়াহ্শীকে ক্ষমা প্রদর্শণ ও তাঁর ইসলামের ছায়াতলে আশ্রয়গ্রহণ তার উৎকৃষ্টতম একটি প্রমান

ওয়াহ্শী! হ্যাঁ, সেই ওয়াহ্শীর কথা বলছি, যিনি উহুদের যুদ্ধে রাসূলে কারিম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় পিতৃব্য হযরত হামজা রাদিআল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলেন। মর্মান্তিক এই শাহাদাতের ঘটনা ওয়াহ্শীর কুখ্যাতিকে ছড়িয়ে দিয়েছিল। জঘন্য এই ঘটনাটির কারণে ওয়াহ্শীর নাম জানেন না, এমন লোক সম্ভবতঃ কমই আছেন। অবশ্য পরবর্তী জীবনে পাল্টে গিয়েছিলেন তিনি। ইসলামের সুশীতল ঝান্ডাতলে আশ্রয় নিয়ে শামিল হয়েছিলেন সাহাবায়ে কেরামের নূরাণী কাফেলায়। সমাসীন হয়েছিলেন 'রাদিআল্লাহু তাআলা আনহু' খেতাবের সম্মানজনক আসনে। প্রিয়পাত্রে পরিণত হয়েছিলেন প্রিয়তম হাবিব, দোজাহানের সরদার রাসূলে কারিম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর।

কিন্তু, কিভাবে ফিরে আসতে পেরেছিলেন ওয়াহশী!

কিন্তু, রাসূলে কারিম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আপন চাচার হত্যাকারী-হন্তারক হয়েও কিভাবে তিনি ভীরে যেতে পারলেন সাহাবায়ে কেরামের কাতারে? কিভাবে প্রিয়পাত্র হতে পারলেন রাসূলে কারিম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর? এত বড়, এমন অবিশ্বাস্য ঘটনা, অভূতপূর্ব এরকম দৃষ্টান্ত স্থাপন কিভাবে সম্ভব হতে পারে? কিসের কারণে? কোন্ লাভ অথবা লোভের আশায়, কোন্ প্রাপ্তির প্রত্যাশায় প্রিয় নবীজী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিলেন আপন চাচার হন্তারক ওয়াহশীর মত দুর্ধর্ষ খুনিকে? সুঁইয়ের ছিদ্র দিয়ে উট চলে যাওয়া সম্ভব হলেও হতে পারে, কিন্তু আমাদের সাধারণ মানব প্রকৃতি তো এমনই যে, আমরা এ ধরণের মর্মান্তিক অপরাধীকে বিন্দু পরিমান ছাড় দিতে কক্ষনোই রাজী হবো না, প্রতিশোধের অগ্নিস্ফুলিঙ্গ দাউ দাউ করে আমাদের বুকের পাঁজরে জ্বলতেই থাকবে, নিজের রক্ত সম্পর্কিয় আপন চাচার হত্যাকারীর প্রতি কিভাবে ক্ষমাসুলভ আচরণ করা সম্ভব হতে পারে? পৃথিবীর ইতিহাসে এরকম আরেকটি ঘটনা এ যাবত ঘটেছে বলে কেউ প্রমান দিতে পারবেন? শুধু বিগত পৃথিবীর ইতিহাসে নয়, আগত পৃথিবীতে এর দ্বিতীয় নজির হিসেবে আরেকটি ঘটনা ঘটতে পারে বলে সামান্য ধারণা পর্যন্ত করা সম্ভব?

সম্ভব নয়। আদৌ সম্ভব নয়। সম্ভব কি করে হতে পারে? ইসলামের এই অসাধারণ ক্ষমাশীলতার পেছনে রয়েছে গোটা মানব জাতির ইহ-পারকালীন মুক্তির চিন্তা, যা অন্য কোথাও নেই। এখানেই ইসলামের শ্রেষ্ঠত্বের বিষয়টি। এখানেই ইসলামের সত্যতার প্রমান উদ্ভাসিত হয়ে ওঠে।

ইসলামের আলোকে নিভিয়ে দিতেই ছিল তাদের সকল প্রচেষ্টাঃ

হযরত হামজা রাদিআল্লাহু তাআলা আনহু। রাসূলে পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অতি প্রিয়জনদের একজন। শুধু প্রিয়জন বললেও কিছু কম বলা হবে। একাধারে চাচা, দুধ ভাই এবং বন্ধুত্বের প্রাগাঢ় আত্মিক সেতুবন্ধনে আবদ্ধ। তাঁর ইসলাম গ্রহণে নবতর শক্তির সঞ্চার হয়েছিল ইসলামের প্রাথমিক পর্যায়ের অত্যাচারিত, নির্যাতিত এবং স্বল্প সংখ্যক মুসলিমের দুর্বল শিবিরে। কিন্তু সাহসী এই সত্যের সৈনিককে হত্যা করেছিল ওয়াহ্শী।

আলো-আঁধারের প্রভেদ যেমন চিরকালীন। সত্য-মিথ্যের দ্বন্ধও তেমনি আবহমান কালের ধারায় চলমান। বাতিলের সঙ্গে সত্যানুসন্ধানীদেরও। ইসলামের আলো পৃথিবীতে ফুটে ওঠার পর হতেই এর প্রতি বিরূপ মক্কাবাসী বাতিলপন্থী কাফির, মুশরিকগণ ও মূর্তিপুজারিগণ। তারা কোমর বেধে মাঠে নেমেছেন, যে কোনো প্রকারে ইসলামের আলোকে নিভিয়ে দিতেই হবে। তারা একের পর এক মুসলিমদের উপর আঘাত হানতে থাকেন। হামলার পরে হামলা। অত্যাচারের উপর অত্যাচার। বাড়ি ঘর থেকে উচ্ছেদ করেও তাদের আশা মেটেনি। মক্কা থেকে মুসলিমদের বিতাড়িত করেও তারা নিবৃত্ত হতে পারেননি। তাদের জিঘাংসা দিনকে দিন বাড়তেই থাকে। মুসলিমদের সমূলে বিনাশের উদ্দেশ্যে তারা নব উদ্যমে মাঠে নামেন। পরিকল্পনা হাতে নেন, মদিনা আক্রমন করার। মক্কা থেকে মদিনার দূরত্ব প্রায় ৪৫০ কিলোমিটার। অস্ত্রশস্ত্রের বিপুল সমাহারে যুদ্ধের সাজে সুসজ্জিত মক্কার পৌত্তলিকদের বিশাল বাহিনী। এই সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা এসে উপনীত হয়েছেন মদিনার উপকন্ঠে। উহুদ পাহাড়ের পাদদেশে এসে হামলে পড়েছে মক্কার অত্যাচারী নিপীড়ক গোষ্ঠী। যুদ্ধের দামামা বেধে উঠেছে চতুর্দিকে।

হঠাৎ করে কোথায় গেলেন হামজা রাদিআল্লাহু তাআলা আনহু! পাওয়া যাচ্ছিল না তাকে!

উহুদের যুদ্ধের দিন। মুসলিমদের অস্তিত্বের লড়াই। পৃথিবীতে ইসলাম থাকবে কি থাকবে না, সে ফায়সালার দিন অবশেষে এসে গেল। দেখতে দেখতে প্রতিরোধের ডাকে সারা দিয়ে নিরস্ত্র মুসলিম জনতাও সমবেত হলেন প্রিয় নবীজী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আহবানে। মুসলিম বাহিনীর সেনাপতি স্বয়ং রাসূলে কারিম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উহুদের প্রাঙ্গনে। যুদ্ধ পরিস্থিতি প্রত্যক্ষ করছিলেন। তিনি দেখছিলেন- মুসলিমগণ সংখ্যায় কম হলেও, প্রতিপক্ষের তুলনায় অস্ত্রশস্ত্রে দুর্বল হলেও যুদ্ধ করে চলেছিলেন বীর বিক্রমে। হযরত হামজা রাদিআল্লাহু তাআলা আনহুকে কিছুক্ষণ পূর্বেও যুদ্ধের ময়দানে দেখেছেন। কিন্তু হঠাৎ হযরত হামজা রাদিআল্লাহু তাআলা আনহুকে দেখছেন না তিনি। একটু আগেও দু’হাতে তরবারি নিয়ে শত্রুর ভীষণ ভিড়ে প্রচন্ড শক্তি নিয়ে যাকে ঝাঁপিয়ে পড়তে দেখেছেন, হঠাৎ করে তিনি কোথায় গেলেন!

অবশেষে সাহাবায়ে কেরাম তাকে খুঁজে পেলেন, তিনিও ছিলেন শহীদদের মাঝেঃ

চিন্তার রেখা প্রিয়তম রাসূলে কারিম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চোখে মুখে। অনতিবিলম্বে দু'জন সাহাবীকে হামজা রাদিআল্লাহু তাআলা আনহু -এর খোঁজে পাঠালেন। সাহাবীদ্বয় এদিক সেদিক খুঁজে অবশেষে পাহাড়ের পাদদেশে এক স্থানে গিয়ে দেখলেন যে, হামজা রাদিআল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন। তারা দেখলেন, তিনি শুধু শহীদই হননি, বরং তাঁর বুক চিড়ে ফেলা হয়েছে। পেট ফাড়া; বের করে আনা হয়েছে নাড়িভুড়ি; কলিজা চিড়ে ফেলা হয়েছে এবং কামড়ে-চিবিয়ে তা ছিন্নভিন্ন করা হয়েছে; ক্ষত-বিক্ষত করা হয়েছে তার সমস্ত দেহ। এই নিষ্ঠুর-নির্মম ও বিভৎস দৃশ্য দেখে সাহাবীদ্বয় শোকে-দুঃখে যেন বোবা হয়ে গেলেন। তারা অতি তাড়াতাড়ি ফিরে এলেন প্রিয় নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর কাছে। হুজুরে পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ‘হামজা কোথায়? কী অবস্থা তাঁর?

শোকে মুহ্যমান সাহাবীদ্বয় নিরুত্তর। বোবামুখ। তাঁরা এই নির্মম সত্যের কি উত্তর দিবেন? কোনো উত্তরই দিতে পারলেন না। শুধু বললেন, ‘দয়া করে আপনি নিজে গিয়ে দেখে আসুন, ইয়া রাসুলুল্লাহ’।

শিশুর মতো ডুকরে কেঁদে উঠলেন তিনিঃ

সাহাবীদ্বয়ের অবস্থা প্রত্যক্ষ করে হুজুরে পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বুঝতে বাকি থাকলো না যে, মর্মান্তিক এমন কিছু একটা ঘটেছে যা তারা বর্ণনা করতে পারছেন না তাঁর সামনে। অবশেষে তিনি গেলেন সেখানে। দেখলেন, প্রিয় পিতৃব্যের ছিন্নভিন্ন এবং বিকৃত করা লাশ। বিভৎস এই দৃশ্যদর্শনে তিনি যেন হয়ে যান নির্বাক-ভাষাহীন! তাকিয়ে থাকেন। প্রিয় পিতৃব্যের দিকে। নির্মিমেষ। নিষ্পলক। তাঁর ঠোঁট কাঁপছে। হৃদয় কাঁদছে। অশ্রুসজল হয়ে উঠছে দু'চোখ। অঝোর ধারায় ঝড়ে পড়ছে পানি। তিনি ধীরে ধীরে বসে পড়লেন। লাশের ওপর হাত রাখলেন। চাচার রক্তাক্ত দেহে হাত রাখতেই তাঁর হাতে চলে এলো তাজা রক্ত। অনেকক্ষণ সেই রক্তের দিকে তাকিয়ে রইলেন তিনি। তেইশ বছরে যা তিনি দেখেননি, যে অসহনীয় নির্মমতা প্রত্যক্ষ করেননি, তা দেখে ডুকরে কেঁদে উঠলেন। শিশুর মতো উচ্চকিত স্বরে এতো জোরে কাঁদলেন যে, সে শব্দ পৌঁছে গেল বহু দূর পর্যন্ত। সাহাবারা ছুটে এলেন দূর থেকে। সকলের চোখে মুখে শোকের ছায়া। বিস্ময় বিহবল শোকাকুল তারা। কারণ, তারা তাদের প্রিয় নবীকে এত বেশি শোকাভিভূত হতে আর কখনও দেখেননি। হুজুর সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন, হযরত আলী রাদিআল্লাহু তাআলা আনহু কাঁদছেন, কাঁদছেন সাহাবায়ে কেরাম রাদিআল্লাহু তাআলা আনহুমগণ। চারদিকে কান্নার রোল। হৃদয় বিদারক মর্মস্পর্শী অন্যরকম এক দৃশ্য। অসহ্য এক বেদনায় গুমরে গুমরে কাঁদছেন হুজুরে পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন সময় আসমান থেকে নেমে এলেন বার্তাবাহক জিবরাইল আমিন আলাইহিস সালাম। তিনি বললেন, ‘ইয়া রাসূলাল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আল্লাহ তায়ালা বলেন, ‘আপনি দুঃখ করবেন না। আমি হামজাকে আরশে নিয়ে গেছি'। আর হামজা হচ্ছেন, ‘হামজাতু আসাদুল্লাহি ওয়া আসাদু রাসুলিহী। হামজা রাদিআল্লাহু তাআলা আনহু আল্লাহ ও তাঁর রাসূলে বাঘ’।

তবুও ওয়াহ্শীর জন্য মন কাঁদে তাঁর; আহ! কেমন দরদি ছিলেন তিনি!

দিন পাল্টে যায়। এক সময়ে মক্কা থেকে রিক্ত হস্তে বহিষ্কৃত মুসলিমগণ মাথা উঁচু করে দাড়াতে সক্ষম হন গোটা আরবে। বিজিত হয় পবিত্র মক্কা নগরী। মক্কা বিজয়ের পর ওয়াহ্শী জীবন বাঁচানোর চিন্তায় পালিয়ে যান তায়েফে। তায়েফ মক্কা থেকে প্রায় দুইশত কিলোমিটার দূরের একটি শহর। ওয়াহ্শী পালিয়ে চোখের আড়ালে চলে গেলেও তাকে ভুলে যাননি প্রিয় নবীজী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন সাহাবীকে তিনি সেখানে পাঠিয়ে দিলেন। আর তাকে বলে দিলেন যে, 'যাও, ওয়াহ্শীর সঙ্গে দেখা করো। তাকে বলো, সে যেন কালিমা পড়ে নেয়। আল্লাহ পাক তাকে মাফ করে দেবেন। সে জান্নাতে যাবে’।

দূত পাঠালেন ওয়াহ্শীকে ফিরিয়ে আনার জন্যঃ

হুজুর পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান-মহৎ ও অতি দয়ালু, তিনি ভুলে গেলেন প্রতিশোধ নেয়ার কথা। তাঁর দায়িত্ব ও কর্তব্যকে বড় মনে করে; প্রিয়জন হারানোর বেদনাকে সহ্য করে উম্মতের হেদায়াতের জন্য, পরকালের অন্তহীন জীবনে মুক্তির চিন্তায় সামনের দিকে এগিয়ে চললেন। দূত পাঠানো হলো, তাকে ইসলামে দীক্ষিত করার আহবান জানানোর জন্য।

ওয়াহশী বিশ্বাস করতে পারছিলেন না যে, তিনি ক্ষমা পাবেনঃ

প্রিয় নবীজী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত সেই বার্তাবাহক সাহাবী (রা.) তায়েফে পৌঁছে দেখা করলেন ওয়াহ্শী’র সাথে। প্রিয় নবীর পয়গাম শোনালেন তাকে। তিনি বললেন, ‘আমি এই কালিমা পড়ে কি করবো? আমি তো শিরক্ করেছি। আমার গুনাহ মাফ হবার নয়’।

সাহাবী বললেন, ‘আল্লাহ সব গুনাহ মাফ করে দেন’।

ওহাশী বললেন, ‘আমি চুরি করেছি, ব্যভিচার করেছি, মানুষ খুন করেছি। এমনকি আমীর হামজার হত্যাকারীও আমি নিজে। আমি মদ পান করেছি। আমার আর মাফ পাবার কোনো রাস্তা নেই। অন্য কোনো কথা বলার থাকলে বলো। তুমি ফিরে যাও’।

হায় হায়! ব্যর্থ হয়ে ফিরে আসা দূতকে নবীজী আবারও পাঠালেন ওয়াহশীর কাছেঃ

অবশেষে ফিরে এলেন সেই দূত এবং হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াহশী’র সর্ব কথা শোনালেন। নবীজী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় ওই দূতকে বললেন, ‘তুমি ফিরে যাও তায়েফে। আর ওয়াহ্শীকে এ কথা বলো যে, আমার মহান প্রতিপালক একথা বলেন ‘তাওবা করো, ঈমান আনো, সৎ কর্ম করো। দয়ালু আল্লাহ তায়ালা গুনাহকে নেকিতে পরিণত করবেন’।

দূত আবার গেলেন তায়েফে। শুধু একজনের মুক্তির পথ দেখিয়ে দেয়ার জন্য। ওয়াহশীর। হ্যাঁ, ওয়াহ্শী শুনে বললেন, ‘এ বড় কঠিন শর্ত। ঈমান আনো সৎ কর্ম করো- এতসব আমাকে দিয়ে হবে না। অন্য কোনো রাস্তা বলো’।

সাহাবী এবারও ফিরে আসতে বাধ্য হলেন খালি হাতেঃ

সাহাবী আবারও ফিরে এলেন। মানব জাতির হেদায়াতের নবী মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তুমি আবার ফিরে যাও’।

ঐ সময় ছয় শ’ কিলোমিটার পথ পাড়ি দেওয়া দুরূহ ব্যাপার ছিল। তবুও শুধুমাত্র একজন মানুষের হেদায়াতের লক্ষ্যে এ প্রচেষ্টা ছিল কতটা প্রগাঢ় তা বলার অপেক্ষা রাখে না। তাও সে হুজুর সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সবচে’ প্রিয়জনের হত্যাকারী। তারপরও সবকিছু উপেক্ষা করে অবিরাম হেদায়াতের মিশন চালিয়ে যাচ্ছেন সকল কষ্টকে মেনে নিয়ে। হুজুর সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, ‘তুমি ফিরে গিয়ে তাকে বলো আমার প্রতিপালক অত্যন্ত দয়ালু’।

তিনি আরও বলে দিলেন, ‘আল্লাহ তায়ালা শিরক্ ছাড়া সব গুনাহ মাফ করে দিবেন। যাকে ইচ্ছা’।

শেষবারের মত আবারও তাকে পাঠানো হলো তায়েফেঃ

দূত আবার গেলেন তায়েফে। ওয়াহশীর সাথে সাক্ষাৎ করে নবীজীর পয়গাম শোনালেন। ওয়াহ্শী শুনে বললো, ‘তিনি যাকে ইচ্ছা’ বলেছেন আমাকে না-ও মাফ করতে পারেন। কথার মধ্যে জটিলতা রয়েছে। অন্য রাস্তা দেখো। তুমি ফিরে যাও’।

অন্তর জুড়ে তাঁর গভীর প্রেম উম্মতের প্রতি, বিশ্ব মানবতার প্রতিঃ

তিনি আবারও ফিরে এলেন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কেমন মহান দ্বীন দরদী নবী দিয়েছেন। অন্তর জুড়ে তাঁর এমন গভীর প্রেম উম্মতের প্রতি, বিশ্ব মানবতার প্রতি, এমনকি নরঘাতক আপন পিতৃব্যের হন্তারকের প্রতি। একজন কাফিরের কাছে বারবার পাঠাচ্ছেন সত্যের বাণী। তাঁর দরদভরা মন ওয়াহ্শীর মত নির্মম অত্যাচারীকে সত্যের পথে আনতে প্রাণান্ত ধৈর্য্য-স্থৈর্যের দৃষ্টান্ত উপস্থাপন করেছিল।

যিনি আমাদের মৃত্যুর সময় কাছে দাঁড়াবেন, কবরে আমাদের সাহায্য করবেন। হাশরের মাঠে সব নবী বলবেন, ‘ইয়া নাফসি’ ইয়া নাফসি’। তখন তিনি, আমাদের নবী আমাদের পাশে এসে দাঁড়াবেন। পুলসিরাতে সমগ্র মানব একে অন্যকে ভুলে যাবে। আর তিনি পুলসিরাত আঁকড়ে ধরে বলবেন ‘হে আল্লাহ, তুমি পার করে দাও, তুমি পার করে দাও’।

পরিবর্তনের ঢেউ শুরু হলো ওয়াহশীর অন্তরেঃ

সুতরাং, ওয়াহ্শীর মত একজন চরম অপরাধী খুনীর হেদায়াতের জন্য যখন হুজুর সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রানান্তকর কষ্ট সহ্য করলেন তখন তার অন্তরকে আল্লাহ তায়ালা পাল্টে দিলেন। স্রষ্টার দিকে। নবীর দিকে। সত্য ও সুন্দরের দিকে। আলোর দিকে। প্রিয় নবীজী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর দূত ফিরে যাবার পর থেকে ওয়াহ্শীর মাথায় শুধু একই চিন্তা। তিনি সর্বদাই ভাবছেন দূতের কথাগুলো। ভেবেই চলেছেন সারাক্ষণ। দূতের কথামালা ওয়াহ্শীর মাথায় ঘুরপাক খাচ্ছে। তার ভাবনার বলয়ে কাজ করছে, সত্যিই কি আল্লাহ আমাকে মাফ করে দেবেন? ইসলাম যে সত্য তা আমার বুঝতে বাকী নেই। দিবালোকের মত পরিষ্কার। আর যদি তা না হতো তাহলে আবু তালিবের ইয়াতিম ভাতিজা কি করে এতো বড় সফলতা পায়। এতো সম্মানের অধিকারী হয়। সকলেই তার কথা মান্য করছে। তাকে শ্রদ্ধা করছে। মক্কা আজ তাঁর হাতের মুঠোয়! সবচেয়ে আশ্চার্যের ব্যাপার, ইকরামার মতো দুর্দান্ত শত্রুও তাঁর আহবানে সারা দিয়ে আজ মুসলমান। দুর্বিনীতা হিন্দা! সেও তো! দুর্জয় আবু সুফিয়ান ও মহাবীর খালিদ? আমার ইবনুল আস? তাহলে বাকি থাকলোটা আর কে? আমি একা?

চিন্তার সাগরে হাবুডুবু খেতে থাকে ওয়াহশীঃ

মুহাম্মদ যদি এসব মিথ্যে বলতো তাহলে এমন অবিশ্বাস্য ঘটনা কি করে সম্ভব? সবার অন্তর আশ্চর্যজনকভাবে পাল্টে গেল। তাহলে কি আমাদের এতো দিনের পূজা-অর্চনা সব মিথ্যে! লাত, ওজ্জা, হোবল … সব মাটির পুতুল কি কোনো ক্ষমতা রাখে না? সব কিছু আল্লাহ করেন? তিনি কি একা সৃষ্টি করেছেন সমগ্র পৃথিবী? পৃথিবীর সকল গ্রহ-তারা, নদী-সাগর, পাহাড়-পর্বত, মরু-জঙ্গল, আকাশ-বাতাস ও জমিন সব কিছুই তারই সৃষ্টি? আল্লাহ তায়ালা’র এসব সৃষ্টি অতঃপর সৃষ্টিকর্তাকে নিয়ে গভীরভাবে ভাবছেন, ওয়াহ্শী (রা.)। বারবার ওয়াহ্শীর মনে চিন্তার ঢেউ খেলছে হুজুর সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’র পাঠানো দূতের বলা শব্দ সমষ্টি। তার মাঝে পুনঃ পুনঃ সৃষ্টি করছে ঢেউয়ের পর ঢেউ। চেতনার সাগরে আছড়ে পড়ছে বিবেকে উদয় হওয়া সত্য-সুন্দরের চিন্তা। ওয়াহ্শী আবার ভাবছেন, নবীজির সবচেয়ে প্রিয়জন আমির হামযা (রা.)-কে আমি হত্যা করেছি। আমিই তো এখন নবীর সবচেয়ে বড় দুশমন। অথচ তিনি আমাকে এ পথে নেয়ার জন্য বারবার দূত পাঠাচ্ছেন। কিসের দায়বদ্ধতা তাঁর? এমন কি মহত্মতা আছে তাতে? নিশ্চয় এই অসামান্য আয়োজন ও মহান মহানুভবতায় বিরাট কিছু লুকায়িত আছে। আছে আলো ও অন্ধকারের প্রার্থক্য। আমি ওই সাহাবীর চোখে দেখেছি জল। দেখেছি দরদ ভরা ভালবাসা। মানুষ পথ না পেলে এমন কি ক্ষতি ওদের?

শেষ হয় না ওয়াহশীর ভাবনাঃ

ওয়াহ্শী ভাবছেন, কেবলই ভাবছেন। ভাবতে ভাবতে দিগি¦দিগ হারিয়ে ফেলছেন। ভাবনার কিনারা খুঁজে পাচ্ছেন না তিনি। ‘কি বললো ওই দূত’ বারবার তার কথাগুলো ঘুরে ফিরে আসছে তার মাথায়, ‘আল্লাহ বলে একজন আছেন একথা কি সত্যি? তা যদি না হবে তাহলে বদরের যুদ্ধে জয়ী হলো কেমন করে? এক হাজার সৈন্যের, বিপক্ষে মাত্র তিন শতের জন নিয়ে এই অসম লড়াই জিতে গেলেন তারা অনায়াসে। নিশ্চয়, এমন কোনো মহাপরাক্রান্ত অদৃশ্য শক্তি এদের পেছনে আছেন। সর্বদা সাহায্য সহযোগীতা করছেন। তেমনি করে ওহুদের লড়াইয়ে বিজয় এবং খন্দক বিজয় এসব কিসের আলামত? চাঁদ, সুরুজ, আকাশ-পাতাল, তারা নীহারিকা, নিসর্গ, নদী, সাগর, পাহাড়, তরুলতা, পশু-পাখি সবচে আশ্চর্য আমরা মানুষ! আমাদের বলিষ্ঠ দেহ, চোখ, কান, নাক, দৃষ্টিশক্তিসহ আরও কত কি। এগুলো অসম্ভবকে সম্ভব করেছেন কে? অবশ্যই এসব কিছুরই সৃষ্টিকর্তা রয়েছেন। যিনি আমাদের সকল কিছু রক্ষণাবেক্ষণ করছেন। আর সত্যিই যদি তিনি সব কিছুর স্রষ্টা হয়ে থাকেন তাহলে আমি কি করলাম? আমার কর্মের মাধ্যমে আমি বিবেকহীনতার পরিচয় দিলাম। স্রষ্টাকে অস্বীকার করলাম; তার বন্ধুকে দুঃখ দিলাম, তাঁর প্রিয়জনকে হত্যা করলাম। এসব ভাবতে গিয়ে শিউরে উঠলো ওয়াহ্শী। তার ঘাড়ের পেছনের লোম দাঁড়িয়ে গেল সরসর করে। তার সর্বশরীর কেঁপে উঠলো। হৃদপি- উত্তাল হয়ে আছড়ে পড়ছে বুকের পাটাতনে। সর্বনাশ! একি করেছি আমি এত দিন? এতো বড় পাপ! মহান প্রভু কি মাফ করবেন আমাকে? মনে হয় না। উহু …কিন্তু … কিন্তু …তাহলে আমি কি বিশ্বাস করে ফেলেছি মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনকে?

ক্রমশঃ ভাবনার অতল তরে যেন হারিয়ে যাচ্ছিলেন ওয়াহশীঃ

তিনি ভাবছেন আর ভাবছেন। ওই যে … দূত বললেন … ‘তওবা করো, ফিরে এসো, তওবাকারীর কোনো গুনাহই বাকি থাকে না। সে নিস্পাপ হয়ে যায়, মাসুম হয়ে যায়’। আচমকা … গভীর আবেগে চোখ ভুঁজে ফেললেন ওয়াহ্শী। বিড়বিড় করে কি যেন বলছেন। আর একটু পরেই ‘ক্ষমা করো … ক্ষমা করো …’ তাঁর চেপে রাখা চোখের পাতার তীর ভেঙ্গে বেরিয়ে আসছে অশ্রুধারা। তিনি বললেন, ‘হে পরম প্রভু …’ তাঁর গলা বসে গেল। ফিসফিস করে বলে উঠলেন, হে বিশ্ব জগতের স্রষ্টা। দয়া করো … দয়া করো … আমাকে পথ দেখাও … পথ দেখাও …। এসব বলেই চলছেন বিরামহীন। এক পর্যায়ে চুপ হলেন তিনি। উপলব্দি হলো তিনি জ্ঞান হারাচ্ছেন বুঝি। ভাঙ্গছে ভুল। আসছে চেতনা নতুনের-আলোর। জাগছেন, জ্ঞান হারাচ্ছেন, ফের জাগছেন। মনে হচ্ছে চোখের সামনে আলো; আবছা আলো। কুয়াশার ভেতর থেকে অস্পষ্ট রহস্যময় ভেতরে আরো আলো। আলোর ভেতর আরও আলো। চোখ ঝলসে যায়। আস্তে আস্তে হৈচৈ হেঁটে হেঁটে চলে এলো তাঁর কাছে। হেসে উঠলো ভূবনজয়ী আলো। অন্তরে জ্বলে উঠলো আলো। সুবহানাল্লাহ! এবার সব কিছু দিনের মতো পরিষ্কার। স্পষ্ট ধরা পড়ছে-আলো আর আঁধারের প্রার্থক্য। সত্য আর মিথ্যা; সোজা-সরল; সহজ সাদা পথ। কে যেন হাত ধরে সোজা পথে দাঁড় করিয়ে দিলেন তাঁকে। বিড়বিড় করে কি যেন পড়লেন। বুঝতে পারলেন না নিজেই। বার বার পড়ছেন, কি যেন পড়ছেন। একসময় অবশ হয়ে পড়লেন তিনি। তাঁর বিবশ নেত্রকোণে জমে এলো তপ্তঅশ্রু। দিন যায় রাত যায় ওয়াহ্শী নিঝুম। একাকী একটা ঘরে সময় কাটায়। ভাবছেন শুধুই ভাবছেন; ভেবেই চলেছেন।

অবশেষে তিনি এসে পৌঁছালেন ‘সূ-কুল লাইল’, চির চেনা মক্কার সেই ‘রাত্রির বাজার’ এ..

একসময় সব স্মৃতি মনে তার। আবদুল মোত্তালিব, আবদুল্লাহ, আবু তালিব, মুহাম্মদ। তাঁর অমলিন মহান চরিত্র। সুদৃঢ় পদক্ষেপ, বলিষ্ঠ বক্তব্য, ত্যাগ তিতিক্ষা, চরমমূল্য, অনেক রক্ত ইত্যাদি ইত্যাদি। এসব ভেবে ওয়াহ্শী অবাক। কখন যেন তিনি দাঁড়িয়ে গেছেন বসা থেকে। তাঁর মাথাটা একটু টলে উঠলো। একদিনে চোখের নিচে কালি দাগ পড়েছে তাঁর। শরীর দূর্বল হয়েছে, গাল বসে গেছে। কোণঠাসা বাঘের মতো তার অবস্থা। অনেকদিন ধরে গায়ে জড়িয়ে রেখেছেন একটা চাদর। সেটা আবার ভালভাবে জড়িয়ে নিলেন। আপনাআপনিই তার পা সামনে বাড়লো। পা’টা কোথায় ফেলছেন ঠাহর করতে পারছেন না তিনি। তার মনে হচ্ছে শূন্যে ভাসছেন তিনি। শরীরে যেন কোনো ওজন নেই; ভর নেই। নিজ ইচ্ছায় পা ফেলতে পারছেন না। কে যেন হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে তাকে। আর তিনি চলছেন তো চলছেন-ই। চলার যেনো কোনো শেষ নেই। অন্তহীন কোন ঠিকানায় এগিয়ে চলছেন। নাওয়া খাওয়া নেই, শোয়া নেই, সাথী নেই, একা একা পথ চলছেন। কি কাজে কেনো এ পথ চলা- তাও মনে নেই। শুধুই এগিয়ে যাওয়া। সামনে পথ চলা। আর এমনি করেই এই পথচলা শেষ হলো একসময়। এক চাঁদোয়া রাতে তিনি ঠিকই এসে পৌঁছলেন পুরনো সেই শহর, স্মৃতিময় নগরী মক্কার ‘সূ-কুল লাইল’, চির চেনা সেই ‘রাত্রির বাজার’ এ।

সেই আগেকার চির পরিচিত রাস্তা-ঘাট সব কিছুই আজ অচেনা মনে হয়। আজ এখানে নেই আর কোনো প্রতিমা পূজারী। ধ্বক্ করে কেঁপে ওঠে ওয়াহ্শীর বুক। পরিচিত প্রতিমারা কেউ নেই, সব শেষ, সবই শেষ।

আত্মসমর্পণের উদ্দেশ্যে ওয়াহশীর ছুটে চলাঃ

তিনি ভাবছেন, শেষ না হয়ে উপায় কি? শেষ হওয়াই ভাল। মিথ্যার ধ্বংস তো অনিবার্য। যা হয়েছে ভালই হয়েছে। তবুও পুরানো স্মৃতির মিথ্যা মায়ায় দীর্ঘশ্বাস ফেললেন তিনি। ওয়াহ্শীর অবস্থা এমন হয়েছে যেনো তাকে চেনাই ভার। পরিচিত জনের কেউ দেখলে হয়তো তাকে ভূত দেখার মতই চমকে উঠবে। সেই ওয়াহ্শীর আর নেই, নেই তার সেই দর্প। ভিখারীর ন্যায় ছুটে চলেছেন মানবতার মহাপুরুষ, জগতের আলো মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকটে। উদ্দেশ্য একটা আত্মসমর্পণের। পুণ্যের কাছে পাপের; তাওহিদের কাছে শিরকের; একাত্ববাদের কাছে অংশীবাদীর; আল্লাহর কাছে বান্দার; প্রভুর কাছে ক্রীতদাসের; মালিকের কাছে গোলামের; পরমাত্মার কাছে আত্মার সম্পূর্ণ উজার করে সপে দেওয়া। দ্রুত পায়ে ছুটে চলছেন ওয়াহ্শী। আলোকবর্তিকা নবীজির দিকে। কখনও দৃষ্টি বিভ্রম কখনও আবছা আবছা। সব কিছুই যেনো অচেনা ব্যতিক্রম লাগছে। বাড়ি-ঘর, পথ-ঘাট, সবই যেনো নতুনের সাজে সেজে আছে। মনে হচ্ছে এ শহরের মানুষগুলো অনেক উঁচু, আকাশের মতো। তবুও সামনে চলার পিপাসায় দ্রুত চলছেন তিনি। ভাবছেন আর ঘামছেন ওয়াহ্শী। কোন দিকে যাবেন ঠিক করতে পারছেন না কিছু। একবার এ গলি আরেকবার ও গুলিতে হেঁটে চলছেন। চারদিকে সাজ সাজ রব। সবার ভেতর এক প্রশান্তির ঢেউ খেলছে যেনো। আলোকিত বদন নিয়ে কেউ দাঁড়িয়ে আছে কেউ হাঁটছে। পরিচিত জনদের কেউ দেখছেনা তো? কেউ চিনে ফেলেনি তো? চেনার তো কথা নয়, মুখ তো চাদর দিয়ে ঢাকা। কিন্তু কে যেন একজন তাঁর দিকে চেয়েছিল অনেকক্ষণ। অপলক দৃষ্টিতে ওয়াহ্শীর বুক ধ্বক্ করে উঠেছিল। কিন্তু না চিনতে পারেনি। পাশ কেটে চলে গেল দ্রুত।

সত্যের সামনে মাথানত করতে প্রস্তুত ওয়াহশীঃ

ওয়াহ্শী ভাবছেন, আমার নামে হুলিয়া আছে। আছে মৃত্যু পরোয়ানা। আমি নিরাপদ নই মোটেও। যে কোনো সময় ঘটে যেতে পারে বিপদ। কিন্তু সে ঝুঁকি মাথায় নিয়েই তিনি এসেছেন এখানে। উদ্দেশ্য একমাত্র সত্যের কাছে, আলোর কাছে, আত্মসমর্পণ করা। দ্রুত চলছেন তিনি সামনের দিকে। যেমন করে হোক দেখা করতে হবে হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে। তার ভাবনার বলয়ে কাজ করছিল গত বেশ কিছুদিন হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি-সত্যিই নবী। ব্যস আর কোনো দ্বিধা নেই মনে। নেই কোনো মনের সাথে বোঝাপড়া। আলো এসেছে মনের ভেতরে। সে আলোই দেখিয়েছে সত্য ও সুন্দরের পথ। প্রাণের বিনিময়ে হলেও নবীজির সাথে দেখা করতে হবে। পড়তে হবে সেই পবিত্র কালিমা। কিন্তু … মসজিদে নববী আর কত দূর? যদি এই পথ শেষ না হয় তাহলে সেই অমীয় সুধা থেকে কি বঞ্চিত হবো? ওয়াহ্শীর গায়ে কাঁটা দিল, শিউরে উঠলো সমস্ত শরীর। দ্রুত এগিয়ে চলেছেন তিনি সামনের দিকে। যেমন করেই হোক তাকে পৌঁছতে হবে নবীজির কাছে। মনে মনে ওয়াহ্শী দোয়া পড়ছেন, হে আল্লাহ, ‘হে পরম প্রভু, হে বিশ্বভুবনের স্রষ্টা, আমাকে ক্ষমা করো, আমাকে রক্ষা করো। ইসলাম ধর্মে না আসা পর্যন্ত আমাকে মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’র কোনো সাথী যেন না দেখতে পায়। আমি মুসলমান না হয়ে মরতে চাই না। হে আল্লাহ, আমাকে পাপের প্রায়শ্চিত্ত করতে দাও। একটু সুযোগ দাও … একটু সময় দাও …’।

হঠাৎ মনে হলো তিনি বাইতুল্লাহ পৌঁছে গেছেন। কে পৌঁছে দিল তাকে এখানে, দূর্গম কন্টকাকীর্ণ পথ পেরিয়ে কি করে তিনি এখানে এলেন! ওয়াহ্শীর দু’চোখ থেকে ঝরে পড়লো দু’ফোঁটা অশ্রু। মিশে গেল সে অশ্রু মসজিদের কাঁকর ভরা মেঝেয়। চোখ মুছলেন, এদিক ওদিক তাকালেন, দেখলেন ওইতো …! ওই তো তিনি…!!

চাঁদরের দেয়াল ফুঁড়ে শব্দ উঠলো ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসুলুল্লাহ …

পাথরের ন্যায় জমে গেলেন ওয়াহ্শী। মনে হলো পা’ জোড়া পেরেক দিয়ে কে যোনো গেঁথে দিয়েছে মেঝোয়। বুকের পাটাতনে আছড়ে পড়ছে উম্মাদের মতো হৃদপিন্ড। নতুন কারও আগমনের শব্দ পৌঁছে গেল মানবতার মহান বন্ধু, মুক্তির অগ্রদূত শ্রেষ্ঠ মানুষ নবীজির কাছে। তিনি চোখ তুলে তাকালেন। কি অপরূপ সৌন্দর্য, বিশাল আঁখি, মায়াভরা বদন, মায়াময় চাহনি, অশ্রুতে ভেজা দু’চোখ। অবাক চোখে তাকিয়ে আছেন ওয়াহ্শীর দিকে। ওয়াহ্শী মনের অজান্তেই চাদরের কোন টেনে মুখটাকে বেশি করে টেনে নিলেন। ভয় অনুকম্পায় তার হৃদপিন্ড দেহ খাঁচা থেকে বেরিয়ে আসতে চাইছে। তাঁর পা যেন অচল, বিবশ; সামনে এগুনোর ক্ষমতা হারিয়ে ফেলেছেন তিনি। স্বপ্নের রাজ্যে ঘনঘোরতায় যেন তার এ চলা। জোর করে পা ঠেলে নিয়ে এগিয়ে গেলেন দু’কদম। ঝট করে বসে পড়লেন তাঁর সামনে। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ মেলে তাকালেন, অবাক দৃষ্টিতে। চিনতে পারছেন না মানুষটাকে। চাঁদরের দেয়াল ফুঁড়ে শব্দ উঠলো ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসুলুল্লাহ …’।

‘কে?! কে তুমি?’ হুজুর অবাক কন্ঠে শুধালেন।

হু-হু করে কেঁদে দিলেন ওয়াহ্শী (রা.)। খানিক পর মুখের চাদর না সরিয়েই বললেন,‘ হুজুর, আমি’।

হুজুর সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রিয় কোনও সাহাবীকে মনে করে ফের ধ্যানের জগতে চলে গেলেন। হঠাৎ, দমকা হাওয়ায় খুলে গেল ওয়াহ্শীর মুখের চাদর। চোখ খুললেন নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চেয়ে রইলেন অপলক দৃষ্টিতে, ঝাড়া তিরিশ সেকেন্ড। তাঁর বিস্ময় বাড়লো। ‘তুমি?! ওয়াহ্শী’

‘আশহাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসুলুল্লাহ’ উচ্চকিত স্বরে, বারংবার পড়েই চলেছেন, এই কালিমা, ওয়াহ্শী (রা.)। তার চোখ বেয়ে দরদর করে ঝড়ছে পানি। বোবা দৃষ্টিতে চেয়ে আছেন বিশ্ব নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পলকহীন চাওয়ায় কি যেন বিরাজ করছে- কেউ জানে না। চারদিক থেকে চলে এসেছেন সাহাবায়ে কেরাম (রা.) আজমাঈন। হাতে খাপ খোলা তলোয়ার। অপেক্ষা শুধু মাত্র হুজুরের ইশারার। সঙ্গে সঙ্গে গর্দান উড়ে যাবে ওয়াহ্শীর।

সাবধান! ওয়াহ্শীকে কেউ ছুঁতে পারবে নাঃ

কিন্তু না … নবীজির তরফ থেকে তেমন কোনো সাড়া পাওয়া গেল না। তিনি বললেন, ‘সাথীরা, সাবধান! ওয়াহ্শীকে কেউ ছুঁতে পারবে না। সে কালিমা পড়ে নিয়েছে। সে উচ্চারণ করেছে পবিত্র কথাগুলো।'

সাহাবীরা থমকে গেলেন, হলেন অবাক! ধীরে ধীরে খোলা তলোয়ার ঢুকে গেল খাপে। বসে পড়লেন চারদিক ঘিরে। চোখের সামনে ভেসে উঠলো বদরের সেই অবর্ণনীয় দৃশ্য। তাদের চোখ থেকে নির্গত হলো ফোঁটা ফোঁটা অশ্রু। যেনো কবরের নিরবতা নেমেছে আজ এখানে। ওয়াহ্শীর মাথা নিচু। সাহাবীরাও মাথা নিচু করে হুজুরের মুখে কিছু শুনতে উদগ্রীব। হুজুরে পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’র চোখে পানি। সবার চোখে অশ্রুঝর্ণা, মনে ব্যথার ঢেউ আছড়ে পড়ছে মনোতীরে।

এক হাজার অবিশ্বাসীকে হত্যা করার চেয়ে একজনের বিশ্বাসী হওয়া অনেক ভালঃ

কিছু সময় পেরিয়ে গেল। মনের দুয়ারে পুরানো সেই দিনের স্মৃতি ভীড় করেই চলছে। কিছুতেই দূর করতে পারছেনা বেদনাবিধূর বিভীষিকাময় হত্যাকা-ের কথা। এমন সময় হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘শোনো সাথীরা! ওয়াহ্শী কালিমা পড়ে নিয়েছে। একজন অবিশ্বাসী বিশ্বাস এনেছে। কেটে গেছে অবিশ্বাসের আঁধার। এক হাজার অবিশ্বাসীকে হত্যা করার চেয়ে একজনের বিশ্বাসী হওয়া অনেক ভাল। তিনি মহান ধৈর্য’র পরিচয় দিতে চাচার সেই রক্তভেজা শরীর, চিবিয়ে খাওয়া কলিজা, ছিন্নভিন্ন লাশ তার হৃদয়কে করেছিল বিদীর্ণ তা সংবরণ করলেন। তা প্রকাশ হতে দিলেন না। এজন্যে যে, একটি মানুষ অবিশ্বাসের নিঃসীম আঁধার থেকে বেরিয়ে বিশ্বাসের পৃথিবীতে আলোর দুনিয়ায় ঢুকে পড়েছে। এসেছে সত্যের ঠিকানায়। কাজেই ব্যক্তিগত সব দুঃখ ব্যথার এখন কোনো সুযোগ নেই। একজন মানুষ ইসলামে বিশ্বাসী হওয়া মানে তার জীবনে পরম আনন্দ আলোকময় পথের দিশা পাওয়া। ওয়াহ্শীর এই বার্তাটিও খুশী ও আনন্দের। সব বেদনার খড়কুটো যেন নিমিষেই বন্যায় ভেসে গেল।

‘তুমি ওয়াহ্শী!’

হুজুরে পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় সব ভুলে গেলেন এবং ওয়াহ্শীকে কিভাবে নিরাপত্তা দেওয়া যায় তা নিয়ে চঞ্চল হলেন। তাঁর চোখের পাতা ধীরে ধীরে খুললো। অশ্রুসিক্ত নয়ন। কিছুক্ষণ বোবা দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। মহাশক্তিধর অলৌকিক আঙ্গুল তুললেন। সে আঙ্গুল খানিকটা এগিয়ে গেল ওয়াহ্শীর দিকে। আরও উপরে উঠলো। ঠিক ওয়াহ্শীর চেহারার দিকে। স্থির হলো আঙ্গুল। কেঁপে উঠলো ঠোঁট। ‘তুমি ওয়াহ্শী!’

প্রায় শোনা যায় না এমন কন্ঠস্বর। কান্নার দমক চেপে রাখার কারণে বুঁজে এলো। কিন্তু সাহাবা (রা.) আজমাঈনের কাছে মনে হলো বিস্ফোরণ হলো ঘরে। কেঁপে উঠলো অন্তরাত্মা ওয়াহ্শীর। তিনি বললেন, ‘জ্বি হ্যাঁ, হে আল্লাহর রাসূল! আমি ওয়াহ্শী। সত্যিই!’ ‘তুমি-তুমি আমার চাচাকে হত্যা করেছিলে?’ ‘কিভাবে?’ জবাব না শুনেই ফের বললেন রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ‘আমাকে শোনাও সে কাহিনী’।

ওয়াহ্শীর গলার স্বর বুঁজে এলো...

ওয়াহ্শী অনেকক্ষণ চুপ থেকে শুরু করলেন সেই লোমহর্ষক ঘটনার কাহিনী। ‘যুদ্ধ চলছিল, তুমুল যুদ্ধ। আমি অপেক্ষায় ছিলাম। দুশমন ঘায়েল করার জন্য সতর্ক আছি। এমন সময় দেখি মহাবীর হামজা (রা.) কে। তিনি বীর বিক্রমে যুদ্ধ করছিলেন। এমন লড়াকু সাহসী মানুষ আমি আর দেখিনি। দু’হাতে শত্রু শেষ করছেন। বিদ্যুৎগতিতে সামনে এগিয়ে চলছেন। প্রচন্ড হিংসায় আমি জ্বলে উঠলাম। সুযোগের অপেক্ষায় রইলাম। হামলা করার জন্য প্রস্তুত। হামজা রাদিয়াল্লাহু তায়ালা আনহু যেখানটায় যুদ্ধ করছিলেন তার এক পাশে একটা টিলার আড়ালে লুকিয়ে থাকলাম। অপেক্ষায় আছি, কখন হামলা করার সুযোগ পাবো। এমন সময় তার পেছনে দিকটা অরক্ষিত হয়ে পড়লো। তৎক্ষণাৎ আমি বর্শা চালালাম। তিনি একপাক ঘুরে পড়ে গেলেন। তাকে হত্যা করতে পারলে আমার মালিক আমাকে মুক্তি দেবে। এই লোভ আমাকে পীড়া দিচ্ছিল। আমি তার লাশের দিকে এগিয়ে গেলাম, আমার সহযোদ্ধাদের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। হে রাসূল তারপর আর আমার পক্ষে বলা সম্ভব নয় …’। ওয়াহ্শীর গলার স্বর বুঁজে এলো।

অনুরোধ, তুমি কখনও আমার সামনে বসবে না...

হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরবে কাঁদছেন। কপোল বেয়ে পড়ছে অশ্রুজল। ওয়াহ্শী ও কাঁদছেন, কাঁদছেন সব সাহাবাই কেরাম। খানিকবাদে, হুজুরে পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘শোনো ওয়াহ্শী, যা কিছু তুমি করেছ তাতে মহান রাব্বুল আলামিন ও তাঁর রাসূল নারাজ হয়েছেন। এখন থেকে তাদের খুশী করার চেষ্টা করো। বুঝতে পারছি, অনুতাপের আগুনে পুড়ে খাঁটি সোনা হয়েছো। তবুও তোমার কাছে আমার অনুরোধ, তুমি কখনও আমার সামনে বসবে না। তাহলে আমার চাচার কথা মনে পড়বে। আমি কষ্ট পাবো, ভীষণ কষ্ট। তা নিশ্চয়ই তুমি চাও না’।

চোখের পানি ঝরছে অঝোর ধারায়। হায়! এভাবেই এসেছে দ্বীন। শান্তির ধর্ম ইসলাম"

ওয়াহ্শী চুপ যেনো বোবা হয়ে গেছেন। চোখের পানি ঝরছে অঝর ধারায়। হায়! এভাবেই এসেছে দ্বীন। শান্তির ধর্ম ইসলাম। যার সুশীতল পতাকাতলে সমবেত হয়ে মানুষ পেয়েছে আলোর দিশা। আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের ব্যথা বুকে চাপা দিয়েছেন। তাঁর হাজার দীর্ঘশ্বাস, হাজার রাত্রি জাগরণ আর হাজার রক্তের সাগর-নদী পেরিয়ে এক একটি মানুষ পেয়েছে হেদায়াত। পেয়েছে সঠিক পথের দিক-নির্দেশনা। একজন মানুষের জন্য কতটা ত্যাগ স্বীকার করলেন নবীজি। পৃথিবীর ইতিহাসে এমন বিরল ঘটনা আর একটিও খুঁজে পাওয়া যাবে না। যে মানুষটি ছিল তার চাচা, দুধ ভাই, দ্বীনি ভাই তাকে হত্যা করেছিল ওয়াহ্শী। অথচ তাকেও ক্ষমা করলেন তিনি।

এই হামজা (রা.)’র জন্য প্রিয় নবী সত্তরবার জানাজার নামাজ পড়েছেন। নিজ হাতে খাটিয়া নিয়ে কবরে নেমেছেন। কেঁদেছেন আর বলেছেন, ‘আমার চাচার জন্যে কেউ কাঁদার নেই। আফসোস!’

তখন আবু ওবাইদা (রা.) বললেন, ‘আমরাও কাঁদছি হুজুর! আপনার ব্যথায় আমরাও ব্যথিত’।

তার কথায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশী হলেন। শিশুর মতো উৎফুল্ল হলেন। তিনি বললেন, ‘আবু ওবাইদা, আল্লাহ পাক তোমার ঘরকে আবাদ রাখুক। শান্তি দিক’।

তারপর … তারপরও চাচার হত্যাকারী হেদায়াত পাক...

তারপর … তারপরও চাচার হত্যাকারী হেদায়াত পাক, বেহেশত পাক পরকালে মুক্তি পাক। ইসলামের এই কালজয়ী ইতিহাস স্বাক্ষী, ইসলাম যা শিক্ষা দেয় তা বরাবরই শান্তির-সমৃদ্ধির, ক্ষমার এবং সত্য-সুন্দরের। আর আমরা ইসলাম সম্পর্কে জেনে না জেনে মন্তব্য করি। তথাকথিত পন্ডিত কিংবা শিক্ষিত দাবিদার কিছু লোককে ইসলাম ও মানবতার নবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভ্রান্ত ধারণা প্রচার করতে দেখা যায়। তাদের কাছে ইসলাম অন্যায় আক্রমনের শিকার। তারা ইসলামকে সন্ত্রাসবাদ আখ্যা দেয় এবং প্রিয় নবীজীর যাপিত জীবন সম্পর্কে বিরূপ ও মিথ্যাচারপূর্ণ বিকৃত তথ্যাদি ছড়িয়ে দেয়।

সমস্ত মানবকূলকে ধন্য করুন সত্য পথের সঠিক দিশাদানেঃ

আল্লাহ্ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেদায়াত দান করুন। সঠিক পথে চলার তাওফিক প্রদান করুন। পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়ে দিন সত্যের পয়গাম, দ্বীনে হক এর আহবান, তাওহিদের বুলন্দ আওয়াজ। সমস্ত মানবকূলকে ধন্য করুন সত্য পথের সঠিক দিশাদানে।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৩৫

রাজীব নুর বলেছেন: সারাক্ষণ ভয়ে ভয়ে থাকি। মৃত্যুর পর আল্লাহকে কি জবাব দেবো?
আল্লাহর কাছে ক্ষমা চাই।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৪৪

নতুন নকিব বলেছেন:



তাই না কি? ওস্তাদ তো মনে করে থাকেন, কেয়ামত পরকাল এসব কিছুই হবে না! তো, আপনি এসব বিশ্বাস করলে, যোগ্য শাগরেদ হবেন কিভাবে?

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:০০

রাজীব নুর বলেছেন: হঠাৎ সূর্য গায়েব হয়ে যাবে। পৃথিবীর সব জায়গায় অন্ধকার তথা রাত হয়ে যাবে। তিন দিনের সমান সময় পর্যন্ত রাত থাকবে অর্থাৎ সূর্য দেখা যাবেনা। সব মানুষ অস্থির-পেরেশান হয়ে যাবে। এরপরে হঠাৎ দেখবে যে চিকন ও তীব্র আলো নিয়ে পশ্চিম দিক থেকে সূর্য উঠছে। তা দেখে সমস্ত মানুষ হৈ চৈ শুরু করে দিবে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৪৭

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ। কিন্তু কেয়ামত পূর্বাবস্থার বিষয়ে যা লিখেছেন তা কি মনেপ্রাণে সত্যিই বিশ্বাস করেন?

এই পোস্টের সাথে আপনার লেখা কমেন্টের কথাগুলোর সম্পর্ক বোধগম্য হল না, দুঃখিত!

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:১৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: আগের পোস্টের উত্তর শেষ না করে আরেকটা পোস্ট দিলেন।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৫০

নতুন নকিব বলেছেন:



গত কিছু দিন অন্য কাজের কিছু ব্যস্ততা থাকায় ব্লগে আসার সময় খুব একটা পাইনি। যা হোক, ইমিডিয়েট আগের পোস্টের মন্তব্যগুলোর উত্তর এইমাত্র দিয়েছি। বিষয়টি মনে করিয়ে দেয়ায় কৃতজ্ঞতা অশেষ।

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:২১

রানার ব্লগ বলেছেন: জানলাম!! পার্ট করে দিন অনেক বড় হয়ে গেছে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৫৩

নতুন নকিব বলেছেন:



পার্ট করে দিন অনেক বড় হয়ে গেছে।

-ধীরে ধীরে পড়ে শেষ করার চেষ্টা করে দেখতে পারেন। পরামর্শের জন্য কৃতজ্ঞতা। পরবর্তীতে মনে রাখার ইচ্ছে থাকলো।

জানলাম!!

-আগে জানতেন না?

ধন্যবাদ।

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১০

চাঁদগাজী বলেছেন:



প্রাচীন বেদুইনদের জীবন নিয়ে অনেক চিন্তিত?

০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৫৯

নতুন নকিব বলেছেন:



মগদের আচরণগত হিংস্রতা প্রতিবেশী কিছু লোকের মধ্যেও কি সংক্রমিত হয়েছে না কি?

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৫৭

রানার ব্লগ বলেছেন: জানতাম কিন্তু ওয়াহ্শীর ব্যাপারে জানা ছিলো না। আমির হামজা একজন শক্তিশালী যোদ্ধা ছিলেন, তাকে হত্যা করাটা নিশ্চই সহজ ছিলো না, বুঝতে হবে ওয়াহ্শী যথেষ্ট শক্তিশালী ছিলো।

আমির হামজার কলিজা যতদুর জানি আবু জাহেলের স্ত্রী কাচা চিবিয়ে খেয়েছিলেন। আরব বেদুইনরা হিংস্র ছিলো।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:১৫

নতুন নকিব বলেছেন:



জানতাম কিন্তু ওয়াহ্শীর ব্যাপারে জানা ছিলো না। আমির হামজা একজন শক্তিশালী যোদ্ধা ছিলেন, তাকে হত্যা করাটা নিশ্চই সহজ ছিলো না, বুঝতে হবে ওয়াহ্শী যথেষ্ট শক্তিশালী ছিলো।

-যুদ্ধটা আসলে একটা কৌশল। আপনার কথা সত্য, আমির হামজা রাদিআল্লাহু তাআ'লা আনহু একজন শক্তিশালী যোদ্ধা ছিলেন। কিন্তু ওয়াহশী তাকে টার্গেট করে ওৎ পেতে ছিলেন। সুযোগ আসার অপেক্ষায় ছিলেন। বহু কাঙ্খিত সুযোগটি পেয়ে সাথে সাথেই সেটি কাজে লাগিয়েছেন তিনি।

আমির হামজার কলিজা যতদুর জানি আবু জাহেলের স্ত্রী কাচা চিবিয়ে খেয়েছিলেন। আরব বেদুইনরা হিংস্র ছিলো।

-সত্য। যতদূর জানি, তিনি কলিজা চিবিয়েছিলেন। বিকৃত করার উদ্দেশ্যে। খেয়েছিলেন, এমনটা পাইনি। যাই হোক, চিবানো কিংবা খাওয়া সবই মারাত্মক নির্মমতা, অস্বাভাবিক নৃশংসতা। তবে, হিংস্র তখনকার পৃথিবীতে শুধুই আরব বেদুইনরা ছিলেন না। পৃথিবীর অন্যান্য জাতি গোষ্ঠীর মধ্যেও হিংস্রতার ব্যাপকতা অনেক ছিল।

মজার বিষয় হচ্ছে, এই হিংস্র লোকদের ভেতরেই রাসূলে কারিম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বপন করতে সক্ষম হয়েছিলেন মানবতার বীজ। তাদেরকেই তিনি উপহার দিয়েছিলেন এমন এক শ্বাশত সভ্যতার নতুন সবক যে, গোটা বিশ্ব সেই সভ্যতা ও আদর্শকে আজও, এই দেড় হাজার বছর পরে এসেও গ্রহণ করে চলেছেন বিনা বাক্য ব্যয়ে। চিন্তাশীলদের জন্য ভাবনার খোড়াক রয়েছে এখানে। আর এখানটাতেই ইসলামের অনন্যতা।

অনেক অনেক ধন্যবাদ পুনরায় মন্তব্যে আসায়।

৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:০৭

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: অনেকেই ইসলাম না বুঝে ইসলামের বিরুদ্ধে বলে...

০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:১৭

নতুন নকিব বলেছেন:



এটা একটা বড় সমস্যা। বাদ বাকি কিছু লোক সেই সাথে না বুঝেই সুর মেলান।

শুভকামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.