নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

চোখ ও হৃদয়

১০ ই আগস্ট, ২০২১ সকাল ১০:৫৯

ছবিঃ অন্তর্জাল।

চোখ ও হৃদয়

আজও বৃষ্টি হয়েছে কিছুক্ষন আগে-
সহস্র শতাব্দি কিংবা তারও বেশিকাল আগের সেই পুরনো আকাশ থেকেই
কান্নারা নেমে এসেছে বৃষ্টি হয়ে আজও
অন্যান্য দিনের মত করে-
বৃষ্টি ভিজিয়ে দিয়ে গেছে পথপ্রান্তর ছায়াদার বৃক্ষ পত্র পল্লব
হিজলের শাখায় বসে থাকা শালিক পাখির পালক, মেঘশুভ্র শ্বেত বলাকা,
গাও গেরামের মেঠোপথ, টিনের চালাঘর উঠোনসমেত ভিজে একাকার সবকিছু
কিন্তু সবকিছু ভিজে গেলেও সিক্ত হলো না মনের জমিন
ঘাসপাতাহীন বিশুষ্ক মরুভূমির মত অনুর্বর মরা মন
বিশাল বিপুলা এই জগত সংসারে স্রষ্টার
অগণিত নিদর্শনের মাঝে ডুবে থেকেও
তাঁর অস্তিত্বের দর্শন না পাওয়া
মরা চোখ- অশ্রুহীন
স্রষ্টার প্রেমে আকন্ঠ হাবুডুবু খেয়েও তাকে চিনতে না পারা
মরা হৃদয়- প্রেম-ভালোবাসা-মায়া-মমতাহীন

মাছেদের মত কান্নাহীন এমন চোখের প্রয়োজন কি?
হৃদ্যতার ছোঁয়াবিহীন এমন হৃদয়ের মূল্য কি?

মন্তব্য ১০ টি রেটিং +৫/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০২১ সকাল ১১:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসাধারণ হয়েছে।

১৫ ই আগস্ট, ২০২১ সকাল ১১:৪৮

নতুন নকিব বলেছেন:



শুকরিয়া।

২| ১০ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:০২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৫ ই আগস্ট, ২০২১ সকাল ১১:৪৮

নতুন নকিব বলেছেন:



জাজাকুমুল্লাহ।

৩| ১০ ই আগস্ট, ২০২১ দুপুর ২:৫১

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

১৫ ই আগস্ট, ২০২১ সকাল ১১:৪৮

নতুন নকিব বলেছেন:



কবিতার মর্ম বুঝতে পেরেছেন তো!

৪| ১০ ই আগস্ট, ২০২১ রাত ৮:১১

সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিতা খুব ভালো লাগলো। আগেও কবিতা লিখেছেন নাকি এটাই প্রথম?

১৫ ই আগস্ট, ২০২১ সকাল ১১:৫০

নতুন নকিব বলেছেন:



মাঝে মাঝে লিখতাম। এই ব্লগেও আছে কিছু। ইদানিং খুব একটা লিখি না।

আপনার কাছে খুব ভালো লেগেছে জেনে কৃতজ্ঞতা।

৫| ১৩ ই আগস্ট, ২০২১ রাত ১১:৫৬

খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর লিখেছেন। কবিতা ভাল লেগেছে, মন ছুঁয়ে গেছে।
কবিতায় পঞ্চম ভাললাগা। + +

১৫ ই আগস্ট, ২০২১ সকাল ১১:৫১

নতুন নকিব বলেছেন:



আলহামদুলিল্লাহ। জাজাকুমুল্লাহ। আপনার কবিতার তো আমি পাঠকমাত্র। কবিতা আপনার মন ছুঁয়ে গেছে জেনে আপ্লুত! কৃতজ্ঞতা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.