নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

ব্যারিস্টার সুমন না কি নবীজী স. এর বংশধর- কথাটা কতটুকু সঠিক?

১০ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৫১

ব্যারিস্টার সুমন না কি নবীজী স. এর বংশধর- কথাটা কতটুকু সঠিক?

ছবি কৃতজ্ঞতাঃ অন্তর্জাল।

আমাদের একজন ব্লগার বন্ধু তার একটি পোস্টে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে নবীজী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বংশধর হিসেবে অভিহিত করেছেন। বিষয়টি আমার কাছে বোধগম্য না হওয়ায় সঠিক তথ্য জানার জন্য ভাবলাম যে, একটি পোস্ট দিয়েই বিষয়টি সম্মন্ধে জানতে চাওয়া উত্তম হবে। সে কারণেই মূলতঃ এই পোস্টের অবতারণা।

বলা বাহুল্য, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, যিনি কি না আওয়ামী রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। যিনি কি না ইতোপূর্বে যুবলীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ছিলেন, এবং যিনি কি না, তথাকথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটরও ছিলেন। নবীজী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কোনো বংশধর আওয়ামী বর্বর খুনীদের দলীয়/ ধর্মনিরপেক্ষ রাজনীতি করতে পারেন- এটা বিশ্বাস করা কষ্টকর।

সুমন নবীজী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বংশধর- এর গ্রহণযোগ্য কোনো প্রমান তার কাছে আছে কি? অনুগ্রহ পূর্বক যদি তিনি অথবা, অন্য ব্লগার বন্ধুরা (যাদের জানা আছে) এখানে শেয়ার করেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ হবো।

উল্লেখ্য, আমাদের দেশের কোথাও কোথাও সৈয়দ, মীর ইত্যাদি বংশীয় লকবধারী কিছু কিছু লোককে নিজেদেরকে নবীজী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বংশধর দাবি করতে দেখা যায়। আর এই দাবির পেছনে সাধারণ মুসলমানদের গভীর সিম্প্যাথি, শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা এবং আন্তরিক অনুগ্রহ লাভ করার একটা উদ্দেশ্য যে লুকায়িত থাকে, বলারই অপেক্ষা রাখে না। কিন্তু এইসব দাবি যারা করে থাকেন, তাদের অধিকাংশই যে ধোঁকাবাজ এবং প্রতারক তা বহুভাবে বহুবার বিভিন্ন লোকের ক্ষেত্রে ইতোমধ্যেই প্রমানিত হয়েছে। এই কারণেই সঠিকভাবে বিষয়টি অবগত হওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয়।

আরেকটি কথা, সত্যিকারার্থে যারা নবীজী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বংশধর, তারা নিজেদের পরিচিতি সকলকে জানিয়ে দিতে এত প্রচার প্রচারণা এবং পাবলিসিটি পছন্দও করেন না। তারা দুনিয়ার শান শওকত পছন্দ করেন না, বরং বেশিরভাগই নিরবে নিভৃতে পরকালমূখী জিন্দেগী যাপন করে থাকেন। উম্মাহর ঈমানী এবং আমলি তরক্কি নিয়ে ফিকির করেন। ইলম এবং আমলের সুন্নতি জিন্দেগী বেছে নেন।

ব্যারিস্টার সুমনরা কোন জিন্দেগীর অধিকারী?

মন্তব্য ২৮ টি রেটিং +০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৫৯

কামাল১৮ বলেছেন: ইসলাম দাড়িয়ে আছে বিশ্বাসের উপর। বিশ্বাস করলে সত্য।প্রমান চাইলে অনেক কিছুই মিথ্যা হয়ে যাবে।

১০ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:০৫

নতুন নকিব বলেছেন:



আখেরাত, জান্নাত, জাহান্নাম ইত্যাদির প্রমান এই পৃথিবীতে প্রাকটিক্যালি উপস্থাপন করার সুযোগ নেই- এটা ঠিক। তাই বলে কোনো লোক যদি বিশেষ উদ্দেশ্য হাসিলের জন্য নিজে মিথ্যে বংশ পরিচয় ধারণ করেন, সেটার প্রমানও কি চাওয়া যাবে না?

২| ১০ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:১০

কামাল১৮ বলেছেন: চৌদ্দশ বছর আগের বংশধার্ জানা সম্ভব না।

১০ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:২১

নতুন নকিব বলেছেন:



তার আগের বংশধারাও জানা সম্ভব।

৩| ১০ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:১৪

রানার ব্লগ বলেছেন: যাক খুজে টুজে একটা নয়া টপিক বের করলেন। এইবার ইহা লইয়া জোর বাক্যালাপ হোক। নেই কাজ তো খই ভাজ।

১০ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:২৩

নতুন নকিব বলেছেন:



এই লেখাটাতে একটা বিষয় আশা করছি, অনেকেরই ক্লিয়ার হবে। নামের আগে পরে সৈয়দ দেখলেই অনেকে মনে করেন, সৈয়দ মানেই কুরাইশ বংশ- তাদের ভুল ধারণা ভেঙে যাবে।

৪| ১০ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:১৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: ব্যারিস্টার সুমন নিজে কখনও দাবি করেছেন কি না সেটা দেখতে হবে। অনেকের নামের সাথেই এখন সৈয়দ আছে। এই উপমহাদেশে যে সব পরিবার নিজেদেরকে রসূলের (সা) বংশধর দাবি করে তাদের কাছে বংশলতিকা থাকে। সেটাও কতটা সত্যি কেউ জানে না।

১০ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:২৯

নতুন নকিব বলেছেন:



ব্যারিস্টার সুমন নিজে কখনও দাবি করেছেন কি না সেটা দেখতে হবে।

-তিনি দাবি করেছেন কি না, আমার জানা নেই।

অনেকের নামের সাথেই এখন সৈয়দ আছে। এই উপমহাদেশে যে সব পরিবার নিজেদেরকে রসূলের (সা) বংশধর দাবি করে তাদের কাছে বংশলতিকা থাকে। সেটাও কতটা সত্যি কেউ জানে না।

-আপনার কথার সাথে সহমত পোষন করছি কিন্তু রাসূলে আকরাম স. এর বংশধারা হতে যাদের আগমন ঘটে থাকে তাদের আমল আখলাক এবং আদর্শে রাসূলের প্রতি ভালোবাসা স্বাভাবিকভাবেই ফুটে ওঠার কথা। প্রাথমিকভাবে এগুলোই যাদের মধ্যে পাওয়া না যায়, তাদের বিষয়ে গবেষনার খুব একটা প্রয়োজন বলে মনে করি না।

৫| ১০ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:১৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




ভালো প্রশ্ন করেছেন। ধন্যবাদ।

বর্তমান সময়ে, বংশ পরিচয় জানার সবচেয়ে ফলপ্রসূ উপায় হচ্ছে ডি,এন,এ টেস্ট।

নবীজি'র ডি,এন,এ কোথায় পাওয়া যাবে বলে মনে হয় না যদি না সৌদি কর্তৃপক্ষ তাঁর রওজা থেকে ডি,এন,এ কালেকশনের অনুমতি দেন! আপনি চাইলে নবিজির বংশধরদের প্রমাণ করতে সৌদিদের কাছে এর জন্যে এপ্লাই করে দেখতে পারেন।


আর, আওয়ামীদের মাঝে নবীজী'র বংশধররা নেই, তা কিন্তু সত্য নয়! আমি কিছু নাম দিচ্ছি -

১) সৈয়দ নজরুল ইসলাম, বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি,
২) সৈয়দ আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ
৩) সৈয়দ হাবিবুর রহমান বাবুল, বীর মুক্তিযোদ্ধা, সিলেট জেলা আনসার কমান্ড্যান্ট (সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালারের বংশধর)
৪) সৈয়দ নকিবুর রহমান, (সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালারের বংশধর)

এরকম অনেককে পাবেন। আপনি এমনকি বাংলাদেশ কমিউনিস্ট পার্টিতেও রাসূলের বংশধরদের পাবেন।

যেমন - বাংলাদেশ কমিউনিস্ট পার্টি'র সাধারন সম্পাদক ছিলেন - সৈয়দ আবু জাফর আহমদ।

আবার, সেকুলার পার্টি বি,এন,পি-তে আছেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

ভালো থাকুন নিরন্তর।



১০ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৩৮

নতুন নকিব বলেছেন:



আপনার সুন্দর মন্তব্যে কৃতজ্ঞতা।

বিনয়ের সাথে আপনাকে একটা বিষয় জানাতে চাই, নামের আগে বা পরে সৈয়দ থাকলেই তাদেরকে কিন্তু কুরাইশ বংশের ধরে নেওয়া সঠিক নয়। এমন ধারণা অনেকেই পোষন করে থাকেন, তবে এই ধারণাটা একেবারেই সঠিক নয়। আপনার যদি এই কথায় সন্দেহ থাকে, দয়া করে আপনার আশপাশে বা পরিচিত বিজ্ঞজনদের সাথে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলাপ করে জেনে নেওয়ার চেষ্টা করে দেখতে পারেন।

আপনি যাদের নাম উল্লেখ করেছেন, এদের একজনও কুরাইশ বংশের অর্থাৎ, রাসূলে পাক স. এর বংশধর- এমনটা এরা দাবি করেছেন? আমার মনে হয়, করেননি। আমার জানামতে, সাধারণতঃ আমাদের দেশের মীর বা সৈয়দ সম্ভ্রান্ত বংশের লোকদের লকব বা বংশ উপাধি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আরবের কুরাইশ অর্থাৎ, রাসূলে পাক স. এর বংশধর বুঝানোর জন্য নয়।

শুভকামনা আপনার জন্যও।

৬| ১০ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৫০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমার মন্তব্যের জবাব দেওয়ার জন্যে ধন্যবাদ।

ইসলামী আন্দোলনের তথা চরমোনাই পীরের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম -ও কি আপনার কথামতো ভুয়া সৈয়দ?

১০ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:১৯

নতুন নকিব বলেছেন:



হয়তোবা। তবে এখানে আমি ভুয়া বলতে চাইনি, বরং বুঝাতে চেয়েছি, আমাদের দেশের সৈয়দ বংশ মানেই কুরাইশ বংশ নয়। তবে কুরাইশ বংশের কেউই আমাদের এতদঞ্চলে নেই- সে কথাও আমি বলিনি।

৭| ১০ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৫৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



একটা আইডিয়া দিচ্ছি।

পৃথিবীর বিভিন্ন প্রান্তে নবীজী'র চুল রক্ষিত আছে।

সেগুলো থেকেও নবীজী'র ডি,এন,এ কালেকশন করা যায়।

তারপরে, সেটাকে একক ধরে ভুয়া সৈয়দের ধরা যায়।

১০ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:১৯

নতুন নকিব বলেছেন:



চেষ্টা করে দেখতে পারেন।

৮| ১০ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:১৮

মিরোরডডল বলেছেন:




নবীজী'র বংশধর হলেই কি, আর না হলেই বা কি???

পীর আউলিয়ার ঘরেও নাস্তিকের জন্ম হতে পারে, আবার ডাকাতের ঘরেও ভালো মানুষের জন্ম হতে পারে।
সত্যিকার অর্থে বংশ দিয়ে কি কাউকে জাজ করা যায় বা করা উচিত?
যার যার কর্ম তার তার পরিচয়।


১০ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:২২

নতুন নকিব বলেছেন:



আপনার কথার সাথে পূর্ণ সহমত পোষন করছি। কিন্তু কিছু লোক আমাদের দেশে সৈয়দ, মীর এসব লকব ব্যবহার করে নিজেদের আলাদা মর্যাদার অধিকারী ভাবতে চায়। এটাও মানুষের নিকট থেকে বিশেষ সম্মান, শ্রদ্ধা ও দৃষ্টি আকর্ষনের কৌশল। এ জন্যই পোস্টের অবতারণা।

ধন্যবাদ।

৯| ১০ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:৩১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




১) আপনার একটা প্রশ্ন ছিলো - বাংলাদেশে যারা সৈয়দ লিখেন, তাঁদের কেউ কেউ নিজের প্রচার প্রচারণায় এই লকব ব্যবহার করেন। এটা সঠিক কি না।

আমার উত্তরঃ প্রচার - প্রচারণার উদ্দেশ্য যদি ভালো হয়ে থাকে, তাহলে, অবশ্যই উচিৎ বলে মনে করি। এখন প্রশ্ন হচ্ছে, তাঁরা সঠিক উদ্দেশ্যে সেই লকব ব্যবহার করছেন কি না?

আমার মনে হয়, লাই ডিটেক্টর ব্যবহার করলে এটা বের করা যাবে। :)

১০ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:৪৫

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ।

১০| ১০ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:৪৯

মিরোরডডল বলেছেন:





কিন্তু কিছু লোক আমাদের দেশে সৈয়দ, মীর এসব লকব ব্যবহার করে নিজেদের আলাদা মর্যাদার অধিকারী ভাবতে চায়।

যারা উদ্দেশ্য প্রণোদিত হয়ে টাইটেল ইউজ করে মর্যাদার কথা ভাবে, তাদের এই ভাবনাটাই অমলুক এবং অসৎ।

আবার যারা মানুষ কেমন সেটা না দেখে, শুধু টাইটেল দেখে পীরের বংশধর মনে করে নম নম করে, তারাও নিঃসন্দেহে ষ্টুপিড ক্যাটাগরির। কাজেই তাদের নিয়ে ভাবনার কিছু নেই।


১০ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:০০

নতুন নকিব বলেছেন:



সেটাই। তবে, সচেতনতা তৈরির কাজটি আমাদেরই করতে হবে।

ধন্যবাদ।

১১| ১০ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:০২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আপনি হয়তো ভাবছেন - নবীজির বংশধরদের উপরে লাই ডিটেক্টর ব্যবহার করা যাবে কি না!

অবশ্যই করা যাবে।

আমি একটা আইডিয়া দেই, প্লিজ?

নবীজির বংশধররা বিভিন্ন রাজনৈতিক দলে ছড়িয়ে আছেন। এখন ধরেন, আপনি চাইলেন, আওয়ামী লীগের সৈয়দ আশরাফুল ইসলামের ছেলে সত্যি বলছেন কি না সেটা জানতে। কিন্তু, নবীজির বংশধরদের দেহের উপরে লাই ডিটেক্টর ধরতে আপনার হাত ও বুক কাঁপে। তখন কি করবেন???

আপনি যদি এক্ষেত্রে বিরোধী দলে থাকা রাসূলের কোন বংশধরকে, যেমন - সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে ডেকে এনে লাই ডিটেক্টর চালানোর অনুরোধ করেন, তিনি হয়তো মাইন্ড করবেন না!!!



১০ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:২৪

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ।

১২| ১০ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:১২

নতুন বলেছেন: আমাদের বাঙ্গালীদের জীনগত ভাবে
৪৬ %ভাগ দক্ষিন ভারতীয়
৩০% ভাগ বেলুচি
৭% ইউরোপিয়ান
৬% দক্ষিন পূর্ব এশিয়ান
৬% দক্ষিন পশ্চিম এশিয়ান

মানুষের পরিচয় তার কাজে, বংসে না। আগের দিনে ধনী বংসের মানুষ শিক্ষিত হইতো তাই তাদের মাঝে ভালো মানুষের সংখ্রা বেশি থাকতো। এখন মানুষের মাঝে শিক্ষার পরিধি বেশি। তাই এখন মানুষের কাজেই তার পরিচয় জওয়া উচিত।

নিচে ভারতীয় বাঙ্গালী যার দাদা দাদী/নানা নানী বাংলাদেশী তার জিনেটিক প্রফাইলের ছবি।

১০ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৫৭

নতুন নকিব বলেছেন:



চমৎকার তথ্যসহ মন্তব্যে অভিনন্দন।

১৩| ১০ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৪৪

রানার ব্লগ বলেছেন: সৈয়দ হলেই নবীর বংশ এমন ধারনা আসলো কি করে ? আবু লাহাব আবু জাহেল সবাই কোরাইশ ছিলো ।

১১ ই আগস্ট, ২০২৪ সকাল ৭:৫১

নতুন নকিব বলেছেন:



সেটাই। ধন্যবাদ।

১৪| ১০ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



মোটামুটি সবগুলি উইকেট তো পড়ে গেছে পদত্যাগের কারণে ।
এবার রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করা যেতে পারে।
বড্ড দেরি হয়ে যাচ্ছে ।
তাড়াতাড়ি রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করা হোক।

১১ ই আগস্ট, ২০২৪ সকাল ৭:৫৪

নতুন নকিব বলেছেন:



গলি ঘুপচিতে উইকেট বহু বাকি আছে এখনও। বেশ সময়ের প্রয়োজন হবে গুছিয়ে নিতে। ১৫ বছরের জঞ্জাল সাফ করা এক দুই দিনের কাজ নয়। তবে যা করার প্রথম ধাক্কায় না করলে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা রয়েছে।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.