নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

অবশেষে বিদায় নিল বিশ্ব বেহায়াটা

১৫ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:১৭

অবশেষে বিদায় নিল বিশ্ব বেহায়াটা



ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নির্লজ্জ বেহায়া তাকসিম এ খান পদত্যাগ করেছেন। তিনি গতকাল বুধবার স্থানীয় সরকার বিভাগে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন। তিনি পলাতক শেখ হাসিনার আত্মীয়। শেখ হাসিনার মতই আরেক বিশ্ব বেহায়া। দেশের সম্পদ লুটতরাজে এই বদমায়েশের যথেষ্ট ভূমিকা ছিল বিধায় সালমান, আনিসুলদের সাথে একেও একই সাথে একই গারদে রাখা হোক। যতটুকু জানা গেছে, তাকসিম এখনও দেশেই আছেন। আছেন মানে, আটকা পড়েছেন। দেশের অর্থনীতি ধ্বংসের অন্যতম এই ক্রিড়নককে ধরার এটাই মহা সুযোগ। অনতিবিলম্বে কর্তৃপক্ষের উচিত, এই জাতীয় হোতাদের সন্ধানদাতাদের পুরষ্কার প্রদানের ঘোষণা দেয়া। অন্যথায়, কোনমতে একবার সীমান্ত পাড়ি দিতে পারলে এদের আর নাগাল পাওয়া যাবে বলে মনে হয় না।

তাকসিম ২০০৯ সালে ওয়াসার এমডি পদে অধিষ্ঠিত হওয়ার পরে এ যাবত ৭ বার তার মেয়াদ বাড়ানো হয়।

ঢাকা ওয়াসার এমডি হিসেবে তাকসিমের সর্বশেষ মাসিক বেতন ছিল ৬ লাখ ২৫ হাজার টাকা। শুধুমাত্র করোনা মহামারির মধ্যে এক লাফে তার বেতন বাড়ানো হয় পৌনে ২ লাখ টাকা। পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী এই লুটেরা দেশের পাঁচ হাজার কোটি টাকা লুটপাটের সাথে জড়িত।



মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:২০

মোস্তফা সোহেল বলেছেন: এদের সামান্য লজ্জা থাকলে তো দেশের মানুষ ভাল থাকতে পারত।

১৫ ই আগস্ট, ২০২৪ রাত ৯:২৭

নতুন নকিব বলেছেন:



সেটাই। ১৮ কোটি বাংলাদেশীর মধ্যে এমন আর কাউকেই পাওয়া যায়নি যিনি ওয়াসার এমডি হওয়ার যোগ্যতা রাখেন। এই ঐশ্বরিক যোগ্যতা কেবলমাত্র তাকসিম নামক এই বিশ্ব বেহায়ারই ছিল! যার ফলে তার চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল ৭ বার।

অনেক দিন পরে কোনো পোস্টে আপনার এই উপস্থিতি সত্যি আনন্দের। শুভকামনা।

২| ১৫ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:২৯

আহলান বলেছেন: দেশের নিরীহ নিরস্ত্র মানুষ ন্যায্য অধিকার আদায়ে গুলি খেয়ে মরে, এরা হাজার হাজার কোটি টাকা লোপট করেও নিশ্চিন্তে থাকে ... এদের জন্য বিচার নয়, সরাসরি ফায়ারিং স্কোয়াড ব্যবহারের ব্যবস্থা করা উচিৎ। এই সব বিচার এর নামে সময় ক্ষেপন করার কোন মানে হয় না। আইনের ফাক ফোকর দিয়ে এরা ঠিকই পার পেয়ে যাবে, আর দূর্নীতি চেয়ে চেয়ে হাসবে ...

১৫ ই আগস্ট, ২০২৪ রাত ৯:২৯

নতুন নকিব বলেছেন:



একদম সঠিক বলেছেন। এদের মত রাঘব বোয়ালদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে অন্যরা দেখে শিক্ষা নিতে পারেন।

কৃতজ্ঞতাসহ শুভকামনা।

৩| ১৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:০৪

আহমেদ জী এস বলেছেন: নতুন নকিব,




সহ-ব্লগার আহলান এর মন্তব্যে সহমত।

১৫ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৩০

নতুন নকিব বলেছেন:



আপনার উপস্থিতি প্রেরণা যোগায়।

কৃতজ্ঞতাসহ।

৪| ১৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: দুর্নীতিবাজদের হাত হতে আল্লাহ আমাদের দেশকে রক্ষা করুন

১৫ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৩১

নতুন নকিব বলেছেন:



আমিন।

শুভকামনা।

৫| ১৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:২৮

শায়মা বলেছেন: তবুও ভালো নিজেই পদত্যাগ করেছে কিন্তু আমি অবাক হয়ে যাই ভেবে যে শেখ হাসিনার আত্মীয় স্বজনেরাই দেখি সব বড় বড় চেয়ারে বসে ছিলো!!!

১৫ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৪৬

নতুন নকিব বলেছেন:



নিজে পদত্যাগ কি এমনি এমনিই করেছে? ৭ বার মেয়াদ বৃদ্ধি করার সময়গুলোতে কি কম আন্দোলন হয়েছে? এই লোকের দুর্ণীতি নিয়ে মিডিয়ায় কি কম আলোচনা হয়েছে? পত্র পত্রিকায় কি একটু আধটু লেখালেখি হয়েছে? খোদ আমেরিকায় এই হারামখোরের ১২/ ১৪ টা বাড়ির খবর অনেক টিভি চ্যানেলে পর্যন্তু রিপোর্ট করেছে। শুধু রিপোর্টই নয়, সরেজমিন রিপোর্টও করেছে কোনো কোনো চ্যানেল। মোটকথা, বিস্তর আলোচনার জন্ম দিয়েছিল এই মহাখাদকের বিষয়টা। কিন্তু এই বেহায়া কোনোকিছুকে পাত্তাই দেয়নি। সে মনে করতো, তার খুঁটি ঠিক আছে। তার খুঁটি হচ্ছে, হাসিনা। আজকে হাসিনা নেই তো সে বুঝে গেছে, তার রক্ষে নেই, সে কারণেই ভদ্রলোকের মত পদত্যাগ। এ হলো, এই সময়ের সেরা বেহায়াদের অন্যতাম।

বলি, তা তুমি কোথায় ছিলে এত দিন? তুমি তো দেখছি, আমার চেয়ে আরও বড় বেখবর! আমিও অনেক কিছুতে এমন খোঁজ খবরের বাইরেই থেকে যাই।

শুভকামনা।

৬| ১৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:২০

আলামিন১০৪ বলেছেন: নাহ, এই লোক ক্ষমতার বহুবিধ ব্যবহার করলেও, চোর ছিল না বলেই জানি, ওয়াসার রেভিনিউ এর সময় বহুগুণ বেড়ে গিয়েছিল, কর্মচারীদের অবৈধ ওভারটাইম বন্ধ করেছেন তিনি

১৫ ই আগস্ট, ২০২৪ রাত ১০:০০

নতুন নকিব বলেছেন:



তাকসিম এ খানের দুর্ণীতির হিসাব দেওয়া এত সহজ কাজ নয়। বিশাল ফিরিস্তি করা খুবই কঠিন। আপনাকে কিছু লিঙ্ক দিচ্ছি। দয়া করে দেখে নিতে পারেন-

দুর্নীতির বরপুত্র তাকসিম এ খানের যত অপকর্ম, দেখুন খোঁজের করা ...

তাকসিম এ খান: ৫ হাজার কোটি টাকা লোপাট, যুক্তরাষ্ট্রে ১৪ বাড়ি!

ধন্যবাদ।

৭| ১৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:২৫

ভুয়া মফিজ বলেছেন: শায়মা বলেছেন: আমি অবাক হয়ে যাই ভেবে যে শেখ হাসিনার আত্মীয় স্বজনেরাই দেখি সব বড় বড় চেয়ারে বসে ছিলো!!! আর আমি অবাক হয়ে যাই এই ভেবে যে, এই সত্যটা তুমি এতোদিন পরে জানতে পারলে!! হলি কাউ!!!! =p~

১৫ ই আগস্ট, ২০২৪ রাত ১০:০৩

নতুন নকিব বলেছেন:



সহমত।

ধন্যবাদ।

৮| ১৫ ই আগস্ট, ২০২৪ রাত ৮:১৯

করুণাধারা বলেছেন: ও এত চুরি করেছে, এত টাকা পাচার করেছে, শুধু পদত্যাগ করলেই চলবে না। একে এখন বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে।


@ আলামিন১০৪, একটু গুগল করে দেখুন কত প্রকল্পের নামে এ কত টাকা নয় ছয় করেছে। ‌ পানির দাম বাড়াতে বাড়াতে মানুষের না বিশ্বাস উঠে গেছে।

১৫ ই আগস্ট, ২০২৪ রাত ১০:০৫

নতুন নকিব বলেছেন:



ও এত চুরি করেছে, এত টাকা পাচার করেছে, শুধু পদত্যাগ করলেই চলবে না। একে এখন বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে।

সহমত পোষন করছি। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.