নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
অখন্ড অবসর
ছবি কৃতজ্ঞতা অন্তর্জাল।
অখন্ড অবসর চাই, অফুরান সময়,
প্রকৃতির কোলে; দুবলা ঘাসের ছোয়ায়।
নিঃশব্দে ভেসে যাবে সময়ের ভেলা,
হৃদয়ের গহীনে খুঁজে পাব স্নিগ্ধতার মেলা।
পাহাড়ের বুনো সারি মেঘের মুলুক,
ঝর্ণার সুর জাগিয়ে তোলে প্রেমের অসুখ।
বাতাসে গন্ধ ফুলের মিশে একাকার,
বৃক্ষ ছায়ায় নুয়ে আসে সাঁঝের আঁধার।
দিবসের অবসানে গোধুলি নামে,
নিঃসঙ্গ আকাশ বুকে রক্তিম খামে।
শুধু তুমি, আর প্রকৃতি—ভালোবাসায়,
আমার অখন্ড অবসর—স্বর্গবাসায়।
২২ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:২৮
নতুন নকিব বলেছেন:
জ্বি, আসলেই। অনেক দিন কথা হয় না। আলহামদুলিল্লা্হ, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? আপনার প্রোফাইল পিকচার আগেরটাই আছে। দেখলেই ফেলে আসা দিনগুলোর অনেক স্মৃতি মনে পড়ে।
কবিতা আপনার কাছে সুন্দর মনে হয়েছে জেনে ভালো লাগছে। কল্যানের দোআ এবং শুভকামনা।
২| ২২ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:০০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: চমৎকার কবিতা।
২২ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:২৯
নতুন নকিব বলেছেন:
ধন্যবাদ আপনাকে। কবিতা আপনার কাছে চমৎকার মনে হয়েছে জেনে আনন্দিত। শুভকামনাসহ।
৩| ২২ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:১৮
জটিল ভাই বলেছেন:
কবিতা সাধারণ হয়নি।
২২ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৩১
নতুন নকিব বলেছেন:
তার মানে, বুঝতে পেরেছি, নিশ্চয়ই আপনি বলতে চেয়েছেন অসাধারণ হয়েছে। আপনাকে কেউ কেউ জটিলবাদ দিলেও আমি কিন্তু ধন্যবাদই দিতে চাই।
কৃতজ্ঞতাসহ শুভকামনা।
৪| ২২ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৫০
জুন বলেছেন: একি অবস্থা নতুন নকিব! আপনার দুইটা পোস্টে দুইটা লাইক দিল আর আপনি সব ভুলে গেলেন
২২ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪৮
নতুন নকিব বলেছেন:
আরে আশ্চর্য্য হচ্ছেন কেন! কিছুই ভুলে যাইনি। লাইকের জন্যও নয়। তার প্রতি কেন যেন মনে একটা টান অনুভব করলাম। মনে হলো, আহ! এত রাতেও একটা মানুষ জেগে জেগে ব্লগিং করছেন। ব্লগের প্রতি, ব্লগিংয়ের প্রতি তার আসক্তি এবং অনুরক্তিতাটা অনুভবের দৃষ্টিতে দেখতে চেষ্টা করেছিলাম। তবে আমার মনে হচ্ছে না, আমি তাকে একটুও ছাড় দিয়েছি। কমেন্টটা আবার পড়ে দেখলে আপনার কাছেও হয়তো সেটাই মনে হবে। কারণ, একই কমেন্টে কঠিন কঠিন কথাগুলো কিন্তু তাকে আগে বলে নিয়েছি, তারপরে তিনি কমেন্ট ব্যান মুক্ত হতে পারেন বলে একটা ক্ষীণ আশা প্রকাশ করেছি মাত্র। অর্থাৎ, তিনি যদি আমার প্রস্তাবিত কাজগুলো করতে সক্ষম হন তাহলেই কেবল তার কমেন্ট ব্যান তুলে নেওয়ার বিষয়টি মডারেটরের নিকট বিবেচিত হতে পারে। সেই কমেন্ট এর একাংশ-
তবে, আপনার সঠিক পথে চলা উচিত, মনে করি। ফ্যাসিবাদের পক্ষে ইনিয়ে বিনিয়ে মায়াকান্না করা অন্যায়। কাউকে আঘাত করে কমেন্ট করাও অন্যায়। এসব বিষয় আপনার অবশ্যই বিবেচনায় রাখতে হবে। তবেই হয়তো আশা করতে পারি, সম্মানিত মডারেটর সদয় হয়ে আবারও আপনার কমেন্ট ব্যান তুলে নিবেন।
আমি নিশ্চিত নই কত দিনে তিনি ফ্যাসিবাদের মায়া ত্যাগ করতে পারবেন।
আমি এটাও জানি না, তিনি কাউকে কমেন্টে আঘাত দেওয়ার অভ্যাস কত দিনে ত্যাগ করতে পারবেন।
এই বিষয়ে আপনার স্পেসিফিক কোনো আইডিয়া আছে?
ধন্যবাদ। অনেক অনেক শুভকামনা।
৫| ২২ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:০২
জুন বলেছেন: কেমন যেনো একটা টান অনুভব করলাম কি কন!!
আমার আর কিছু কওয়ার নাই। আমিও এমন টান অনুভব করে ওনার পোস্টে যেতাম। কিন্ত ওনার মন্তব্য সীমা ছাড়িয়ে গিয়েছে। আমি শুধু বাকপ্রবাসকে করা মন্তব্যের প্রতিবাদ করতে গিয়েছি। নইলে ওই নোংরা লেখায় আমি যেতামও না নতুন নকিব। ভালো থাকুন সব সময়।
২২ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:০৫
নতুন নকিব বলেছেন:
তার সাম্প্রতিক অনেক কমেন্টস হয়তো আমার দেখাও হয়ে ওঠেনি। যা-ই হোক, আপনি কিন্তু আমার একটা কথার উত্তর দেননি!
ধন্যবাদ।
৬| ২২ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:০৯
জুন বলেছেন: আমার কোন ধারণা নেই। কারণ মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা তার সমস্ত শরীরের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। এ থেকে তার মুক্তি নেই। তিনি নিজের ঘৃনার পাকে নিজেই নিমজ্জিত।
২২ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:০৯
নতুন নকিব বলেছেন:
আমরা তার জন্য দোয়া করি। আল্লাহ তাআ'লা তাকে সুস্থতা (শারীরিক এবং মানসিক) দান করুন।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২২ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:১৯
মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর হয়েছে কবিতা।
কেমন আছেন নকিব ভাই?
অনেকদিন আপনার সাথে কোন কথা হয়না!