নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ! যা চেয়েছিলাম, তার চেয়েও বেশি দয়া করেছেন আমার পরম প্রিয় রব। যা পাইনি, তা নিয়ে বিন্দুমাত্র আক্ষেপ নেই—কারণ জানি, তিনি দেন শুধু কল্যাণই। সিজদাবনত শুকরিয়া।\n\nপ্রত্যাশার একটি ঘর এখনও কি ফাঁকা পড়ে আছে কি না, জানি না। তবে এটুকু জানি—

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

নতুন প্রভাত

২২ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:৫৮

নতুন প্রভাত



খোলা রাজপথে ন্যায়ের শপথে
আমাদের বীর সন্তান,
অত্যাচারীর বিঁষদাত ভাঙতে
ফুঁসে ওঠা ময়দান।

চুপিসারে নয়, শোনো আর্তনাদে
নিপীড়িত কাঁদে আজ,
ছাত্র জনতার মিছিলে-শ্লোগানে
ভাসে সেই আওয়াজ।

ভেঙে ফেলো ফেলো অত্যাচারীর
জুলূমের হাতিয়ার,
আনো নতুন প্রভাত ছিনিয়ে, নাশি
নিশিথের আধিয়ার।

জাগো জাগো কিশোর যুবক তরুন
ছাত্র জনতা মিলে,
বজ্র মুষ্টি হাত - কন্ঠ মিলাও
মুক্তির এ মিছিলে।

জানিয়ে দাও, আজ অধিকার চাই
জুলূমের দিন শেষ,
ভেঙে-চুরে গড়ে তুলতে আবার
নতুন বাংলাদেশ।

ছাত্র জনতা রাজপথে ফের
জাতির হৃদয়ে আশ,
আলোকের পথে ধাবমান স্বদেশ
অবিচার হবে নাশ।

০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ৯:২২ প্রকাশিত নতুন প্রভাত কবিতাটি ব্লগ ঘাটতে ঘাটতে সামনে পড়ে গেল। ছাত্র জনতার রক্তস্নাত অভূতপূর্ব বিজয় উপলক্ষে আজ পুনরায় প্রকাশ করা হলো।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:০২

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লিখেছেন।নতুন বাংলাদেশে সব কিছু ভাল হোক।

২২ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:০৫

নতুন নকিব বলেছেন:



জ্বি, নতুন বাংলাদেশে সব কিছু ভাল হোক, সেটাই প্রত্যাশা। ইনশাআল্লাহ, হবে। আমাদের প্রিয় মাতৃভূমি এগিয়ে যাবে। বিশ্ব মানচিত্রে গৌরবের আসনে স্থান করে নিবে।

শুভকামনা।

২| ২২ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:০৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর হয়েছে।

২২ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:০৫

নতুন নকিব বলেছেন:



মোবারকবাদ। প্রেরণাদায়ক মন্তব্যে কৃতজ্ঞতা। শুভকামনা।

৩| ২২ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:২৯

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ চমৎকার লেখেছেন কবি দা
ভাল থাকবেন--------

২২ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:২৩

নতুন নকিব বলেছেন:



আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ছড়া চমৎকার হয়ে থাকে।

৪| ২২ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:২৯

মিথমেকার বলেছেন: সুন্দর কবিতা! এখনের রচিত কবিতা-গান গুলোই ভবিষ্যতে ইতিহাস হয়ে থাকবে।

২২ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:২৫

নতুন নকিব বলেছেন:



এখনের রচিত কবিতা-গান গুলোই ভবিষ্যতে ইতিহাস হয়ে থাকবে।

-সেটাই। কবিতা আপনার কাছে সুন্দর লেগেছে জেনে আনন্দিত।

শুভকামনা।

৫| ২২ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:০৫

এম ডি মুসা বলেছেন: ছাত্রদের পর্যন্ত ঠিক আছে। তার পর আওয়ামী ভূমিকা অবতীর্ণ হতে পারে। কারণ এই জাতি দুই দলকে অনেক বার দেখছে

২৩ শে আগস্ট, ২০২৪ সকাল ৮:১৩

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.