নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
পালিয়ে যাওয়ার সময় সীমান্তে আটক মানিক
মানুষ বলে না, মানির মান আল্লাহ-ই রাখেন। অবসরপ্রাপ্ত বিচারপতি মানিকের অবস্থাও হয়েছে তেমনই। তিনি পালিয়ে যেতে উদ্যত হয়েছিলেন কিন্তু আটক হয়েছেন সীমান্তে। পলাতক উপাধিটা একটুর জন্য ফসকে গেল। যুক্ত হতে পারলো না তার নামের সাথে। এত মানি লোকের নামের সাথে পলাতক কথাটা বেমানান বলেই হয়তো আজকে রশিতে বাঁধা তার এই ছবি আমাদের দেখতে হচ্ছে। ছবিঃ ইত্তেফাক অনলাইন হতে সংগৃহিত।
সাবেক চেহারায় মানিক, ছবিঃ অন্তর্জাল হতে সংগৃহিত।
সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করা হয়েছে। ভারতে পালিয়ে যাওয়ার প্রাক্কালে সীমান্তে তাঁকে আটক করা হয়েছে বলে ২৩ আগস্ট বিজিবি সদর দপ্তরের এক খুদে বার্তায় জানানো হয়েছে।
মানিক একটা জিনিষ বটে!
মানিক যে সত্যিই একজন চরিত্রবান লোক তার প্রমান তিনি আটক হওয়ার সময়ও দিয়েছেন। বিজিবি সদস্যদের টাকা পয়সার প্রলোভন দেখান মানিক। কিন্তু বেরসিক বিজিবি সদস্যগণ তার কথায় সম্মত হয়ে টাকার বিনিময়ে তাকে ছেড়ে দিতে রাজি হননি। যুগান্তরের রিপোর্ট দেখা যেতে পারে-
আটকের পর বিজিবি সদস্যদেরকে যে প্রলোভন দেখান বিচারপতি মানিক
যে কৌশলে ভারতে পালাতে চেয়েছিলেন বিচারপতি মানিক
পালানোর সময় সীমান্ত থেকে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আটক
এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক আপিল বিভাগের বিচারপতি ছিলেন। ২০১৫ সালের সেপ্টেম্বরে তিনি অবসরে যান। এরপর বিভিন্ন অনুষ্ঠান ও টেলিভিশন টক শোতে প্রচুর বিতর্কিত কথা বলেছেন তিনি।
সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী ডনা এলাকা থেকে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করা হয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছে। ওই সূত্র জানায়, ডনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। এ সময় বিজিবির একটি টহল দল তাঁকে আটক করে।
বিচারপতি নিজেই ছিলেন বিচারের উর্ধ্বেঃ
এই বিচারপতির আমলনামা অনেক দীর্ঘ। এক দুইটি প্রতিবেদনে তার কীর্তির কিছু মাত্র বর্ণনা করা সম্ভব নয়। এই পচা মাল যে কি জিনিষ গত ১৬ টা বছর দেশের সবকিছু যে এদের হাতে বেঘোরে লুটপাট হয়েছে তার সর্বশেষ প্রমান সরকারি বাড়ির ভাড়া না দেওয়াই তার সর্বশেষ প্রমান। দেখুন, ১৫ আগস্ট ২০২৪ প্রথম আলো অনলাইনে প্রকাশিত সংবাদ-
সরকারি বাড়ির ভাড়া পরিশোধ করছেন না শামসুদ্দিন চৌধুরী
এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় মানিকের নামে গত সোমবার নোয়াখালীর আদালতে মামলা হয়েছে। কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ নম্বর আমলি আদালতে মামলাটি করেন।
তার বিরুদ্ধে আরেকটি আবেদন জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অনুসন্ধানের জন্য। মানিকের বিরুদ্ধে বাড়িভাড়া, গ্যাস ও পানির বিল বাবদ সরকারের ১৪ লাখ ১৯ হাজার ২০০ টাকা পরিশোধ না করার অভিযোগে দুদকে এই আবেদন করা হয়। বুধবার (২১ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ সাজ্জাদ হোসেন এই আবেদনটি জমা দেন।
মানিক কি সত্যিই ৬০/ ৭০ লাখ টাকাসহ পালাচ্ছিলেন?
আটকের পরে সঙ্গে কী আছে জানতে চাইলে বিজিবি সদস্যদের মানিক বলেন, গতকাল আমার কাছে অনেক টাকা ছিল। যারা আমাকে বর্ডার পাড় করাতে চেয়েছিল তারা আমাকে মেরে ৬০-৭০ লাখ টাকা নিয়ে গেছে। এখন আমার সঙ্গে ব্রিটিশ পাসপোর্ট, বাংলা পাসপোর্ট আর কিছু টাকা, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড আছে।
বিজিবির হাতে আটক হওয়ার পরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যাতে দেখা যায়, জিজ্ঞাসাবাদে বিজিবি সদস্যদের কাছে মানিক স্বীকার করেছেন, তিনি ১৫ হাজার টাকার কন্টাক্টে ভারতে যাচ্ছিলেন। কিন্তু দুজন লোক ভারতের ভেতরে নিয়ে তাকে মারধর করে ৬০-৭০ লাখ টাকা নিয়ে যায়।
মানিকের এই স্টেটমেন্ট যদি সত্য হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের আরেকটি মামলা হওয়া উচিত কি না, খতিয়ে দেখে এখনই ব্যবস্থা নেওয়া উচিত।
দেশের এই মহা কীর্তিমান(!) পুরুষকে উপযুক্ত সম্মান দিয়ে যথাযথ প্রাপ্য প্রদান করার জন্য সরকারের প্রতি বিনীত অনুরোধ রাখছি।
২৪ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:০৯
নতুন নকিব বলেছেন:
ঠিক।
২| ২৪ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:৪৮
কাঁউটাল বলেছেন: কুকুর ভাকুর
২৪ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:০৯
নতুন নকিব বলেছেন:
মানে কি?
৩| ২৪ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:৪৮
ধুলো মেঘ বলেছেন: মাওলানা সাঈদীর ফাঁসির আদেশ উচ্চ আদালতে রদ হয়ে যায় ৪-১ ভোটে। যেই ব্যক্তি ফাঁসী বহাল রাখার পক্ষে মত দিয়েছিলেন, তিনি আর কেউ না - এই কালামানিক।
এই মানিকই কাদের মোল্লার যাবজ্জীবন দন্ডের পরে অস্ট্রেলিয়া ঘুরতে গিয়েছিল। সেখানকার যুবলীগ নেতার বাড়িতে তাকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি জানান, লোয়ার কোর্টে আমাদের কিছু করার ছিলনা। কিন্তু হাইকোর্টে এলে তার ফাঁসি ছাড়া অন্য কোন রায় হবেনা - কথা দিলাম। এই নিয়ে সেই যুবলীগ নেতা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল - হাইকোর্টের বিচারপতির সাথে আমার কথা হয়েছে - আমরা হারবোনা।
সূচিত্রা সেনের বাড়ি দখলের মামলায় যাতে লড়তে না পারে, সেজন্য ব্যরিস্টার আব্দুর রাজ্জাককে জোর করেই লন্ডন পাঠিয়ে দেয় এই কালামানিক। পরে মামলার রায়ে সে লেখে - মহানায়িকা সুচিত্রা কোন মানবী নন, তিনি স্বর্গ থেকে নেমে আসা দেবী।
এই হল এক বিচারকের রায়ের ভাষা।
২৪ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:১৪
নতুন নকিব বলেছেন:
ঠিক বলেছেন। এই একটা অসভ্যের কারণে অনেক অঘটন হয়েছে দেশে। গত দেড় দশক ধরে এই পশু গোটা দেশটাকে খুবলে খেয়েছে। এগুলো স্রেফ অমানুষ।
বিজিবি সদস্যরা সম্ভবতঃ ঠিকই বুঝতে পেরেছেন যে, বিচারপতির ছদ্মাবরণে এটা স্রেফ একটা পশু ছাড়া আর কিছু নয়। সে জন্যই গরু বাঁধার রশি দিয়ে ওরে বাঁধা হয়েছে। যথার্থ। ধন্যবাদ আমাদের সীমান্তের সাহসী সৈনিকদের।
৪| ২৪ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:৫৭
জুন বলেছেন: আমি খালি চিন্তা করি তাদের নেত্রী কিভাবে তাদের এই ভাবে ফেলে পালিয়ে গেল! নাকি মানিকরাও জীবনে তাদের এই পরিনতির কথা ভাবতে পারে নি। মনে হয় ভেবেছিল এভাবেই তারা দুর্নীতি আর নিরপরাধ মানুষকে নির্যাতনের মাধ্যমে দেশের সবার উপর ছড়ি ঘুরিয়ে যাবে আজন্মকাল ।
২৪ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৪২
নতুন নকিব বলেছেন:
হাসিনা নিজে একজন নীতিহীন মানুষ। তার বাবার নীতি কেমন ছিল? বাকশাল এর মত নিকৃষ্ট পদ্ধতি তৈরি করার জন্য, দেশের গণতন্ত্র হত্যা করার জন্য কি পরিমান ভয়ঙ্কর মন মানসিকতার প্রয়োজন ছিল- একবার ভাবলেই তো বুঝা যায়। সুতরাং, হাসিনা যে পালাবে, তার সাঙ্গপাঙ্গদের বিপদে ফেলে যাবে- এটা খুবই স্বাভাবিক। নীতিহীন মানুষের দ্বারা সবই সম্ভব। কথায় বলে না, নীতিহীন মানুষ পশুর সমান।
৫| ২৪ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:০৪
রাসেল বলেছেন: চিন্তার কোনো কারণ নেই , সময়মতো এসব নিষ্পাপ(!!!????) ব্যক্তির ফুলের মালা গলায় দিয়ে ফিরে আসবে।
২৪ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৫২
নতুন নকিব বলেছেন:
সেটাই। ধন্যবাদ।
৬| ২৪ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:১০
কিরকুট বলেছেন: মানিক লোক টা অত্যাধিক মাত্রার বেয়াদপ !!
২৪ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৫৪
নতুন নকিব বলেছেন:
ঠিকই বলেছেন। সম্ভবতঃ মাত্রা কথাটাও তার ব্যাপারে প্রয়োগ উপযোগী নয়। চূড়ান্ত বা চরম বেয়াদব বলতে যা বুঝায় এই ব্যক্তি সম্ভবতঃ তারচেয়েও বেশি কিছু।
৭| ২৪ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৩৯
করুণাধারা বলেছেন: আওয়ামী লীগের মানুষরূপী শয়তান যারা, এই মানিক তাদের একজন। আশা করি সবচাইতে যন্ত্রণাময় শাস্তি পাবে এই লোক।
২৪ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৫৫
নতুন নকিব বলেছেন:
এরে শয়তান বললে শয়তানও হয়তো লজ্জা পাবে।
৮| ২৪ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:৫২
গোবিন্দলগোবেচারা বলেছেন: লোকটার চেহারা খুব শুকনা শুকনা লাগছে। আশা করি ওকে পর্যাপ্ত ডিম দিয়ে আপ্যায়ন করা হবে।
২৪ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:১৪
নতুন নকিব বলেছেন:
মহাচোর ধরা যখন পড়েছে, তখন তো মুখ একটু শুকোবেই। ভালো করে তাকিয়ে দেখুন, কলিজায়ও ওর পানি নেই। থাকবে কি করে? কারণ, ওর তো ভালোভাবেই জানা আছে যে, বিগত প্রায় ১৬ বছর ধরে কি পরিমান লুটতরাজ সে করেছে। এই স্টুপিড এটাও বেশ ভালোই জানে যে, তার জন্য সাদর সম্ভাষন অপেক্ষমান। রাষ্ট্রীয় সেই উষ্ণ আতিথেয়তা গ্রহণের অধীর অপেক্ষার প্রহর তার ফুরোচ্ছে না বলে তাকে এমন অস্থির লাগছে। ভাগ্য ভালো যে, বাপের নামটা বলতে পেরেছে।
মমতাজের মত বারোয়ারিসহ এইসব মূর্খ অসভ্যরা ছিল দেশের হর্তাকর্তা। এই নষ্টকে বানানো হয়েছিল বিচারপতি। ছিঃ ছিঃ। দেশটাকে এরা ছারখার করে দিয়েছে।
৯| ২৪ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:৫৪
গোবিন্দলগোবেচারা বলেছেন: আমার ধারনা ছিল এই লোক সোনাগাজী নামে সামহোয়্যার ইন ব্লগে ব্লগিং করে। অ্যারেস্ট হওয়ার পরেও পোস্ট দিচ্ছে কাজেই আমার ধারণা ভুল হতে পারে অথবা এই লোকের নলেজ আসলেই অনেক বড়।
২৪ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:১৭
নতুন নকিব বলেছেন:
আপনার ধারণা তো জটিল ছিল! আপনি এটা কীভাবে অনুমান করেছিলেন?
আটক মানিক সামুতে ব্লগিং করতো, এমন তথ্য আমার জানা নেই।
১০| ২৪ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:০৮
কৌতুহলী বয় বলেছেন: আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এমন দৃশ্য আল্লাহ আমাদের দেখাচ্ছেন । আহ মানিক আহ
২৫ শে আগস্ট, ২০২৪ সকাল ৭:৫৮
নতুন নকিব বলেছেন:
শুকরিয়া আদায় করারই বিষয়। মিথ্যাবাদী খুনী হাসিনার পতনের দৃশ্য পরবর্তী অনেককিছুই শুকরিয়া আদায় করার মত। সীমালঙ্ঘনকারীদের আল্লাহ তাআ'লা সামান্য সময়ের জন্য ছাড় দিলেও ছেড়ে যে দেন না, এগুলো সে কথারই স্পষ্ট প্রমান।
১১| ২৪ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:২৬
রানার ব্লগ বলেছেন: মানিকের জিহ্ববায় গরম লোহার পাত দিয়ে দিনে পঞ্চাশবার ছ্যাকা দেয়া উচিৎ !!
২৫ শে আগস্ট, ২০২৪ সকাল ৮:০০
নতুন নকিব বলেছেন:
এগুলো নষ্ট ইতর শ্রেণির। এসব বিষাক্ত কীটদের দিয়ে হাসিনা দেশটাকে লুটপাট করিয়েছে। নিজে তো খেয়েছে দানবের মত হাপুস হুপুস।
১২| ২৪ শে আগস্ট, ২০২৪ রাত ৯:৩৩
মেঠোপথ২৩ বলেছেন: মনে হয় ৬০/৭০ লাখ টাকা দিয়ে বর্ডার পার করে দেয়ার চুক্তি করেছিল কা্রো সাথে । কিন্ত টাকা নিয়ে উলটা মনে হয় ধরিয়ে দিয়েছে।
২৫ শে আগস্ট, ২০২৪ সকাল ৮:০৫
নতুন নকিব বলেছেন:
কিন্ত টাকা নিয়ে উলটা মনে হয় ধরিয়ে দিয়েছে।
-আমারও সেটাই মনে হচ্ছে। যাদেরকে এই হারামজাদা টাকা দিয়েছে, তারাই হয়তো ওরে জয় বাংলা করে দিয়েছে।
হাসিনা নিজে যেমন মানসিকভাবে অসুস্থ ভয়াবহ সাইকোপ্যাথ রক্তখেকো ড্রাকুলার বাস্তব প্রতিচ্ছবি, তার মনোনীত বিচারপতি এরচেয়ে ভালো হবে- কীভাবে আশা করা যায়?
১৩| ২৪ শে আগস্ট, ২০২৪ রাত ১০:২৭
আঁধারের যুবরাজ বলেছেন: তোফায়েল আহমেদ সংসদে দাঁড়িয়ে এই মানসিক রুগীকে স্যাডিস্ট বলেছিলেন। আদালতে আমার জানামতে শুধুমাত্র প্রধান বিচারককে "বিচারপতি " বলা যায়,বাকি সবাইকে বিচারক বলা হয়। এই লোককে বিচারপতি বলে না ডাকলে তুলকালাম করতো।
২৫ শে আগস্ট, ২০২৪ সকাল ৮:২০
নতুন নকিব বলেছেন:
তোফায়েল আহমেদ সংসদে দাঁড়িয়ে এই মানসিক রুগীকে স্যাডিস্ট বলেছিলেন।
-তোফায়েল আহমদ তখন কথাটা হয়তো খারাপ বলেননি। নিজেদের মধ্যে ভাগ ভাটোয়ারায় তালগোল লেগে গেলে তোফায়েলরা মাঝেমধ্যে এমন হুক্কাহুয়া করে ওঠে। মানুষকে দেখানোর জন্য এগুলো তাদের কৌশল। তবে, তোফায়েলরে তো সংবর্ধনা দেওয়ার জন্য রাষ্ট্র এখন খুঁজছে। তিনি যেহেতু বহুত কামেল লোক। ফ্যাসিবাদের একেবারে হোতাদের একজন। রাষ্ট্রীয় সংবর্ধনাপ্রাপ্তির অধিকার তার অবশ্যই থাকা উচিত।
আদালতে আমার জানামতে শুধুমাত্র প্রধান বিচারককে "বিচারপতি " বলা যায়,বাকি সবাইকে বিচারক বলা হয়।
-ধন্যবাদ। এটাই কি রাষ্ট্রীয় আইন? বিষয়টা আমার জানা ছিল না।
এই লোককে বিচারপতি বলে না ডাকলে তুলকালাম করতো।
-গত রাতে ওর না কি অন্ডকোষে অস্ত্রপচার করা হয়েছে সিলেট এমএজি ওসমানি হাসপাতালে, কারণ গতকাল আদালতে তোলার সময় পাবলিক না কি ওর ডিম (অন্ডকোষ) ভেঙে দিতে চেষ্টা করেছিল।
এখন ওরে গুলিস্তান এনে দাঁড় করিয়ে দেওয়া হোক, সবাই যাতে ''বিচারপতি স্যার" বলে ওরে কুর্নিশ করতে পারে।
১৪| ২৪ শে আগস্ট, ২০২৪ রাত ১০:৪৯
মিরোরডডল বলেছেন:
কোনকিছুই অতিরিক্ত ভালো না।
এই বদ লোকটা কিছুদিন আগেও চরম বাড়াবাড়ি করেছিলো।
অথচ আজ তার কি অসহায় অবস্থা!
এসব দেখে মানুষের শিক্ষা নেওয়া উচিত, অহংকার করতে নেই।
What goes around comes around!!!
২৫ শে আগস্ট, ২০২৪ সকাল ৮:২৬
নতুন নকিব বলেছেন:
কোনকিছুই অতিরিক্ত ভালো না।
-ঠিক।
এই বদ লোকটা কিছুদিন আগেও চরম বাড়াবাড়ি করেছিলো।
-কোনটা? উপস্থাপিকাকে রাজাকার বলেছিল যে, সেটা? ওর আমলনামা ওর গডমাদার হাসিনার মতই অন্ধকার। অবশ্য, মানিক পুরষ্কারও পেতে শুরু করেছে। গতকাল আদালতে তোলার পথে পাবলিক না কি ওর বিচি ফাটিয়ে দিয়েছে। বাংলার জনগণ দেখছি, যোগ্য লোককে উপযুক্ত বিনিময় প্রদানে ভীষনই ত্বরিৎকর্মা।
১৫| ২৪ শে আগস্ট, ২০২৪ রাত ১১:১৬
ফ্রেটবোর্ড বলেছেন: ধরা খাওয়া ছবির পাশাপাশি আগের ফুল ভোল্টেজ ছবি দিলে একাল আর সেকালের পার্থক্যটা বোঝা যেত।
২৫ শে আগস্ট, ২০২৪ সকাল ৮:২৮
নতুন নকিব বলেছেন:
ভালো কথা বলেছেন। দিয়ে দিতে চেষ্টা করবো। তবে বিচি ফালানোর পরের কোনো ছবি এখনও পাইনি বলে সেটা আর দিতে পারছি না। সেটা দিতে পারলে তিন সময়ের তিনটা ছবিই পাশাপাশি রাখা যেত।
©somewhere in net ltd.
১| ২৪ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:৪৫
জুল ভার্ন বলেছেন: সব খুনী অসভ্য বর্বরদের একই দশা হবে।