নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

অন্য ব্লগারদের পোস্টকে এখনও গার্বেজই মনে করেন সোনাগাজী!

২৮ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:২১

অন্য ব্লগারদের পোস্টকে এখনও গার্বেজই মনে করেন সোনাগাজী!



সোনাগাজীর ধারণা, তিনি ব্লগে একটিভ না থাকলে ব্লগ স্থবির হয়ে পড়বে, এই কারণে লিখবো না লিখবো না করেও তার না কি লিখতেই হচ্ছে। নিজের সাম্প্রতিক এক পোস্টে এমন মতই প্রকাশ করেছেন তিনি। তার ভাষায় - "এই খারাপ সময়ে, আসলে আমারো ব্লগিং করা উচিত হচ্ছে না; প্রতিদিন ভাবি, নতুন পোষ্ট লিখবো না; কিন্তু অন্যদের লেখা গার্বেজ ব্লগে দেখলে তখন কিছু একটা লিখতে হয়; কারণ, শতকরা ৮০ ভাগ ব্লগার তাঁদের জানা সাধারণ বিষয়কে লিখতে গিয়ে গরুর রচনা লিখছেন, কিংবা গার্বেজ ঢালছেন ব্লগে।"

আসলে সোনাগাজী হয়তো বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী বড় মানুষই জ্ঞান করে থাকেন নিজেকে। তবে তিনি মনে, না দেহে বড়, তা অবশ্য জানি না, কারণ তাকে দেখা হয়নি কখনো। এই বড়ত্বের অনুভূতি থেকেই কি না জানি না, তিনি হয়তো নিজেকে অন্যদের চেয়ে আলাদাও ভেবে থাকেন। একইভাবে অন্যদের চেয়ে বড় করে, আলাদা দৃষ্টিতে দেখে থাকেন নিজের লেখাকেও। হয়তো সেই কারণেই তার সেই পোস্টে তিনি নিজের পোস্ট ব্যতিত অন্য ব্লগারদের পোস্টকে গার্বেজ বলে অভিহিত করতে পেরেছেন। অবশ্য একই পোস্টে তিনি "৮০ ভাগ ব্লগার সাধারণ বিষয় লিখতে গিয়ে গরুর রচনা লিখছেন কিংবা ব্লগে গার্বেজ ঢালছেন" বলেও নিজের মতামত ব্যক্ত করেছেন।

একই পোস্টের শেষের দিকে এসে ব্লগার জটিল ভাই, জুল ভার্ণ, ভুয়া, নীল আকাশ, জিকোব্লগ, শেরজা, করুণা ধারা, সোনালী কাবিন, অপুসহ সম্মানিত কয়েকজন ব্লগারের নাম উল্লেখ করে তাদেরকে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি।

কমেন্ট ব্যান, বিভিন্ন সময় জেনারেল স্ট্যাটাস লাভ করা - ইত্যাদি নানাবিধ অবস্থার ভেতর দিয়ে যাওয়ার ফলে ব্লগার সোনাগাজীর প্রতি আমার সাম্প্রতিক ধারণা এবং প্রত্যাশা ছিল - তিনি নিজেকে হয়তো ক্রমান্বয়ে বদলাতে চেষ্টা করবেন, বিশেষ করে অন্যদের সম্মানহানি হয় এমন আচরণ থেকে বিরত থেকেই তার ব্লগিং অব্যাহত রাখতে সচেষ্ট হবেন; কিন্তু আদতে আমার হতাশাকেই বৃদ্ধি করেছে করেছে তার এই পোস্ট।

অবশ্য, তার আলোচিত পোস্টটিতে মন্তব্য করেও এই কথাগুলো তাকে অবহিত করা যেত। আমার ধারণা, সেক্ষেত্রে তিনি হয়তো দুই চার শব্দের সংক্ষিপ্ত একটা উত্তর দিয়েই যুক্তি দেখাতেন কিংবা নিজের দায় শেষ করে দিতেন। এই আশঙ্কা থেকেই মূলতঃ পোস্ট দিতে হলো। তার প্রতি আমার ব্যক্তিগত কোনো বিদ্বেষ, ক্ষোভ কিংবা আক্রোশ আগেও ছিল না, এখনও নেই; বরং সত্যি কথা বলতে, একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হিসেবে তার প্রতি আমার একটা শ্রদ্ধাবোধ সবসময়ই ছিল। আমি এই শ্রদ্ধাবোধের স্থানটিকে অটুট রাখতে চাই, তার নিকট থেকে শুধু একটাই প্রত্যাশা, তিনি অন্যদের সম্মানের প্রতি লক্ষ্য রেখে ব্লগিং করার প্রতি যত্নবান হবেন। একইসাথে আমার ধারণা, তিনিও আমার প্রতি হৃদ্যতাপূর্ণ আচরণই দেখিয়ে থাকেন।

পরিশেষে বলতে চাই, সোনাগাজী দেশ নিয়ে ভাবেন। দেশের ভবিষ্যত নিয়ে চিন্তা করেন। দেশের মানুষের কল্যান চিন্তায় একজন দেশপ্রেমিক হিসেবেই তাকে দেখেছি। এই পোস্ট কোনোভাবেই তাকে হেয় করার জন্য নয়, বরং তার আত্মোপলব্ধিগুলোকে একটু হলেও জাগিয়ে তুলতে/ পরিশীলিত করতে সহায়ক হবে বলেই বিশ্বাস করি।

সোনাগাজীর জন্য অনেক অনেক শুভকামনা।

তার সেই পোস্ট - ব্লগার মোহাম্মদ গোফরানকে ব্লগে দেখছি না।

মন্তব্য ৪০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:৩০

ডার্ক ম্যান বলেছেন: কেউ আমার পোস্ট ভালো কিংবা কেউ গার্বেজ বললেই কি হবে?

সোনাগাজী যেভাবে কিছু মানুষকে তির্যক কথা বলেন ঠিক তেমনি তারাও একই কাজ করেন। সোনাগাজী ২০ হলে অন্যেরা ১৫.
মজার কথা হল, উনি একাই ঐ সিন্ডিকেটকে দৌড়ের উপর রাখেন।

২৯ শে আগস্ট, ২০২৪ সকাল ৮:৩৭

নতুন নকিব বলেছেন:



কেউ আমার পোস্ট ভালো কিংবা কেউ গার্বেজ বললেই কি হবে?

-অব্যাহতভাবে একজন লোক ঘুরে ঘুরে সকল ব্লগারের লেখাকে গার্বেজ বা এই জাতীয় বাজেভাবে উপস্থাপন করলে ব্লগের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হয়। ব্লগের পারস্পারিক হৃদ্যতার স্থানটি দখল করে নেয় অসন্তোষ, ক্ষোভ এবং শত্রুতা।

সোনাগাজী যেভাবে কিছু মানুষকে তির্যক কথা বলেন ঠিক তেমনি তারাও একই কাজ করেন। সোনাগাজী ২০ হলে অন্যেরা ১৫. মজার কথা হল, উনি একাই ঐ সিন্ডিকেটকে দৌড়ের উপর রাখেন।

-আমার মনে হয় এখানে সিন্ডিকেট বলতে কিছু নেই। সোনাগাজীর কাঠখোট্টা মন্তব্যের কারণে তিনি অধিকাংশ ব্লগারদের দূরে সরিয়ে দিয়েছেন, নিজের প্রতিপক্ষ বানিয়েছেন।

২| ২৮ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:৩৪

আঁধারের যুবরাজ বলেছেন: @ডার্ক ম্যান বলেছেন : সোনাগাজী যেভাবে কিছু মানুষকে তির্যক কথা বলেন ঠিক তেমনি তারাও একই কাজ করেন।

২৯ শে আগস্ট, ২০২৪ সকাল ৮:৩৮

নতুন নকিব বলেছেন:



ইটটি মারলে পাটকেল তো হজম করতেই হবে!

৩| ২৮ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:৩৮

ক্রেটোস বলেছেন: মজার কথা হল, উনি একাই ঐ সিন্ডিকেটকে দৌড়ের উপর রাখেন।

ডার্কম্যান, যাক তাহলে আপনিও ঐ সিন্ডিকেটের মতো এটাই বলতে চান উনি আসলেই গলু!

২৯ শে আগস্ট, ২০২৪ সকাল ৮:৩৯

নতুন নকিব বলেছেন:



"গলু" শব্দটা ঠিক কি অর্থে, বুঝা গেল না।

৪| ২৮ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:২৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: উপরের তিনজনই ভুয়ানামে অন্যের হয়ে কাজ করছেন।

২৯ শে আগস্ট, ২০২৪ সকাল ৮:৪০

নতুন নকিব বলেছেন:



প্রত্যেকেই দায়িত্বশীল।

৫| ২৮ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:২৮

ফেনা বলেছেন: ভাই উনি অসুস্থ। বাদ দেন। (মেয়েদের ক্ষেত্রে আমরা অনেক সময় বলে থাকি, " ভাই বাদ দেন বেডি মানুষ";)
একসাথে উনাকে সবাই এরিয়ে চলুন। দেখবেন এইবয়সে মানুষ হয়েই দুনিয়া থেকে বিদায় নিবে।

২৯ শে আগস্ট, ২০২৪ সকাল ৮:৪৩

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ। উনাকে সাথে নিয়েই চলতে চাই, যদি তিনি উদার ভ্রাতৃত্ববোধ নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

৬| ২৮ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:৩১

ঋণাত্মক শূণ্য বলেছেন: আপনার লেখাটি পড়িনি। শুধু টাইটেলের উপরে মন্তব্য করছি।

আমাদের খুলনা এলাকায় এই ধরণের মানুষের জন্য একটা কথা প্রচলিত আছে, "পাগলের সুখ মনে মনে" ;)

২৯ শে আগস্ট, ২০২৪ সকাল ৮:৪৪

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ, আপনাদের খুলনা এলাকার প্রচলন শেয়ার করার জন্য।

৭| ২৮ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:১১

গোবিন্দলগোবেচারা বলেছেন: এই লোক একটা থার্ড ক্লাস ভন্ড।
এর উল্টাপাল্টা পোস্টে সমালোচনা করায় আমাকে কমেন্ট ব্যান করে রেখেছে, অথচ নিয়মিতভাবে নাকি কান্না করতেছে যেন এডমিন তার কমেন্ট করার ক্ষমতা ফেরত দেয়। এর আগে নিয়মিতভাবে ঘ্যানঘ্যান করত অমুক তমুক ব্লগার তার কমেন্ট ব্যান করে রেখেছে। কিন্তু সমালোচনা সহ্য করতে পারে না বলে তার পোস্টে অনেকের কমেন্ট ব্যান করে রেখেছে।
এই ইতর খবিশ এমন আকারের ভন্ড যে আমার বিশ্বাস সে গুলিস্তান পাতাল মার্কেটের দক্ষিণের রাস্তায় দাদ খুঁজলির মলম বা তাবিজ বিক্রি করে পেট চালায়।

২৯ শে আগস্ট, ২০২৪ সকাল ৮:৪৮

নতুন নকিব বলেছেন:



তবে আমি তার সাথে, এমনকি প্রত্যেকের সাথেই যার যার প্রাপ্য অনুযায়ী সম্মানজনক আচরণ দেখাতেই পছন্দ করি। তার প্রতি আপনার হয়তো অনেক ক্ষোভ রয়েছে। আপনার ক্ষোভ প্রশমনে তিনি আন্তরিক হবেন বলে আমাদের প্রত্যাশা।

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

৮| ২৮ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৩৪

রুদ্রনীল৭৮ বলেছেন: যদি নিজেদের কাছে চিরতরে রাখার একটা সুযোগ সৃষ্টি হইত, তাইলে আমি নিশ্চিত যে এই লোকটারে নেওয়ার জন্য চিড়িয়াখানা কর্তৃপক্ষ ও যাদুঘর কর্তৃপক্ষের মধ্যে কাড়াকাড়ি লাইগা যাইত।

২৯ শে আগস্ট, ২০২৪ সকাল ৮:৫৩

নতুন নকিব বলেছেন:



আপনার মন্তব্য হতে বুঝা গেল, আপনি তাকে অসাধারণ কিছুই মনে করে থাকেন। তার মানে, আপনার দৃষ্টিতে তিনি সাধারণের উর্ধ্বের কিছু। ধন্যবাদ।

৯| ২৮ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৪৭

শূন্য সারমর্ম বলেছেন:



নতুন কিছু ঘটে গেলো নাকি আপনি পোস্ট দেবার পর? আপনি তো নতুন নকিবই আছেন।

২৯ শে আগস্ট, ২০২৪ সকাল ৮:৫৪

নতুন নকিব বলেছেন:



নতুন কোনো কিছু ঘটেছে - আপনার জানা থাকলে জানাতে অনুরোধ করছি।

১০| ২৮ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৫৯

মোহামমদ কামরুজজামান বলেছেন: "সুজনে সুযশ গায়,কুযশ ঢাকিয়া।
কুজনে কুরব করে, সুরব নাশিয়া " - কি করবেন ভাই, মেনে নেন।

যে যা সে তাই করবে,কথায় আছেনা - খালি কলসি বাজে বেশী।
আর এতই যদি সে গেনী :(( ঐত , তাইলে সামুতে পড়ে পড়ে বিনা পয়সায় লেখতে থাকত না । ডলারের বিনিময়ে সে নিউইয়র্ক টাইমসে লিখত এবং বাইডেনের সাথে উঠ-বস করত এবং বাইডেন তাহার নিকট থেকে গেন নিয়ে ধইন্য ঐত। B-))

আর মাননীয় গেনী ভাই কখন কি বলে তা সে নিজেই জানেনা । বয়স ঐলে যা হয় আরকি ----------

২৯ শে আগস্ট, ২০২৪ সকাল ৮:৫৭

নতুন নকিব বলেছেন:



কি করবেন ভাই, মেনে নেন।

-আমরা তো মেনেই নিচ্ছি। আমরা চাচ্ছি তিনিও যেন আমাদের আন্তরিক আহবান বিবেচনা করেন।

বয়স ঐলে যা হয় আরকি ----------

-বয়সের একটা ব্যাপার নিশ্চয়ই আছে।

আপনাকে অনেক ধন্যবাদ।

১১| ২৮ শে আগস্ট, ২০২৪ রাত ৮:১৩

অগ্নিঝরা আগন্তুক বলেছেন: উনি বারবার ব্যান খাওয়ার স্বাদ চেখে দেখতে চান. এই মাকাল ফলটাকে ফুল্লি ব্যান করে দেয়া হচ্ছে না কেন? ব্লগে বিশৃং্খলা সৃষ্টি করেই যাচ্ছে !

২৯ শে আগস্ট, ২০২৪ সকাল ৮:৫৮

নতুন নকিব বলেছেন:



উনি বারবার ব্যান খাওয়ার স্বাদ চেখে দেখতে চান

-আর কত? অনেকবারই তো তিনি ব্যান হলেন।

ধন্যবাদ।

১২| ২৮ শে আগস্ট, ২০২৪ রাত ৮:২৩

আমি সাজিদ বলেছেন: একবার বলেন ২০০০ সালে প্রফেসর ইউনুস উনাকে চাকরি দেন নাই, আবার বলে উনি কমপিউটারের স্কুল খুলতে ইউনুসের সহায়তা চেয়েছিলেন, পান নাই। একেকবার একেক কথা বলে।

উনার আপাকে পরামর্শ দেওয়ার অনুরোধ করায় ব্লক করেছে আমাকে। এখন ব্লগে উনি অপ্রাসঙ্গিক।

২৯ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:০৩

নতুন নকিব বলেছেন:



একবার বলেন ২০০০ সালে প্রফেসর ইউনুস উনাকে চাকরি দেন নাই, আবার বলে উনি কমপিউটারের স্কুল খুলতে ইউনুসের সহায়তা চেয়েছিলেন, পান নাই। একেকবার একেক কথা বলে।

-ঠিক।

এখন ব্লগে উনি অপ্রাসঙ্গিক।

-আশা করি, ব্লগে তার অবস্থানকে তিনি নিজেই প্রমান করবেন। আমরা চাই তিনি গুছিয়ে আনুন নিজেকে। মন্তব্যে, প্রতিমন্তব্যে অন্যদের প্রতি রূঢ় আচরণ থেকে বিরত থেকেই তিনি এটা করতে পারেন।

ধন্যবাদ।

১৩| ২৮ শে আগস্ট, ২০২৪ রাত ৯:২৮

আদিত্য ০১ বলেছেন: আপনিও সোনাগাজীকে তীর্ঝকভাবেই বললেন, আপনিও মনে করেন যে আপনার ইচ্ছের বিরুদ্ধে কিছু বললেই সেটা ভালো না। হ্যা কিছু ব্লগার গার্বেজ লিখে, কারন তাদের লেখায় শুধুই কাউকে ডীফেন্ড করা। কিন্তু সোনাগাজী কাউকে ডিফেন্ড করেনি। যে ভালো তাকে ভালো বলেছে, যে খারাপ তাকে খারাপ বলেছে, ইনিয়ে বিনিইয়ে কাউকে ডিফেন্ড করেনি

আরেকটা কারন, কিছু ব্লগার তাকে নিয়ে যেভাবে পোস্ট লেখে তাতে উনি জাস্ট কমেন্ট করে বলেন যে গার্বেজ, যেইটা গার্বেজ সেইটা গার্বেজই

২৯ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:৫৯

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য। ভালো মন্দ অর্থাৎ, দোষ গুণের মিশেলেই মানুষ, কিন্তু পৃথিবীর সব মানুষকে খারাপ বলে ক্ষেপিয়ে তুলে নিজেকেই শুধু সাধু বলে ধরে নিয়ে আমি টিকে থাকতে পারবো কি?

১৪| ২৮ শে আগস্ট, ২০২৪ রাত ৯:৫৩

জটিল ভাই বলেছেন:
প্রিয় ভাই,
মন্তব্য লিখে হবে না, তাই পোস্ট লিখলাম।

২৯ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:০২

নতুন নকিব বলেছেন:



জ্বি, প্রিয় ভাই, ইনশাআল্লাহ জটিলভাবেই লিখবেন। ধন্যবাদ।

১৫| ২৮ শে আগস্ট, ২০২৪ রাত ১০:৪৭

ঊণকৌটী বলেছেন: ব্লগার সোনাগাজী ভাইএর লেখা আমি ব্যাক্তিগত ভাবে সত্যিই পছন্দ করি, আবার ব্লগের অনেকেই একদম দেখতেই পারেনা , আমার পছন্দের কারণ উনার উনি দেশ টাকে ভালোবাসেন, সেইজন্য অনেক গুরুত্বপূর্ণ লেখা উনি গত কয়েক বছর ধরেই দিছেন, হয়তো সেইটা অনেকের সাথে মতের অমিল হচ্ছে, হতেই পারে, আমার মতে যদি আমার সাথে উনার মতবিরোধ হয় তবে যুক্তিসমান্ত তর্ক করবো, গালাগালি করে নিজেকে কেন ছোট করবো, ব্লগে সবারই স্বাধীনভাবে মতামত দেবার অধিকার আছে নিশ্চয়ই, তবে সেইটা ভদ্র ভাবে হলে সুন্দর হয়, উনাকেও বলবো কারো লেখা ভালো না লাগলে গার্বেজ বলা টা ঠিক না, কারণ হয়তো সবাই গুছিয়ে লিখতে পারে অথবা মানসিকতা সমান না, পারলে যে পয়েন্ট নিয়ে উনি লিখেছেন, তাকে তার ভুল ধরিয়ে দিন, ভুল যদি না উনি বুঝতে না পারে তবে আপনিও বা কেন উনার প্রতি সময় নষ্ট করবেন, সুস্থ তর্ক করুন, ভালো থাকুন ধন্যবাদ

২৯ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:০৪

নতুন নকিব বলেছেন:



ব্লগে সবারই স্বাধীনভাবে মতামত দেবার অধিকার আছে নিশ্চয়ই, তবে সেইটা ভদ্র ভাবে হলে সুন্দর হয়, উনাকেও বলবো কারো লেখা ভালো না লাগলে গার্বেজ বলা টা ঠিক না, কারণ হয়তো সবাই গুছিয়ে লিখতে পারে অথবা মানসিকতা সমান না, পারলে যে পয়েন্ট নিয়ে উনি লিখেছেন, তাকে তার ভুল ধরিয়ে দিন,

-সুন্দর বলেছেন। ধন্যবাদ।

১৬| ২৯ শে আগস্ট, ২০২৪ রাত ১:৪৯

কলমনাই বলেছেন: @নতুন নকিব





ছিঃ ছিঃ নতুন নকিব
আপনি ধর্মীয় মানুষ আল্লাহওয়ালা মানুষ
আপনি কেন পরের গীবত করবেন?

আপনি ধর্ম নিয়া কত লেখা লেখছেন ব্লগে?
সে কিনা আপনার মত লোক নতুন নকিব
এখন পরের গীবত করে করে পোস্ট লেখে যাচ্ছেন!

ছিঃ নতুন নকিব ছিঃ আপনার কাছে এমন নীচ কাজ
কেউ আশা করে নাই।
আফসোস!

২৯ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:২১

নতুন নকিব বলেছেন:



কলমনাই নিকটা কিন্তু সুন্দর! আনকমনও মনে হচ্ছে। কিন্তু, কলম নাই কেন?

আপনার লেখার হাতও বেশ। দয়া করে আরও কিছু কমেন্টস করুন। তাহলে হয়তো আপনাকে পুরোপুরি চিনতে সুবিধা হবে।

আর আমার বিশ্বাস, গীবত কাকে বলে- আপনি খুব ভালো করেই জেনে থাকবেন। এই পোস্টে সোনাগাজী এসেছেন। পোস্টটিতে তিনি লাইকও দিয়েছেন।

কারও অজান্তে, অগোচরে বা পেছনে তার দোষচর্চা করাকে গীবত বলে। এটাকে কোনোভাবেই না। এই পোস্ট যে তাকে হেয় করার জন্য দেওয়া হয়নি তা পোস্টের শেষের দিকে বলেই দেওয়া হয়েছে।

ধন্যবাদ।

১৭| ২৯ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:৩২

নয়ন বিন বাহার বলেছেন: সোনাগাজীর মতো আরও কয়েকজন ব্লগার দরকার। উনি উনার সাইডে বড্ড একা।
তবে উনার দৌড়ানি ভালোই লাগে।
প্রথম দিকে মেজাজ গরম হতো। এখন উপভোগ করি।

২৯ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:২৪

নতুন নকিব বলেছেন:



প্রথম দিকে মেজাজ গরম হতো। এখন উপভোগ করি।

-আমারও প্রথম দিকে খারাপ লাগতো। আমার ধারণা, এখনও অনেকেরই লাগে। বিশেষ করে, ব্লগে নতুন আগন্তুকরা বিভ্রান্ত হওয়া খুবই স্বাভাবিক। সে কারণেই তার ভেতরে কিছু পরিবর্তনের প্রত্যাশায় এই পোস্ট।

ধন্যবাদ।

১৮| ২৯ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:২৭

কিরকুট বলেছেন: উনি গার্বেজ ভাবুক আর ফুলের বাগান ভাবুক এতে কি লেখকের কিচ্ছু যায় আসে ?

-একদম না । কিচ্ছু যায় আসে না ।

২৯ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৫০

নতুন নকিব বলেছেন:



ঠিকই বলেছেন, পোস্ট লেখকদের কিছুই যায় আসে না, কিন্তু এটাও অস্বীকার করার উপায় নেই যে, ব্লগের পরিবেশ খারাপ হওয়ার জন্য এই মানসিকতা অনেকাংশে দায়ী।

ধন্যবাদ।

১৯| ২৯ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪৬

জটিল ভাই বলেছেন:
জ্বি, প্রিয় ভাই, ইনশাআল্লাহ জটিলভাবেই লিখবেন। ধন্যবাদ।

ভাই, পোস্টতো লিখেছি। কিন্তু আপনার উপস্থিতি পেলাম না। তবে কি আপনার দৃষ্টিআকর্ষণে ব্যার্থ হলাম? :(

২৯ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৫২

নতুন নকিব বলেছেন:



দুঃখিত! আপনার পোস্ট দেরিতে দেখেছি বলে। এইমাত্রই আপনার পোস্টটিতে কমেন্ট করে এলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

২০| ২৯ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:১১

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



সে যদি ব্লগ না লিখে ফেইবুকে এক্টিভ হতো তবে আজা সেফুদা ভাইরাল হতো না।

৩০ শে আগস্ট, ২০২৪ সকাল ৮:৫৯

নতুন নকিব বলেছেন:



আমারও বিশ্বাস, এইসব সেফুদা মেফুদা তার সামনে ফেবুতে ভাত পেত না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.